23/04/2025
ফিজিক্যাল মেডিসিন কি? কেন আপনি একজন ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিবেন?
ব্রেইন, স্পাইনাল কর্ড , নার্ভ , হাড় , মাংশপেশি , জয়েন্ট, লিগামেন্ট এবং টেন্ডনের বিভিন্ন সমস্যা বা রোগের কারনে যেসব রোগীদের শারীরিক অক্ষমতা বা পঙ্গুত্ব দেখা দেয় তাদের সক্ষমতা বৃদ্ধি ও সংরক্ষণ করে জীবনের যাত্রার মান অক্ষুন্ন রাখে ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বা ফিজিয়াট্রি বা রিহ্যাবিলিটেশন মেডিসিন ।
যেসব ডাক্তাররা মেডিক্যাল সাইন্সের এই বিশেষায়িত শাখায় উচ্চতর ডিগ্রী বা পোস্ট-গ্রাজুয়েশন (যেমন: এমডি বা এফসিপিএস) করেন তারা হলেন ফিজিয়াট্রিস্ট বা ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ ।
একজন ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ বহিবিভাগ এবং অন্তবিভাগ সহ সব ধরনের ক্লিনিক্যাল সেটিং এ মাস্কুলোস্কেলেটাল, নিউরোলজিক্যাল , রিউম্যাটোলজিক্যাল ও কার্ডিও-ভাসকুলার সহ সব ধরনের রোগ ও তার রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করেন ।
একজন ফিজিয়াট্রিস্ট বা ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ অন্তবিভাগে যেসব রোগিদের বিশেষায়িত সেবা দেনঃ
১) স্পাইনাল কর্ড ইনজুরি
২) ব্রেইন ইনজুরি
৩) স্ট্রোক
৪) মাল্টিপল স্কেলেরোসিস
৫) পোলিও
৬) বার্ন কেয়ার
৭) মাস্কুলোস্কেলেটাল, নিউরোলজিক্যাল , রিউম্যাটোলজিক্যাল, পেডিয়াট্রিক, কার্ডিও-ভাসকুলার এবং পালমোনারি রিহ্যাবিলিটেশন
একজন ফিজিয়াট্রিস্ট বা ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ বহিঃবিভাগে যেসব রোগিদের বিশেষায়িত সেবা দেনঃ
১) অর্থোপেডিক ইনজুরি
২) স্পাইনের বিভিন্ন সমস্যা
৩) বাত-ব্যথা
৪) আর্থ্রাইটিস
৫) অস্টিওপোরোসিস
৬) পেশা সংক্রান্ত বিভিন্ন রোগ বা অকুপেশনাল ইনজুরি
৭) অপারেশনের পর হাত-পা শক্ত হয়ে যাওয়া
৮) দীর্ঘমেয়াদী ব্যথা
৯) হাড়, জয়েন্ট ও মাংশপেশির যে কোন রোগ