27/05/2025
সহ-বাসের সময় অনেকেই আজল করে। অর্থাৎ সহ-বাসের সময় পুরুষের বী-র্যপাত হবার আগেই পুরুষ তার লি-ঙ্গ যো-নিপথ থেকে বের করে আনে।
এমনটি করা হয় একটি সুপ্রাচীন ধারণা থেকে। আগে মানুষ মনে করতো আজল করলে হয়তো মেয়েরা প্রেগন্যান্ট হয়না। কিন্তু এ তথ্যটি কতটুকু সঠিক আসুন জেনে নেই।
পুরুষের বী-র্যপাতের ঠিক আগে আগে অর্থাৎ লি-ঙ্গ উত্তেজিত অবস্থায় সেখান থেকে কিছু তরল রস বের হয়, যেটিকে মেডিকেলের ভাষায় আমরা Pre-ejaculatory Fluid বলি।
এই রসে অসংখ্য শুক্রাণু থাকে, যা একজন নারীকে গর্ভবতী করে ফেলতে পারে। তাই গর্ভধারণ এড়াতে চাইলে অন্যান্য সুরক্ষা ব্যবহার করা প্রয়োজন।