Dhaka Specialized Physiotherapy Center

Dhaka Specialized Physiotherapy Center স্কিন কেয়ার, স্লিমিং, ও ফিজিওথেরাপি চিকিৎসা কেন্দ্র

20/01/2024
17/09/2022

"বিসমিল্লাহির রাহমানির রাহীম"
❤ রোগীদের আস্হা এবং নির্ভরতায় পথচলা ❤
ঢাকা স্পেশালাইজড ফিজিওথেরাপি সেন্টার

যেসব রোগের ফিজিওথেরাপি চিকিৎসা করা হয়ঃ

🔰 মাংসপেশীর ব্যথা
🔰 ঘাড়, পিঠ, কোমর, হাঁটু ও মেরুদণ্ডের ব্যথা
🔰 অস্টিওআর্থ্রাইটিস/রিউমাইটয়েড আর্থ্রাইটিস
🔰 ডিস্ক প্রোলাপস
🔰 নার্ভের চাপজনিত ব্যথা
🔰 কাঁধের জয়েন্ট শক্ত হয়ে নাড়াতে কষ্ট হওয়া
🔰 সকল প্রকার প্যারালাইসিস
🔰 মুখ এক দিকে বেঁকে যাওয়া
🔰 স্নায়বিক দুর্বলতা,হাত-পা জ্বালা ও ঝিনঝিন
🔰 যেকোন অসাড়তা, কাঁপুনি, দুর্বলতা
🔰 অটিজম,সেরিব্রাল পালসি

🔰 হাড় ভাঙ্গা ও সার্জারি পরবর্তী জটিলতা
🔰 বিভিন্ন ধরনের পোড়া জনিত জটিলতা
🔰 খেলাধুলার আঘানজনিত সমস্যা
🔰 বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতা

💎 অত্যাধুনিক ইলেক্ট্রোথেরাপি ও ম্যানুয়াল বেইজড ফিজিওথেরাপি চিকিৎসা কেন্দ্র

💎 সময়ঃ প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা

🎗"পার্শ্বপ্রতিক্রিয়াহীন ফিজিওথেরাপি চিকিৎসা নিন,সুস্থ থাকুন"🎗

যোগাযোগ : ঢাকা স্পেশালাইজড ফিজিওথেরাপি সেন্টার ।

10/08/2022

“বিসমিল্লাহির রাহমানির রাহিম”

‘ঢাকা স্পেশালাইজড ফিজিওথেরাপি সেন্টার(ডি.এস.পি.সি.)’ এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন । আমাদের আন্তর্জাতিক মানসম্পন্ন ফিজিওথেরাপিস্ট যাদের নিবির পরিচর্যায় বাত, ব্যথা, প্যারালাইসিস এর মত কঠিন সমস্যা থেকে আপনি খুব সহজেই মুক্তি পেতে পারবেন ।

রোগী দেখার সময়ঃ সকাল ০৯ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ।



আমাদের বৈশিষ্ট সমূহঃ
* পুরুষদের জন্য পুরুষ ও মহিলাদের জন্য মহিলা ফিজিওথেরাপিস্ট
* অত্যাধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন যন্ত্রপাতি
* প্যারালাইজড ও স্ট্রোক রোগীদের ভর্তি সুবিধা
* প্রতিবন্ধীদের জন্য রিহ্যাবিলিটেশন সেবা
* শুক্রবার ও ছুটির দিনসহ সপ্তাহের ৭ দিনই খোলা
* বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ
* শীতাতপ নিয়ন্ত্রিত সুন্দর পরিবেশ ও আন্তরিক সেবা
* তুলনামূলক কম খরচ
* দরিদ্র রোগীদের জন্য বিশেষ ছাড়
* নামাজের সু-ব্যবস্থা
* গাড়ী পার্কিং এর ব্যবস্থা
* লিফট ও জেনারেটর ব্যবস্থা

আমাদের সেবাসমূহঃ
* কোমর ও ঘাড় ব্যাথা
* হাঁটু ব্যাথা ও হাঁটু ভেঙ্গে ওঠা ও বসা সমস্যা
* হাতে-পায়ে ঝিনঝিন করা, ব্যাথা বা অবস হয়ে যাওয়া
* মেরুদন্ডে স্পন্ডিলাইটিসের সমস্যা
* বিভিন্ন জয়েন্টে ব্যাথা ও শক্ত হয়ে যাওয়া
* হাড়ে ক্ষয়জনিত সমস্যা
* আর্থ্রাইটিসের সমস্যা
* খেলাধুলায় আঘাত জনিত সমস্যা
* ডায়াবেটিক নিউরোপ্যাথি
* মুখ বাঁকা হয়ে যাওয়া
* প্রতিবন্ধী বাচ্চাদের সমস্যা
* স্ট্রোক বা প্যারালাইসিস
* অতিরিক্ত ওজন জনিত সমস্যা
* ডায়াবেটিক রিহ্যাবিলিটেশন
* প্রসাব ধরে রাখতে সমস্যা
* সেক্সচুয়াল সমস্যা


বিঃ দ্রঃ সেন্টারে আসতে অক্ষম রোগীদের বাসায় গিয়ে থেরাপি দেওয়ার ব্যবস্থা আছে ।



ফিজিও মোঃ মিলটন কবির
ফিজিওথেরাপি স্পেশালিষ্ট
আর্মি গলফ ক্লাব, ঢাকা ক্যান্টনমেন্ট।
পরিচালক, ডি.এস.পি.সি.
সেন্টারের ঠিকানা নিচে দেওয়া হলোঃ-
বাড়ি ০৬,রোড ১৪/এ,সেক্টর ০৪,উত্তরা,ঢাকা ১২৩০।
মোবাইল:
01718407328,01719026578,01715939633

PLID বা ডিস্ক প্রলাপ্স জনিত   কোমর ব্যথা। কোমর ব্যথা হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আমাদের এই যান্ত্রিক জীবনে সময় কম...
09/08/2022

PLID বা ডিস্ক প্রলাপ্স জনিত কোমর ব্যথা। কোমর ব্যথা হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আমাদের এই যান্ত্রিক জীবনে সময় কম কাজ বেশি করতে হবে। তাই কখনো কখনো সামনে ঝুঁকে ভারী ওজন তুলতে গিয়ে, পা পিছলে পড়ে এমনকি সামনে ঝুঁকে জুতার ফিতে বাঁধতে গিয়েও আপনি কোমর ব্যথা পেতে পারেন।
কোমর ব্যথা অনেক কারনে হয়। তবে PLID জনিত কোমর ব্যথাই সবচেয়ে বেশি। গবেষনায় দেখা গেছে শতকরা ৮০ ভাগেরও বেশি কোমর ব্যথার মূলকারণ PLID
PLID মানে Prolapse Lumbar Intervertebral Disc. অর্থাৎ আমাদের পিঠ বা কোমর অনেকগুলো ছোট ছোট হাড় নিয়ে গঠিত, যাকে আমরা কশেরুকা বা ভাট্রিবা বলি!! এই ভাট্রিবাগুলোর মাঝখানে একধরনের কার্টিলেজ থাকে, যা শক্তও না আবার নরমও নয় অনেকটা পিচ্ছিল ও জেলী টাইপ যাকে আমরা ইন্টারভাট্রিবাল ডিস্ক বলি।
অনেক সময় বিভিন্ন আঘাতজনিত কারনে কিংবা হাড়ের ক্ষয় বৃদ্ধি জনিত কারনে এই ইন্টারভাট্রিবাল ডিস্ক বের হয়ে এসে নার্ভে চাপ দেয়। ফলে কোমরে ব্যথা হয়, অনেক সময় এই ব্যথা পায়ের থোড়ার নিচ পর্যন্ত চলে যায়!! পা ঝিন ঝিন করে, অবশ অবশ লাগে। দাঁড়িয়ে থাকলে এবং হাঁটতে গেলে বেশি কষ্ট হয় কখনও আবার রোগী বসতেও পারেনা। অনেক সময় এই ব্যথা কোমরে না থেকে সরাসরি পায়ে চলে যায়!!! মাঝে মাঝে দেখা যায় অনেক রোগীর কোমর বাঁকা হয়ে যেকোন একদিকে সরে গেছে না বাঁকা হয়ে গেছে অর্থাৎ shift হয়ে গেছে।

যদি কারো কোমর বাঁকা ( shift) হয়ে যায়। তবে এই বাঁকা কোমর সোজা না হলে অর্থাৎ শিফট কারেকশন না হলে ব্যথা কখনই ভাল হবে না।। একজন ফিজিওথেরাপিস্ট বিভিন্ন ধরনের ম্যানুয়াল টেকনিক এবং রোগীর পজিশন কারেক্ট করে বাঁকা কোমর খুব সহজে সোজা করে ঠিক করে থাকেন।

কোমর ব্যথার জন্য সারাবিশ্বে জনপ্রিয় চিকিৎসা হল ফিজিওথেরাপি । অনেকেই হঠাৎ করেই সার্জারির মত সিদ্ধান্ত নিয়ে নেন। ইউরোপীয় ইউনিয়নে একটা নিয়ম আছে, কোমর ব্যথার সার্জারির আগে অবশ্যই একজন মাস্কুলোস্কেলেটাল বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টদের লিখিত অনুমতি নিতে হয়। অর্থাৎ উনি এসেসমেন্ট বা ফিজিওথেরাপি দিয়ে দেখছেন,, রোগী ফিজিওথেরাপি দিয়ে ভাল হবে না। সার্জন তখন চিন্তা করবে,, তার সার্জারি লাগবে কি না!!

আমি মনে করি আমাদের দেশের ক্ষেত্রেও সার্জারির করার আগে অবশ্যই একাধিক ফিজিওথেরাপি চিকিৎসকদের পরামর্শ নিন। প্রয়োজনে লিখিত পরামর্শ নিন।

ফিজিওথেরাপি অনেক বড় এবং অত্যাধুনিক বিজ্ঞানসম্মত চিকিৎসা। একজন ফিজিওথেরাপি চিকিৎসকের হাতই পারে আপনাকে অপারেশন ছাড়া PLID এর সমস্যা থেকে মুক্ত করতে। সোজা কথা একজন ভাল ফিজিওথেরাপি চিকিৎসক দিয়ে চিকিৎসা করালে PLID জনিত কোমর ব্যথা ভাল হওয়া কোন ব্যাপারই না! ২ সপ্তাহ থেকে ১ মাসের মধ্যেই অধিকাংশ PLID জনিত কোমর ব্যথা সম্পূর্নভাবে ভাল হয়ে যায় সঠিক ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে। সারা বিশ্বেই শককরা ৯৭ থেকে ৯৮ ভাগ PLIDরোগী ফিজিওথেরাপি চিকিৎসায় ভাল হয়। তাই কোমর ব্যথার রোগীদের বলব, অযথা হতাশার দরকার নেই। সঠিকভাবে চিকিৎসা নিন, সুস্থ থাকুন।
নিয়মিত কিছু থেরাপিউটিক ব্যায়াম করলে এবং কিছু নিয়ম মেনে চললে আপনি সারা জীবন ব্যথা মুক্ত জীবন যাপন করতে পারবেন।

ফোনঃ 01715939633

সুস্বাস্থ্য ও কর্মক্ষম জীবন নিশ্চিত করতে ফিজিওথেরাপি চিকিৎসার গুরুত্ব অপরিসীম । নানারকম শারীরিক জটিলতার শিকার অনেকেই ওষু...
09/08/2022

সুস্বাস্থ্য ও কর্মক্ষম জীবন নিশ্চিত করতে ফিজিওথেরাপি চিকিৎসার গুরুত্ব অপরিসীম । নানারকম শারীরিক জটিলতার শিকার অনেকেই ওষুধে আরোগ্য হন না, সেসব রোগীর জন্য ফিজিওথেরাপি অত্যাবশ্যক।এরকম একটি জাতীয় ইস্যুকে সহজে সবার দোর গোড়ায় পৌঁছানো আমাদের দায়িত্ব মনে করি ।
আপনি কেন আমাদের সেবা নিবেন ?
✅ আমরা আছি ঢাকা শহরের সব এরিয়াতে, দীর্ঘ ৫ বছরের বেশি সময় ধরে আমরা বাসায় সেবা দিয়ে যাচ্ছি ।
✅ আমাদের সকল ফিজিওথেরাপিস্ট মিনিমাম ডিপ্লোমা এবং বিএসসি ডিগ্রিধারী ।
✅ আমাদের সকল ফিজিওথেরাপিস্ট নূন্যতম ২ থেকে ৫ বছরের অভিজ্ঞতা রয়েছে।
✅ অভিজ্ঞ ফিজিও থেকে আপনি পাবেন সর্বোচ্চ মানের সেবা ।
✅এরিয়া ভিত্তিক হওয়ায় সময় এবং অর্থ দুটোই সাশ্রয়ী হবে এবং ইমার্জেন্সি কল এ কাছে পাবেন সহজেই।
✅ রোগীর সুবিধা মতো সময়ে বাসায় ফিজিওথেরাপি দেওয়ার হয় ।
✅ আছে মহিলা রোগীদের জন্য মহিলা ফিজিওথেরাপিস্ট এবং পুরুষ রোগীদের জন্য পুরুষ ফিজিওথেরাপিস্ট।
✅ ট্রাফিক জ্যামে আটকা পড়ে বা সিরিয়ালের ঝামেলায় আর সময় নষ্ট হবে না।
✅ফিজিওথেরাপি অত্যাবশকীয় হওয়া সত্যেও ঝুঁকি নিয়ে যারা হাসপাতালে বা ফিজিওথেরাপি সেন্টারে যেতে চাচ্ছেন না বাসায় থেকেই নিরাপদেই সেবা পেতে পারবেন।
আমাদের আছে অত্যাধুনিক সব ইকুইপমেন্ট সমূহঃ
★আল্ট্রাসাউন্ড থেরাপি (UST)
★সর্ট ওয়েভ ডায়াথারমী থেরাপি (SDW)
★ইনফ্রা রেড রে (IRR)
★ইন্টার ফেরেন্সিয়াল থেরাপি( IFT)
★মাসেল স্টিমুলেটর(MST)
★ সারভাইক্যাল ও লাম্বার ট্রাকসন
★এবং অন্যান্য থেরাপিউটিক ইকুইপমেন্ট
মোবাইল 01715939633

আমাদের সেবা সম্পর্কে বিস্তারিত জানতে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে কল করুন এই 01715939633
03/08/2022

আমাদের সেবা সম্পর্কে বিস্তারিত জানতে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে কল করুন এই 01715939633

ব্যথার অভিজ্ঞতা হয় নাই এমন কেউ খুঁজে পাওয়া যাবে না। আবার তা যদি হয় কোমরে ব্যথা তাহলে তো কথাই নাই। আমরা যেসকল ব্যথায় ভুগি...
30/07/2022

ব্যথার অভিজ্ঞতা হয় নাই এমন কেউ খুঁজে পাওয়া যাবে না। আবার তা যদি হয় কোমরে ব্যথা তাহলে তো কথাই নাই। আমরা যেসকল ব্যথায় ভুগি তার মধ্যে কোমরে ব্যথা একটি অন্যতম কারণ। কারণ ভেদে সকল বয়েসের মানুষের মধ্যে কোমরে ব্যথা দেখা যায়। তবে মধ্যম ও অধিক বয়স্কদের মধ্যে বেশি দেখা যায়।🌿

কোমর ব্যথা এমন এক ব্যথা যা সহজে মুক্তি দিতে চায় না। উঠতে, বসতে, ঘুমাতে গেলেও জানান দেয় ব্যথাটা। সারাক্ষণ বসে বসে কাজ কোমর ব্যথার অন্যতম কারণ। সে অফিসেই হোক কিংবা বাড়িতে। কম্পিউটারে সামনে বসে কাজ করতে করতে কখন যে কোমর ব্যথাকে আমন্ত্রণ জানাচ্ছেন তা হয়তো আপনিও জানেন না। যাদের বয়স প্রায় চল্লিশ, তাদের মধ্যে ছেলেদের তুলনায় মেয়েরা বেশি কোমরের ব্যথায় আক্রান্ত হয়ে থাকেন। 🔶

সব সময় ধরে বা জমে আছে—এ ধরনের ব্যথা।
ভারী ওজন তোলা বা অতিরিক্ত কাজের পর তীক্ষ্ণ ব্যথা।
কোমর থেকে নিতম্ব, ঊরু ও পায়ের আঙুল পর্যন্ত ব্যথা বিস্তৃত হলে।পায়ে দুর্বলতা বা অবশ ভাব হলে। হাঁচি, কাশি দিলে বা সামনে ঝুঁকলে ব্যথা বেড়ে যায়। প্রস্রাব বা পায়খানার নিয়ন্ত্রণ না থাকলে। শোয়া অবস্থায় বা শোয়া থেকে ওঠার সময় ব্যথা হলে।♻️

তাই সঠিক সময়ে উপযুক্ত চিকিৎসা গ্রহণ করলে পরিত্রাণ পাওয়া যায়। একমাত্র বিশেষায়িত ফিজিওথেরাপি চিকিৎসা প্রতিষ্ঠান আপনাকে দিচ্ছে আধুনিক প্রযুক্তির চিকিৎসা ব্যবস্থা যার মধ্যে রয়েছে কাইরোপ্রাকটিক এডজাষ্টমেন্ট থেরাপি যা স্বল্প সময়ে কোমরে ব্যথা হতে পরিত্রাণ দিবে। এছাড়াও রয়েছে শক ওয়েভ থেরাপি ও ম্যানুয়াল থেরাপি মাধ্যমে চিকিৎসা করা হয়। 💚

তাই আর দেরি না করে আজই সিরিয়ালের জন্য বুক করুন ☎️ +8801715939633 What's app

ঢিলা হয়ে যাওয়া যৌনাঙ্গ টাইট করার উপায়ভ্যাজাইনোপ্লাস্টি (Vaginoplasty) হচ্ছে ঢিলে হয়ে যাওয়া যোনি টাইট করার একটি পদ্ধতি। প...
30/07/2022

ঢিলা হয়ে যাওয়া যৌনাঙ্গ টাইট করার উপায়
ভ্যাজাইনোপ্লাস্টি (Vaginoplasty) হচ্ছে ঢিলে হয়ে যাওয়া যোনি টাইট করার একটি পদ্ধতি। প্রসবের কারণে যোনিপথে আঘাত, পেলভিক ফ্লোর রোগের জটিলতাসহ বিভিন্ন মেডিক্যাল সমস্যার সমাধান করা হয়ে থাকে এই চিকিৎসার মাধ্যমে। ট্রান্সজেন্ডার যোনি তৈরির জন্যও এই চিকিৎসা মাধ্যম ব্যবহার করা হয়ে থাকে।
ভ্যাজাইনোপ্লাস্টি কি?
ভ্যাজাইনোপ্লাস্টির অর্থ অনেক ভিন্ন জিনিস হতে পারে। কিন্তু সাধারণভাবে বলতে গেলে, এটি মূলত যোনির গঠন ঠিকঠাক করা অথবা পুনরুদ্ধারের একটি পদ্ধতি বিশেষ। আর মেডিক্যালের ভাষায় বলতে গেলে, এটি একটি রিকন্সট্রাকটিভ কসমেটিকস সার্জারি যা ভ্যাজাইনাল ক্যানেল ও তার মিউকাস মেমব্রেন এবং ভ্যালভো ভ্যাজাইনাল স্ট্রাকচারের গঠন ঠিক করে। এটি জন্মগত কারণে অথবা অন্যান্য কারণেও হতে পারে।
ভ্যাজাইনোপ্লাস্টি (Vaginoplasty) কার জন্য?
প্রসবের কারণে যাদের যোনি ঢিলে হয়ে গেছে এবং সেক্সুয়াল ফাংশন যারা উন্নত করতে চায়;
যেসব নারী ক্যান্সার বা অন্যান্য চিকিৎসার দরুণ যোনিপথের রেডিয়েশন বা ছেদনের পর পুনর্গঠন করতে চায়;
জন্মগত কারণে যারা যোনিপথের অস্বাভাবিকতা নিয়ে জন্মায় এবং যোনিপথের সুন্দর গঠন চায়।
ভ্যাজাইনোপ্লাস্টিই কি ভ্যাজাইনাল রিজুভিনেশন?
ভ্যাজাইনোপ্লাস্টি হচ্ছে যোনির লুক ও কার্যকারিতা উন্নত করার এক পদ্ধতি বিশেষ।
অন্যান্য ভ্যাজাইনাল রিজুভিনেশন প্রক্রিয়ায় যা যা অন্তর্ভূক্ত আছে তা হচ্ছে –
ল্যাবিয়াপ্লাস্টি – যা ল্যাবিয়ার আকারকে সমান বা হ্রাস করে; যোনির ঝুলন্ত মাংশল লতি বিশেষ অংশ। ল্যাবিয়া বড় হয়ে ঝুলে গেলে তার সৌন্দর্য বৃদ্ধি করা।
ভ্যালভোপ্লাস্টি – যা যোনির বাইরের অংশকে আকার দেয়।
ভ্যাজাইনোপ্লাস্টি করার আগে কি হয়?
অস্ত্রোপাচারের আগে আপনাকে কিছু পরীক্ষার মধ্য দিয়ে যেত হবে। যার মধ্যে অন্তর্ভুক্ত –
আপনার স্বাস্থ্যের অবস্থা এবং আপনার এযাবতকালের চিকিৎসা ইতিহাস সম্পর্কে আরো ভালোভাবে জানতে শারীরিক পরীক্ষা করা;
অস্ত্রোপাচারের ঝুঁকি, সুবিধা এবং পরবর্তী যত্নের প্রয়োজনীয়তা সম্পর্কে রোগীকে শিক্ষাদান করা;
ধূমপান জাতীয় জটিলতার ঝুঁকি থেকে নিজেকে মুক্ত করা;
প্রসবকালীন আঘাতের জন্য ভ্যাজাইনোপ্লাস্টি করালে কি ঘটে থাকে?
প্রসবকালীন আঘাতের জন্য ভ্যাজাইনোপ্লাস্টি করালে নিম্নোক্ত পদ্ধতিগুলো অন্তর্ভূক্ত হয়:
অতিরিক্ত ত্বক অপসারণ;
যোনির আংশিক বা পূর্ণ গভীরতার আলগা টিস্যু সুরক্ষিত করতে সেলাই করা হয়;
যোনির মুখের খোলার আকার হ্রাস করা;
জন্মগত ত্রুটি (যারা জন্মগত ত্রুটি সারাতে চান) ঠিক করার জন্য ভ্যাজাইনোপ্লাস্টি করলে নিম্নোক্ত বিষয় অন্তর্ভূক্ত হবে:
ফাংশনাল যোনি তৈরি করা;
অতিরিক্ত টিস্যু বা অস্বাভাবিক গঠন অপসারণ;
ঋতুস্রাবের সময় রক্ত জমাট বাঁধাতে বাঁধা দেয়।
লিঙ্গ পরিবর্তনের সময় ভ্যাজাইনোপ্লাস্টি করালে কি ঘটে?
লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপাচারের অংশ হিসেবে ভ্যাজাইনোপ্লাস্টির সময়, পুরুষের বাহ্যিক যৌনাঙ্গ আংশিকভাবে সরিয়ে ফেলা হয় এবং পুনরায় কনফিগার করা হয়ে থাকে। লিঙ্গ এবং অণ্ডকোষের ত্বক একটি যোনি ক্যানেল এবং ল্যাবিয়া তৈরিতে ব্যবহৃত হয়।
প্রসবের পরে যোনি টাইট করতে ভ্যাজাইনোপ্লাস্টির ও সুবিধাগুলো কি কি?
সুবিধা হচ্ছে –
যৌন তৃপ্তি উন্নত করা
আত্মসম্মানবোধ বাড়ানো
লিঙ্গ পরিবর্তনের সময় ভ্যাজাইনোপ্লাস্টির ঝুঁকি ও সুবিধাগুলো কি কি?
প্রধান সুবিধাগুলোর মধ্যে একটি হচ্ছে লিঙ্গ ডিসফোরিয়া থেকে মুক্তি। অস্ত্রোপাচারের পরে ব্যক্তিরা যে লিঙ্গ শনাক্ত করে তার সাথে আরো ভালোভাবে সামঞ্জস্যতা অর্জন করতে পারে। যার মধ্যে একজন মানুষ তার লিঙ্গভিত্তিক পরিচয় নিশ্চিত করতে পারে এবং উন্নত জীবনযাপন কায়েম করতে পারে।
ভ্যাজাইনোপ্লাস্টি রিকভার হবার সময়
রিকভারি কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। আবার অস্ত্রোপাচার পরবর্তী যত্নের উপরও নির্ভর করে রিকভারের সময়সীমা। এছাড়া, রোগীর স্বাস্থ্য এবং দৈনন্দিন জীবনযাপনও এখানে ভূমিকা রাখে।

📌📌 কেন ভাজিনাল টাইটেনিং করবেন ❓❓ ✅ অনেক মহিলাদের দৈহিক মেলামেশার কারণে/অতিরিক্ত সঙ্গম/ বাচ্চা প্রসব এর পর যৌনাঙ্গ শি'থি'...
30/07/2022

📌📌 কেন ভাজিনাল টাইটেনিং করবেন ❓❓
✅ অনেক মহিলাদের দৈহিক মেলামেশার কারণে/অতিরিক্ত সঙ্গম/ বাচ্চা প্রসব এর পর যৌনাঙ্গ শি'থি'ল বা ঢিলা হয়ে যায়।
✅ আবার অনেক অবিবাহিত মেয়ে বিয়ের পূর্বে মেলা মেশার কারণে বা অনাকাঙ্ক্ষিত কারণবশত যৌন'ঙ্গ ঢিলা হয়ে যায়।আপনারা পূর্বের মত ভার্জিনিটি ফিরে পাবেন।
✅ যৌনাঙ্গ ঢিলা হলে আপনার সঙ্গী ক্রমান্নয়ে আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। আপনি আপনার যৌনাঙ্গের অভূতপূর্ব পরিবর্তণ অনুভব করবেন।নিজেই উপলব্ধি করতে পারবেন
যে আপনার যৌনাঙ্গ আস্তে আস্তে সঙ্কুচিত হয়ে আসছে।এতে আপনি এবং আপনার সঙ্গী উভয়েই চরম পুলকিত ও আনন্দিত হবেন।
আপনার দুশ্চিন্তার অবসান ঘটিয়ে আপনাকে দিবে এক আনন্দময় জীবন ।
✅ আরও বিস্তারিত জানতে/ 01715939633
সরাসরি কল করুন অথবা পেইজে মেসেজ করুন‌।

JOB OPPORTUNITIES (Urgent) Designation : Clinical PhysiotherapistEducational Qualification: BSc In Physiotherapy (BSPT) ...
30/07/2022

JOB OPPORTUNITIES (Urgent)

Designation : Clinical Physiotherapist

Educational Qualification: BSc In Physiotherapy (BSPT) with Intern completed.

Experience: 1-2 Years will get preference, freshers can also apply.

Applicant must be Female.

Duty type: Full Time

Vacancy : 01

Salary : Negotiable

Please Drop your CV physically or by EMAIL
Short listed candidates will call for Interview.

Contact: 01711789982
Email address:dspcbangladesh@gmail.com

Address :
Dhaka specialized Physiotherapy Center
House 06 road-14/ASector 04,Uttara., 1230Dhaka, Bangladesh

স্ট্রোক বা প্যারালাইসিসবর্তমান বিশ্বে মানুষ মারা যাওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে স্ট্রোক প্রতিবছর নতুন করে এক কোটি 70 ল...
30/07/2022

স্ট্রোক বা প্যারালাইসিস
বর্তমান বিশ্বে মানুষ মারা যাওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে স্ট্রোক প্রতিবছর নতুন করে এক কোটি 70 লাখ লোক কোনো-না-কোনোভাবে স্ট্রোকে আক্রান্ত হচ্ছে এর মাঝে 65 লক্ষ লোক মৃত্যুর কোলে ঢলে পড়ছে । গবেষণায় দেখা যাচ্ছে যে প্রতি 5 জনের একজন স্ট্রোকে আক্রান্ত হচ্ছে । আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির কল্যাণে 4 ঘন্টার মধ্যে যদি রোগীকে হাসপাতালে নিয়ে একজন বিশেষজ্ঞ নিউরোলজি চিকিৎসকের শরণাপন্ন হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রেই রোগী খুব দ্রুত তার স্বাভাবিক অবস্থানে ফিরে যেতে সক্ষম হয় । আর যত দেরি করে ততই রোগীর মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় । তাই স্ট্রোক হয়েছে বুঝার সাথে সাথেই হাসপাতালে নেওয়ার পরামর্শ রইল আমাদের মস্তিষ্কের সবসময় অক্সিজেন ও গ্লুকোজ সরবরাহ হয়ে থাকে যদি কোনো কারণবশত মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহ বাধাপ্রাপ্ত হয়ে থাকে তখন মস্তিষ্কের কোষগুলো মরে যেতে থাকে অথবা স্বাভাবিক কার্যক্ষমতা বাধাপ্রাপ্ত হয়। তখন শরীরের বিভিন্ন পরিবর্তন দেখা দেয় অনেক সময় শরীরের কোন একটি অংশ প্যারালাইসিস হতে থাকে তাকেই আমরা স্ট্রোক হিসাবে বিবেচিত করে থাকি।

স্ট্রোক সাধারণত ব্রেনের হয়ে থাকে স্ট্রোক দুইপ্রকার
১. ইসচেমিক স্ট্রোক
2. হেমোরেজিক স্ট্রোক

১.ইসচেমিক স্ট্রোক বলতে আমরা স্বাভাবিকভাবে যা বুঝি তা হলো ব্রেনে রক্ত চলাচলে আঞ্চলিকভাবে কোথাও বাধাপ্রাপ্ত হওয়াকে আমরা বুঝি রক্ত চলাচলে কোনো কারণবশত বাধাপ্রাপ্ত হয়

১.হেমোরেজিক স্ট্রোক বলতে আমরা বুঝি ব্রেনের রক্ত চলাচলে বাধা প্রাপ্ত হয়ে রক্ত নালীতে জমাট বেধে যাওয়া অথবা নালী ফেটে রক্ত ব্রেনে ছড়িয়ে পড়া
সাধারণত মহিলাদের তুলনায় পুরুষরা বেশি আক্রান্ত হয়ে থাকে
আমাদের দেশে সাধারণত 85% ইসচেমিক স্ট্রোক হিসেবে বিবেচিত হয়। বাকি 10 থেকে 15 শতাংশ হেমোরেজিক স্ট্রোক হয়ে থাকে। তাই 10 থেকে 15% রোগীর অপারেশনের প্রয়োজন হয়ে থাকে
স্ট্রোকের কারণ সমূহ
স্ট্রোকের অনেক কারণ আছে এর মাঝে বেশি গুরুত্বপূর্ণ কিছু কারণ উল্লেখ করা হলো১. ট্রমা অথবা রোড এক্সিডেন্ট২. উচ্চ রক্তচাপ ৩.ডায়াবেটিস ৪.অতিরিক্ত দুশ্চিন্তা ৫.রক্তে অতিরিক্ত চর্বির উপস্থিতি ৬.অনিয়মিত খাবার গ্রহণ ৭.অ্যালকোহল জাতীয় খাবার বেশি পরিমাণে খাওয়া৮. ইনফেকশাস ডিজিজ থেকে হতে পারে ৯.জন্মগতভাবে প্যারালাইসিস হতে পারে
লক্ষণ সমূহ
১.শরীরের একপাশ অথবা যে কোন অংশ অবশ হতে পারে ২. কোথায় জড়তা অথবা কথা বলা বন্ধ হয়ে যেতে পারে ৩.চোখে ঝাপসা দেখা অথবা একটি জিনিস দুইটি দেখতে পারে৪. শরীরের ভারসাম্য ধরে রাখতে কষ্ট হবে ৫.হঠাৎ প্রচন্ড মাথা ব্যথা অথবা বমি ভাব হতে পারে৬. ঘুম ঘুম ভাব হতে পারে ৭.অনেক সময় রোগীর খিঁচুনি হতে পারে অথবা অনেক সময় জ্ঞান হারিয়ে ফেলতে পারে

চিকিৎসা পদ্ধতি
স্ট্রোক করার চার ঘণ্টার মাঝে যদি একজন বিশেষজ্ঞ নিউরোলজিস চিকিৎসকের শরনাপন্ন হতে পারে তবে খুব দ্রুত রোগী স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেওয়া সম্ভব প্যারালাইসিস এর সঠিক চিকিৎসা হলো পূর্ণবাসন চিকিৎসা আধুনিক চিকিৎসায় আমরা স্বাভাবিক অবস্থায় রোগীকে ফিরিয়ে আনতে পারি 98% এই চিকিৎসার জন্য রোগীর গার্ডিয়ানদের দুটি দিক ভালো করে খেয়াল রাখতে হবে এবং গুরুত্ব সহকারে দুটি চিকিৎসা একসাথে চালাতে হবে

মেডিসিন

ফিজিওথেরাপি

এই দুই চিকিৎসার সমন্বয়ে রোগী আবার তার আগের অবস্থায় স্বাভাবিক জীবনে খুব দ্রুতই ফিরে যেতে পারে একজন নিউরো মেডিসিন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত কিছু ঔষধ সেবন করতে হবে
সাথে সাথেএকজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে নিয়মিত ফিজিওথেরাপি দিতে হবে তবেই রোগী তার স্বাভাবিক জীবনে খুব তাড়াতাড়ি ফিরে যেতে সক্ষম হবে
ফিজিওথেরাপি চিকিৎসার জন্য যোগাযোগ করুন :01715939633

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka Specialized Physiotherapy Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dhaka Specialized Physiotherapy Center:

Share