Dr. Zahid Hossain-Pain, Paralysis, Arthritis & Rehab Specialist

11/06/2025

ইনশা আল্লাহ আগামী কাল থেকে চেম্বার চালু থাকবে।

25/04/2025

স্ট্রোক জনিত প্যারালাইসিসে অন্যতম চিকিৎসা ব্যায়াম ও ফিজিক্যাল থেরাপি। যা অধিকাংশ রোগী গুরুত্ব দেন না। দ্রুততম সময়ে রিহ্যাবিলিটেশন শুরু করা গেলে অধিকাংশ রোগীর পঙ্গুত্ব এড়ানো যায়। প্যারালাইসিস সমস্যায় ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিন।

25/04/2025

হাত, পা ভেঙ্গে গেলে অপারেশন/ প্লাস্টার পরবর্তী ব্যায়াম ও ফিজিক্যাল থেরাপি নিতে হবে। অন্যথা হাত পা পুরাপুরি কার্যক্ষম হবে না।

25/04/2025

বাত রোগীদের জীবন যাপনের যে সকল পরিবর্তন জরুরী :
১.স্বাস্থ্যকর খাবার খান।
২.দুশ্চিন্তা মুক্ত থাকুন।
৩. নিয়মিত ব্যায়াম করুন।
৪.গরম পানির সেক দিন।
৫.পর্যাপ্ত ঘুমান,বিশ্রাম নিন।

24/04/2025

বাত ব্যথা রাতে বাড়ে,সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয়। দিনের বেলা ব্যথা কিছুটা কম থাকে। বাত ব্যথা দীর্ঘ মেয়াদি থাকে। বাত চিকিৎসায় নিয়ন্ত্রণ যোগ্য।

24/04/2025

ঘাড় ব্যথা ,হাতের দিকে আসে। সাথে হাতে ঝিন ঝিন অবশ, হাতের শক্তি কমে আসা সারভাইকাল ডিস্ক প্রোলাপ্স এর লক্ষণ।(PCID)

24/04/2025

স্ট্রোকের রোগীর ঔষধ দেয়া হয়, যাতে আর স্ট্রোক না হয়।
কিন্তু যে প্যারালাইসিস হয়ে গিয়েছে , সেটার উন্নতি ব্যায়াম ও থেরাপি ছাড়া হবেনা।

ফিজিক্যাল মেডিসিন কি? কেন আপনি একজন ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিবেন?ব্রেইন, স্পাইনাল কর্ড , নার্ভ , হাড় , মাং...
23/04/2025

ফিজিক্যাল মেডিসিন কি? কেন আপনি একজন ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিবেন?

ব্রেইন, স্পাইনাল কর্ড , নার্ভ , হাড় , মাংশপেশি , জয়েন্ট, লিগামেন্ট এবং টেন্ডনের বিভিন্ন সমস্যা বা রোগের কারনে যেসব রোগীদের শারীরিক অক্ষমতা বা পঙ্গুত্ব দেখা দেয় তাদের সক্ষমতা বৃদ্ধি ও সংরক্ষণ করে জীবনের যাত্রার মান অক্ষুন্ন রাখে ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বা ফিজিয়াট্রি বা রিহ্যাবিলিটেশন মেডিসিন ।

যেসব ডাক্তাররা মেডিক্যাল সাইন্সের এই বিশেষায়িত শাখায় উচ্চতর ডিগ্রী বা পোস্ট-গ্রাজুয়েশন (যেমন: এমডি বা এফসিপিএস) করেন তারা হলেন ফিজিয়াট্রিস্ট বা ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ ।

একজন ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ বহিবিভাগ এবং অন্তবিভাগ সহ সব ধরনের ক্লিনিক্যাল সেটিং এ মাস্কুলোস্কেলেটাল, নিউরোলজিক্যাল , রিউম্যাটোলজিক্যাল ও কার্ডিও-ভাসকুলার সহ সব ধরনের রোগ ও তার রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করেন ।

একজন ফিজিয়াট্রিস্ট বা ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ অন্তবিভাগে যেসব রোগিদের বিশেষায়িত সেবা দেনঃ
১) স্পাইনাল কর্ড ইনজুরি
২) ব্রেইন ইনজুরি
৩) স্ট্রোক
৪) মাল্টিপল স্কেলেরোসিস
৫) পোলিও
৬) বার্ন কেয়ার
৭) মাস্কুলোস্কেলেটাল, নিউরোলজিক্যাল , রিউম্যাটোলজিক্যাল, পেডিয়াট্রিক, কার্ডিও-ভাসকুলার এবং পালমোনারি রিহ্যাবিলিটেশন

একজন ফিজিয়াট্রিস্ট বা ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ বহিঃবিভাগে যেসব রোগিদের বিশেষায়িত সেবা দেনঃ
১) অর্থোপেডিক ইনজুরি
২) স্পাইনের বিভিন্ন সমস্যা
৩) বাত-ব্যথা
৪) আর্থ্রাইটিস
৫) অস্টিওপোরোসিস
৬) পেশা সংক্রান্ত বিভিন্ন রোগ বা অকুপেশনাল ইনজুরি
৭) অপারেশনের পর হাত-পা শক্ত হয়ে যাওয়া
৮) দীর্ঘমেয়াদী ব্যথা
৯) হাড়, জয়েন্ট ও মাংশপেশির যে কোন রোগ

23/04/2025

শিশুদের পায়ের মাংশপেশীতে প্রচন্ড ব্যথা, রাতে ব্যথার মাত্রা বাড়ে, ঘুম ভেঙে যায় ব্যথার কারণে এগুলা গ্রোয়িং পেইন এর লক্ষণ।

Big shout out to my newest top fans! 💎Abdul Alim, Md Nazmul Hossain Shepul, Md Ayaj, Nazmul Hasan Neon, Arman Hossain, A...
23/04/2025

Big shout out to my newest top fans! 💎

Abdul Alim, Md Nazmul Hossain Shepul, Md Ayaj, Nazmul Hasan Neon, Arman Hossain, Adom Alie, Mosharraf Rasel, A Rahman Raju, Taj Uddin Rashed, Salah Uddin Abcher, Amzad Hossain, Mehrab Mijan, Maksudur Rahman, Shafiullah Sarker, Mohammad Jamshed, Kona Saha, Md Jahirul Islam, Md. Mahar Sarker Plabon, Jahangir Alam, Kashem Bin Bashar, Abdur Rahim, Md Rezaul Karim, Faruk Ahammed, Khan Mohammod Asad

Drop a comment to welcome them to our community, fans

মাংসপেশিতে টান পড়লে কী করবেনমাংসপেশিতে টান পড়া বা শরীরের কোন অংশ মচকানো বেশ সাধারণ একটি সমস্যা। যাকে বিশেষজ্ঞের ভাষায়...
23/04/2025

মাংসপেশিতে টান পড়লে কী করবেন

মাংসপেশিতে টান পড়া বা শরীরের কোন অংশ মচকানো বেশ সাধারণ একটি সমস্যা। যাকে বিশেষজ্ঞের ভাষায় মাসল পুল, মাসল সোরনেস, স্ট্রেইন, স্প্রেইন, ক্র্যাম্প, স্প্যাজম ইত্যাদি বলা হয়ে থাকে।

*****মাসল পুল কেন হয়, কাদের হয়:

মাংসপেশিতে অতিরিক্ত টান খেলে বা টিস্যু ছিঁড়ে যাওয়ার কারণে এমনটা হয়ে থাকে।

এতে শরীরের ওই অংশটিতে ভীষণ ব্যথা হয়। ল্যাকটিক অ্যাসিড নি:সরণের জন্য জ্বালাপোড়া করে। এ কারণে মাংসপেশি নাড়াচাড়া করা যায়না।

****মাসল পুলের প্রধান কয়েকটি কারণ হল:

১. শরীরের যেকোনো একটি মাংসপেশি অনেকক্ষণ ধরে ব্যবহৃত হলে।

২. ব্যায়াম, খেলাধুলা বা যেকোনো শারীরিক কসরতের আগে ওয়ার্মআপ বা শরীর গরম না করলে।

৩. পেশী ক্লান্ত থাকা অবস্থায় আকস্মিক নড়াচড়া করলে।

৪. হঠাৎ অতিরিক্ত ভারী কিছু ওঠালে।

৫. পেশীর অতিরিক্ত ও অনুপযুক্ত ব্যবহার।

৬. মানসিক চাপ ও দুশ্চিন্তা।

৭. অনিয়মিত খাদ্যাভ্যাস বিশেষ করে পানি কম খেলে এবং শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের অভাব দেখা দিলে মাংসপেশিতে টান পড়তে পারে।

যারা অতিরিক্ত শারীরিক কসরত করে থাকেন যেমন অ্যাথলেটরা মাসল পুলের সমস্যায় বেশি আক্রান্ত হয়ে থাকেন।

যারা দীর্ঘসময় ধরে কম্পিউটারের সামনে কিংবা চেয়ারে বসে কাজ করেন কিংবা লম্বা সময় যানবাহন চালান, তাদের কাঁধ, ঘাড়, পিঠের মাংসপেশিতে টান পড়ার আশঙ্কা বেশি থাকে।

*****কখন বুঝবেন মাসল পুল হয়েছে:

১ যদি পেশীতে অনেক ব্যথা হয়। পেশী অনেক দুর্বল হয়ে যায়।

২. আঘাতপ্রাপ্ত জায়গাটি যদি ফুলে ওঠে বা লালচে দাগ পড়ে যায়।

৩. যদি আঘাতপ্রাপ্ত স্থানে স্বাভাবিক ওজন নিতে কষ্ট হয়।

৪. মাংসপেশি আপনা আপনি অনেক শক্ত হয়ে পড়লে।

******মাসল পুল হলে প্রাথমিকভাবে কি করবেন:

মাংসপেশিতে টান খাওয়ার প্রথম কয়েকদিন চারটি ধাপে এর চিকিৎসা করতে হবে। যাকে সংক্ষেপে রাইস(RICE) থেরাপি বলা হয়। এর মাধ্যমে ব্যথা অনেকটাই কমিয়ে আনা যায়।

রাইস থেরাপির ৪টি ধাপ হল: রেস্ট(Rest), আইস(Ice) কমপ্রেশন(Compression) ও এলিভেশন( Elevation)

১. রেস্ট বা বিশ্রাম: সব ধরণের শারীরিক ব্যায়াম বা ক্রিয়াকলাপ বন্ধ রাখতে হবে। আঘাতপ্রাপ্ত স্থানে কখনও কোন ওজন নেয়া যাবেনা।

২. আইস বা বরফ - আঘাতের স্থানে দুই থেকে তিন ঘণ্টা পরপর ২০ মিনিটের জন্য বরফের ব্যাগ দিয়ে রাখুন।

৩. কমপ্রেশন সংকোচন - আঘাতপ্রাপ্ত স্থানটির নাড়াচাড়া নিয়ন্ত্রণে একটি ব্যান্ডেজ দিয়ে মুড়িয়ে নিতে হবে।

৪. এলিভেট বা উঁচু করা - অর্থাৎ আঘাতের স্থানটি যতটা সম্ভব বালিশের উপরে উঠিয়ে রাখতে হবে।

মাংসপেশির ফুলে ওঠা প্রতিরোধে কোন অবস্থাতেই আঘাত পাওয়ার প্রথম কয়েকদিন ওই স্থানে গরম সেক দেয়া বা গরম পানি দেয়া এড়িয়ে যেতে হবে।

এছাড়া আঘাতের স্থানে কোন অবস্থাতেই মালিশ করা যাবেনা।

যখন আপনি ক্ষতস্থানটি স্বাভাবিকভাবে নাড়াচাড়া করতে পারবেন। খুব একটা বেশি ব্যথা নেই। তখন আস্তে আস্তে স্বাভাবিক কাজ করার চেষ্টা করুন। নাড়াচাড়া করার চেষ্টা করুন যাতে জয়েন্ট বা পেশী শক্ত না হয়ে যায়।

*****চিকিৎসা:

মাংস পেশিতে টান পড়লে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।

বিশেষ করে, মাংসপেশিতে অতিরিক্ত ব্যথা হলে, ব্যথায় জ্বর উঠে গেলে, কয়েকদিন পরও সেই ব্যথা না কমলে, মাংসপেশির ফুলে ওঠা না কমলে বা বাড়লে, শ্বাস নিতে কষ্ট হলে, মাথা ঘুরতে থাকলে, শরীর ভীষণ দুর্বল হয়ে কাঁপতে থাকলে বিশেষজ্ঞের কাছে নিতে কোন অবস্থাতেই দেরী করা যাবেনা।

মাসল পুল হওয়ার পর পেশির ওই অংশ যদি টান টান করতে গিয়ে ব্যথা পান, তাহলে সেই চেষ্টা আর করা যাবেনা। এতে পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে।

অনেক সময় মচকানোর এই প্রভাব সাত দিন থেকে শুরু করে ছয়মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। পরিস্থিতি গুরুতর হলে অস্ত্রোপচারের প্রয়োজনও হতে পারে বলেও তিনি জানান।

প্রাথমিক অবস্থায় ক্ষতস্থানে তাৎক্ষণিক ব্যথা কমানোর জন্য এনেস্থেটিক ক্রিম, জেল বা স্প্রে ব্যবহার করা হয়।

পরিস্থিতি স্বাপেক্ষে ব্যথানাশক ওষুধ খাওয়ার পরামর্শ দেয়া হতে পারে।

এরপর বিভিন্ন মেডিকেল পরীক্ষার মাধ্যমে মাসল পুলের কারণ ও মাত্রা জানার চেষ্টা করেন বিশেষজ্ঞরা।

প্রথমত রক্ত পরীক্ষার মাধ্যমে শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য অর্থাৎ সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রা ঠিক আছে কিনা সেটা পরীক্ষা করা হয়।

সেখানে সমস্যা থাকলে রোগীকে বিশ্রামের পাশাপাশি ডাবের পানি, স্যালাইন, কিশমিশ এবং মিনারেলস জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

এছাড়া আলট্রাসাউন্ড ইমেজিং এক ধরণের শব্দ তরঙ্গের মাধ্যমে সারা শরীরের পেশী, রগ, লিগামেন্ট, স্নায়ু এবং জয়েন্টগুলির ছবি ধারণ করে থাকে ।

এটি মূলত পেশিতে আচমকা টান খাওয়া, মচকানো টিস্যু ছিঁড়ে যাওয়া, স্নায়ুতে বাধা, বাত বা পেশী সংক্রান্ত অন্যান্য যেকোনো সমস্যা নির্ণয়ে ব্যবহৃত হয়।

অনেক সময় চিকিৎসকরা আক্রান্ত স্থান বিশেষভাবে ব্যান্ডেজ( Crepe) করে ক্রাচ নিয়ে চলার কথাও বলে থাকেন।

22/04/2025

👉👉বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে, পুরুষ এর তুলনায় মহিলারা কোমর ব্যথায় বেশি ভুগে থাকেন!!!🔷🔷

Address

Dhaka
1205

Telephone

+8801671086620

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Zahid Hossain-Pain, Paralysis, Arthritis & Rehab Specialist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Zahid Hossain-Pain, Paralysis, Arthritis & Rehab Specialist:

Share

Category