Dr. Mukta Akter Sumi

Dr. Mukta Akter Sumi I'm a physiotherapist that is passionate about movement, health and rehabilitation.

30/11/2024

দীর্ঘদিন হাঁটু ব্যথায় ভুগছিলেন।

হাঁটু ব্যথা সম্পূর্ণ ভালো করুন মাত্র ৪সেশনে।

19/01/2023

ভিটামিন ডি এর অভাব জনিত কারনে শরীরের দুর্বলতা, ক্লান্তি বা বিষণ্ণতা বোধ করা; পেশী, হাড় বা জয়েন্টে ব্যথা ও আরও অন্যান্য রোগ হতে পারে।
এর ঘাটতি পূরনে পরামর্শ

16/01/2023

সফলতার গল্প ৫ পর্ব
পেসেন্ট নামঃ মেহেরা নিগার

20/11/2022
20/11/2022

Vision physiotherapy centre is the best Physiotherapy centre in Bangladesh . বুকে ব্যাথা হলে কি করনীয় আমরা এই আপুকে ফিজিওথেরাপির মাধ্যমে তার বুকের ব্যাথা দূ...

06/10/2022

ফিজিওথেরাপি উপকারিতা কি?

একজন ফিজিওথেরাপি চিকিৎসক মানুষের শরীরের হাড়, মাংসপেশী থেকে শুরু করে স্নায়ু, শরীরের বিভিন্ন জয়েন্ট সম্পর্কে বিসদ ভাবে জ্ঞান অর্জন করে থাকেন।

সেক্ষেত্রে, যে সকল রুগী দীর্ঘদিন যাবত ব্যাথা, আঘাত জনিত ব্যাথা এবং বার্ধক্য জনিত জটিল ব্যাথার কারনে দীর্ঘ দিন ধরে ঔষধ সেবন করে নানা ডাক্তার দেখানোর পরেও পুরোপুরি সুস্থ হচ্ছেন না তাদের ক্ষেত্রে ফিজিওথেরাপি ভূমিকা অসামান্য।
এমন ও আছেন এই সব ভুক্তভূগী রুগীরা মাএ দুই সপ্তাহ চিকিৎসা নিয়ে পুরোপুরি সুস্থ হয়ে গেছেন।

মেরুদণ্ড এবং জয়েন্ট জটিলতার সমস্যার জন্য ডাক্তার শেষ ভরসা হিসাবে সার্জারির কথা বলেন।এইসব রুগীদের দেখা যায় মাএ এক মাসে পরিপূর্ণ ফিওিথেরাপি নিয়ে আবার নতুন ভাবে জিবন ফিরে পান।পুনরায় তারা স্বাভাবিকভাবেই চলাচল করতে পারেন।

এছারাও নিউরোলজিকাল ডিসওর্ডার যেমন স্টোক পরবর্তী প্যারালাইসড এবং স্পাইনাল কর্ড ইনজুরি ক্ষেত্রে আশাহীন মানুষের পাশে ফিজিওথেরাপি ভূমিকা অসামান্য।
এই বিকলঙ্গ রুগীদের শেষ ভরসা একমাত্র ফিজিওথেরাপি চিকিৎসা ব্যাবস্থা। তাদের সুস্থ স্বাভাবিক জিবন নিশ্চিত করে ফিজিওথেরাপি চিকিৎসকগন।

এছারাও ডিসএবিলিটি ছিপি অটিজম বাচ্চাদের সুস্থ করার জন্য ফিজিওথেরাপি ভূমিকা অনেক।

03/10/2022

অতিরিক্ত ওজন শরীরের জন্য খারাপ।ওজন নিয়ন্ত্রণ সঠিক উপায় অনুসুরন করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Mukta Akter Sumi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Mukta Akter Sumi:

Share