Physio Sheba

Physio Sheba Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Physio Sheba, Physical therapist, Ta/39/1, Gulshan/Badda Link Road ( Middle Badda) House: Haseena Manzil Lift-8, Flat-F 2, Dhaka.

ঢাকা শহরের সব এলাকায় অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট এখন আপনার পাশে। বাসায় বসে কল করে খুব সহজেই নিতে পারেন আপনার প্রয়োজনীয় ফিজিওথেরাপী সেবা। আমাদের আছে পুরুষদের জন্য পুরুষ ফিজিওথেরাপিস্ট, মহিলাদের জন্য মহিলা ফিজিওথেরাপিস্ট।বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য স্পেশাল কেয়ার থেরাপি ও স্পোর্টস ইনজুরি ফিজিওথেরাপী সেবা।রোগীর সর্বোচ্চ সেবাই আমাদের উদ্দেশ্য।

13/05/2025

**"বাত-ব্যথা হোক বা স্ট্রোকজনিত প্যারালাইসিস—প্রতিটি অবস্থাতেই সময়মতো সঠিক ফিজিওথেরাপি শুরু করা অত্যন্ত জরুরি।
অনেকেই নিয়মিত ও পেশাদার থেরাপির মাধ্যমে ব্যথা ও অচল অঙ্গের উন্নতি দেখছেন।
ফিজিও সেবা দিন দিন হয়ে উঠছে সেই নির্ভরযোগ্য ঠিকানা, যারা বাসায় গিয়েই রোগীর অবস্থা বুঝে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করে।

সুস্থতার এই গল্পগুলো আমাদের অনুপ্রাণিত করে। সাহস যোগায় সামনে এগিয়ে যাওয়ার।
দিন দিন ফিজিও সেবার সুস্থতার এ্যালবামে যুক্ত হচ্ছে এই রকম অনেক গল্প.....

🔷সঠিক ও কার্যকরী ফিজিওথেরাপি চিকিৎসা নিতে ফিজিও সেবা আছে আপনার পাশে।
আমরা আছি পুরো ঢাকা শহর জুড়ে অভিজ্ঞ কনসালটেন্ট ও দক্ষ ফিজিওথেরাপিস্ট টিম নিয়ে।
🔷নিজ বাসস্থানে দ্রুত এবং সঠিক ফিজিওথেরাপি পেতে কল করুনঃ
☎️ 01777-209992

17/04/2025

বর্তমানে একটি কমন সমস্যা হলো অপারেশন পরবর্তী ACL ইনজুরি।
ACL ইনজুরি থেকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে রোগীকে নানান বেগ পেতে হয়।
জনাব নয়ন মোল্লা, রামপাল বিদুৎকেন্দ্রের একজন কর্মচারী। খেলতে গিয়ে ACL ইনজুরিতে পড়েন এবং অপারেশনের সম্মুখীন হন।
অপারেশনের পর দীর্ঘসময় অতিক্রম করার পরও তিনি হাঁটা চলা করতে পারছিলেন না। পরবর্তীতে ফিজিও সেবার সাথে যোগাযোগ করেন।

ফিজিও সেবা থেকে ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে তিনি পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসেন।
বাসায় বসে সঠিক ও কার্যকরি ফিজিওথেরাপি নিতে কল করুন ☎️ 01777-209992

16/04/2025

বর্তমান বিশ্বে ব্যথার রোগীর সংখ্যা ব্যাপক হারে বাড়াছে। ব্যথানাশক ওসুধেও মিলছে না ব্যথা থেকে পরিত্রাণ!
জনাব আবিদ সাহেব একজন ইউরোপ প্রবাসী। উনি হাত ও কোমরের ব্যথায় দীর্ঘদিন ভুগেছিলেন। ইউরোপ এবং বাংলাদেশের বিভিন্ন জায়াগায় চিকিৎসা নিয়েও কোনভাবেই ব্যথা থেকে মুক্তি পাচ্ছিলেন না।
উনার স্ত্রী ফিজিও সেবার সঙ্গে যোগাযোগ করেন। ফিজিও সেবা থেকে ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে তিনি এখন প্রায় সুস্থ জীবনযাপন করছেন।

বাসায় বসে সঠিক ও কার্যকরি ফিজিওথেরাপি নিতে কল করুন ☎️ 01777-209992

11/03/2025

🔹হাঁটু ব্যথা,plid জনিত ব্যথা বা কোমর ব্যথা,
🔹ঘাড় ব্যথা,জয়েন্টের ব্যথা, কাঁধে ব্যথা,
🔹মাইগ্রেন ব্যথা এবং নানান ধরণের বাত-ব্যথার কারণে কষ্টদায়ক জীবন-যাপন করতে হচ্ছে?
আপনার প্রয়োজন সঠিক ও কার্যকরি ফিজিওথেরাপি চিকিৎসা সেবা!
ফিজিও সেবার অভিজ্ঞ কনসাল্টটেন্ট ও দক্ষ ফিজিওগনের আন্তরিক প্রচেষ্টায় দীর্ঘদিন যাবত এসকল রোগীদের ব্যথা নিরাময় করে আসছে। যাদের মধ্যে কেউ কেউ শেয়ার করছেন তাদের ভালো হওয়ার কথা!

🔹বাসায় বসে সঠিক ও কার্যকরি ফিজিওথেরাপি নিতে কল করুন ☎️ 01777-209992

27/02/2025

বাত ব্যথা কিংবা স্ট্রোক-প্যারালাইসিসজনিত সমস্যায় অনেকেই ভোগেন।
এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকে ছুটেন বিভিন্ন হাসপাতালে। দীর্ঘদিন চিকিৎসা নেওযার পরও, যখন রোগীরা তাদের স্বাভাবিক জীবনে ফিরতে ব্যর্থ হন।
তখন তারা পুরোপুরি হতাশ হয়ে পড়েন এবং মানসিকভাবে ভেঙ্গে পড়েন।
ফিজিও সেবা এসকল রোগীদের নিয়ে কাজ করে যাচ্ছে দীর্ঘদিন যাবত।
ফিজিও সেবা’র অভিজ্ঞ কনসাল্টটেন্ট ও দক্ষ ফিজিওদের আন্তরিক প্রচেষ্টায় রোগীরা ফিরছেন তাদের স্বাভাবিক জীবনে।
বাসায় বসে সঠিক ও কার্যকরি ফিজিওথেরাপি নিতে কল করুন ☎️ 01777-190803

সুস্থতার এই গল্পগুলো আমাদের অনুপ্রাণিত করে। সাহস যোগায় সামনে এগিয়ে যাওয়ার।দিন দিন ফিজিও সেবার সুস্থতার এ্যালবামে যুক্ত হ...
22/02/2025

সুস্থতার এই গল্পগুলো আমাদের অনুপ্রাণিত করে। সাহস যোগায় সামনে এগিয়ে যাওয়ার।
দিন দিন ফিজিও সেবার সুস্থতার এ্যালবামে যুক্ত হচ্ছে এই রকম অনেক গল্প.....
🔷সঠিক ও কার্যকরী ফিজিওথেরাপি চিকিৎসা নিতে ফিজিও সেবা আছে আপনার পাশে।
আমারা আছি পুরো ঢাকা শহর জুড়ে অভিজ্ঞ কনসালটেন্ট ও দক্ষ ফিজিওথেরাপিস্ট টিম নিয়ে।
🔷নিজ বাসস্থানে দ্রুত এবং সঠিক ফিজিওথেরাপি পেতে কল করুনঃ
☎️ 01777-209992

29/01/2025

🔹বাত ব্যথা কিংবা স্ট্রোক-প্যারালাইসিসজনিত সমস্যায় অনেকেই ভোগেন।
এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকে ছুটেন বিভিন্ন হাসপাতালে। দীর্ঘদিন চিকিৎসা নেওযার পরও, যখন রোগীরা তাদের স্বাভাবিক জীবনে ফিরতে ব্যর্থ হন।
তখন তারা পুরোপুরি হতাশ হয়ে পড়েন এবং মানসিকভাবে ভেঙ্গে পড়েন।
ফিজিও সেবা এসকল রোগীদের নিয়ে কাজ করে যাচ্ছে দীর্ঘদিন যাবত।
ফিজিও সেবা’র অভিজ্ঞ কনসাল্টটেন্ট ও দক্ষ ফিজিওদের আন্তরিক প্রচেষ্টায় রোগীরা ফিরছেন তাদের স্বাভাবিক জীবনে।

🔹বাসায় বসে সঠিক ও কার্যকরি ফিজিওথেরাপি নিতে কল করুন ☎️ 01777-209992

23/01/2025

🔹তায়েবুর রহমান তায়েফ একটি মাল্টিন্যাশনাল কোম্পানির সিনিয়র ইন্জিনিয়ার। জনাব তায়েফ সাহেব দীর্ঘদিন যাবত পিএলআইডি বা কোমর ব্যথায় ভোগছিলেন এবং উনার ক্যারিয়ার নিয়ে ছিলো ভীষন দুশ্চিন্তা। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরও ভালো না হয়ে ভারতে অপারেশনের প্রস্তুতি নিচ্ছিলেন। তখন অনলাইনে ফিজিও সেবার সন্ধান পান।
ফিজিও সেবা থেকে ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে তিনি এখন পুরোপুরি ব্যথামুক্ত জীবনযাপন করছেন।

🔹বাসায় বসে সঠিক ও কার্যকরি ফিজিওথেরাপি নিতে কল করুন ☎️ 01777-209992

02/01/2025

🔹স্ট্রোক-প্যারালাইসিসে আক্রান্ত?
হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, জয়েন্টের ব্যথা, কাঁধে ব্যথা এবং নানান ধরণের বাত-ব্যথার কারণে কষ্টদায়ক জীবন-যাপন করতে হচ্ছে?
আপনার প্রয়োজন সঠিক ও কার্যকরি ফিজিওথেরাপি চিকিৎসা সেবা!

🔹বাসায় বসে সঠিক ও কার্যকরি ফিজিওথেরাপি নিতে কল করুন ☎️ 01777-209992🔹

24/12/2024

🔹দীর্ঘদিন ধরে ঘাড়ে ব্যথা?
ঘাড় ব্যথার তীব্র যন্ত্রনায় কষ্টদায়ক জীবন-যাপন করতে হচ্ছে?
এই যন্ত্রনা থেকে মুক্তি দিতে পারে সঠিক ও কার্যকরি ফিজিওথেরাপি চিকিৎসা সেবা!
যেমন মুক্তি পেয়েছেন মো. কামরুল হাসান, যিনি দীর্ঘদিন ধরে বালজিং ডিস্ক এর কারণে প্রচন্ড ঘাড় ব্যথায় ভুগছিলেন।
ফিজিও সেবা থেকে ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে তিনি এখন পুরোপুরি ব্যথামুক্ত জীবনযাপন করছেন।

🔹বাসায় বসে সঠিক ও কার্যকরি ফিজিওথেরাপি নিতে কল করুন ☎️ 01777-209992

11/12/2024

কিছু পেশেন্ট রিভিউ আমাদের খুব বেশি অনুপ্রাণিত করে, প্রেরণা ও শক্তি যোগায় নতুন উদ্যমে কাজ করার।
জনাব সৈয়দ ইসমত তোহা সাহেব বাংলাদেশের একজন প্রখ্যাত ভয়েসওভার আর্টিস্ট কিছুদিন পূর্বে তিনি স্ট্রোক-প্যারালাইসিসে আক্রান্ত হন। ডাক্তার ফিজিওথেরাপি নেওয়ার কথা বললেও তিনি ফিজিওথেরাপি গ্রহন করেননি।
পরবর্তীতে লোক মারফত ফিজিও সেবার সুনাম ও রোগী ভালো হওয়ার কথা জানতে পেরে ফিজিও সেবা তে আসেন। মাত্র ১০ দিন ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়ার পর তিনি সুস্থ হয়ে যান এবং আনন্দের সাথে পেশেন্ট রিভিউ দেন।
বাসায় বসে সঠিক ও কার্যকরি ফিজিওথেরাপি নিতে কল করুন ☎️ 01777-209992

Address

Ta/39/1, Gulshan/Badda Link Road ( Middle Badda) House: Haseena Manzil Lift-8, Flat-F 2
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Physio Sheba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Physio Sheba:

Share