K G Hospital & Dialysis Centre

K G Hospital & Dialysis Centre Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from K G Hospital & Dialysis Centre, Hospital, 61 becharam dewry, payra chattor, Near Tara masjid, Dhaka.

পুরাতন ঢাকায় সুলভ মূল্যে সেরা চিকিৎসা সেবা নিশ্চিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।
পূর্ণাঙ্গ হাসপাতাল ছাড়াও আমাদের রয়েছে সেরা প্রযুক্তির সমন্বয়ে গঠিত পৃথক মা ও শিশু,ডেন্টাল, চক্ষু ও ডায়ালাইসিস বিভাগ।

📌 প্রতিবারের মতো এবারও ঈদের ছুটিতে আমাদের হাসপাতালের সকল ধরণের কার্যক্রম চলবে ইনশাআল্লাহ। ✅ সিজার ও নর্মাল ডেলিভারি ✅ সা...
04/06/2025

📌 প্রতিবারের মতো এবারও ঈদের ছুটিতে আমাদের হাসপাতালের সকল ধরণের কার্যক্রম চলবে ইনশাআল্লাহ।

✅ সিজার ও নর্মাল ডেলিভারি
✅ সার্বক্ষণিক 𝗡𝗜𝗖𝗨 সেবা
✅ দূর্ঘটনাজনিত হাড় ভাঙা বা অর্থোপেডিকসের যেকোনো অপারেশন
✅ জরুরি বিভাগ
✅ অন্ত:বিভাগের (IPD) স্বাভাবিক কার্যক্রম
✅ ২৪ ঘন্টাই মেডিকেল অফিসার হাসপাতালে থাকবেন
✅ যেকোনো প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা (রক্ত পরীক্ষা, ইসিজি, ইকো, এক্সরে সহ যাবতীয় পরীক্ষা ইত্যাদি)

⚠️ ঈদের ছুটিতেও প্রায় সকল ধরণের সেবা কার্যক্রম চলবে।

📞যোগাযোগ : 01711390984, 01749898959

👩‍⚕️👩‍⚕️        ডা: আমেনা বেগম লাকী              স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন,        ট্রেনিং ইন লেপারোস্কপি এন্ড হিস্টের...
30/05/2025

👩‍⚕️👩‍⚕️ ডা: আমেনা বেগম লাকী
স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন,
ট্রেনিং ইন লেপারোস্কপি এন্ড হিস্টেরোস্কপি,
বন্ধ্যাত্ব চিকিৎসায় বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত,
সহকারী অধ্যাপক,
গাইনি ও প্রসূতি বিভাগ,
সিটি মেডিকেল কলেজ।

⚠️ "একফোঁটা রক্ত জীবন বাঁচাতে পারে – কিন্তু ভুল রক্ত জীবন হরণ করতে পারে!!" ⚠️ দাতা থেকে রক্ত নেওয়ার সময় ক্রস ম্যাচিং না ...
27/05/2025

⚠️ "একফোঁটা রক্ত জীবন বাঁচাতে পারে – কিন্তু ভুল রক্ত জীবন হরণ করতে পারে!!"

⚠️ দাতা থেকে রক্ত নেওয়ার সময় ক্রস ম্যাচিং না করা হলে কী হতে পারে তা নিয়ে বিস্তারিত জানা যাক।

একজন ব্যক্তির যেকোনো সময় রক্ত প্রয়োজন হতে পারে যেমন: অস্ত্রোপচার, দুর্ঘটনা, প্রসবকালীন জটিলতা, থ্যালাসেমিয়া রোগীর বা রক্তাল্পতার ক্ষেত্রে।

🔶 ক্রস-ম্যাচিং (Cross-Matching) কী?

👉 ক্রস-ম্যাচিং হল একটি পরীক্ষা যেখানে রক্তদাতা ও রক্তগ্রহীতার রক্ত একসঙ্গে মিশিয়ে দেখা হয়—এই রক্ত একে অপরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা।

এটি মূলত নিশ্চিত করে যে:
🔵 রক্তদাতার লাল রক্তকণিকার সঙ্গে রক্তগ্রহীতার শরীর প্রতিক্রিয়া করবে কি না।
🔵 গ্রহীতার শরীরে কোন মারাত্মক অ্যালার্জি বা ইমিউন প্রতিক্রিয়া হবে কি না।

🔶 ক্রস-ম্যাচিং না করলে কী ধরনের বিপদ হতে পারে?

❌ Hemolytic Reaction: রক্তের উপাদান ধ্বংস হয়ে যায়, যা শরীরে বিষক্রিয়া সৃষ্টি করে।
❌ অ্যাকিউট অ্যালার্জিক রিঅ্যাকশন: হঠাৎ শ্বাসকষ্ট, ত্বকে ফুসকুড়ি, শরীর ফুলে যাওয়া।
❌ Kidney Failure: শরীরের ফিল্টারিং সিস্টেম নষ্ট হয়ে যেতে পারে।
❌ Shock বা মৃত্যু: মারাত্মক প্রতিক্রিয়ায় রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে।

🔶 রক্ত সঞ্চালনের আগে যা অবশ্যই নিশ্চিত করবেন:

✅ রোগীর ব্লাড গ্রুপ ঠিকভাবে নির্ধারণ করা হয়েছে কিনা
✅ রক্তদাতা ও গ্রহীতার রক্তে সংক্রমণ আছে কি না (HBV, HCV, HIV ইত্যাদি)
✅ ক্রস-ম্যাচিং সঠিকভাবে করা হয়েছে কি না
✅ রক্তের মেয়াদ (expiry date)
✅ স্টেরাইল (নির্বীজ) সরঞ্জাম ব্যবহার হচ্ছে কিনা

🔷 সতর্কতা ও সচেতনতা জরুরি
রক্ত সঞ্চালন কোনও সাধারণ বিষয় নয়।
এটি অত্যন্ত সংবেদনশীল ও বিজ্ঞানসম্মত পদ্ধতি।
শুধুমাত্র অনুমোদিত হাসপাতাল, অভিজ্ঞ চিকিৎসক এবং উন্নত ল্যাব সুবিধা সম্পন্ন স্থানে রক্তগ্রহণ করুন।

আপনার একটু সচেতনতা বাঁচাতে পারে একটি প্রাণ। ❤️

বার্ন ও প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ 👨‍⚕️ ডাঃ মোঃ নজরুল হোসেন মোল্লাএমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (সার্জারি)এমএস...
25/05/2025

বার্ন ও প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ
👨‍⚕️ ডাঃ মোঃ নজরুল হোসেন মোল্লা
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (সার্জারি)
এমএস (প্লাস্টিক এন্ড রিকন্সট্রাকটিভ সার্জারি)
বার্ন, প্লাস্টিক ও মাইক্রো সার্জারি ও
কসমেটিক সার্জারির বিশেষজ্ঞ (প্লাস্টিক সার্জারি)
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ঢাকা।

সিরিয়াল দিতে ফোন করুনঃ 📞 01711390984, 📞 01749898959

মে মাস – নারী স্বাস্থ্য সচেতনতার মাস নারীর সুস্থতাই পরিবারের সুখের মূল চাবিকাঠি। আমরা প্রতিটি নারীকে উৎসাহিত করি নিজের স...
22/05/2025

মে মাস – নারী স্বাস্থ্য সচেতনতার মাস

নারীর সুস্থতাই পরিবারের সুখের মূল চাবিকাঠি।

আমরা প্রতিটি নারীকে উৎসাহিত করি নিজের স্বাস্থ্যকে গুরুত্ব দিতে কারণ সুস্থ নারী মানেই সুস্থ সমাজ।

নিজের জন্য একটু সময় রাখুন।
আপনার পাশে আছি আমরা।❤️

👨‍⚕️ ডাঃ মোঃ হারিছউদ্দিনএমবিবিএস, এম.এস (ইউরোলজি)কিডনী, মূত্র রোগ বিশেষজ্ঞ সার্জনসহকারী অধ্যাপক (ইউরোলজি বিভাগ)সার সলিমু...
20/05/2025

👨‍⚕️ ডাঃ মোঃ হারিছউদ্দিন
এমবিবিএস, এম.এস (ইউরোলজি)
কিডনী, মূত্র রোগ বিশেষজ্ঞ সার্জন
সহকারী অধ্যাপক (ইউরোলজি বিভাগ)
সার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও
মিটফোর্ড হাসপাতাল।

সিরিয়াল দিতে ফোন করুনঃ 📞 01711390984,
📞 01749898959

16/05/2025

পুরাতন ঢাকায় এত জটিল অপারেশনও হয়?? 😲😲

যাদের মনে এরকম সন্দেহ তাদের জন্যই এই ভিডিও।

পুরাতন ঢাকায় যেকোনো জটিল চিকিৎসায় কে জি হাসপাতাল সেরা।

📌 রোগীর কাছ থেকেই বিস্তারিত জানুন।

👨‍⚕️ ডা: পুলক কুমার বিশ্বাস
এমবিবিএস (ঢাকা মেডিকেল কলেজ ),
এমএস (নিউরোসার্জারী) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল)।
ব্রেইন এন্ড স্পাইন সার্জন বিশেষজ্ঞ (নিউরোসার্জারী বিভাগ)
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

আমরা যখন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরি তখন সব কৃতিত্ব দেই শুধুমাত্র ডাক্তারদের।অথচ আপনি যখন হাসপাতালে থাকেন তখন আপন...
12/05/2025

আমরা যখন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরি তখন সব কৃতিত্ব দেই শুধুমাত্র ডাক্তারদের।

অথচ আপনি যখন হাসপাতালে থাকেন তখন আপনার সুসেবা নিশ্চিতে নীরবে কাজ করেন একজন নার্স।

নীরব থেকে যাঁরা প্রতিনিয়ত জীবনের জন্য লড়েন—আজ আন্তর্জাতিক নার্স দিবসে তাঁদের প্রতি আমাদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

প্রতিটি হৃদস্পন্দনে মায়ের ছোঁয়া — ভালোবাসা, সুরক্ষা আর নিরন্তর আশ্রয়।HAPPY MOTHER'S DAY ❤️
11/05/2025

প্রতিটি হৃদস্পন্দনে মায়ের ছোঁয়া — ভালোবাসা, সুরক্ষা আর নিরন্তর আশ্রয়।

HAPPY MOTHER'S DAY ❤️

👨‍⚕️  ডা: লিটন কুমার শাহা   এমবিবিএস, বিসিএস(স্বাস্থ্য), এফসিপিএস(সার্জারী) ফেলোশিপ ইন মিনিমাল এক্সেস সার্জারী (ভারত)   ...
09/05/2025

👨‍⚕️ ডা: লিটন কুমার শাহা
এমবিবিএস, বিসিএস(স্বাস্থ্য), এফসিপিএস(সার্জারী)
ফেলোশিপ ইন মিনিমাল এক্সেস সার্জারী (ভারত)
✅ জেনারেল এন্ড ল্যাপারোস্কোপিক সার্জন,
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল।

Google বা ChatGPT জানে অনেক কিছু, কিন্তু আপনার চিকিৎসা কি এগুলোর ভরসায় করবেন?বর্তমানে তরুণ প্রজন্মের মধ্যে সবকিছুতে ইন্...
06/05/2025

Google বা ChatGPT জানে অনেক কিছু, কিন্তু আপনার চিকিৎসা কি এগুলোর ভরসায় করবেন?

বর্তমানে তরুণ প্রজন্মের মধ্যে সবকিছুতে ইন্টারনেটের ব্যবহার করার প্রবণতা আছে এবং এটা কোনো খারাপ কিছু নয়।

কিন্তু যখন আপনি আপনার চিকিৎসার জন্য গুগল বা চ্যাটজিপিটির উপর নির্ভর করেন তখন তা আপনার স্বাস্থ্যসমস্যাকে আরও জটিল করে তুলতে পারে।

প্রথমে মনে হতে পারে সামান্য সমস্যা, কিন্তু ভুল তথ্য বা অদক্ষ পরামর্শে রোগের প্রকৃত কারণ ধরা পড়ে না।
এতে সময় নষ্ট হয়, রোগ জটিল আকার ধারণ করে এবং শেষ পর্যন্ত চরম ক্ষতির কারণ হয়।

সঠিক সময়ে সঠিক চিকিৎসাই জীবন বাঁচাতে পারে।
নিজের ও পরিবারের জন্য দায়িত্বশীল সিদ্ধান্ত নিন।

❌ ইন্টারনেট বা অদক্ষ কারও পরামর্শে নয়—সঠিক চিকিৎসাই হোক প্রথম সিদ্ধান্ত।চট্টগ্রামে সম্প্রতি এক ভুয়া চিকিৎসকের ভুল চিকিৎস...
04/05/2025

❌ ইন্টারনেট বা অদক্ষ কারও পরামর্শে নয়—সঠিক চিকিৎসাই হোক প্রথম সিদ্ধান্ত।

চট্টগ্রামে সম্প্রতি এক ভুয়া চিকিৎসকের ভুল চিকিৎসায় একজন রোগীর শরীর মারাত্মকভাবে পুড়ে যায়।
এই রকম একটি ঘটনা শুধু একজনের জীবনকেই নয়, পুরো পরিবারকেই গভীর সংকটে ফেলে দেয়।

অসুস্থতা বা দুর্ঘটনার সময় দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত নেওয়াই জীবন রক্ষার মূল চাবিকাঠি।

✅ অভিজ্ঞ চিকিৎসক
✅ আধুনিক চিকিৎসা সুবিধা
✅ বিশ্বস্ত হাসপাতাল
এই তিনটি বিষয় নিশ্চিত করলেই আপনি ও আপনার প্রিয়জন থাকবেন নিরাপদ।

আপনার একটা সঠিক সিদ্ধান্তই হয়তো বাঁচিয়ে দিতে পারে একটি জীবন।
বিশ্বাসযোগ্য চিকিৎসাই হোক আপনার প্রথম ভরসা।

[সূত্র: দৈনিক ইত্তেফাক]

Address

61 Becharam Dewry, Payra Chattor, Near Tara Masjid
Dhaka
1100

Telephone

+8801711390984

Website

Alerts

Be the first to know and let us send you an email when K G Hospital & Dialysis Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to K G Hospital & Dialysis Centre:

Share

Category