Ohi Physio Care & Fitness

Ohi Physio Care & Fitness Our vision to creat Awareness & Improve human health. Message & Call by WhatsApp (01787775492).

OHI PHYSIO CARE & FITNESS পরিবারে আপনাকে সু-স্বাগতম। সুস্থতা,সচেতনতা, ফিটনেস এবং আপনার সার্বিক সহযোগিতা আমাদের লক্ষ্য।
WHAT MAKES US UNIQUE? OHI PHYSIO CARE & FITNESS শুধুমাত্র আপনাকে ফিজিওথেরাপি চিকিৎসার ব্যাপারেই ধারনা দিবে না একই সাথে আপনার সুস্থতা, নিয়মতান্ত্রিক খাওয়া দাওয়া, ব্যায়াম ও জীবনযাপনের জন্য সার্বিক সহযোগিতা করবে।
আমাদের অর্জিত জ্ঞান আপনাদের সাথে শেয়ার করা এবং ফিজিওথেরাপির বিভিন্ন কার্যকরী ব্যায়াম , বিভিন্ন ইকুইপমেন্টস এবং অসংখ্য স্বাস্থ্য টিপস দেওয়ার মাধ্যমে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টায় আমরা সার্বক্ষণিক নিয়োজিত থাকবো।
MEET OUR TEAM-
অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট, ফুড নিউট্রিশনিস্ট ও টেকনিক্যাল এক্সপা্র্ট নিয়ে আমাদের টিম আপনাকে সঠিক দিকনির্দেশনা সহ সুস্থ জীবন গঠনে সার্বক্ষণিক সহায়তা করার জন্য প্রস্তুত । আমাদের টেকনিকাল এক্সপাট আধুনিক মানের ব্যয়ামের উপকরন সাপ্লাই দিয়ে আপনার পাশে থাকবে।
JOIN THE CONVERSATION-
আমাদের সাথে ফেসবুক পেইজ, ওয়েব-সাইট, হোয়াটসঅ্যাপ এ সংযোগ থাকতে পারেন। আপনি যেকোনো ধরনের প্রশ্ন জিজ্ঞেস করে এই পরিবারের একজন সদস্য হতে পারেন। ধন্যবাদ

ফিজিও গান / ম্যাসেজ গান ব্যবহার করার সুবিধা কি কি?১) রক্ত ​​সঞ্চালন বৃদ্ধি২) ব্যথা উপশম৩) আঘাত প্রতিরোধ৪) চাপ এবং উদ্বেগ...
24/10/2025

ফিজিও গান / ম্যাসেজ গান ব্যবহার করার সুবিধা কি কি?

১) রক্ত ​​সঞ্চালন বৃদ্ধি

২) ব্যথা উপশম

৩) আঘাত প্রতিরোধ

৪) চাপ এবং উদ্বেগ কমানো

৫) ফোকাস বৃদ্ধি ও উন্নত কর্মক্ষমতা

৬) পুনর্বাসন

🧠💪 আপনার পেশী আর মস্তিষ্ক কথা বলছে… ব্যায়ামই সেই আলাপের সূচনা! ✨ কখনও কি ব্যায়ামের পর মাথা আরও সতেজ, মনোযোগী বা খুশি ম...
02/10/2025

🧠💪 আপনার পেশী আর মস্তিষ্ক কথা বলছে… ব্যায়ামই সেই আলাপের সূচনা!

✨ কখনও কি ব্যায়ামের পর মাথা আরও সতেজ, মনোযোগী বা খুশি মনে হয়েছে?
👉 এটি শুধু অনুভূতি নয়—এটি বৈজ্ঞানিক সত্য!

আপনার শরীরে আছে এক অসাধারণ যোগাযোগ ব্যবস্থা—Muscle-Brain Crosstalk
যেখানে ব্যায়ামের মাধ্যমে পেশী আর মস্তিষ্ক একে অপরকে বার্তা পাঠায়:

🔄 এটি কাজ করে ৩ ধাপে:

💡 আপনি যখন কোন এক্টিভিটি বা ব্যায়াম করেন → হাঁটা, দৌড়, সাঁতার বা ওজন তোলা –এই ব্যায়ামই হলো ট্রিগার।

📩 পেশী বার্তা পাঠায় → ব্যায়ামের সময় পেশী রক্তে Myokine নামের বিশেষ বার্তাবাহী অণু ছাড়ে।

🧠 মস্তিষ্ক উপকৃত হয় → এই Myokine মস্তিষ্কে পৌঁছে—
✔️ কোষ রক্ষা করে ও নতুন কোষ গঠন করে
✔️ স্মৃতি ও চিন্তাশক্তি বাড়ায়
✔️ প্রদাহ কমায়
✔️ বার্ধক্যজনিত রোগ (যেমন আলঝেইমার, সারকোপেনিয়া) প্রতিরোধ করে

🌀 ইতিবাচক চক্র:

মস্তিষ্ক সুস্থ → পেশীকে আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করে → পেশী আরও শক্তিশালী হয় → আরও বেশি Myokine ছাড়ে → আবার মস্তিষ্ক উপকৃত হয়!

---

🏃‍♀️ তাহলে শুরু করবেন কিভাবে?

✅ অ্যারোবিক ব্যায়াম: সপ্তাহে অন্তত ৩ দিন, ৩০ মিনিট brisk walking / cycling / swimming করুন।
✅ রেসিস্ট্যান্স ট্রেনিং: সপ্তাহে ২–৩ দিন (ওজন/ভারোত্তোলন অথবা শক্তি বৃদ্ধি ব্যায়াম) করুন।

---

🌟 মনে রাখবেন:
ব্যায়াম মানে শুধু শরীর শক্ত করা নয়…
এটি আপনার মস্তিষ্ককে তরুণ, সতেজ আর স্মার্ট রাখার জন্য এক জাদুকরী কথোপকথন! 🧠✨

23/11/2024

📌 অর্গানিক (Organic) খাবার কি:
বেশ কিছুদিন ধরে আমরা অর্গানিক খাবার এর কথা শুনছি। বিভিন্ন খাদ্য পণ্যে অর্গানিক কথাটি লেখা দেখছি। এসব দেখে অনেকের মনেই প্রশ্ন জেগেছে আসলে এর মানে কি!
যেসকল কৃষিপন্যের উৎপাদন, প্রক্রিয়াজাতকরন ও বিপননের প্রতিটি ধাপে খুব সতর্কতার সাথে কিছু বিষয় সুনিশ্চিত করা হয় সেগুলোকে অর্গানিক খাবার বলা হয়।
বিশেষভাবে যে বিষয়গুলি সুনিশ্চিত করা হয় সেগুলো হল:

✔️ফসলের বীজে কোনরকম জেনেটিক্যাল পরিবর্তন না করা
✔️কৃষি জমিতে রাসায়নিক সার ব্যবহার না করা
✔️রাসায়নিক কীটনাশক প্রয়োগ না করা
✔️ উৎপাদন বৃদ্ধির জন্য হরমোন ও এন্টিবায়োটিক প্রয়োগ না করা
✔️আধুনিক নগরায়ন ও শিল্পায়নের ফলে কৃষি জমিতে নানান রকম সূক্ষ্ম সূক্ষ্ম অপকারী ধাতু মিশে মাটি দূষিত হয়নি এমন
জমিতে চাষ করা।
✔খাদ্য পণ্যের সংরক্ষনে কোন রকম কৃত্রিম কেমিক্যাল ব্যবহার না করা

উপরে উল্লেখিত বিষয়গুলি সুনিশ্চিত করার মাধমে যেসব খাবার ভোক্তার কাছে পৌঁছে দেওয়া হয় সেগুলোই অর্গানিক খাবার ।

আপনারা শুনে অবাক হবেন যে অর্গানিক ইন্ডাস্ট্রির
পরিসংখ্যানে দেখা গেছে গত ২০১৪ সালে আমেরিকায় ভোক্তারা অর্গানিক খাবার এর জন্য প্রায় ৩৯.১ বিলিয়ন ডলার খরচ
করেছেন যা প্রতি বছর বৃদ্ধি পেতে পেতে ২০২০ সালে প্রায় ৬২ বিলিয়ন ডলারে এসে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন অর্গানিক খাবার স্বাস্থ্যের জন্য বেশি নিরাপদ, স্বাস্থ্যকর ও মজাদার।

23/11/2024

শীতকালে সুস্থ ও ভালো থাকার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় পালন করা উচিত। এখানে কিছু করণীয়:

গরম কাপড় পরুন: শীতের তীব্রতা থেকে বাঁচতে ভালো মানের উষ্ণ পোশাক পরিধান করুন, যেমন সোয়েটার, উলের জ্যাকেট, গ্লাভস, স্কার্ফ, ও হ্যাট।
গরম পানীয় পান করুন: চা, কফি, গরম দুধ বা স্যুপ খাওয়া শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে।
পর্যাপ্ত পানি পান করুন: শীতে তৃষ্ণা কম অনুভূত হলেও, শরীরের আদ্রতা বজায় রাখতে পানি পান জরুরি।

গরম খাবার খান: শীতে পুষ্টিকর ও গরম খাবার খাওয়া উচিত, যেমন ডাল, শাকসবজি, ও মাংসের স্যুপ।

ত্বকের যত্ন নিন: শীতে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে, তাই ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। হাত, পা এবং মুখে ক্রিম লাগান।

ব্যায়াম করুন: শীতের কারণে শারীরিক গতি কমে যেতে পারে, কিন্তু নিয়মিত হাঁটা বা হালকা ব্যায়াম করতে ভুলবেন না।

ভিটামিন ডি নিন: সূর্যের আলো থেকে ভিটামিন ডি পাওয়া যায়, তাই কিছু সময় সূর্যের নিচে অবস্থান করুন।

শীতকালীন অসুখ থেকে বাঁচুন: ঠাণ্ডাজনিত রোগ যেমন সর্দি, কাশি, গলা ব্যথা ইত্যাদি থেকে বাঁচতে সুষম খাদ্য এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া উচিত।

এগুলো শীতকালে সুস্থ ও নিরাপদ থাকার কিছু সাধারণ পন্থা।

22/11/2024

"প্রতিদিনের খাবারে পর্যাপ্ত প্রোটিন, কার্বোহাইড্রেট, এবং ফ্যাট রাখুন। সুষম খাদ্য আপনার শরীরকে সুস্থ রাখবে

ফ্যাট জাতীয় খাবার:
এগুলো শরীরের জন্য উপকারী এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করে।
অলিভ অয়েল (Olive Oil)
অ্যাভোকাডো (Avocado)
বাদাম (Nuts): যেমন আমন্ড, আখরোট, পেস্তা।
বীজ (Seeds): যেমন চিয়া বীজ, ফ্ল্যাক্স সিড।
চর্বিযুক্ত মাছ (Fatty Fish): যেমন সামুদ্রিক মাছ।
নারিকেলের তেল (Coconut Oil): (সীমিত পরিমাণে)

📌 আপনার কোমর ব্যথার প্রবণতা থাকলে কীভাবে প্রতিরোধ করবেন:   ✅ কোমর ব্যথার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক বা  ফিজিওথেরাপিস্টের মতাম...
18/11/2024

📌 আপনার কোমর ব্যথার প্রবণতা থাকলে কীভাবে প্রতিরোধ করবেন:

✅ কোমর ব্যথার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক বা ফিজিওথেরাপিস্টের মতামত নেওয়া অপরিহার্য তবে কিছু নিয়ম কোমর ব্যথা প্রতিরোধ বা উপশম করতে পারে।

✔️সামনের দিকে ঝুকে কোন কিছু বহন করবেন না। হাঁটু ভাজ করে মেরুদণ্ড সোজা রেখে বহন করুন।

✔️একটানা বেশিক্ষণ বসে থাকবেন না। প্রতি ঘন্টায় ছোট ছোট বিরতি নিন এবং কয়েক মিনিট হাঁটুন।

✔️বসার সময় কোমরের অঙ্গ ভঙ্গি ঠিক করুন, প্রয়োজনে একটি কুশন বা সাপোর্ট ব্যবহার করুন।

✔️দীর্ঘক্ষণ সোফায় বসে থাকা এড়িয়ে চলুন ।
✔️গাড়ি চালানোর সময় স্টিয়ারিংয়ের কাছাকাছি থাকুন, যাতে ক্লাচ বা ব্রেক চাপতে আপনার হাঁটু নাড়াতে পারেন ফলে পিঠে চাপ কম পড়বে।

✔️ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের স্ক্রীন চোখের সমান্তরালে রাখুন যাতে বেশিক্ষণ উপরে বা নিচে তাকাতে না হয়। কীবোর্ডের উচ্চতা সামঞ্জস্য করুন যাতে কনুই 90 ডিগ্রি কোণে বাঁকানো হয় ফলে কাঁধের মাংসপেশি রিলাক্স থাকে ।

08/08/2024

"প্রতিদিন কিছু সময় নিজের পছন্দের কাজ করুন। এতে মন ভালো থাকবে এবং স্বাস্থ্যও ভালো থাকবে। 🎨🎶

07/08/2024

"প্রতিদিনের খাবারে পর্যাপ্ত প্রোটিন, কার্বোহাইড্রেট, এবং ফ্যাট রাখুন। সুষম খাদ্য আপনার শরীরকে সুস্থ রাখবে। 🍲🥗

06/08/2024

"মানসিক চাপ কমাতে মেডিটেশন করুন। প্রতিদিন মাত্র ১০ মিনিটের ধ্যান আপনাকে স্ট্রেসমুক্ত রাখতে পারে। 🧘‍♀️🌸

05/08/2024

"একটি সুন্দর ঘুম আপনাকে সঠিকভাবে দিন শুরু করতে সাহায্য করে। প্রতিদিন অন্তত ৭-৮ ঘণ্টা ঘুমান। 😴🌙

04/08/2024

"প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন। আপনার শরীরের ৬০% পানি, তাই পানি আপনার জীবনের অপরিহার্য অংশ। 💧💦

Address

Mirpur
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Ohi Physio Care & Fitness posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ohi Physio Care & Fitness:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram