ই-কৃষি ক্লিনিক II e-Krishi Clinic

ই-কৃষি ক্লিনিক II e-Krishi Clinic ই-কৃষি ক্লিনিক|| e-Krishi Clinic
ফসলের চিকিৎসা ও কৃষি পরামর্শ প্রদানের ডিজিটাল সেবা কেন্দ্র

🌿 Congratulations to Our Best Campus Ambassadors (Quarter) 🌿We’re delighted to recognize three incredible ambassadors fo...
10/10/2025

🌿 Congratulations to Our Best Campus Ambassadors (Quarter) 🌿

We’re delighted to recognize three incredible ambassadors for their dedication and impact during July–September 2025:

🏆 Md. Abu Sufian — Best Campus Ambassador (Public University Category)
🏆 Sanjida Badhon — Best Campus Ambassador (Private University Category)
🏆 Md. Abrar Sahriar Nabil — Best Campus Ambassador (Agricultural Training Institute Category)

Your passion, leadership, and hard work continue to inspire the e-Krishi Clinic community. We’re proud to have you all in our family — keep shining and growing! 💚✨

শহরের কংক্রিটের ভিড়ে ছাদবাগান শুধু শখ নয়, এটি এখন প্রয়োজন।নিজের ছাদে চাষ করা শাকসবজি ও ফল হবে ১০০% বিষমুক্ত ও তাজা।এতে ম...
08/10/2025

শহরের কংক্রিটের ভিড়ে ছাদবাগান শুধু শখ নয়, এটি এখন প্রয়োজন।
নিজের ছাদে চাষ করা শাকসবজি ও ফল হবে ১০০% বিষমুক্ত ও তাজা।
এতে মিলবে পরিবারের পুষ্টি, মানসিক প্রশান্তি ও সবুজ পরিবেশ। 🌱

🌱 কি দিয়ে শুরু করবেন?
শুরুটা হতে পারে একেবারেই ছোট—
✔ একটি টবে তুলসি 🌿
✔ কয়েকটি বোতলে মানিপ্ল্যান্ট বা পুদিনা 🍃
✔ ক্যারেটে শাক বা টমেটো গাছ 🍅
✔ বা কয়েকটি ড্রামে লেবু গাছ 🍋

ধীরে ধীরে পুরো ছাদ হয়ে উঠতে পারে আপনার পরিবারের জন্য সবুজ বাগান ও খাদ্যের নিরাপদ উৎস।

💚 ছাদবাগান শুধু গাছ লাগানো নয়, এটি পরিবেশ রক্ষার আন্দোলন।
আপনার একটি ছাদবাগান মানে—
🌍 দূষণ কমানো
🌍 পরিবারকে নিরাপদ খাদ্য উপহার
🌍 শহরকে সবুজে রাঙানো
🌍 ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতিপ্রেমী করে তোলা

✨ ই-কৃষি ক্লিনিক —সঠিক পরামর্শ, প্রশিক্ষণ ও সহযোগিতা নিয়ে পাশে আছে সবসময়।

🌱 আসুন, আমরা সবাই মিলে বলি:
“প্রতিটি ছাদ সবুজ হোক, বাংলাদেশ হোক আরও সুন্দর।”

#ছাদবাগান

#প্রতিটি_ছাদ_সবুজ_হোক

যোগাযোগ - 01763-585500

 #বেগুনের পোকায় যারা অতিষ্ঠ - তাদের জন্য শীঘ্রই আসছে - কার্যকরী  #ফেরোমন। যাদের লাগবে,  ইনবক্সে নাম ঠিকানা মোবাইল নম্বর ...
08/10/2025

#বেগুনের পোকায় যারা অতিষ্ঠ -
তাদের জন্য শীঘ্রই আসছে - কার্যকরী #ফেরোমন।
যাদের লাগবে, ইনবক্সে নাম ঠিকানা মোবাইল নম্বর পাঠিয়ে দিন।

প্রয়োজনে- 01763-585500

আপনার জমির  #পিএইচ জানেন কী?গাছের পুষ্টি গ্রহণ নির্ভর করে মাটির পিএইচ এর উপর। মাত্র ২ মিনিটে আপনার জমির পিএইচ ও আর্দ্রতা...
05/10/2025

আপনার জমির #পিএইচ জানেন কী?
গাছের পুষ্টি গ্রহণ নির্ভর করে মাটির পিএইচ এর উপর।

মাত্র ২ মিনিটে আপনার জমির পিএইচ ও আর্দ্রতা মাপতে পারেন এই যন্ত্র দিয়ে।
✔️এটির জাপানের তাকিমুরা #পিএইচ মিটার।
✔️টেকসই এবং দীর্ঘদিন ব্যবহার করা যায়।
✔️সহজে নষ্ট হয় না।
✔️এটি সারা বিশ্বে ব্যবহার করা হয়।।
✔️ একুরেসি নিয়ে চিন্তা নেই।

তাই আধুনিক কৃষিতে যারা আছেন, নিজেই নিজের জমির পিএইচ পরীক্ষা করুন।

📢 এটি পাওয়া যাচ্ছে ই-কৃষি ক্লিনিক শপে।

বিস্তারিত- 01763-585500

কৃষক ভাইদের জন্য সবচেয়ে বড় সমস্যা এই  #ঢলে_পড়া রোগ। এবার অক্টোবর পর্যন্ত এ সমস্যা থাকবেই। তারপর ধীরে ধীরে কমার সম্ভাবনা ...
04/10/2025

কৃষক ভাইদের জন্য সবচেয়ে বড় সমস্যা এই #ঢলে_পড়া রোগ। এবার অক্টোবর পর্যন্ত এ সমস্যা থাকবেই।
তারপর ধীরে ধীরে কমার সম্ভাবনা বেশি।

শহরের কোলাহল, ধোঁয়া আর কংক্রিটের ভিড়ে একটু সবুজের ছোঁয়া কি চান? 🍀আপনার ছাদটিই হতে পারে প্রশান্তির এক ছোট্ট বনানী।🌱 কি দি...
03/10/2025

শহরের কোলাহল, ধোঁয়া আর কংক্রিটের ভিড়ে একটু সবুজের ছোঁয়া কি চান? 🍀
আপনার ছাদটিই হতে পারে প্রশান্তির এক ছোট্ট বনানী।

🌱 কি দিয়ে শুরু করবেন?
শুরুটা হতে পারে একেবারেই ছোট—
✔ একটি টবে তুলসি 🌿
✔ কয়েকটি বোতলে মানিপ্ল্যান্ট বা পুদিনা 🍃
✔ ক্যারেটে শাক বা টমেটো গাছ 🍅
✔ বা কয়েকটি ড্রামে লেবু গাছ 🍋

ধীরে ধীরে পুরো ছাদ হয়ে উঠতে পারে আপনার পরিবারের জন্য সবুজ বাগান ও খাদ্যের নিরাপদ উৎস।

💚 ছাদবাগান শুধু গাছ লাগানো নয়, এটি পরিবেশ রক্ষার আন্দোলন।
আপনার একটি ছাদবাগান মানে—
🌍 দূষণ কমানো
🌍 পরিবারকে নিরাপদ খাদ্য উপহার
🌍 শহরকে সবুজে রাঙানো
🌍 ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতিপ্রেমী করে তোলা

✨ ই-কৃষি ক্লিনিক —সঠিক পরামর্শ, প্রশিক্ষণ ও সহযোগিতা নিয়ে পাশে আছে সবসময়।

🌱 আসুন, আমরা সবাই মিলে বলি:
“প্রতিটি ছাদ সবুজ হোক, বাংলাদেশ হোক আরও সুন্দর।”

#ছাদবাগান

#প্রতিটি_ছাদ_সবুজ_হোক

যোগাযোগ - 01763-585500

🌿✨ শিমের ফুল ঝরে যাওয়ার কারণ ও সমাধান ✨🌿শিম গাছে ফুল এলেও অনেক সময় ঝরে পড়ে যায়।  ফলে ফলন কমে যায়। চিন্তার কিছু নেই, কারণ...
01/10/2025

🌿✨ শিমের ফুল ঝরে যাওয়ার কারণ ও সমাধান ✨🌿

শিম গাছে ফুল এলেও অনেক সময় ঝরে পড়ে যায়। ফলে ফলন কমে যায়। চিন্তার কিছু নেই, কারণ ও প্রতিকার জেনে নিন👇

🔴 কীটপতঙ্গ আক্রমণ
🐛 মাজরা ও ফল ছিদ্রকারী পোকা → স্পিনোসেড/এমামেকটিন বেনজোয়েট স্প্রে করুন।
🦟 জাব পোকা → ফুল ঝরায় ও মোজাইক ভাইরাস ছড়ায়।
✔ প্রতিকার → সাবান পানি/নিমবীজ নির্যাস ব্যবহার করুন। অতিরিক্ত আক্রমণে ইমিডাক্লোপ্রিড/এসিফেট স্প্রে করুন।
✔ জমিতে হলুদ আঠালো ফাঁদ দিন।

🔴 পুষ্টির ঘাটতি
🌸 বোরনের অভাবে ফুল ঝরে → সলুবোর বোরন স্প্রে করুন।
🌱 নাইট্রোজেনের অভাব/অতিরিক্ততা → সুষম সার (NPKS) ও PGR (ফ্লোরা, প্রোটোজিম, বায়োফার্টি, এস্টার ইত্যাদি) প্রয়োগ করুন।

🔴 ছত্রাকজনিত রোগ
🍂 এনথ্রাকনোজ/ফুল পঁচা → প্রোপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করুন।

🔴 পরিবেশগত কারণ
☀️ অতিরিক্ত গরম/শীত বা পানির অভাব → পরাগায়নে সমস্যা হয়ে ফুল ঝরে যায়।
✔ নিয়মিত পানি দিন এবং আবহাওয়া অনুযায়ী সুরক্ষা ব্যবস্থা নিন।

💡 সঠিক যত্ন নিলে শিম গাছে ফুল ঝরা রোধ করা সম্ভব এবং ফলনও হবে বেশি।

✍️ কৃষিবিদ সৈয়দা শাহনাজ পারভীন
কনসালটেন্ট
🌱 ই-কৃষি ক্লিনিক

#শিম_চাষ



কোন কোন  #কীটনাশক একত্রে মেশানো যায় না!  কোনটা একত্রে মেশানো যায় - বিস্তারিত দেখুন-
27/09/2025

কোন কোন #কীটনাশক একত্রে মেশানো যায় না!
কোনটা একত্রে মেশানো যায় - বিস্তারিত দেখুন-

27/09/2025

এ বছর বৃষ্টি শেষ হচ্ছে না।
আবারো বৃষ্টির সম্ভাবনা! ৩০ সেপ্টেম্বর থেকে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত বৃষ্টি হতে পারে।

 #টমেটোর পিছনে এমন পঁচে কেনো? জানেন কী?এটাকে বলে  #ব্লোজম রট। এটি হয়ে থাকে  #ক্যালসিয়ামের অভাবে। এজন্য শুরুতে মাটির পিএই...
21/09/2025

#টমেটোর পিছনে এমন পঁচে কেনো? জানেন কী?

এটাকে বলে #ব্লোজম রট।
এটি হয়ে থাকে #ক্যালসিয়ামের অভাবে।
এজন্য শুরুতে মাটির পিএইচ পরীক্ষা করে ডলোচুন প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ।

#ক্যালসিয়াম রয়েছে কোন সারে?
১.ডলোচুনে রয়েছে- ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম
২.জিপসামে রয়েছে- ক্যালসিয়াম ও সালফার।

▶️এ দুটোই মাটিতে দিতে হয়। জমি চাষের শুরুতে।

৩.এছাড়া রয়েছে- নুট্রাফস ২৪ এ।

▶️ এটি স্প্রে করে দেওয়া হয়।

সঠিক পরামর্শ পেতে এবং আরো বিস্তারিত জানতে পেইজে মেসেজ করুন অথবা কল করুন - 01763-585500

সঠিক পরামর্শ নিন, নিরাপদ ফসল উৎপাদন করুন।
আপনাদের সেবায় আমরা আছি সবসময়।

#রট #রোগ #কৃষি #টমেটো #রোগ

ই-কৃষি ক্লিনিকের Plant Doctor কোর্স এর অংশ হিসেবে  পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (PSTU) এবং দক্ষিণ বঙ্গ কৃ...
15/09/2025

ই-কৃষি ক্লিনিকের Plant Doctor কোর্স এর অংশ হিসেবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (PSTU) এবং দক্ষিণ বঙ্গ কৃষি ও কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ATI) এর ক্যাম্পাস এম্বাসেডররা সম্মিলিতভাবে সফলভাবে একটি ফিল্ড ট্যুর পরিচালনা করেছেন। ক্যাম্পাস এম্বাসাডর যারা আয়োজন করেছেন-

👩‍🎓 নুজহাত মুনিজা (PSTU)
👨‍🎓 মোঃ আব্দুর রহিম (PSTU)
👨‍🎓 প্রান্ত দে (PSTU)
👨‍🎓 শেখ প্রনয়ন (PSTU)
👨‍🎓 মোঃ তারিকুল ইসলাম (ATI)

এই ট্যুরে শিক্ষার্থীরা মাঠ পর্যায়ে সরাসরি যে রোগ-পোকার উপস্থিতি পর্যবেক্ষণ করেছে, তার মধ্যে ছিল—
🌱 মরিচের পাতা কুকড়ানো
🌱 জাব পোকা
🌱 লেদা পোকা
🌱 মাছি পোকা
🌱 লিফ মাইনর
🌱 সিকাটোকা
🌱 ফল পচা
🌱 আমের গল মিডস

✅ এগুলো আমাদের কোর্সের সবজির পোকা ও রোগ দমন এবং ফলের পোকা ও রোগ দমন ক্লাসে আলোচনা করা হয়েছে।
👉 এভাবেই আমরা পাঠ্যবইয়ের জ্ঞানকে মাঠের ফসলের সাথে সমন্বয় করি যা কৃষি শিক্ষার্থী দের বাস্তব কৃষি সম্পর্কে ধারণা দেয়।

#কৃষি #শিক্ষার্থী

Address

Sher-e-Bangla Nagar
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when ই-কৃষি ক্লিনিক II e-Krishi Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ই-কৃষি ক্লিনিক II e-Krishi Clinic:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram