Dr Dristy

Dr Dristy Hello.. I am doctor Nusrat Jahan Drishti. I have been dealing with sexual problems for a long time.

I am well known on youtube this is my official id next to it thanks

27/05/2025

সহ-বাসের সময় অনেকেই আজল করে। অর্থাৎ সহ-বাসের সময় পুরুষের বী-র্যপাত হবার আগেই পুরুষ তার লি-ঙ্গ যো-নিপথ থেকে বের করে আনে।

এমনটি করা হয় একটি সুপ্রাচীন ধারণা থেকে। আগে মানুষ মনে করতো আজল করলে হয়তো মেয়েরা প্রেগন্যান্ট হয়না। কিন্তু এ তথ্যটি কতটুকু সঠিক আসুন জেনে নেই।

পুরুষের বী-র্যপাতের ঠিক আগে আগে অর্থাৎ লি-ঙ্গ উত্তেজিত অবস্থায় সেখান থেকে কিছু তরল রস বের হয়, যেটিকে মেডিকেলের ভাষায় আমরা Pre-ejaculatory Fluid বলি।

এই রসে অসংখ্য শুক্রাণু থাকে, যা একজন নারীকে গর্ভবতী করে ফেলতে পারে। তাই গর্ভধারণ এড়াতে চাইলে অন্যান্য সুরক্ষা ব্যবহার করা প্রয়োজন।

24/03/2025

ইদানিং প্রচুর পেশেন্ট এর ইউরিন ইনফেকশনের খবর সামনে আসছে। কিন্তু অধিকাংশ পেশেন্টরাইএর লক্ষণ সম্বন্ধে অজ্ঞ না থাকায়, সমস্যা প্রকট হয়ে য়াওয়ার পরে হাসপাতালে যায়। তখন ইনফেকশন সারতেও বেশি সময় লাগে। এছাড়া ইউরিন ইনফেকশন বেশি সময় থাকলে তা কিডনির জন্য ক্ষতিকারক, কেননা এটি কিডনির ফাংশন কমিয়ে দেয়। তাই এর লক্ষণ জানাটা আবশ্যক।

ইউরিন ইনফেকশনের লক্ষণগুলো কি কি?

• প্রস্রাবের সময়ে ব্যথা অথবা জ্বালাপোড়া হওয়া

• প্রস্রাবের চাপ বারবার আসা, বিশেষ করে রাতে

• তলপেটে ব্যথা থাকা

• কোমড়ে ব্যথা থাকা

• প্রস্রাব ঘোলাটে হওয়া

• প্রস্রাবের সাথে রক্ত যাওয়া

• হঠাৎ প্রস্রাবের বেগ আসা অথবা বেগ ধরে রাখতে সমস্যা হওয়া

• গায়ে জ্বর আসা ও বমি বমি লাগা। আবার এর উল্টোও হতে পারে - শরীরের তাপমাত্রা অত্যাধিক কমে যাওয়া। - Admin

26/01/2025

কোন সময়ে মেয়েরা সবচেয়ে বেশি যৌ-ন উত্তেজনা অনুভব করে?

এই ব্যাপারটি প্রতিটি পুরুষেরই জেনে রাখা উচিৎ কারণ এটি বুঝেও অনেক পুরুষ সহ-বাসের ক্ষেত্রে এই সময়টি বেছে নিতে পারে।

মেয়েদের মাসিক সাইকেল সাধারণত ২৮ দিনের হয়ে থাকে। মোট ৪ টি ধাপে এটিকে ভাগ করা যায়,

১. মেনসট্রুয়েশন
২. ফলিকুলার ফেজ
৩. ওভুলেশন বা ডিম্বফোটন
৪. লুটিয়াল ফেজ

এর মাঝে ওভুলেশন বা ডিম্বফোটন এর সময়ে অর্থাৎ ১৩-১৫ দিনে একজন মেয়ের যৌ-ন চাহিদা অন্যান্য সময়ের তুলনায় বেশি থাকে।

এছাড়া দিনের বিবেচনায়, বিকালে মেয়েদের যৌ-ন চাহিদা কিছুটা বেশি থাকে, কারণ এ সময়ে মেয়েরা একটু রিলাক্স থাকে।

তবে অতিরিক্ত টেনশন, ক্লান্তি এবং হরমোনাল ইমব্যালেন্স থাকলে যৌ-ন চাহিদায় পরিবর্তন আসে।

23/12/2024

অতিরিক্ত হস্ত-মৈথুন থেকে মৃ-ত্যু!

অদ্ভুত হলেও ঘটনাটি সত্য। আজ থেকে প্রায় ৫ বছর আগে পোর্টল্যান্ড (USA) এর কোন এক বাড়িতে এক যুবকের (ম-র-দেহ) উদ্ধার করা হয়।

পুলিশ তদন্ত শেষে জানতে পারে, অতিরিক্ত হস্ত-মৈথুনের কারণে স্ট্রো'ক করে ছেলেটির মৃ-ত্যু হয়েছে। দেহটি যখন উদ্ধার করা হয় তখন ছেলেটি উ-লঙ্গ ছিলো এবং বা হাতটি লি-ঙ্গটিকে চাপ দিয়ে ধরে রেখেছিলো।

অধিকাংশ পুরুষরাই আজ হস্ত-মৈথুনের মতো একটি জঘন্য ব্যধিতে আক্রান্ত। বন্ধুমহলে খুব গর্বের সাথেই এসব কাজকে তুলে ধরে।
আজ থেকেই সাবধান হোন। সৃষ্টিকর্তাকে ভ-য় করুন। নিজের স্ত্রীর হকের ব্যাপারে সচেষ্ট থাকুন।

12/12/2024

স্যার, আমি কি পাশ করেছি?😃

©Video Credit:
31 BDS
Dental Unit, RMC

27/10/2024

দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী তখনই পরিপূর্ণ সুখ লাভ করবে যখন তারা দুজনই (সহ-বাস) করে তৃপ্ত হবে।

স্বামী স্ত্রীর সম্পর্কের উন্নতি হবে নাকি অবনতি হবে তার অন্যতম নির্দেশিকা হলো (সহ-বাস)। তাই নিয়মিত (সহ-বাসের) সময় এবং (সহ-বাসের) পরে স্বামী এবং স্ত্রী এর উচিৎ একে অপরের সাথে কথা বলে যাচাই করে নেওয়া যে আপনার পার্টনার পরিতৃপ্ত হয়েছে কিনা।

বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, (সহ-বাসের) সময় মেয়েরা ঠিকমতো তৃপ্তি লাভ করতে পারেনা। কিন্তু এ কথাটা সে তার স্বামীকেও বলতে পারেনা। লজ্জায় হয়তো অনেক মেয়েই বলতে পারেনা। তাই স্বামীর কর্তব্য হলো এ ব্যাপারে নিজে উদ্যোগী হওয়া। নিজে থেকে স্ত্রীর সাথে কথা বলা যে, কোন ব্যাপারটা স্ত্রীর ভালো লাগে, কি করলে স্ত্রী আরো বেশি পরিতৃপ্ত হবে এসব।

প্রতিটি দম্পতি যদি এ নিয়ম অনুসরণ করে, তাহলে মনোমালিন্য অনেকটাই কমে যাবে আশা করা যায়।

18/10/2024

মেয়েরা কখন যৌ-ন উত্তেজনা বেশি অনুভব করে?

এই ব্যাপারটি প্রতিটি পুরুষেরই জেনে রাখা উচিৎ কারণ এটি বুঝেও অনেক পুরুষ সহ-বাসের ক্ষেত্রে এই সময়টি বেছে নিতে পারে।

মেয়েদের মাসিক সাইকেল সাধারণত ২৮ দিনের হয়ে থাকে। মোট ৪ টি ধাপে এটিকে ভাগ করা যায়,

১. মেনসট্রুয়েশন
২. ফলিকুলার ফেজ
৩. ওভুলেশন বা ডিম্বফোটন
৪. লুটিয়াল ফেজ

এর মাঝে ওভুলেশন বা ডিম্বফোটন এর সময়ে অর্থাৎ ১৩-১৫ দিনে একজন মেয়ের যৌ-ন চাহিদা অন্যান্য সময়ের তুলনায় বেশি থাকে।

এছাড়া দিনের বিবেচনায়, বিকালে মেয়েদের যৌ-ন চাহিদা কিছুটা বেশি থাকে, কারণ এ সময়ে মেয়েরা একটু রিলাক্স থাকে।

তবে অতিরিক্ত টেনশন, ক্লান্তি এবং হরমোনাল ইমব্যালেন্স থাকলে যৌ-ন চাহিদায় পরিবর্তন আসে।

Address

Gazipur Dhaka
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Dr Dristy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category