MH Apu official

MH Apu official Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MH Apu official, Medical and health, 284Boro mogbazar dhaka 1217, Dhaka.

Syrup Cin-Plusশক্তি বর্ধক ও অ্যান্টিঅক্সিডেন্টArq. LahminaGeneral Tonic & antioxidantজেনেরিক নাম: আরক লাহমিনা।উপাদান:প্র...
08/02/2024

Syrup Cin-Plus

শক্তি বর্ধক ও অ্যান্টিঅক্সিডেন্ট

Arq. Lahmina

General Tonic & antioxidant

জেনেরিক নাম: আরক লাহমিনা।

উপাদান:

প্রতি ৫ মিলি সিরাপ এ জলীয় নির্যাস আকারে আছে- গাজর (মাকের হাড় বা শক্ত অংশ বাদ দিয়ে) (Carrot)

১.৩৮ গ্রাম

দারচিনি (Cinnamon)

২৭৫ গ্রাম

সেব (আপেল) (Apple)

২৭৫ গ্রাম

শাকাকুল মিছরী (Wild Parsnip)

০৬৯৪ গ্রাম

পানি (Water)

৮.৩৩ মি.লি.

মোরগের চর্বিহীন মাংস (Checken Arq)

১.১১ গ্রাম

চড়ুইয়ের মাংস (Sparrow Arq)

০.২৭৭ গ্রাম

এবং অন্যান্য সহায়ক উপাদান সমূহ

পরিমাণ মতো

যে রোগ ও উপসর্গে নির্দেশিতঃ সাধারণ দুর্বলতা, যৌন-দুর্বলতা, পুষ্টিহীনতা, প্রোটিন ও ভিটামিন এব অভাব।

সিন-প্লাস এর বৈজ্ঞানিক বিশ্লেষণসহ নির্দেশনা তথ্যঃ এন্টিবায়োটিক, ব্যাথ্যানাশক, ডাইরেটিক ইত্যাদি ঔষধ খেলে শরীর থেকে অনেক Major Elements এবং Trace Elements বের হয়ে যায়, ফলে শরীর দুর্বল হয়ে যায়। এ ক্ষেত্রে সিরাপ সিন-প্লাস সেবনে ভালো ফল পাওয়া যায়। এতে প্রচুর পরিমাণ ভিটামিন "এ", ভিটামিন "ই" রয়েছে যা শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়। গাজরে আলফা, বিটা, গামা, জেটা ক্যারোটিন ও লাইকোপিনসহ বিভিন্ন ক্যারোটিনয়েড, ক্যারোটোটক্সিন পলিইন, গ্লুকোজ, স্যাকরোজ ও অল্প পরিমাণে উদ্বায়ী

তৈল থাকে। লাইকোপিন ও ক্যারোটিন শক্তিশালী এন্টি-অক্সিডেন্ট যা ক্যান্সার এর বিরুদ্ধে কাজ করে।

ক্যাপসুলফিস্টাহাকো আম্বর মোমিয়ায়ীস্নায়ু উত্তেজকজেনেরিক নাম: হাকো আম্বর মোমিয়ায়ী।ঔষধ নির্দেশিকা-2024)উপাদান:প্রতি ক্যাপস...
07/02/2024

ক্যাপসুল

ফিস্টা

হাকো আম্বর মোমিয়ায়ী

স্নায়ু উত্তেজক

জেনেরিক নাম: হাকো আম্বর মোমিয়ায়ী।

ঔষধ নির্দেশিকা-2024)

উপাদান:

প্রতি ক্যাপসুলে আছে?

আম্বর আশহাব

১.৪০ মি.গ্রা.

যহর মোহরা

১৮.৬৫ মি.গ্রা.

মোমিয়ায়ী

২০.৭৪ মি.গ্রা,

উদহিন্দী

১৮.৬৫ মি.গ্রা.

জোমুধুওয়া (জায়ফল)

১৮.৬৫ মি.গ্রা

মুহতগী রুমী

৯.৩৩ মি.গ্রা.

তাবাশীর

১৮.৬৫ মি.গ্রা.

উদ ছলীব

১৮.৬৫ মি.গ্রা.

জদ্রওয়ার খাতায়ী ছা'লাব মিছরী

১৮.৬৫ মি.গ্রা.

রওগন পোস্ত

১১.২০ মি.গ্রা.

করণফুল

১৮.৬৫ মি.গ্রা.

১৮.৬৫ মি.গ্রা. ৯.৩৩ মি.গ্রা,

বাহমন সুর্খ

৪৬.৬৩ মি.গ্রা.

বিস্বাসা

১৮.৬৫ মি.গ্রা.

কৃশতা বলয়ী

শাকাকুল মিছরী

২৮.০০ মি.গ্রা.

দারচিনি

৭.৪৬ মি.গ্রা,

১৮.৬৫ মি.গ্রা.

ছমগ আরবী

৪.১৬৬ মি.গ্রা.

মারওয়ারীদ

১৮.৬৫ মি.গ্রা.

যাঞ্জাবীল

১৮.৬৫ মি.গ্রা.

ওয়ারক নুকরা

০.০০১ মি.গ্রা.

যে রোগ ও উপসর্গে নির্দেশিতঃ যৌন দুর্বলতা, স্নায়বিক দুর্বলতা, মানসিক দুর্বলতা।

ফিস্টা এর বৈজ্ঞানিক বিশ্লেষণসহ নির্দেশনা তথ্যঃ ফিস্টায় ব্যবহৃত আম্বার, বিভিন্ন প্রকারের উদ্ভিদ, প্রাণীজ ও খনিজ উপাদান বিদ্যামান আছে। এসব উপাদানে প্রয়োজনীয় পরিমাণ উপক্ষার, উদ্বায়ী ও অনুদ্বায়ী তৈল, তিক্ত উপাদান, যৌন উত্তেজক Alkaloid বিদ্যমান। ফিস্টার অতি মূল্যবান ভেষজ উপাদান দিয়ে তৈরি, যা মানব দেহের টেস্টোস্টেরনের নিঃসরণ বৃদ্ধি করে। স্নায়ুতন্ত্র ও পেশীতন্ত্রের কার্যকারিতা বাড়িয়ে দেয় এবং পুরুষ প্রজনন তন্ত্রের পেনাইল টিস্যুর কর্মক্ষমতা বাড়িয়ে দেয়। ফিস্টা যৌন দূর্বলতা দূর করে এবং স্পার্মের উৎপাদন বৃদ্ধি করে। বীর্যের ধারণ ক্ষমতা ও ঘনত্ব বৃদ্ধি করে অসময়ে বীর্যপাত রোধ করে। ফিস্টা অনুভূতিহীনতায় এবং কামোদ্দীপনায় অত্যন্ত কার্যকর।

মাত্রা

Tablet.HaioxenQurs AwjaPain killerজেনেরিক নাম: কুরছ আওজা।প্রতিটি ট্যাবলেট এ আছেকুহীদান -২৫০ মিগ্রাম, তুরবুদ মুজাওয়াফ-২৫ ...
07/02/2024

Tablet.Haioxen

Qurs Awja

Pain killer

জেনেরিক নাম: কুরছ আওজা।

প্রতিটি ট্যাবলেট এ আছে

কুহীদান -২৫০ মিগ্রাম, তুরবুদ মুজাওয়াফ-২৫ মিঃগ্রাম, সুরজ্ঞান শিরীন -২০ মিগ্রাম, এসগব্দ-১৫ মিঃগ্রাম, বিদ্যাহীকন্দ-১৫ মিঃগ্রাম, যাঞ্জাবীল -১৫ মিঃগ্রাম, ফিলফিল মোয়া-১৫মিঃগ্রাম, সাতাওয়ার-১০মিঃগ্রাম, মুকিল মুছাফ্ফা-৫মিঃগ্রাম, আজওয়াইন ৫মিঃগ্রাম, ফিলফিল দরাজ -৫ মিঃগ্রাম, মুছলী সিয়াহ ৫ মিঃগ্রাম, ছিবর সর্ম -৫ মিগ্রাম, বাদিয়ান -৫ মিঃগ্রাম, হাল্গুন-নীল -৫মিঃগ্রাম, চিনি-২৫ মিঃগ্রাম, শহদীন -৫০ মিগ্রাম।

যে রোগ ও উপসর্গে নির্দেশিত: বাত-বেদনা, গেঁটেবাত, কটিবাত ও সন্ধিপ্রদাহ, আঘাত জনিত ব্যাখ্যা, ছিপ জয়েন্টে সহ যে কোন ব্যাখ্যায় কার্যকরী।

হায়োক্সেন এর বৈজ্ঞানিক বিশ্লেষণসহ নির্দেশনা তথ্যঃ হায়োক্সেন ট্যাবলেট এর মিঠা সুরঞ্জান, ঘৃতকুমারী, হরতিকী, কাকমাচী ইত্যাদি মূল্যবান ওষুধি উপাদনে তৈরি এক অনন্য ফর্মুলেশন, যা গেটে বাত, দীর্ঘমেয়াদী সন্ধিবাত ও অবক্ষয়ী সন্ধি প্রদাহ, কোমরের বাতসহ অন্যান্য ব্যাথা বেদনা নিরাময় করে। ইহা সন্ধিস্থানের ব্যাখা বেদনা নিবারণে বিশেষ উপকারী। মিঠা সূরঞ্জানে বিদ্যমান কলচিসিন নামক অ্যালকালয়েড দেহে ল্যাকটিক এসিড তৈরী প্রতিরোধ করে, ইউরিক এসিড দ্রুত অপসারণ করে দৈহিক ও স্নায়বিক ব্যাথা দূর করে। ট্যাবলেট হায়োক্সেন বাজারে প্রচলিত ননস্টেরয়ডাল অ্যান্টিইনফ্লামেটরী ড্রাগ এর ক্ষতিকর প্রভাব মুক্ত। রিউমাটয়েড, অঘ্রাইটিস, বাত ব্যথা ও গিটে ব্যাথায় অত্যন্ত কার্যকর।

06/02/2024
Syrup Riparপেট ফাঁপা ও বায়ুজনিত পেট ব্যথা নিবারকArq. Nankha Digestive & Carminativeজেনেরিক নামঃ আরক নানখা।উপাদান:প্রতি ...
06/02/2024

Syrup Ripar

পেট ফাঁপা ও বায়ুজনিত পেট ব্যথা নিবারক

Arq. Nankha Digestive & Carminative

জেনেরিক নামঃ আরক নানখা।

উপাদান:

প্রতি ৫ মিলি সিরাপ এ জলীয় নির্যাস আকারে আছে:

৩৫ গ্রাম

নানখাহ্ (Trachys Prmum ammi) খুলস্তান (Alpiria galanga)

০.১৭৫ গ্রাম

যরনব (Flacourtia Cataphraeta)

০.১৭৫ গ্রাম

যরম্বাদ (Zingibar Zerenben)

০.১৭৫ গ্রাম

আরক গোলাব (Arque Rosa damascena)

১.৫০ মিলি

এবং অন্যান্য সহায়ক উপাদান সমূহ

পরিমাণ মতো

যে রোগ ও উপসর্গে নির্দেশিতঃ পেটফাঁপা, বায়ুজনিত পেটব্যথা, হজমের দুর্বলতা, অজীর্ণ, ক্ষুধা বর্ধক, হজমে সহায়ক, ডিসপেপসিয়া।

রিপার এর বৈজ্ঞানিক বিশ্লেষণসহ নির্দেশনা তথ্যঃ সিরাপ রিপারে রয়েছে নানখাহ, খুলঞ্জান ইত্যাদি ঔষধি উদ্ভিদ। এগুলোতে প্রচুর পরিমাণে ভলাটাইল ওয়েল রয়েছে, যা হজম কারক, বায়ু নাশক এবং পিত্ত নিঃসরনকে বাড়িয়ে দেয়। ফলে ক্ষুদ্রান্ত ও বৃহাদন্তের ভাঁজ গুলি ভিজে যায় এবং পিচ্ছিল হয়ে যায় এবং মল সহজেই শরীর থেকে বের হয়ে যায়। এতে একাধিক ফুরোক্রোমন বিশেষত: খেলিন, ভিসনাডিন, খেলল এবং একাধিক পাইরানোকুইমারিন বিশেষত: ভিসনাডিনও স্যামিডিন পাওয়া যায়। ইহারা হৃদপেশীল সংকোচনকে সামান্য প্রণোদনা সৃষ্টির মাধ্যমে হৃদপেশী ও ধমনীর রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং পেশী সমূহের আপেক্ষ নিবারণ করে। 01887456505

Tablet.DecoraKushta khare Mohrপ্রাকৃতিক ক্যালসিয়ামNatural Calciumজেনেরিক নামঃ কৃশতা খরে মোহরা।উপাদান:প্রতি ট্যাবলেট এ আছ...
06/02/2024

Tablet.Decora

Kushta khare Mohr

প্রাকৃতিক ক্যালসিয়াম

Natural Calcium

জেনেরিক নামঃ কৃশতা খরে মোহরা।

উপাদান:

প্রতি ট্যাবলেট এ আছে:

খরে মোহরা যদ

২৫০ মিঃগ্রাঃ

আবে ঘিকোয়ার

২৫০ মিঃগ্রাঃ

অন্যান্য উপাদান সমূহ

পরিমাণ মতো

যে রোগ ও উপসর্গে নির্দেশিত: ক্যালসিয়ামের অভাব, মূত্র গ্রন্থির প্রবৃদ্ধি ও প্রদাহ, গ্রহণী, শুক্রমেহ, স্না

দুর্বলতায় কার্যকর।

ডিকোরাল এর বৈজ্ঞানিক বিশ্লেষণসহ নির্দেশনা তথ্যঃ ট্যাবলেট ডিকোরালে ব্যবহৃত অতি মূল্যবান। ও খনিজ উপাদান সমূহের কার্যকর ও সক্রিয় উপাদান মানব দেহের অস্থি ও অস্থিমজ্জার বিভিন্ন জটিল উপকারী। এতে দাঁতের সুগঠনে এবং মহিলাদের গর্ভকালীন ও স্তন্যদানকালিন সময় নানা প্রয়োজনে ক্যালসিয় প্রয়োজন হয়। এটি একটি অতি মূল্যবান প্রাকৃতিক ক্যালসিয়াম। এই ক্যালসিয়ামের absorbtion অন্যান্য যে কোন ক্যালসিয়াম থেকে বেশী। ফলে দ্রুত ক্যালসিয়ামের ঘাটতি পূরণে কাজ করে। এতে বস্তু ঘৃতকুমারীর অতি মূল্যবান এলকালয়েড মস্তিষ্কে ও সন্ধি সমূহের ব্যাথা নিরাময় করে। এটি প্রাকৃতিক ক্যালি অস্থির ক্ষয় পূরনে কার্যকর। আবে ঘিকোয়ার হাড় ভাঙ্গা ও মচকানো স্থানের ফুলা অপসারক ও বেদনা নাশক, ঘাতে খুবই উপকারী। 01887-456505

🟢 Syrup Menarin (সিরাপ মেনারিন)▶️ জেনেরিক নামঃ শরবত ফাওলাদ জামুনী।▶️ যে রোগ ও উপসর্গে নির্দেশিতঃ সাধারন বলকারক, রক্তসল্প...
06/02/2024

🟢 Syrup Menarin (সিরাপ মেনারিন)
▶️ জেনেরিক নামঃ শরবত ফাওলাদ জামুনী।
▶️ যে রোগ ও উপসর্গে নির্দেশিতঃ সাধারন বলকারক, রক্তসল্পতা, রক্তে লোহিত
▶️ কনিকা বৃদ্ধিকারক, ও পাকস্থলীর শক্তিবর্ধক, হজমকারক ও পিত্ত-প্রমশক।
▶️ সেবনবিধিঃ প্রাপ্ত বয়স্কঃ ২-৪ চা চামচ দিনে ৩ বার। অথবা চিকিৎসকের পরামর্শ
অনুযায়ী সেব্য।
▶️ পার্শ্ব প্রতিক্রিয়াঃ পরিলক্ষিত হয়নি।
▶️ ভেষজ মিথস্ক্রিয়াঃ নাই।
▶️ সতর্কতাঃ সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
▶️ অনুপযোগীতাঃ নাই।
▶️ সংরক্ষণঃ আলো থেকে দূরে, ঠান্ডা ও শুস্ক স্থানে রাখুন।
▶️ পরিবেশনাঃ ২০০ ও ৪৫০ মিলি বোতল।

▶️ তথ্যসূত্রঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, বিশ্ব স্বাস্থ্য সংস্থার
অর্থায়নে প্রকাশিত বাংলাদেশ জাতীয় ইউনানী ফর্মূলারী ১৯৯৩ ইং, দ্বিতীয়
সংস্করন ২০১১ অনুযায়ী উৎপাদন লাইসেন্স নং ইউ-১০০ এর অনুকুলে
উৎপাদিত।
▶️ ডি এ আর নং: ইউ-১৪৫-এ-০৪৯।

▶️ যে কোন তথ্য জানার জন্য যোগাযোগ করুন: 01887-456505

🍀  Syrup Megamom (সিরাপ মেগামম)✔️  জেনেরিক নামঃ শরবত ছামারা’ত।✔️  যে রোগ ও উপসর্গে নির্দেশিতঃ সাধারণ দুর্বলতা, মানসিক দু...
06/02/2024

🍀 Syrup Megamom (সিরাপ মেগামম)
✔️ জেনেরিক নামঃ শরবত ছামারা’ত।
✔️ যে রোগ ও উপসর্গে নির্দেশিতঃ সাধারণ দুর্বলতা, মানসিক দুর্বলতা, পুষ্টিহীনতা,
আমিষের অভাব, ভিটামিন সি এর অভাব, খনিজ ঘাটতি, অরুচি, ক্ষুধামন্দা এবং
ত্বকের লাবন্য ফিরিয়ে আনায় কার্যকর।
✔️ সেবনবিধিঃ প্রাপ্ত বয়স্ক: ২-৪ চা চামচ দিনে ২ বার। অপ্রাপ্ত বয়স্ক: ১/২-১ চা চামচ
দিনে ২ বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
✔️ পার্শ্ব প্রতিক্রিয়াঃ নির্ধারিত মাত্রায় সেবনে কোন পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।
✔️ ভেষজ মিথস্ক্রিয়াঃ নাই।
✔️ সংরক্ষণঃ আলো থেকে দূরে, ঠান্ডা ও শুস্ক স্থানে রাখুন।
✔️ পরিবেশনাঃ ২০০ ও ৪৫০ মিলি বোতল।

✔️ তথ্যসূত্রঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, বিশ্ব স্বাস্থ্য সংস্থার
অর্থায়নে প্রকাশিত বাংলাদেশ জাতীয় ইউনানী ফর্মূলারী ১৯৯৩ ইং, এর দ্বিতীয়
সংস্করন ২০১১ অনুযায়ী উৎপাদন লাইসেন্স নং ইউ-১০০ এর অনুকুলে
উ’ৎপাদিত।

✔️ ডি এ আর নংঃ ইউ- ১৪৫-এ-০৫৩

✔️ যে কোন তথ্য জানার জন্য যোগাযোগ করুন: 01887456505

উপাদান:প্রতি ৫ মিলি সিরাপ এ জলীয় নির্যাস আকারে আছে-ঃ১ গ্রাম  (Guava ripe)  (Grape Fruit)০.২৫ গ্রাম (Sunflower)০.০১ গ্রাম...
06/02/2024

উপাদান:

প্রতি ৫ মিলি সিরাপ এ জলীয় নির্যাস আকারে আছে-ঃ

১ গ্রাম
(Guava ripe) (Grape Fruit)

০.২৫ গ্রাম

(Sunflower)

০.০১ গ্রাম

০.০০৫ গ্রাম

(Cardamom)

(Indian Madder)

০.০০৫ গ্রাম

(Bay leaf)

০.০০৫ গ্রাম

০.০০৫ গ্রাম

(Cinnamon)

০.০০৫ গ্রাম

৫ এম এল

(Clove)

চিনি, পরিশ্রুত পানি ও অনুষঙ্গী উপাদান

পরিমাণ মতো

এবং অন্যান্য সহায়ক উপাদান সমুহ

যে রোগ ও উপসর্গে নির্দেশিতঃ পুষ্টিহীনতা, সাধারণ দুর্বলতা, পাকস্থলীর দুর্বলতা, রক্তের স্বল্পতায় কোষ্ঠকাঠিন্য, ভিটামিন এ ও সি-র অভাব।

নিউট্রা-প্লাস এর বৈজ্ঞানিক বিশ্লেষণসহ নির্দেশনা তথ্যঃ নিউট্রা-প্লাসে এ ব্যবহৃত সকল উপাদানের বিদ্যমা সক্রিয় অংশগুলো যৌন দুর্বলতায় কার্যকর প্রমাণিত হয়েছে। সক্রিয় উপাদান গুলোর এলকালয়েড-

গ্লাইকোসাইড, ফিক্সড অয়েল এর নিউট্রাপ্লাস বিদ্যমান রয়েছে যা যৌন দুর্বলতা ও সাধারণ দুর্বলতায় কার্যক

এন্টি-অক্সিডেন্ট, শারীরিক বলকারক ও পাকস্থলীয় শক্তি বর্ধক হিসেবে কাজ করে।

উপাদান :প্রতি ৫ মিলি সিরাপ এ জলীয় নির্যাস আকারে আছে:০.০০২ মিলি(Pimpinella anisum)(Anethum sowa) সত্তে (Hordeum vulagare)...
06/02/2024

উপাদান :

প্রতি ৫ মিলি সিরাপ এ জলীয় নির্যাস আকারে আছে:

০.০০২ মিলি

(Pimpinella anisum)(Anethum sowa) সত্তে (Hordeum vulagare)

০.০০২ মিলি

(Amomum subulatum)

০.০০২ মিলি

(Mentha piperita) (Anisi Oil)

০.০০২ মিলি

০.০০৩৫ মিলি

এবং অন্যান্য সহায়ক উপাদান সমূহ

০.০৪ গ্রাম

পরিমাণ মতো

যে রোগ ও উপসর্গে নির্দেশিতঃ বাচ্চাদের পেট ফাঁপা, খিঁচুনি, পাতলা পায়খানা, বদহজম, দাঁত ওঠাকালীন পেটের গোলযোগ ও পেট ব্যথায় কার্যকর।

ইউ-হাল এর বৈজ্ঞানিক বিশ্লেষণসহ নির্দেশনা তথ্যঃ ইউ-হাল এ ব্যবহৃত ভেষজ উপাদান সমূহে অনেক কার্যকর উপক্ষার, উদ্বায়ী তৈল, অনুদ্বায়ী তৈল রয়েছে। আরো আছে Menthol, Borneol এসব উপমান যা বাচ্চাদের হজম প্রক্রিয়া উন্নত করে, পরিপাকতন্ত্রকে শুদ্ধ করে, দৈহিক বৃদ্ধি সাধন ও রোগ প্রতিরোধ করে। এ সকল সক্রিয় উপাদান পরিপাকতন্ত্রের ত্রুটি দূর করে এবং ভিটামিন শোষন ক্ষমতা বৃদ্ধি করে। পুদিনাতে ১.২টি Volatile oil এবং Menthol বিদ্যমান যা পেট ব্যথা পেট ফাঁপা ও বদ হজমে কার্যকর '

যে রোগ ও উপসর্গে নির্দেশিত: সাধারণ বলকারক, স্নায়বিক শক্তিবর্ধক ও উদ্দীপক।মেগা জেড এর বৈজ্ঞানিক বিশ্লেষণসহ নির্দেশনা তথ্য...
05/02/2024

যে রোগ ও উপসর্গে নির্দেশিত: সাধারণ বলকারক, স্নায়বিক শক্তিবর্ধক ও উদ্দীপক।

মেগা জেড এর বৈজ্ঞানিক বিশ্লেষণসহ নির্দেশনা তথ্য। এতে রয়েছে আম্বর, জাফরান, যত্রিক, কৃশতা, সুতরা, লবঙ্গ ইত্যাদি মূল্যবান ভেষজ। এ সব ভেষতে সয়েছে Ambrin, safrin, macicin ইত্যাদি alkaloid যা শরীরের প্রধান প্রধান অঙ্গ সমুহের শচিনকি হিসাবে কাজ করে। আম্বর স্নায়ু শক্তিবর্ধক, কাম-উদ্দীপক, মস্তিষ্কের রক্তের প্রবাহকে বাড়িয়ে দেয়। জারান শরীরের সাধারণ শক্তিবর্ধক, হৃৎপিন্ড, মস্তিষ্ক ও চক্ষুরোগে খুবই উপকারী। ইহা যৌন শক্তিবর্ধক হিসাবে কাজ করে।

Address

284Boro Mogbazar Dhaka 1217
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when MH Apu official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram