06/08/2025
💥 যেখানে থেমে গিয়েছিল জীবনের গতি — সেখানেই ফিরল আশার আলো!
নুরুদ্দীন সাহেব, মধ্য বাড্ডার সম্মানিত একজন মানুষ।
দীর্ঘদিন ধরে হাঁটুর তীব্র ব্যথায় ভুগছিলেন — ব্যথা এতটাই ছিল যে, নামাজে সিজদা দেওয়া কিংবা স্বাভাবিক হাঁটা-চলা পর্যন্ত অসম্ভব হয়ে গিয়েছিল।
দেশের নামী-দামী চিকিৎসক থেকে শুরু করে বিদেশেও গিয়েছেন সমাধানের আশায় —
কিন্তু ব্যথা যায়নি।
⚠️ হতাশ হয়ে ভেবেছিলেন —
“এই যন্ত্রণা নিয়েই হয়তো বাকি জীবন কাটাতে হবে।”
তখনই তিনি পান Physio Sheba-এর সন্ধান।
প্রথম সেশনেই স্বস্তি টের পান, আর মাত্র কয়েকটি সেশনে ফিরে আসে জীবনের গতি।
📢 আজ তিনি পুরোপুরি ব্যথামুক্ত —
❝ আলহামদুলিল্লাহ, মনে হয় আমি আবার নতুন করে হাঁটতে শিখেছি ❞ —
বলছিলেন তিনি কৃতজ্ঞতায় ভরা কণ্ঠে।
🎯 কেন Physio Sheba?
✅ আন্তর্জাতিক মানের চিকিৎসা
✅ আধুনিক ফিজিওথেরাপি মেশিন
✅ অভিজ্ঞ ও লাইসেন্সপ্রাপ্ত থেরাপিস্ট
✅ হোম সার্ভিস ও সেন্টার সেবা
✅ ব্যথা কমে ফলাফল নিশ্চিত
📍 ঠিকানা:
Physio Sheba
Pain, Paralysis Center & Home Service
🏥 টাওয়ার ৩৯/১, গুলশান-বাড্ডা লিংক রোড, মধ্য বাড্ডা
(স্বপ্ন সুপার শপ এর পিছনে, বায়তুস্ সলাহ্ জামে মসজিদ সংলগ্ন)
📞 হেল্পলাইন: 01777-209992
🌐 ওয়েবসাইট: physioshebabd.com
📌 ম্যাপ: Google Maps