Medicine House 0.5

Medicine House 0.5 সুস্বাস্থ্য সাফল্যের চাবিকাঠি 🍀🌸

গর্ভাবস্থায় X-Ray (এক্স-রে) পরীক্ষা করা যাবে না! এতে বাচ্চার শরীরে রেডিয়েশন এর প্রভাবে প্রতিবন্ধী থেকে শুরু করে বিকলাঙ্গ...
17/03/2024

গর্ভাবস্থায় X-Ray (এক্স-রে) পরীক্ষা করা যাবে না!
এতে বাচ্চার শরীরে রেডিয়েশন এর প্রভাবে প্রতিবন্ধী থেকে শুরু করে বিকলাঙ্গ এমনকি মৃত্যুও হতে পারে।
চিকিৎসাশাস্ত্রে বলা আছে এক্স-রে করার ৬ মাসের মধ্যেও বাচ্চা কনসিভ করা যাবে না! তারমানে একজন মানুষের শরীরে ৬ মাস পর্যন্ত এই ক্ষতিকর রেডিয়েশন বা রঞ্জন রশ্মির প্রভাব থেকে যায়।

অনেকেই হাত/পা বা কোমড় ব্যাথার জন্য এক্সরে করতে আসেন বা করেন, তারা আজীবনের জন্য বাচ্চার ক্ষতি করে ফেলেন।

আজকে যারা পোস্ট টা দেখছেন সবাইকে শেয়ার করে জানিয়ে দিন যেনো সবাই সচেতন হয় এই ব্যাপারে।
Copy post

27/12/2023
দুনিয়ায় বুকে আমি মানুষের কোনো ভবিষ্যত দেখিনা,মানুষের সবচেয়ে নিকটতম ভবিষ্যত হচ্ছে কবর আর চূড়ান্ত ভবিষ্যত জান্নাত অথবা জাহ...
27/12/2023

দুনিয়ায় বুকে আমি মানুষের কোনো ভবিষ্যত দেখিনা,মানুষের সবচেয়ে নিকটতম ভবিষ্যত হচ্ছে কবর আর চূড়ান্ত ভবিষ্যত জান্নাত অথবা জাহান্নাম; দুনিয়া কেবলই চলমান বর্তমান।

দুনিয়াতে মানুষের জন্য এমন সময় কখনো আসবেনা যখন সে পুরোপুরি চূড়ান্ত ভবিষ্যতের কাজে শতভাগ ব্যস্ত থাকতে পারবে,বরং তাকে একিসাথে চলমান বর্তমান এবং ভবিষ্যতের কাজ করে যেতে হবে।

"তোমরা জেনে রাখ যে, দুনিয়ার জীবন ক্রীড়া কৌতুক, শোভা-সৌন্দর্য, তোমাদের পারস্পরিক গর্ব-অহঙ্কার এবং ধন-সম্পদ ও সন্তান-সন্ততিতে আধিক্যের প্রতিযোগিতা মাত্র। এর উপমা হল বৃষ্টির মত, যার উৎপন্ন ফসল কৃষকদেরকে আনন্দ দেয়, তারপর তা শুকিয়ে যায়, তখন তুমি তা হলুদ বর্ণের দেখতে পাও, তারপর তা খড়-কুটায় পরিণত হয়। আর আখিরাতে আছে কঠিন আযাব এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও সন্তুষ্টি। আর দুনিয়ার জীবনটা তো ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়।" ( সূরা হাদিদ:২০)

©INTERNET-ইন্টারনেট

  X Ray  findings
30/11/2023

X Ray findings

✍️কোন বয়সের শিশু কি খাবে❓ কতটুকু খাবে❓🔴জন্মের পর থেকে ৬ মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়াবেন।🔴 ৬ মাস থেকে ...
13/10/2023

✍️কোন বয়সের শিশু কি খাবে❓ কতটুকু খাবে❓

🔴জন্মের পর থেকে ৬ মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়াবেন।

🔴 ৬ মাস থেকে ১ বছর বয়স পর্যন্তঃ
মায়ের বুকের দুধ (বাচ্চা যতবার খেতে চাইবে ততবার)
পরিপূরক খাবারঃ ভাত, খিচুড়ি, সবুজ শাকসবজি, হালুয়া,মাছ, মুরগির মাংস, ডিম, পাকা আম, কলা, পেঁপে (দিনে ৩-৫ বার)

🔴 ১ বছর থেকে ২ বছর বয়স পর্যন্তঃ
মায়ের বুকের দুধ (বাচ্চা যতবার খেতে চাইবে ততবার)
পরিপূরক খাবারঃ ভাত, খিচুড়ি, সবুজ শাকসবজি, হালুয়া,মাছ, মুরগির মাংস, ডিম, পাকা আম, কলা, পেঁপে (দিনে ৫ বার)

🔴 বয়স ২ বছরের বেশি হলেঃ
স্বাভাবিক পারিবারিক খাবার (দিনে ৩ বার)
এছাড়াও কলা, পেঁপে, আম, কাঁঠাল এবং মৌসুমি ফলমূল।

✍️ বয়স অনুযায়ী শিশুর প্রতিদিনের পানির চাহিদাঃ

৭ -১২ মাসঃ ০.৫-০.৭৫ লিটার।

১-৩ বছরঃ ১-১.২৫ লিটার।

৪-৮ বছরঃ ১.৫-২ লিটার।

৯-১৬ বছরঃ ২-২.৫ লিটার।

✍️ কোন খাবারে কি ভিটামিন থাকে❓

ভিটামিন এঃ দুধ, ডিম,গাজর, মিষ্টিকুমড়া, পেঁপে, আম,কচু শাক,ছোট মাছ, ইত্যাদি।

ভিটামিন বি-১ঃ ফুলকপি, মটরশুঁটি, মাশরুম, মসুর ডাল ইত্যাদি।

ভিটামিন বি-২ঃ পুঁইশাক, দুধ, ডিম, মাংস, কলিজা, ইত্যাদি।

ভিটামিন বি-৩ঃ মাংস, ফল, বাদাম, মাছ, মাশরুম, লাল চাল ইত্যাদি।

ভিটামিন বি-৫ঃ গম,মাছ, মাংস, টমেটো, ডিম, দুধ, ফুলকপি ইত্যাদি।

ভিটামিন বি-৬ঃ মাছ, মাংস,কলা, ডিম ইত্যাদি।

ভিটামিন বি-৯ঃ টমেটো, বাদাম,কলা, শিম, পেঁপে, ঢেঁড়স,পালং শাক,মাছ ইত্যাদি।

ভিটামিন বি-১২ঃ কলিজা, মাছ, মাংস, ডিমের কুসুম ইত্যাদি।

ভিটামিন সিঃ লেবু, আমড়া, আমলকি, পেয়ারা, আনারস, কাঁচা মরিচ, বাঁধাকপি ইত্যাদি।

ভিটামিন ডিঃ ডিমের কুসুম,কলিজা, ছোট মাছ ইত্যাদি।

ভিটামিন ইঃ বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, আখরোট, গম ইত্যাদি।

ভিটামিন কেঃ সবুজ শাকসবজি, ডিম,ফুলকপি, মিষ্টিকুমড়া ইত্যাদি।

জিংকঃ বরবটির বীজ, ডাল, সয়াবিন, মাংস,ডিম,দই ইত্যাদি।

আয়োডিনঃ সামুদ্রিক মাছ, আয়োডিনযুক্ত লবণ,ইত্যাদি।

Dr. Md. Mahfuzar Rahman Badhon
শিশু বিভাগ, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল।

হার্টের ব্যথা বা ভারী চাপ বুকের মাঝখানে হয়ে গলা,চোয়াল, কাঁধ,হাতের দিকে ছড়িয়ে যেতে পারে।কখনো ব্যথা পেটের উপরভাগে,পিঠের ম...
09/10/2023

হার্টের ব্যথা বা ভারী চাপ বুকের মাঝখানে হয়ে গলা,চোয়াল, কাঁধ,হাতের দিকে ছড়িয়ে যেতে পারে।কখনো ব্যথা পেটের উপরভাগে,পিঠের মাঝখানে অনুভূত হতে পারে।ব্যথার সাথে ঘাম,বমি, শ্বাসকষ্ট, অনিয়মিত হৃদস্পন্দন, রক্তচাপ কমে যেতে পারে।
এনজাইনার ব্যথা পরিশ্রম করলে বাড়ে আবার বিশ্রাম নিলে কমে যায় এবং স্বল্প স্থায়ী হয়।
হার্ট অ্যাটাকের ব্যথা যে কোন সময় হতে পারে এমনকি বিশ্রামের সময়েও হতে পারে এবং ২০ মিনিটের বেশী স্থায়ী হতে পারে।
নীচের ছবিতে দেখানো হয়েছে লাল রংয়ের মাধ্যমে হার্টের ব্যথা সাধারণত বুকের মাঝখানে হয় এবং সেটা আর কোথায় অনুভূত হতে পারে।
বুকে কোন ধরণের অস্বস্তি বোধ করলে দ্রুত চিকিৎসক অথবা নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন।

09/10/2023

#দ্রুত ব্যাথার সমাধান ইনশাআল্লাহ 🌸🍀🥀
যাদের হাতে পায়ে শরীরে ব্যাথা তাদের জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন ধন্যবাদ পাশেই থাকবেন 🌸
#পল্লীচিকিৎস #সুস্বাস্থ্য #মেডিসিন

09/10/2023

#চুলকানির দাউদ অন্যান্য ছত্রাক ধ্বংস কাজ করে এই ঔষধ .
#পল্লীচিকিৎস #সুস্বাস্থ্য #মেডিসিন

08/10/2023

#পল্লীচিকিৎস
ঠান্ডা হাঁচি সর্দি নাক দিয়ে পানি পড়া বন্ধ করে এই ঔষধ গুলা অনেক ভালো কাজ করে
#ঔষধ #সুস্বাস্থ্য #সবাই

🤗🥴✌️
05/10/2023

🤗🥴✌️

জেনে রাখা ভালো      #সুস্বাস্থ্য      #সবাই       Target 0.5   কোন রোগের কি ঔষধ
05/10/2023

জেনে রাখা ভালো
#সুস্বাস্থ্য #সবাই Target 0.5 কোন রোগের কি ঔষধ

Address

Dhaka
12

Website

Alerts

Be the first to know and let us send you an email when Medicine House 0.5 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram