Physio Sheba

Physio Sheba “Dhaka’s No.1 Physiotherapy Home Service with expert Male & Female Therapists. 10+ years of trusted care for Stroke, Neuro, Back & Knee Pain.

Safe, modern, and effective treatment – live pain-free without surgery!”

06/08/2025

💥 যেখানে থেমে গিয়েছিল জীবনের গতি — সেখানেই ফিরল আশার আলো!

নুরুদ্দীন সাহেব, মধ্য বাড্ডার সম্মানিত একজন মানুষ।
দীর্ঘদিন ধরে হাঁটুর তীব্র ব্যথায় ভুগছিলেন — ব্যথা এতটাই ছিল যে, নামাজে সিজদা দেওয়া কিংবা স্বাভাবিক হাঁটা-চলা পর্যন্ত অসম্ভব হয়ে গিয়েছিল।

দেশের নামী-দামী চিকিৎসক থেকে শুরু করে বিদেশেও গিয়েছেন সমাধানের আশায় —
কিন্তু ব্যথা যায়নি।

⚠️ হতাশ হয়ে ভেবেছিলেন —
“এই যন্ত্রণা নিয়েই হয়তো বাকি জীবন কাটাতে হবে।”

তখনই তিনি পান Physio Sheba-এর সন্ধান।
প্রথম সেশনেই স্বস্তি টের পান, আর মাত্র কয়েকটি সেশনে ফিরে আসে জীবনের গতি।

📢 আজ তিনি পুরোপুরি ব্যথামুক্ত —
❝ আলহামদুলিল্লাহ, মনে হয় আমি আবার নতুন করে হাঁটতে শিখেছি ❞ —
বলছিলেন তিনি কৃতজ্ঞতায় ভরা কণ্ঠে।

🎯 কেন Physio Sheba?

✅ আন্তর্জাতিক মানের চিকিৎসা
✅ আধুনিক ফিজিওথেরাপি মেশিন
✅ অভিজ্ঞ ও লাইসেন্সপ্রাপ্ত থেরাপিস্ট
✅ হোম সার্ভিস ও সেন্টার সেবা
✅ ব্যথা কমে ফলাফল নিশ্চিত

📍 ঠিকানা:
Physio Sheba
Pain, Paralysis Center & Home Service
🏥 টাওয়ার ৩৯/১, গুলশান-বাড্ডা লিংক রোড, মধ্য বাড্ডা
(স্বপ্ন সুপার শপ এর পিছনে, বায়তুস্ সলাহ্ জামে মসজিদ সংলগ্ন)

📞 হেল্পলাইন: 01777-209992
🌐 ওয়েবসাইট: physioshebabd.com
📌 ম্যাপ: Google Maps

27/06/2025

দীর্ঘদিনের রিস্ট পেইন বা কব্জি ব্যথা থেকে মুক্তি!
ব্যথার যন্ত্রনায় আমরা প্রায় সবাই ভুক্তভোগী। তেমনি একজন জনাব মাসুদ কায়সার।
জনাব কায়সার দীর্ঘদিন প্রচন্ড রিস্ট পেইন বা কব্জি ব্যথায় ভুগেছিলেন, বিভিন্ন চিকিৎসাও করিয়েছিলেন কিন্তু রিস্ট পেইন বা কব্জি ব্যথা থেকে মুক্তি পাননি।
ফিজিও সেবা থেকে ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে দীর্ঘ দিনের রিস্ট পেইন বা কব্জি ব্যথাকে বিদায় জানিয়েছেন।
বাসায় বসে সঠিক ও কার্যকরি ফিজিওথেরাপি নিতে কল করুন ☎️ 01777-209992

20/06/2025

✅ হাঁটু ও কোমর ব্যথা থেকে মুক্তি।
হাঁটু ব্যথা ও কোমর ব্যথার রোগীদের ব্যথার যন্ত্রনার পাশাপাশি একটি মানসিক যন্ত্রণা হলো সঠিক ভাবে নামাজ আদায় করতে না পারা।
জনাব আবদুল কাদের সাহেব দীর্ঘদিন যাবত প্রচন্ড হাঁটু ব্যথা ও কোমর ব্যথার কারণে এই যন্ত্রণার সম্মুখীন হয়েছিলেন।
ফিজিও সেবা থেকে ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে তিনি এখন প্রায় ব্যথামুক্ত জীবনযাপন করছেন।
বাসায় বসে সঠিক ও কার্যকরি ফিজিওথেরাপি নিতে কল করুন ☎️ 01777-209992

13/05/2025

**"বাত-ব্যথা হোক বা স্ট্রোকজনিত প্যারালাইসিস—প্রতিটি অবস্থাতেই সময়মতো সঠিক ফিজিওথেরাপি শুরু করা অত্যন্ত জরুরি।
অনেকেই নিয়মিত ও পেশাদার থেরাপির মাধ্যমে ব্যথা ও অচল অঙ্গের উন্নতি দেখছেন।
ফিজিও সেবা দিন দিন হয়ে উঠছে সেই নির্ভরযোগ্য ঠিকানা, যারা বাসায় গিয়েই রোগীর অবস্থা বুঝে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করে।

সুস্থতার এই গল্পগুলো আমাদের অনুপ্রাণিত করে। সাহস যোগায় সামনে এগিয়ে যাওয়ার।
দিন দিন ফিজিও সেবার সুস্থতার এ্যালবামে যুক্ত হচ্ছে এই রকম অনেক গল্প.....

🔷সঠিক ও কার্যকরী ফিজিওথেরাপি চিকিৎসা নিতে ফিজিও সেবা আছে আপনার পাশে।
আমরা আছি পুরো ঢাকা শহর জুড়ে অভিজ্ঞ কনসালটেন্ট ও দক্ষ ফিজিওথেরাপিস্ট টিম নিয়ে।
🔷নিজ বাসস্থানে দ্রুত এবং সঠিক ফিজিওথেরাপি পেতে কল করুনঃ
☎️ 01777-209992

17/04/2025

বর্তমানে একটি কমন সমস্যা হলো অপারেশন পরবর্তী ACL ইনজুরি।
ACL ইনজুরি থেকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে রোগীকে নানান বেগ পেতে হয়।
জনাব নয়ন মোল্লা, রামপাল বিদুৎকেন্দ্রের একজন কর্মচারী। খেলতে গিয়ে ACL ইনজুরিতে পড়েন এবং অপারেশনের সম্মুখীন হন।
অপারেশনের পর দীর্ঘসময় অতিক্রম করার পরও তিনি হাঁটা চলা করতে পারছিলেন না। পরবর্তীতে ফিজিও সেবার সাথে যোগাযোগ করেন।

ফিজিও সেবা থেকে ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে তিনি পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসেন।
বাসায় বসে সঠিক ও কার্যকরি ফিজিওথেরাপি নিতে কল করুন ☎️ 01777-209992

16/04/2025

বর্তমান বিশ্বে ব্যথার রোগীর সংখ্যা ব্যাপক হারে বাড়াছে। ব্যথানাশক ওসুধেও মিলছে না ব্যথা থেকে পরিত্রাণ!
জনাব আবিদ সাহেব একজন ইউরোপ প্রবাসী। উনি হাত ও কোমরের ব্যথায় দীর্ঘদিন ভুগেছিলেন। ইউরোপ এবং বাংলাদেশের বিভিন্ন জায়াগায় চিকিৎসা নিয়েও কোনভাবেই ব্যথা থেকে মুক্তি পাচ্ছিলেন না।
উনার স্ত্রী ফিজিও সেবার সঙ্গে যোগাযোগ করেন। ফিজিও সেবা থেকে ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে তিনি এখন প্রায় সুস্থ জীবনযাপন করছেন।

বাসায় বসে সঠিক ও কার্যকরি ফিজিওথেরাপি নিতে কল করুন ☎️ 01777-209992

11/03/2025

🔹হাঁটু ব্যথা,plid জনিত ব্যথা বা কোমর ব্যথা,
🔹ঘাড় ব্যথা,জয়েন্টের ব্যথা, কাঁধে ব্যথা,
🔹মাইগ্রেন ব্যথা এবং নানান ধরণের বাত-ব্যথার কারণে কষ্টদায়ক জীবন-যাপন করতে হচ্ছে?
আপনার প্রয়োজন সঠিক ও কার্যকরি ফিজিওথেরাপি চিকিৎসা সেবা!
ফিজিও সেবার অভিজ্ঞ কনসাল্টটেন্ট ও দক্ষ ফিজিওগনের আন্তরিক প্রচেষ্টায় দীর্ঘদিন যাবত এসকল রোগীদের ব্যথা নিরাময় করে আসছে। যাদের মধ্যে কেউ কেউ শেয়ার করছেন তাদের ভালো হওয়ার কথা!

🔹বাসায় বসে সঠিক ও কার্যকরি ফিজিওথেরাপি নিতে কল করুন ☎️ 01777-209992

27/02/2025

বাত ব্যথা কিংবা স্ট্রোক-প্যারালাইসিসজনিত সমস্যায় অনেকেই ভোগেন।
এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকে ছুটেন বিভিন্ন হাসপাতালে। দীর্ঘদিন চিকিৎসা নেওযার পরও, যখন রোগীরা তাদের স্বাভাবিক জীবনে ফিরতে ব্যর্থ হন।
তখন তারা পুরোপুরি হতাশ হয়ে পড়েন এবং মানসিকভাবে ভেঙ্গে পড়েন।
ফিজিও সেবা এসকল রোগীদের নিয়ে কাজ করে যাচ্ছে দীর্ঘদিন যাবত।
ফিজিও সেবা’র অভিজ্ঞ কনসাল্টটেন্ট ও দক্ষ ফিজিওদের আন্তরিক প্রচেষ্টায় রোগীরা ফিরছেন তাদের স্বাভাবিক জীবনে।
বাসায় বসে সঠিক ও কার্যকরি ফিজিওথেরাপি নিতে কল করুন ☎️ 01777-190803

সুস্থতার এই গল্পগুলো আমাদের অনুপ্রাণিত করে। সাহস যোগায় সামনে এগিয়ে যাওয়ার।দিন দিন ফিজিও সেবার সুস্থতার এ্যালবামে যুক্ত হ...
22/02/2025

সুস্থতার এই গল্পগুলো আমাদের অনুপ্রাণিত করে। সাহস যোগায় সামনে এগিয়ে যাওয়ার।
দিন দিন ফিজিও সেবার সুস্থতার এ্যালবামে যুক্ত হচ্ছে এই রকম অনেক গল্প.....
🔷সঠিক ও কার্যকরী ফিজিওথেরাপি চিকিৎসা নিতে ফিজিও সেবা আছে আপনার পাশে।
আমারা আছি পুরো ঢাকা শহর জুড়ে অভিজ্ঞ কনসালটেন্ট ও দক্ষ ফিজিওথেরাপিস্ট টিম নিয়ে।
🔷নিজ বাসস্থানে দ্রুত এবং সঠিক ফিজিওথেরাপি পেতে কল করুনঃ
☎️ 01777-209992

29/01/2025

🔹বাত ব্যথা কিংবা স্ট্রোক-প্যারালাইসিসজনিত সমস্যায় অনেকেই ভোগেন।
এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকে ছুটেন বিভিন্ন হাসপাতালে। দীর্ঘদিন চিকিৎসা নেওযার পরও, যখন রোগীরা তাদের স্বাভাবিক জীবনে ফিরতে ব্যর্থ হন।
তখন তারা পুরোপুরি হতাশ হয়ে পড়েন এবং মানসিকভাবে ভেঙ্গে পড়েন।
ফিজিও সেবা এসকল রোগীদের নিয়ে কাজ করে যাচ্ছে দীর্ঘদিন যাবত।
ফিজিও সেবা’র অভিজ্ঞ কনসাল্টটেন্ট ও দক্ষ ফিজিওদের আন্তরিক প্রচেষ্টায় রোগীরা ফিরছেন তাদের স্বাভাবিক জীবনে।

🔹বাসায় বসে সঠিক ও কার্যকরি ফিজিওথেরাপি নিতে কল করুন ☎️ 01777-209992

23/01/2025

🔹তায়েবুর রহমান তায়েফ একটি মাল্টিন্যাশনাল কোম্পানির সিনিয়র ইন্জিনিয়ার। জনাব তায়েফ সাহেব দীর্ঘদিন যাবত পিএলআইডি বা কোমর ব্যথায় ভোগছিলেন এবং উনার ক্যারিয়ার নিয়ে ছিলো ভীষন দুশ্চিন্তা। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরও ভালো না হয়ে ভারতে অপারেশনের প্রস্তুতি নিচ্ছিলেন। তখন অনলাইনে ফিজিও সেবার সন্ধান পান।
ফিজিও সেবা থেকে ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে তিনি এখন পুরোপুরি ব্যথামুক্ত জীবনযাপন করছেন।

🔹বাসায় বসে সঠিক ও কার্যকরি ফিজিওথেরাপি নিতে কল করুন ☎️ 01777-209992

02/01/2025

🔹স্ট্রোক-প্যারালাইসিসে আক্রান্ত?
হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, জয়েন্টের ব্যথা, কাঁধে ব্যথা এবং নানান ধরণের বাত-ব্যথার কারণে কষ্টদায়ক জীবন-যাপন করতে হচ্ছে?
আপনার প্রয়োজন সঠিক ও কার্যকরি ফিজিওথেরাপি চিকিৎসা সেবা!

🔹বাসায় বসে সঠিক ও কার্যকরি ফিজিওথেরাপি নিতে কল করুন ☎️ 01777-209992🔹

Address

Ta- 39/1,Gulshan -Badda Link Road ( Middle Badda) House: Haseena Manzil Lift-8, Flat-F2
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Physio Sheba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Physio Sheba:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram