Fitness Town Gym

Fitness Town Gym Fitness Town Gym (FTG) is the outcome of youth commitment to healthy life. You are welcome to avail

🦵 লেগ এক্সটেনশন — কোয়াড্রিসেপস শক্তিশালী করার অন্যতম সেরা ব্যায়ামলেগ এক্সটেনশন এমন একটি আইসোলেশন ব্যায়াম যা মূলত কোয়াড্র...
22/10/2025

🦵 লেগ এক্সটেনশন — কোয়াড্রিসেপস শক্তিশালী করার অন্যতম সেরা ব্যায়াম

লেগ এক্সটেনশন এমন একটি আইসোলেশন ব্যায়াম যা মূলত কোয়াড্রিসেপস (Quadriceps) মাংসপেশিকে টার্গেট করে — অর্থাৎ উরুর সামনের দিকের চারটি বড় মাংসপেশি। এই ব্যায়ামটি সাধারণত লেগ এক্সটেনশন মেশিনে বসে করা হয়, যেখানে আপনি পা সামনে সোজা করে তোলেন এবং ধীরে ধীরে নামিয়ে আনেন।



🎯 মূল উপকারিতা

✅ কোয়াড্রিসেপস মাংসপেশি শক্তিশালী করে — যা হাঁটা, দৌড়ানো, ওঠা-নামা ও জাম্প করার পারফরম্যান্স উন্নত করে।
✅ হাঁটুর স্থিতিশীলতা বাড়ায় — বিশেষ করে দৌড়বিদ, সাইক্লিস্ট বা ফুটবল খেলোয়াড়দের জন্য দারুণ উপকারী।
✅ ইনজুরি পুনরুদ্ধারে সাহায্য করে — যেমন হাঁটুর অস্ত্রোপচার বা আঘাতের পর হালকা ওজন দিয়ে শুরু করা যায়।
✅ লেগ ডেফিনিশন উন্নত করে — পায়ের সামনে অংশকে স্পষ্ট ও আকর্ষণীয় করে তোলে।



⚙️ করার সঠিক পদ্ধতি

1️⃣ লেগ এক্সটেনশন মেশিনে বসুন, পিঠ ব্যাকরেস্টে ঠেকানো অবস্থায়।
2️⃣ পায়ের নিচের রোলারটি আপনার গোড়ালির ঠিক উপরে রাখুন।
3️⃣ শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে পা সামনে সোজা করুন।
4️⃣ এক সেকেন্ড ধরে রাখুন, তারপর ধীরে শ্বাস নিতে নিতে নামিয়ে আনুন।
5️⃣ ১০–১৫ রিপ করে ৩ সেট করতে পারেন।



⚠️ সাবধানতা

🚫 অতিরিক্ত ওজন ব্যবহার করবেন না — এতে হাঁটুর লিগামেন্টে চাপ পড়তে পারে।
🚫 হাঁটুর ইনজুরি থাকলে ডাক্তারের পরামর্শ নিয়ে করবেন।
🚫 পুরোপুরি পা লক না করে একটু বেন্ড রেখে রিপ করুন।



🏃 কারা বেশি উপকৃত হবেন
• রানার ও ট্রায়াথলিটরা
• জিম শুরুর পর্যায়ের ট্রেনিরা
• হাটু ইনজুরি থেকে ফিরছেন যারা
• পা টোন করতে চায় এমন সবাই



সংক্ষেপে:

লেগ এক্সটেনশন হচ্ছে এমন এক ব্যায়াম যা শুধু শক্তি নয়, কনফিডেন্সও বাড়ায়। শক্ত পা মানে শক্ত স্টেপ — আর শক্ত স্টেপ মানেই আরও দূরে যাওয়ার সম্ভাবনা। 💪

✅ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে,আগামীকাল বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫ সরকারি ছুটি উপলক্ষে Fitness Town Gym বন্ধ থাকবে।...
01/10/2025

✅ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে,

আগামীকাল বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫ সরকারি ছুটি উপলক্ষে Fitness Town Gym বন্ধ থাকবে।

তবে, শনিবার, ০৪ অক্টোবর ২০২৫ থেকে যথাযথ শিডিউল অনুযায়ী জিম চালু থাকবে।
সকলকে ধন‍্যবাদ।

This morning, Hamim—one of the five runners in the country to successfully complete a 200 km long-distance run—visited F...
07/09/2025

This morning, Hamim—one of the five runners in the country to successfully complete a 200 km long-distance run—visited Fitness Town Gym. We, the Fitness Town family, extend our prayers and best wishes for the bright future of this outstanding athlete.

FitnessTown Gym

✅ Push up এর গুরুত্ব 1. বুক ও বাহুর শক্তি বৃদ্ধি • Push up মূলত বক্ষ (chest), ট্রাইসেপস (triceps) ও কাঁধের (shoulder) পে...
25/08/2025

✅ Push up এর গুরুত্ব
1. বুক ও বাহুর শক্তি বৃদ্ধি
• Push up মূলত বক্ষ (chest), ট্রাইসেপস (triceps) ও কাঁধের (shoulder) পেশি শক্তিশালী করে।
2. কোর মাংসপেশী শক্তিশালী করা
• এটি পেট, কোমর ও নিচের পিঠের পেশিকে সক্রিয় রাখে, ফলে কোর স্ট্যাবিলিটি বাড়ে।
3. সহজলভ্য ব্যায়াম
• কোনো যন্ত্রপাতি ছাড়াই যেকোনো জায়গায় করা যায়।
4. সহনশীলতা ও স্ট্যামিনা বৃদ্ধি
• নিয়মিত Push up করলে শরীরের সহনশীলতা ও এনার্জি লেভেল বাড়ে।
5. হাড় ও জয়েন্টের সুরক্ষা
• কাঁধ ও কনুইয়ের জয়েন্টে চাপ পড়ে, যা ধীরে ধীরে শক্তি ও স্থিতিশীলতা আনে।
6. পোশ্চার উন্নত করা
• মেরুদণ্ড সোজা রাখা ও সঠিক ভঙ্গিমা বজায় রাখতে সাহায্য করে।
7. চর্বি কমানো ও শরীর টোনড করা
• এটি ক্যালরি বার্ন করে এবং শরীরকে ফিট ও টোনড রাখতে সাহায্য করে।



👉 নিয়মিত Push up করলে শরীর শুধু শক্তিশালীই হয় না, বরং মানসিকভাবে আত্মবিশ্বাসী এবং শারীরিকভাবে ফিট থাকা যায়।

💪 পুশ-আপ: সহজ কিন্তু অসাধারণ ব্যায়াম!পুশ-আপ এমন একটি বডিওয়েট এক্সারসাইজ যা কোনো সরঞ্জাম ছাড়াই ঘরে বা জিমে যেকোনো জায়গায় ...
10/08/2025

💪 পুশ-আপ: সহজ কিন্তু অসাধারণ ব্যায়াম!

পুশ-আপ এমন একটি বডিওয়েট এক্সারসাইজ যা কোনো সরঞ্জাম ছাড়াই ঘরে বা জিমে যেকোনো জায়গায় করা যায়। নিয়মিত পুশ-আপ করলে—

✅ উপরের দেহের পেশী শক্তিশালী হয় – বুক, কাঁধ ও ট্রাইসেপস মজবুত হয়।
✅ কোর মাংসপেশি টোনড হয় – অ্যাবস ও লোয়ার ব্যাকের শক্তি বাড়ে।
✅ স্ট্যামিনা ও এন্ডুরেন্স বাড়ায় – দৈনন্দিন কাজে ফিটনেস উন্নত হয়।
✅ অস্থি ও জয়েন্টের সাপোর্ট দেয় – হাড়ের ঘনত্ব ও স্থিতি বজায় রাখে।
✅ রক্ত সঞ্চালন উন্নত করে – হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।

প্রতিদিন মাত্র কয়েক মিনিটের পুশ-আপ রুটিন আপনাকে ফিট, অ্যাক্টিভ ও এনার্জেটিক রাখবে।

🏋️‍♂️ আজ থেকেই শুরু করুন—নিজের শরীরের শক্তি গড়ে তুলুন!

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ০৫.০৮.২০২৫ (মঙ্গলবার) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ সরকারী ছুটি উপলক্ষে ফিটনেস ...
04/08/2025

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ০৫.০৮.২০২৫ (মঙ্গলবার) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ সরকারী ছুটি উপলক্ষে ফিটনেস টাউন জীম বন্ধ থাকবে।

আগামী ০৬.০৮.২০২৫ (বুধবার) সকাল থেকে নিয়মিত রুটিন অনুযায়ী জীম খোলা থাকবে ইংশাআল্লাহ্।

সুস্থতার সাথে সকলের ছুটি নিরাপদে কাটুক।
-ফিটনেস টাউন জীম।

🔥🔥সুখবর ফিটনেস টাউন জীমে লেডিস সেকশন ওপেন!!🔥🔥🔥🔥লেডিস সেকশন ওপেন!!🔥🔥👉০১ জুলাই ২০২৫ থেকে ফিটনেস টাউন জীমে আপুদের জন্য চালু...
28/07/2025

🔥🔥সুখবর ফিটনেস টাউন জীমে লেডিস সেকশন ওপেন!!🔥🔥🔥🔥লেডিস সেকশন ওপেন!!🔥🔥

👉০১ জুলাই ২০২৫ থেকে ফিটনেস টাউন জীমে আপুদের জন্য চালু হয়েছে সম্পূর্ন "আলাদা সেকশন"।
সময়ঃ- শনি থেকে বৃহস্পতিবার দুপুর ১২ টা ৩০ মিনিট থেকে বিকেল ৪ টা পর্যন্ত।
👉আপুদেরকে সর্বোচ্চ সেবা এবং কমফোর্ট নিশ্চিত করতে আমরা ব্যবস্হা করছি অভিজ্ঞ ট্রেইনারের। লকার সহ অন্যান্য সকল সুবিধা তো থাকছেই।
👉গেদারিং ফ্রি সম্পূর্ন আলাদা সিডিউল।

🔥লেডিস সেকশনের সুবিধাসমূহ🔥

▶️আন্তর্জাতিক মানের এডভান্সড ইকুইপমেন্টস।
▶️এডভান্সড কার্ডিও সেকশন।
▶️সুবিশাল ইকুইপমেন্টস সেটআপ।
▶️অভিজ্ঞ লেডিস ট্রেইনার।
▶️ডায়েট, নিউট্রিশন বিশেষজ্ঞের পরামর্শ প্রদান।
▶️দৃষ্টিনন্দন ইন্টেরিয়র।
▶️ব্যক্তিগত লকার সুবিধা।
▶️সম্পূর্ণ সি.সি. টিভি কাভারেজ।
▶️চেঞ্জরুম, বাথরুম এবং ওয়াটার ক্লোসেট।

✅ ফিটনেস টাউন জীমে কেনো ভর্তি হবেন?

▶️পার্কিং সুবিধা: আমাদের জীমে রয়েছে সুবিশাল সিকিউরড পারকিং সুবিধা।

▶️অভিজ্ঞ ট্রেইনার

👉 সার্বক্ষণিক নির্ভুল স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমাদের রয়েছে জেন্টস(জেন্টস সেকশনে) এবং লেডিস ট্রেইনার।
👉প্রত্যেকের দরকার অনুযায়ী ডায়েট এবং এক্সারসাইজ রুটিন করা হয় এবং রেগুলার তদারকির মাধ্যমে রুটিন চেন্জ করা হয়।

▶️বেস্ট ব্রান্ডেড স্মুথ ইকুইপমেন্টস

👉আমাদের জীমে রয়েছে ওয়াল্ডের টপ ক্লাস সব ইকুইপমেন্টস যেগুলো যেমন স্মুথ তেমন বৈজ্ঞানিক মান বজায় রেখে তৈরী যাতে স্বাস্থ্যের উপর বিরূপ প্রতিক্রিয়া না ফেলে।
👉আমাদের সেটআপ নতুন হওয়ায় সবগুলো ইকুইপমেন্টই নতুন তাই ঘন ঘন সার্ভিসিং না করেই নিরবিচ্ছন্ন সার্ভিস দিতে সক্ষম।

বিস্তারিত জানতে কল অথবা ম্যাসেজ দেয়ার অনুরোধ রইলো।

ধন্যবাদান্তে,
ফিটনেস টাউন জীম
ল-৬৩/১, বেপারীপারা, মধ্যবাড্ডা ওভারব্রীজ সংলগ্ন
যোগাযোগ-
01711783799
01675417226

উত্তরা দিয়াবাড়িতে মাইলেস্টন স্কুলের উপরে ফা*ইটার জেড এফ-সেভেন বিধ্ব*স্ত এর ঘটনায় আমরা ফিটনেস টাউন জীম পরিবার শোকাহত। 🥲
21/07/2025

উত্তরা দিয়াবাড়িতে মাইলেস্টন স্কুলের উপরে ফা*ইটার জেড এফ-সেভেন বিধ্ব*স্ত এর ঘটনায় আমরা ফিটনেস টাউন জীম পরিবার শোকাহত। 🥲

❤️ কার্ডিও ব্যয়ামের গুরুত্ব (Importance of Cardio Exercise)কার্ডিও ব্যায়াম হলো এমন শারীরিক কসরত বা এক্সারসাইজ, যা হৃদযন্...
15/07/2025

❤️ কার্ডিও ব্যয়ামের গুরুত্ব (Importance of Cardio Exercise)

কার্ডিও ব্যায়াম হলো এমন শারীরিক কসরত বা এক্সারসাইজ, যা হৃদযন্ত্র (Heart) ও ফুসফুসের (Lungs) কার্যক্ষমতা বাড়ায় এবং পুরো শরীরকে শক্তিশালী করে। নিয়মিত কার্ডিও ব্যায়াম করলে শরীর সুস্থ, মনের চাপ কম এবং দীর্ঘমেয়াদে অসুস্থতার ঝুঁকি হ্রাস পায়।



✅ কেন কার্ডিও ব্যায়াম গুরুত্বপূর্ণ?

১. 🫀 হৃদযন্ত্র ও রক্তনালির স্বাস্থ্যের উন্নয়ন:
• কার্ডিও এক্সারসাইজে হৃদপিণ্ড বেশি পরিমাণ রক্ত পাম্প করে, যা হার্টকে শক্তিশালী করে।
• রক্তে কোলেস্টেরল ও ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে থাকে।
• হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমে।

২. 🫁 ফুসফুসের সক্ষমতা বাড়ায়:
• শ্বাস-প্রশ্বাস গভীর ও নিয়ন্ত্রিত হয়।
• দমের কষ্ট কমে এবং অক্সিজেন গ্রহণ ক্ষমতা বাড়ে।

৩. ⚖️ ওজন কমাতে সহায়ক:
• প্রতি মিনিটে বেশি ক্যালোরি বার্ন হয়।
• শরীরের মেটাবলিজম রেট (বিএমআর) বাড়ে।
• ফ্যাট বার্ন করে ও ওবেসিটি প্রতিরোধ করে।

৪. 🧠 মানসিক স্বাস্থ্য উন্নয়ন:
• কার্ডিও ব্যায়ামে এন্ডরফিন (সুখের হরমোন) নিঃসৃত হয়।
• মানসিক চাপ, উদ্বেগ ও বিষণ্নতা দূর হয়।
• ঘুম ভালো হয় এবং আত্মবিশ্বাস বাড়ে।

৫. 💪 শারীরিক সহ্যশক্তি ও স্ট্যামিনা বৃদ্ধি:
• একটানা কাজ করার শক্তি (Endurance) বাড়ায়।
• দৌড়, সাইক্লিং, সুইমিং, হাইকিং — সবকিছুর জন্য স্ট্যামিনা গড়ে তোলে।

৬. 💡 ডায়াবেটিস ও অন্যান্য রোগ নিয়ন্ত্রণে সাহায্য করে:
• ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে।
• ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়।
• হাইপারটেনশন ও ক্যান্সারের ঝুঁকিও কমে।

4 Reasons Foam RollIncreases Range of Motion and Relaxation1.) Increase range of motion – It can help break the knots in...
01/07/2025

4 Reasons Foam Roll

Increases Range of Motion and Relaxation

1.) Increase range of motion – It can help break the knots in our muscles, which restrict our range of motion. Foam rolling can help use our full range of motion. Range of motion is important for flexibility and performance. Regular use of foam rollers for myofascial release can alleviate muscle tightness, ensure optimal joint range of motion, and enhance overall movement.

2.) Increase feelings of relaxation – Part of the reason people love getting massages is because it helps them unwind and feel better. Foam rolling is like giving yourself a massage that takes only a few minutes each time but leaves you feeling much more relaxed.

Decreases Injury Risk and Recovery Time

3.) Decrease injury risk – It can help prevent common injuries. Tight muscles can be more prone to injury, so self-release of muscles and fascia can help loosen everything up and increase your overall performance.

4.) Decrease recovery time – Helps speed up recovery because it promotes better circulation of blood throughout the body. This helps in the natural healing process. No one wants to feel sore for long periods of time. Using a foam roller will help make the uncomfortable feeling go away faster so you can start training again with less soreness.
Grab one soon, if you don’t already own one, and get to foam rolling ASAP!

Address

La-63/1, Progati Sharani, Middle Badda
Dhaka
1212

Telephone

+8801711783799

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fitness Town Gym posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Fitness Town Gym:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram