08/07/2025
বাচ্চাদের নাক দিয়ে রক্ত পড়লে কী করবেন?
বাচ্চাদের নাক থেকে রক্ত পড়লে অযথা আতঙ্কিত না হয়ে প্রথমেই শান্ত থাকুন। নিচের ধাপগুলো অনুসরণ করুন, যাতে রক্তপাত নিয়ন্ত্রণে আসে এবং শিশুর স্বাচ্ছন্দ্য বজায় থাকে।
১. শিশুকে সোজা করে বসান
• পিঠ কোমরে সাপোর্ট দিন, যাতে রক্ত প্রবাহ কমে।
• মাথা সামান্য সামনে ঝুঁকিয়ে দিন, যাতে রক্ত গলা দিয়ে না গলে নাক দিয়ে বেরিয়ে যায়।
২. নাক চেপে ধরে রক্তপাত বন্ধ করুন
• দুই আঙুল (নাকের সেতু’র নিচের নরম অংশে) শক্তভাবে চেপে ধরুন।
• কমপক্ষে ১০–১৫ মিনিট ধরে চিন্তা ছাড়া চেপে রাখুন।
• এই সময় শিশু শুধুমাত্র মুখ দিয়ে শ্বাস নেবে, নিঃশ্বাস নাক দিয়ে নিতে দেবেন না।
৩. ঠান্ডা সেঁক দিন
• বরফের প্যাক বা কোল্ড কম্প্রেস একটি পরিষ্কার কাপড়ে মোড়িয়ে নাকের উপরে রাখুন।
• ঠান্ডা রক্তের ধমনী সংকুচিত করে রক্তপাত কমাতে সাহায্য করে।
কখন ডাক্তার দেখাবেন?
• ১৫–২০ মিনিট চেপে ধরার পরও রক্তপাত থামছে না
• বারবার রক্ত পড়ছে
• শিশু অজ্ঞান বা দুর্বল বোধ করছে
• মাথা ঘোরা, বমি বা শ্বাসকষ্ট দেখা
রক্তপাত ঘন ঘন হলে
বাচ্চির নাক থেকে নিয়মিত রক্ত পড়ার প্রবণতা থাকলে সময় নষ্ট না করে পরামর্শ নিন।
আপনার সন্তানের স্বাস্থ্যের প্রতি যত্নবান থাকুন, ছোট সমস্যাই জটিল রূপ নেয়ার আগেই ব্যবস্থা নিন।