27/11/2025
কোমর ব্যথায় কাবু?
ইন্জিনিয়ার সাজ্জাদের মতো পেশাজীবীদের জন্য মুক্তি!
পেশেন্টের নাম: ইন্জিনিয়ার সাজ্জাদ রোগ: কোমর ব্যথা (Low Back Pain)
দীর্ঘক্ষণ বসে কাজ করা, অথবা কর্মক্ষেত্রের ব্যস্ততার কারণে আজকাল কোমর ব্যথা পেশাজীবীদের জন্য এক অসহনীয় সমস্যা। ইন্জিনিয়ার সাজ্জাদের মতো যারা একটানা বসে নকশা তৈরি করেন বা সাইটে দাঁড়িয়ে কাজ করেন, তাদের জন্য কোমর ব্যথা যেন নিত্যসঙ্গী। পিঠের নিচের দিকে তীব্র যন্ত্রণা, সামান্য নড়াচড়ায় কষ্ট—এসবই কোমর ব্যথার কষ্টের অংশ।
ইন্জিনিয়ার সাজ্জাদ দীর্ঘদিন ধরে এই মানসিক ও শারীরিক যন্ত্রণার মধ্যে আছেন। সকালে কাজ শুরু করতে গিয়ে অস্বস্তি, কাজ শেষে বাড়িতে ফেরা মানেই বিছানায় কষ্টকর বিশ্রাম—সব মিলিয়ে তিনি ভীষণ হতাশ ছিলেন। ফিজিও সেবা থেকে ফিজিওথেরাপি নিয়ে তিনি দীর্ঘদিনের কোমর ব্যথা থেকে মুক্তি পেয়েছেন।
🔷নিজ বাসায় ফিজিওথেরাপি নিতে চান?
🔷ব্যথা যন্ত্রণায় কাতরাচ্ছেন?
🔷স্ট্রোক-প্যারালাইসিস সমস্যায় ভুগছেন?
আপনার সমস্যা সমাধানে আমরা নিয়ে এসেছি ফিজিওথেরাপি হোম সার্ভিস।একটি ফোন কলে ফিজিওথেরাপিস্ট যাবে আপনার বাসায়।
📞 01777-209992