Care Hypospadias Center

Care Hypospadias Center হাইপোসপেডিয়াস চিকিৎসা কেন্দ্র।
Onestop solution for hypospadias care.

হাইপোসপেডিয়াস কেন হয় ❓️Hyperspadias একটি জন্মগত অবস্থা। এটি একটি জন্মগত ত্রুটি যা মূলত পুরুষদের হয়। এটি ঘটে যখন মূত্রন...
10/09/2025

হাইপোসপেডিয়াস কেন হয় ❓️

Hyperspadias একটি জন্মগত অবস্থা। এটি একটি জন্মগত ত্রুটি যা মূলত পুরুষদের হয়। এটি ঘটে যখন মূত্রনালীর (urethra) খোলা অংশটি লিঙ্গের ডগায় স্বাভাবিক অবস্থানের পরিবর্তে নিচে অবস্থান করে।
​এখনও পর্যন্ত হাইপোসপেডিয়াস কেন হয় তার সঠিক কারণ জানা যায়নি, তবে কিছু কারণ এর জন্য দায়ী হতে পারে বলে মনে করা হয়। সাধারণত, গর্ভধারণের প্রথম ত্রৈমাসিকে ভ্রূণের বিকাশের সময় এটি ঘটে।
​হাইপোসপেডিয়াসের কিছু সম্ভাব্য কারণ নিচে দেওয়া হলো:

✅️​ ১. জেনেটিক কারণ: এই অবস্থার সঙ্গে কিছু জিনের সম্পর্ক থাকতে পারে। যদি পরিবারের অন্য কোনো সদস্যের মধ্যে এটি থাকে, তাহলে শিশুটির হাইপোসপেডিয়াস হওয়ার ঝুঁকি বেড়ে যায়।
✅️​ ২. হরমোনজনিত কারণ: গর্ভাবস্থায় ভ্রূণের মূত্রনালীর বিকাশের জন্য নির্দিষ্ট কিছু হরমোনের প্রয়োজন হয়। এই হরমোনের ভারসাম্যহীনতা বা উৎপাদনে কোনো সমস্যা হলে হাইপোসপেডিয়াস হতে পারে।
✅ ️​৩. পরিবেশগত কারণ: গর্ভাবস্থায় মা কিছু নির্দিষ্ট রাসায়নিক পদার্থের সংস্পর্শে এলে এটি ঘটতে পারে। কীটনাশক বা শিল্প-রাসায়নিক পদার্থ এর অন্তর্ভুক্ত হতে পারে।
✅️​ ৪. মায়ের বয়স: কিছু গবেষণায় দেখা গেছে যে, যেসব মায়ের বয়স বেশি তাদের সন্তানদের হাইপোসপেডিয়াস হওয়ার ঝুঁকি সামান্য বেশি থাকে।
✅️ ​৫. ইন-ভিট্রো ফার্টিলাইজেশন (IVF): যেসব শিশুর ইন-ভিট্রো ফার্টিলাইজেশন (IVF) এর মাধ্যমে জন্ম হয়, তাদের মধ্যে এই অবস্থা দেখা যাওয়ার ঝুঁকি তুলনামূলকভাবে বেশি থাকে।
​সাধারণত, এই অবস্থাটি হালকা থেকে গুরুতর হতে পারে। চিকিৎসার মাধ্যমে এর সমাধান সম্ভব।

ডাঃ এস, এম, নাজমুল ইসলাম
এমবিবিএস, এমএস( শিশু সার্জারী)
মেম্বার হাইপোসপেডিয়াস ইন্টারন্যাশনাল সোসাইটি
পেডিয়েট্রিক ইউরোলজি ট্রেনিং(ইন্ডিয়া)
ইউরোলজি ট্রেনিং (BSMMU)
শিশু সার্জারী ও শিশু ইউরোলোজি বিশেষজ্ঞ
সহকারী অধ্যাপক
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউট।
Hotline: 01777331511
www.hypospadiascare.com

চেম্বারঃ
অ্যালায়েন্স হসপিটাল লিমিটেড
২৪/৩ খিলজী রোড (রিং রোড)
শ্যামলী, ঢাকা-১২০৭
রুগি দেখার সময়ঃ বিকাল ৫:০০ - সন্ধ্যা ৭: ০০টা।
(শুক্রবার ছাড়া প্রতিদিন)

www.hypospadiascare.com

#হাইপোসপেডিয়াস

হাইপোসপেডিয়াস নিয়ে কিছু সাধারণ প্রশ্ন ‼️✅️১. হাইপোসপেডিয়াস আসলে কি?হাইপোসপেডিয়াস হল একটি জন্মগত ত্রুটি (congenital c...
31/08/2025

হাইপোসপেডিয়াস নিয়ে কিছু সাধারণ প্রশ্ন ‼️

✅️১. হাইপোসপেডিয়াস আসলে কি?

হাইপোসপেডিয়াস হল একটি জন্মগত ত্রুটি (congenital condition) যা শুধুমাত্র ছেলেশিশুর হয়। এই অবস্থায় মূত্রনালীর (urethra) মুখটি শিশ্নের (p***s) নিচের দিকে অস্বাভাবিক জায়গায় অবস্থান করে।

· স্বাভাবিক অবস্থায়: মূত্রনালীর মুখটি শিশ্নের মাথার (g***s) ঠিক কেন্দ্রে অবস্থান করে।
· হাইপোসপেডিয়াসে: এই মুখটি নিচের দিকে যেকোন যায়গায় হতে পারে — মাথার নিচের দিক থেকে শুরু করে শিশ্নের দণ্ড (shaft) বরাবর,অণ্ডকোষ (sc***um) বা পায়ুপথের(perineum) এর কাছাকাছিও হতে পারে।

এটি শুধু মূত্রনালীর মুখের অবস্থানের সমস্যা নয়, এর সাথে আরও দুটি বিষয় জড়িত থাকে:

1. চামড়ার বক্রতা (Chordee): শিশ্নটি নিচের দিকে বাকা হয়ে থাকতে পারে।
2. অসামঞ্জস্য ভাবে ছড়ানো prepuce: fo****in উপরের দিকে বেশি থাকায় নিচের দিকে দেখা যায় চামড়া নেই।
---

✅️২. এটি কি খুব কমন?

হ্যাঁ, হাইপোসপেডিয়াস একটি relatively common জন্মগত ত্রুটি।

পরিসংখ্যান অনুযায়ী, প্রায় প্রতি ২৫০ থেকে ৩০০টি জীবিত ছেলেশিশুর জন্মে ১টির এই সমস্যা দেখা দেয়। অর্থাৎ, এটি মোটেও অত্যন্ত বিরল কোন অবস্থা নয়।

---

✅️৩. এটি ছেলেশিশুরই হয় নাকি মেয়েশিশুরও হতে পারে?

হাইপোসপেডিয়াস শুধুমাত্র ছেলেশিশুর হয়। মেয়েশিশুর এই সমস্যা হয় না।
তবে কেউ কেউ urogenital Sinus Anomaly কে Female Hypospadias বলে থাকে।

ডাঃ এস, এম, নাজমুল ইসলাম
এমবিবিএস, এমএস( শিশু সার্জারী)
মেম্বার হাইপোসপেডিয়াস ইন্টারন্যাশনাল সোসাইটি
পেডিয়েট্রিক ইউরোলজি ট্রেনিং(ইন্ডিয়া)
ইউরোলজি ট্রেনিং (BSMMU)
শিশু সার্জারী ও শিশু ইউরোলোজি বিশেষজ্ঞ
সহকারী অধ্যাপক
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউট।
Hotline: 01777331511
www.drnazmulislam.com

#শিশু_সার্জন #শিশু_সার্জারি #শিশু_ইউরোলজি

#হাইপোসপেডিয়াস #শিশু_হাসপাতাল ালি
#ডাঃ_নাজমুল

www.hypospadiascare.com

হাইপোসপেডিয়াস ছেলেদের একটি জন্মগত রোগ যেখানে মূত্রনালীর বহির্মুখ স্বাভাবিক স্থানে না হয়ে পুরুষাঙ্গের তলদেশে অবস্থান কর...
11/08/2025

হাইপোসপেডিয়াস ছেলেদের একটি জন্মগত রোগ যেখানে মূত্রনালীর বহির্মুখ স্বাভাবিক স্থানে না হয়ে পুরুষাঙ্গের তলদেশে অবস্থান করে।

হাইপোসপেডিয়াম এর সমস্যা সমুহ ⚡️
১) পুরুষাঙ্গ বাঁকা থাকে।
২) মূত্র সামনের দিকে না গিয়ে নিচের দিকে যায়।
৩) বেশি যাত্রায় (penoscrotal) থাকলে শিশু দাঁড়িয়ে মূত্র ত্যাগ করতে পারে না ।
৪) পুরুষাঙ্গ যখন শক্ত হয় তখন ব্যথা করে।
৫) সহবাসের সময় শুক্রাণু যোনিপথে না গিয়ে বাহিরে পড়ে।

ডাঃ এস, এম, নাজমুল ইসলাম
এমবিবিএস, এমএস( শিশু সার্জারী)
মেম্বার হাইপোসপেডিয়াস ইন্টারন্যাশনাল সোসাইটি
পেডিয়েট্রিক ইউরোলজি ট্রেনিং(ইন্ডিয়া)
ইউরোলজি ট্রেনিং (BSMMU)
শিশু সার্জারী ও শিশু ইউরোলোজি বিশেষজ্ঞ
সহকারী অধ্যাপক
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউট।
Hotline: 01777331511
www.drnazmulislam.com

#শিশু_সার্জন #শিশু_সার্জারি #শিশু_ইউরোলজি

#হাইপোসপেডিয়াস #শিশু_হাসপাতাল
#ডাঃ_নাজমুল

11/02/2025

♻️ হাইপোসপেডিয়াস ♻️
নানা অজানা তথ্য

ডাঃ এস, এম, নাজমুল ইসলাম
এমবিবিএস, এমএস( শিশু সার্জারী)
মেম্বার হাইপোসপেডিয়াস ইন্টারন্যাশনাল সোসাইটি
পেডিয়েট্রিক ইউরোলজি ট্রেনিং(ইন্ডিয়া)
ইউরোলজি ট্রেনিং (BSMMU)
নবজাতক, শিশু-কিশোর সার্জারী বিশেষজ্ঞ
সহকারী অধ্যাপক
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউট।
Hotline: 01777331511
www.drnazmulislam.com

#শিশু_সার্জন #শিশু_সার্জারি #শিশু_ইউরোলজি

#খতনা #খাতনা #হাইপোসপেডিয়াস #শিশু_হাসপাতাল ালি
#ডাঃ_নাজমুল
#হার্নিয়া #হার্নিয়া_লক্ষণ #মুসলমানি #খতনা #অন্ডকোষ

www.hypospadiascare.com

24/10/2024

হাইপোসপেডিয়াস নিয়ে সকল প্রশ্ন ও উত্তর 🪇
হাইপোসপেডিয়াস প্রশ্ন উত্তর পর্ব 📣

ডাঃ এস, এম, নাজমুল ইসলাম
এমবিবিএস, এমএস( শিশু সার্জারী)
মেম্বার হাইপোসপেডিয়াস ইন্টারন্যাশনাল সোসাইটি
পেডিয়েট্রিক ইউরোলজি ট্রেনিং(ইন্ডিয়া)
ইউরোলজি ট্রেনিং (BSMMU)
সহকারী অধ্যাপক
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউট।
Hotline: 01777331511
www.drnazmulislam.com

#হাইপোসপেডিয়াস






07/10/2024

হাইপোসপেডিয়াস কি ⁉️

হাইপোসপেডিয়াস ছেলেদের একটি জন্মগত রোগ যাতে মূত্রনালীর বহির্মুখ স্বাভাবিক স্থানে না হয়ে পুরুষাঙ্গের তলদেশে অবস্থান করে। মানুষের জন্মগত অস্বাভাবিকতার মধ্যে এটি দ্বিতীয় যা প্রতি ২৫০ জন পুরুষের মধ্যে একজনে হয়ে থাকে। হাইপোসপেডিয়াসের জন্য পুরুষাঙ্গ বাঁকা হতে পারে। অধিক বাঁকা পুরুষাঙ্গ যৌন মিলনে অক্ষমতার কারণ হতে পারে। যথাযথ শল্যচিকিৎসা ছাড়া অতিমাত্রার (proximal) হাইপোসপেডি প্রস্রাবে গতি সামনে না গিয়ে নিচে যায় ও দাড়িয়ে প্রস্রাব করতে পারে না এবং এজন্য পুরুষের যৌন এবং প্রজনন ক্ষমতা খর্ব হতে পারে।

ডাঃ এস, এম, নাজমুল ইসলাম
এমবিবিএস, এমএস( শিশু সার্জারী)
মেম্বার হাইপোসপেডিয়াস ইন্টারন্যাশনাল সোসাইটি
পেডিয়েট্রিক ইউরোলজি ট্রেনিং(ইন্ডিয়া)
নবজাতক, শিশু-কিশোর সার্জারী বিশেষজ্ঞ
সহকারী অধ্যাপক
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউট।
Hotline: 01777331511
www.drnazmulislam.com


#হাইপোসপেডিয়াস

29/09/2024

হাইপোসপেডিয়াস হলে কয়টা অপারেশন লাগে?

ডাঃ এস, এম, নাজমুল ইসলাম
মেম্বার হাইপোসপেডিয়াস ইন্টারন্যাশনাল সোসাইটি
সহকারী অধ্যাপক
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউট।
Hotline: 01777331511
www.drnazmulislam.com





#হাইপোসপেডিয়াস

16/09/2024

হাইপোসপেডিয়াস অপারেশন কতদিন পর সহবাস করা যায় ।

ডাঃ এস, এম, নাজমুল ইসলাম
মেম্বার হাইপোসপেডিয়াস ইন্টারন্যাশনাল সোসাইটি
সহকারী অধ্যাপক
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউট।
Hotline: 01777331511



#হাইপোসপেডিয়াস

হাইপোসপেডিয়ায় এর চিকিৎসা কোন বয়সে করাবেন?    ***s_problem
19/05/2024

হাইপোসপেডিয়ায় এর চিকিৎসা কোন বয়সে করাবেন?


***s_problem

18/05/2024

শিশুর লিঙ্গের যতো সমস্যা 🚩






***s
***s

27/03/2024

Hypospadias
Classification & Assessment 🍃

  🍂খতনা বা মুসলমানি কে ইংরেজিতে বলে সারকামসিশন (circumcisions )।  আপনি যে ধর্ম বা সংস্কৃতির মানুষ হোন না কেন, খতনা সম্প...
23/03/2024

🍂
খতনা বা মুসলমানি কে ইংরেজিতে বলে সারকামসিশন (circumcisions )। আপনি যে ধর্ম বা সংস্কৃতির মানুষ হোন না কেন, খতনা সম্পর্কে পূর্ণ তথ্য জানা থাকলে আপনার শিশুকে খতনা করাবেন কি না এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে । মুসলমানি নিয়ে যেহেতু খুব বেশি প্রচার নেই, তাই অনেকেই ভুল ধারণা পোষণ করে থাকেন। আমাদের দেশের প্রেক্ষাপটে খতনা সমাজব্যবস্থা ও ধর্মের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত হলেও এ নিয়ে তেমন প্রচার নেই। তাই অনেক শিশুর মুসলমানি হাজামের মাধ্যমে করানো হয়, যা অনেক জটিলতা তৈরি করে।

*️⃣ মুসলমানি কি ?

পুরুষাঙ্গের সামনের বা মাথার দিকে যে অতিরিক্ত চামড়া থাকে যা পুরুষাঙ্গের সংবেদনশীল মাথাকে ঢেকে রাখে, তা কেটে বাদ দেওয়াকেই বলা হয় খতনা বা মুসলমানি বা Circumcision.

*️⃣ কেন করানো হয় ?

> ধর্মীয় কারণে মুসলমান, খ্রিস্টান, ইহুদিরা খতনা করিয়ে থাকে।

> Phimosis বা Paraphimosis হলে।

> smegmal cyst ( চামড়ার নিচে ময়লা জমে টিউমার এর মতো) হলে অপারেশন করতে হয়।

> Balanitis বা balanoposthitis বার বার হলে।

> পুরুষাঙ্গের চামড়া অনেক সময় প্যান্টের জিপারের সঙ্গে আটকে গেলে।

*️⃣ কখন মুসলমানি করা জরুরী :

কিছু সমস্যা হলে মুসলমানি করাতে হয় জরুরি ভিত্তিতে। আবার মুসলমানি না করালেও কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

Phimosis (ফাইমোসিস ): ফাইমোসিস হলো পুরুষাঙ্গের মাথার দিকের চামড়া এমনভাবে মূত্রনালিকে ঢেকে রাখে, যে বাচ্চা বা রোগীর প্রস্রাবের সময় মাথাটা ফুলে ওঠে। বাচ্চা প্রসাব করার সময় কান্নাকাটি করে, প্রসাব একবারে সব বের হয় না এবং কিছুক্ষণ পর আবার প্রসাব করতে চায়। বাচ্চা প্রসাবের রাস্তার সামনে যেই চামড়া থাকে সেটা টানাটানি করলে বা চামড়ায় কোন প্রদাহ হলে এমন হতে পারে। এইক্ষেত্রে প্রথমে আমরা মুসলমানি না করে কিছু মলম আছে সেগুলো ব্যবহার করি। সাধারণত ঔষধ ব্যবহার করার পরই ভালো হয়ে যায়। যদি ঔষধ এ ভালো না হয় বা বার বার এই সমস্যা হয় সেক্ষেত্রে মুসলমানি করাতে হয়।

Paraphimosis(প্যারা ফাইমোসিস) : পুরুষাঙ্গের মাথার দিকের চামড়া উল্টে টাইট হয়ে যায়, যার ফলে চামড়াটাকে আর সামনে ও পেছনের দিকে নাড়াচাড়া করা যায় না। এ ক্ষেত্রে মাথার দিকে ফুলে যায় এবং রক্ত চলাচল ব্যাহত হয়। অনেক সময় ফাইমোসিস রুগির চামড়া পিছনে সরাতে গিয়ে প্যারা ফাইমোসিস হতে পারে।

Smegmal cyst (স্মেগমাল সিস্ট): পুরুষাঙ্গের মাথার দিকের চামড়ার নিচে স্মেগমা জমে এই সিস্ট হয়। বার বার এমন হলে মুসলমানি করিয়ে ফেলাই ভালো।

*️⃣ মুসলমানির উপকারিতা:

> স্মেগমাল সিস্ট হওয়ার সম্ভাবনা থাকে না।

> পুরুষাঙ্গের ক্যানসারের ঝুঁকি কমে যায়।

> যৌনবাহিত রোগের ঝুঁকি কমে যায়।

> ফাইমোসিস, প্যারাফাইমোসিস রোগ হওয়ার সম্ভাবনা আর থাকে না।

> প্যান্টের জিপারের সাথে ইনজুরির হার কমে যায়।

> Balanitis হওয়ার সম্ভাবনা থাকে না।

*️⃣ কখন মুসলমানি করা যাবে না :

> Hypospadias( হাইপোস্পিডিয়াস ) রোগ এটি পুরুষাঙ্গের জন্মগত ত্রুটি। এতে প্রস্রাবের নালি পুরুষাঙ্গের মাথায় না থেকে নিচে থাকে। ফলে প্রসাব সামনে না গিয়ে নিচে পড়ে। এই ক্ষেত্রে পুরুষাঙ্গের মাথার দিকের সামনের চামড়া অপারেশন সময় ব্যবহার করে এই সমস্যা ঠিক করা হয়। মুসলমানি আগেই করলে পুরুষাঙ্গের মাথার দিকের চামড়া কেটে ফেললে তা অপারেশন সময় আর ব্যবহার করা যায় না। অপারেশন এর সময়ই মুসলমানি করানো হয়।

> Epispadias ( এপিসপিডিয়াসিস) এটিও শিশুর একটি জন্মগত ত্রুটি যেখানে প্রসাবের রাস্তা সামনে না থেকে উপরে থাকে। এই জন্মগত ত্রুটির ক্ষেত্রেও খতনা করানো যায় না।

*️⃣ মুসলমানি করানোর বয়সঃ

অনেকেই বলে জন্মের সাথে সাথে মুসলমানি করিয়ে দেয়া ভালো। আসলে সেটা ঠিক না। সাধারণত কোন সমস্যা না থাকলে বাচ্চার বয়স ২ বছর হলে মুসলমানি করানো ভালো। ২ বছরের আগে যদি কোন সমস্যা থাকে যা উপরে উল্লেখ করা হয়েছে তবে মুসলমানি করিয়ে ফেলতে হবে। ২ বছরের আগে মুসলমানি করালে কিছু কিছু ক্ষেত্রে Meatal stenosis ( প্রসাবের নালির ছিদ্র চিকন) হতে পারে।

*️⃣ সতর্কতা :

খতনার পর কিছু রোগীর রক্তপাত বন্ধ হয় না। তাই খতনার আগে বাচ্চার অবশ্যই রক্তক্ষরণজনিত সমস্যা আছে কি না, তা দেখে নিতে হবে। রক্তের কিছু পরীক্ষা আছে সেগুলো করিয়ে নিলে এই সমস্যা এড়িয়ে চলা যায়।

*️⃣ মুসলমানি পরবর্তী জটিলতা

> রক্তক্ষরণ বন্ধ না হওয়া।

> অতিরিক্ত চামড়া কেটে ফেলা।

> চামড়া কম কাটা। এইক্ষেত্রে অনেক সময় পুনরায়
মুসলমানি করার প্রয়োজন হয়।

> পুরুষাঙ্গের সংবেদনশীল মাথা কেটে ফেলা।

> ক্ষত না শুকানো ইত্যাদি।

মুসলমানি করতে গিয়ে যেকোনো দুর্ঘটনা বাচ্চার ভবিষ্যৎ জীবন জটিল করে তুলতে পারে। মুসলমানি একটি ছোট অপারেশন। এই অপারেশন করতে কিছু হিসাব নিকাশ করে করা লাগে যেমনঃ চামড়া কতটুকু কাটা লাগবে, কখন মুসলমানি করা যাবে না, ভিতরের মিউকাস সারফেস হিসাব করে কাটা । অপারেশন এর সময় অতিরিক্ত রক্তপাত হলে তখন সেটার ম্যানেজমেন্ট করা। এগুলো অভিজ্ঞ শিশু বিশেষজ্ঞ সার্জন ভালো পারেন। তাই মুসলমানি অভিজ্ঞ শিশু বিশেষজ্ঞ সার্জারি ডাক্তার দিয়ে করানোই উত্তম।

ডাঃ নাজমুল ইসলাম
এমবিবিএস, এমএস( শিশু সার্জারী)
সহকারি অধ্যাপক
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউট
(ঢাকা শিশু হাসপাতাল)
শিশুর অপারেশন বিষয়ক যে কোন পরামর্শের জন্য যোগাযোগ : ০১৭৭৭৩৩১৫১১ 🍂
https://www.facebook.com/Dr.Nazmul.Islam

Address

Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Care Hypospadias Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Care Hypospadias Center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram