
19/07/2025
∆ আপনার আচরনে হোমিওপ্যাথির সুনাম ক্ষতি গ্রস্থ হচ্ছে না তো?
∆ যদি আপনি নিচের কাজ গুলো করেন তবে আপনি জেনে বা নিজের অজান্তেই হোমিওপ্যাথির মত একটি মহৎ চিকিৎসা পেশা কে ক্ষতিগ্রস্থ করছেন -
✓ রোগীর বিশ্বাস যোগ্যতা অর্জনের জন্যে তাকে মিথ্যা আশ্বাস দিচ্ছেন যাকে আমরা গ্যারান্টি বলি, এমনকি সময় পর্যন্ত বেঁধে দিচ্ছেনা যে রোগ এত মাসে মধ্যে সেরে যাবে। ভাবখানা এমন যে আল্লাহ আপনার আবদার শুনেন!
✓ আপনি ডাক্তারি বাদ দিয়ে শুধু মাত্র প্রচলিত কয়েকটা হোমিও মেডিসিন (যেমন সেক্স আর্থ্রাইটিস আঁচিল) - এলসেরাম, ডামিয়ানা,থুজা ইত্যাদি ইউটিউবের মাধ্যমে বিক্রির এজেন্ডা হাতে নিয়েছেন। নিশ্চিত থাকুন আপনার ডাক্তারি আদর্শের মেরুদন্ড টিকবে না।
✓ আপনি অন্য ডাক্তারের সমালোচনায় ব্যস্ত। মানুষ হিসেবে প্রত্যেক টা মানুষের সীমাবদ্ধতা রয়েছে, এমনকি আপনার নিজের ও। নিজের ভুল শোধরানোর দিকে মন না দিয়ে মানুষের ময়লা পরিষ্কার করার দায়িত্ব কেন নিচ্ছেন? হয় জেলাসি থেকে না হয় বদঅভ্যাস থেকে। ডাক্তারের এত বদ অভ্যাস থাকতে নেই।
✓আপনি সঠিক তথ্য সংগ্রহে আগ্রহী কী না সেটা আপনার কন্টেন্ট থেকে বোঝা যাবে। আরো একটি বিষয় বোঝা যাবে যে আপনি আপনার ফেলো শিক্ষার্থীদের বা রোগীদের প্রতি কতটা সিম্পেথেটিক। আপনার কন্টেন্ট গুলোতে তথ্য না দিলে আপনার হোমিওপ্যাথিক জ্ঞানের পরিধি সম্পর্কে সবাই হীন ধারণা পোষণ করবে। আল্টিমেট বিষয় হলো মানুষ আস্থা হারাবে।
✓ আপনি যে পদ্ধতিতেই ঔষধ দেন ঔষধ খাবার নিয়ম যেন অদ্ভুত আর টায়ারিং না হয়। 10 মিনিট 20 মিনিট পর পর মেডিসিন খেতে দেওয়া ভীষণ হাস্যকর, সেটাও আবার অসংখ্য মেডিসিন।এমন কোন পদ্ধতি অন্তত আমাদের জানামতে হোমিওপ্যাথি তে নেই।
✓ আচরনে কথা বার্তায় যদি ধর্মীয় সাম্প্রদায়িকতা প্রকাশ পায় তবে আপনি ডাক্তার হতে পারেন নি। একজন ডাক্তারের কাছে সকল ধর্মের, গোত্রের এবং বর্ণের মানুষ নিরাপদ।
✓ প্রতিনিয়ত স্টাডি না করা, শুধু স্টাডি নয় নিরপেক্ষ স্টাডি না করা, সিনিয়র এবং জুনিয়র ডাক্তারদের সাথে আলোচনা না করে তাদের থেকে নিজেকে বড় মনে করা, ভুল হলে শিক্ষা না নেয়া এবং নিজের ভুলের উপর অটল থাকা। এগুলো একজন ব্যাড ডক্টরের সিম্বল।
★আপনি পিছিয়ে পড়লেন অর্থাৎ সামগ্রিক ভাবে হোমিওপ্যাথির সুনাম ক্ষুন্ন হওয়ার সাথে আপনার ও অবদান রয়েছে।
💥যদি অবিরত চেষ্টা এবং সাধনার প্রতি অনিহা থাকে তবে হোমিওপ্যাথি আপনার জন্যে নয়। হোমিওপ্যাথি শুধুই চিকিৎসা পদ্ধতি নয়, এটা আপনার আত্মিক উন্নতির সাথেও গভীর ভাবে সম্পর্কিত।
ধন্যবাদ