01/11/2025
স্বাস্হ্যবান পুরুষেরা সাধারণত নরম মনের অধিকারী হয়ে থাকে -.........
✔️ পুরুষের স্বভাবে কিছুটা রাগী ভাব থাকার কারণ Testosterone Hormone. আর মেয়েদের স্বভাবে নরম ভাব থাকার কারণ Estrogen.
✔️ Estrogen মস্তিষ্কের বিভিন্ন অংশে (বিশেষ করে limbic system, amygdala, hippocampus) কাজ করে, যেগুলো emotion, memory, empathy এসব নিয়ন্ত্রণ করে। ফলে Estrogen এর প্রভাবে মানুষ হয় তুলনামূলকভাবে সহানুভূতিশীল ও সংবেদনশীল।
✔️ আবার Estrogen, oxytocin hormone এর সংবেদনশীলতা বাড়ায়।
👉 আর Oxytocin কে বলা হয় “love and bonding hormone”.
✔️ পুরুষের শরীরে Estrogen অল্প থাকে, তবে যারা স্বাস্হ্যবান তাদের শরীরে Fat বেশি থাকে, অর্থাৎ Adipocyte বেশি থাকে।
👉 এই Adipocyte এর ভেতরে থাকে একটি গুরুত্বপূর্ণ এনজাইম - Aromatase enzyme, যা androgen (যেমন testosterone) থেকে estrogen তৈরি করতে পারে।
✔️ তাই স্বাস্থ্যবান পুরুষদের শরীরে adipose tissue বেশি থাকায় aromatase activity তুলনামূলকভাবে বেশি হয়, ফলে রক্তে estrogen concentration সামান্য বৃদ্ধি পায়।
✔️ এই অতিরিক্ত estrogen মস্তিষ্কে প্রভাব ফেলে, বিশেষ করে limbic ও amygdalar pathway তে। ফলে তারা হয়ে ওঠে তুলনামূলকভাবে calm, emotionally expressive অর্থাৎ, নরম মনের।
Dr-Md Sabab Ishraq
Medical Tutorial Room