Al Hijama BD

Al Hijama BD হিজামা কাপিং থেরাপি
৫ বছর যাবৎ আমরা সেবা দিচ্ছি 🤍

16/08/2024

মাদারীপুর শহরে রবিবার দিন থাকবো, ..
যারা হিজামা করাতে চেয়েছিলেন।।
শিডিউল নিন।।🌼❣️

16/10/2023

👉 মাথা ব্যথা, 🔵 ঘাড় ব্যথা,🔵 পিঠের ব্যথা, 🔵কোমর ব্যথা পায়ের ব্যথা, 🔵জয়েন্ট পেইন 🔵(আর্থ্রাইটিস) সহ সকল ধরনের ব্যথায়।

03/01/2023

হিজামা করুন,
সুস্থ্য থাকুন!
নিশ্চয়ই হিজামায় রয়েছে শেফা,
(মুসলিম-২২০৫)

 #সুন্নাহডেইটউপলক্ষেহিজামাসেন্টারেডিসকাউন্টডিসেম্বরপুরো মাস জুড়ে থাকছে অফার … েকে30ডিসেম্বরএইঅফার_পেতে 🔹12 কাপ  1000 টা...
13/12/2022

#সুন্নাহডেইটউপলক্ষেহিজামাসেন্টারেডিসকাউন্টডিসেম্বরপুরো মাস জুড়ে থাকছে অফার … েকে30ডিসেম্বরএইঅফার_পেতে 🔹
12 কাপ 1000 টাকা।
18 কাপ 1500 টাকা।
23 কাপ 2000 টাকা।
৩০ কাপ 2500 টাকা।

বিভিন্ন রোগের জন্য এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য হিজামা অনেক কার্যকরী চিকিৎসা। সুতরাং হিজামার মাধ্যমে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে নিতে পারেন, এতে আপনার হার্ট ফুসফুস ইত্যাদির কার্যক্ষমতা বৃদ্ধি পাবে।
করোনা অবস্থায় স্বাস্থবিধি মেনে নিরাপদ ভাবে হিজামা করা হয়।

হযরত আনাস রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
“কেউ হিজামা করতে চাইলে সে যেন আরবী মাসের ১৭, ১৯ কিংবা ২১ তম দিনকে নির্বাচিত করে। রক্তচাপের কারণে যেন তোমাদের কারো মৃত্যু না হয়, সেদিকে লক্ষ্য রাখবে।” সুনানে ইবনে মাজা, হাদীছ নম্বর: ৩৪৮৬

#বাতব্যথাদুরকরারওডিটক্সিফিকেশানেরএকমাত্রন্যচারালপদ্ধতি_হিজামা_cupping_therapy

আমরা অনেকেই বাত ব্যথায় ভুগতেছি চিকিৎসা করেও কোন আরাম পাচ্ছি না।তারা হিজামা নিতে পারেন। এবং আমাদের শরীরে প্রতিদিন বিভিন্ন ভাবে টক্সিন জমা হচ্ছে যা আমাদের শরীরে অনেক ধরনের রোগ ব্যধি তৈরী করে।এই টক্সিন বের করার জন্য আমরা হিজামা নিতে পারি।

#হিজামারআরোউপকারিতা:-

* হিজামা টিস্যু থেকে বিষ মুক্ত করতে সহায়তা করে।

* লিম্ফ্যাটিক সিস্টেম সক্রিয় করে।
* রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
* বড় রক্তনালী পরিষ্কার করে এবং রক্ত সঞ্চালন সক্রিয় করে।

* দেহের কোন স্থানে রক্ত সরবরাহ বৃদ্ধি করতে বা কোন অঙ্গে রক্ত সঞ্চালন কম হলে তা দূর করতে কাপিং করার দরকার হয়।
দেহের সাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ইম্যুনিটি গ্লান্ডস, বিশেষ করে থাইমাস গ্লান্ড যাহা পিঠে ৪র্থ ভার্টিব্রা বরাবর কাপিং করা হয়।

★হিজামা'র বিশেষ কিছু উপকারিতা:★

(১) শরীরের জয়েন্টগুলোতে ব্যাথা,ঘাড়, হাটু এবং কোমর ব্যথা দূর করতে সাহায্য করে।
(২) মাথা ব্যথার জন্য বিশেষ উপকারী।
(৩) শরীর থেকে ক্ষতিকর বিষাক্ত পদার্থ/Toxin বের করে নিয়ে আসে,
(৪) শরীরের ব্যথা/ জ্বালাপোড়া হৃাস করে,
(৫) ত্বক পরিষ্কার করে।
(৬) রক্ত সঞ্চালন বৃদ্ধি করে,
(৭) ঘুমের উন্নতি করে
(৮) শারীরিক শক্তি বৃদ্ধি করে,
(৯) কিডনি ও লিভারকে পরিস্কার করে ,
(১০) হৃদ রোগের ঝুকি কমায় এবং হার্ট সুস্থ রাখে,
(১১) বৃদ্ধ মানুষের বাত/ব্যথা নিপীড়ন করে ,
(১২) গ্যাস্ট্রিক দূর করে।
(১৩) চুল পড়া বন্ধ হয়।

আল হিজামা বিডি সেন্টার,
হাজী সামাদ সুপার মার্কেট, (২য় তলা)
যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়, ঢাকা-১২০৪,
যোগাযোগ:--- 01988-370653
★imo & Whatsapp
সকাল ১০ থেকে রাত ৮ পর্যন্ত খোলা থাকবে

আগে সিরিয়াল দিয়ে অবশ্যই আসতে হবে

05/12/2022

আলহামদুলিল্লাহ🤍
গতকাল মাদারীপুর শহরে
এক মুরব্বির কোমর ব্যাথার জন্য হিজামা করানো হল।। আল্লাহ উনাকে সুস্থ্যতা দান করুন। আমিন ❣️

 #শরীরের_বিভিন্ন_বাত_ব্যথাজনিত_সমস্যায়!!  #ডিটক্সিফিকেশানের_একমাত্র_ন্যচারাল_পদ্ধতি_হিজামা_cupping_therapy হিজামা নিন, স...
20/11/2022

#শরীরের_বিভিন্ন_বাত_ব্যথাজনিত_সমস্যায়!!
#ডিটক্সিফিকেশানের_একমাত্র_ন্যচারাল_পদ্ধতি_হিজামা_cupping_therapy হিজামা নিন, সুস্থ্য থাকুন।
বিভিন্ন রোগের জন্য এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য হিজামা অনেক কার্যকরী চিকিৎসা। সুতরাং হিজামার মাধ্যমে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে নিতে পারেন, এতে আপনার হার্ট ফুসফুস ইত্যাদির কার্যক্ষমতা বৃদ্ধি পাবে।
আমরা অনেকেই বাত ব্যথায় ভুগতেছি চিকিৎসা করেও কোন আরাম পাচ্ছি না।তারা হিজামা নিতে পারেন। এবং আমাদের শরীরে প্রতিদিন বিভিন্ন ভাবে টক্সিন জমা হচ্ছে যা আমাদের শরীরে অনেক ধরনের রোগ ব্যধি তৈরী করে।এই টক্সিন বের করার জন্য আমরা হিজামা নিতে পারি।
#হিজামার_আরো_উপকারিতা:-
হিজামা রোগ প্রতিরোধ ক্ষমতা (Body Immunity) বাড়ায় এবং অনাগত রোগ প্রতিরোধ (Prevent) করে। সে হিসেবে, যে কেউ হিজামা থেরাপি নিতে পারেন।
এছাড়াও যে কোন সুস্থ লোক নিম্নোক্ত কারণে হিজামা থেরাপি নিয়ে থাকেন...
১/ হিজামায় শরীরের Skin ও Blood থেকে বর্জ্য পদার্থ গুলো বের হয়ে যায়।
২/এতে শরীরের Blood flow স্বভাবিক হয়।
৩/হিজামায় শরীরের Stamina ও Power বাড়ে।
৪/এতে খাদ্যের Proper Digestion হয়।
৫/এতে Body Relax হয়।
৬/এতে টার্গেট Organ এর Boost Up হয়।
৭/এতে Intelligence level বাড়ে।
৮/এতে Eyes sight বৃদ্ধি পায়।
৯/এতে কোলেস্টেরলের মাত্রা কমে যায়।
১০/এতে Nerve গুলো Active হয়।
১১/হিজামা টিস্যু থেকে বিষ মুক্ত করতে সহায়তা করে।
১২/ লিম্ফ্যাটিক সিস্টেম সক্রিয় করে।
১৩/ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
১৪/ বড় রক্তনালী পরিষ্কার করে এবং রক্ত সঞ্চালন সক্রিয় করে।
★ দেহের কোন স্থানে রক্ত সরবরাহ বৃদ্ধি করতে বা কোন অঙ্গে রক্ত সঞ্চালন কম হলে তা দূর করতে কাপিং করার দরকার হয়।
দেহের সাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ইম্যুনিটি গ্লান্ডস, বিশেষ করে থাইমাস গ্লান্ড যাহা পিঠে ৪র্থ ভার্টিব্রা বরাবর কাপিং করা হয়।
★হিজামা'র বিশেষ কিছু উপকারিতা:★
(১) শরীরের জয়েন্টগুলোতে ব্যাথা,ঘাড়, হাটু এবং কোমর ব্যথা দূর করতে সাহায্য করে।
(২) মাথা ব্যথার জন্য বিশেষ উপকারী।
(৩) শরীর থেকে ক্ষতিকর বিষাক্ত পদার্থ/Toxin বের করে নিয়ে আসে,
(৪) শরীরের ব্যথা/ জ্বালাপোড়া হৃাস করে,
(৫) ত্বক পরিষ্কার করে।
(৬) রক্ত সঞ্চালন বৃদ্ধি করে,
(৭) ঘুমের উন্নতি করে
(৮) শারীরিক শক্তি বৃদ্ধি করে,
(৯) কিডনি ও লিভারকে পরিস্কার করে ,
(১০) হৃদ রোগের ঝুকি কমায় এবং হার্ট সুস্থ রাখে,
(১১) বৃদ্ধ মানুষের বাত/ব্যথা নিপীড়ন করে ,
(১২) গ্যাস্ট্রিক দূর করে।
(১৩) চুল পড়া বন্ধ হয়।
পাশাপাশি হিজামার অন্যান্য উপকারীতাগুলো তো বোনাস হিসেবে আছেই।
কিন্তু, সকল ক্ষেত্রে নির্দিষ্ট ভাবে রোগের চিকিৎসা হিসেবে হিজামা নিতে ও দিতে আমাদের সতর্ক হওয়া উচিত। কারন, এতে ফলাফল সেভাবে পাওয়া যাবে না। সেক্ষেত্রে হিজামার বদনাম হতে পারে।
আর যে সকল রোগের ক্ষেত্রে হিজামা না দেয়াই ভালো, সেগুলো সামনে আলোচনা করা হবে, ইনশা-আল্লাহ।
★হিজামা থেরাপির রিসার্চ থেকে জানা যায় যে, কেউ যদি বছরে 1-2 বার হিজামা থেরাপি নেন ও স্বাস্থ্যবিধি মেনে চলেন তবে তিনি প্রায় 90 ভাগ রোগ-ব্যাধি থেকে মুক্ত থাকেন। তাই, সুস্থ্য-অসুস্থ্য যে কেউ কোনো প্রকার দিধাদন্দ ছাড়াই হিজামা থরাপি নিতে পারে।
অন্যদিকে, ধার্মিক মুসলিমগণ সুস্থ থাকার জন্য এবং একটি মৃতপ্রায় সুন্নাতের উপর আমাল করার নিয়তে মাঝেমাঝে হিজামা থেরাপি নিয়ে থাকেন।।
হিজামা সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন:---https://www.facebook.com/103947699047122/posts/133301926111699/
☎️হটলাইন+8801988-370653
ইমো,হোয়াটসঅ্যাপ।
🏛️ হাজী সামাদ সুপার মার্কেট, ২য় তলা
যাত্রাবাড়ী চৌরাস্তা, ঢাকা ১২০৪
আগে সিরিয়াল দিয়ে আসতে হবে।

Address

Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when Al Hijama BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Al Hijama BD:

Share