02/10/2023
🚑▶️🎉💸পর্ব - দ্বিতীয় 💕💕🐦🚒
অবাক করার বিষয় হলো ব্যবহারকারীর ঘুমাতে যাওয়ার সময় জানে ফেসবুক । সোস্যাল মাধ্যমটি গ্রাহকের এত বেশি তথ্য সংগ্রহ করে যে, তারা বলে দিতে পারে আপনি কখন ঘুমাতে যান । ড্যানিশ সফটওয়্যার ডেভেলপার সোরেন লুইভ জনসেন একটি টুল উন্নয়ন করেছেন , যার মাধ্যমে একজন ফেসবুক ব্যবহারকারীর রাতে ঘুমাতে যাওয়া এবং সকালে ওঠা থেকে শুরু করে নানা অ্যাক্টিভিটি ট্র্যাক করা সম্ভব । বিষয়টির সঙ্গে ডাটা প্রাইভেসি ইস্যু জরিত থাকার কারণে এ টুল ডিঅ্যাক্টিভ করার অনুরোধ করেছিল ফেসবুক । অনলাইনে আমরা অনেক সময় খুব বেশি তথ্য প্রকাশ করে ফেলি । কিন্তু আমরা জানি না যে, এটা অন্যরা কিভাবে ব্যবহার করছে বা করতে পারে । অনেকেই মনে করেন, আধুনিক প্রযুক্তি হিসেবে ফেসবুক অনেক কাজের । যোগাযোগ মাধ্যম হিসেবে, শিক্ষার বাহন হিসেবে, কিংবা বিনোদনের অনুসঙ্গ হিসেবে চাইলেই এর সম্ভাবনার দিকগুলোকে কোন ভাবেই অস্বীকার করা যাবে না । পুরনো বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, শিক্ষক বা সহকর্মীদের সাথে সহজে যোগাযোগ , খবরা খবর নেয়া, কী হলো বা না হলো, দেশ কোন দিকে যাচ্ছে , কে কি বলছে এসব জানতে পারা, কার বেবী হলো, ছেলে না মেয়ে, কে পাস করলো না করলো থেকে শুরু করে এই মাত্র খেলাম, কখন বাথরুমে যাচ্ছি - এসব ছোট খাটো বিষয় পর্যন্ত শেয়ার করছি । মাঝে মাঝে মনে হয়, লেখা পড়ার প্রয়োজনে গ্রুপ ডিসকাশন সহ কত না উপকার করছে ফেসবুক ।যে সামাজিক যোগাযোগে মানুষের কাছে আসার কথা, সেই দেখা যাচ্ছে বাবা-মা ,ভাই বোন, স্বামী-স্ত্রীকে পর করে দিচ্ছে ।
যার ফেসবুকে এত ফ্রেন্ড, সে-ই দেখা যায় পড়ন্ত বিকেলে কিংবা সাঁঝ বেলার মলিন আলোয় ঘরের কোনায় বসে ফেসবুকে লিখেছে - আমি একা ।