Dr. Zahid Hossain-Pain, Paralysis, Arthritis & Rehab Specialist

17/08/2025
প্রতিদিনের চেম্বার। বাত ব্যথা প্যারালাইসিস রোগীদের চিকিৎসায় পাশে আছি...সহকারী অধ্যাপক ডা. জাহিদ হোসেনএমবিবিএস (ঢাকা) , এ...
03/08/2025

প্রতিদিনের চেম্বার। বাত ব্যথা প্যারালাইসিস রোগীদের চিকিৎসায় পাশে আছি...

সহকারী অধ্যাপক ডা. জাহিদ হোসেন
এমবিবিএস (ঢাকা) , এফসিপিএস (ফিজিক্যাল মেডিসিন)।
রোগী দেখার সময়:
*সোমবার
সকাল ১১ টা - দুপুর ২:০০টা।
*শনি,বুধবার
বিকাল ৫ টা- রাত ৮ টা
* রবি,সোম, মঙ্গলবার
সন্ধ্যা ৭:০০টা - রাত ১০টা।
♣সিরিয়াল : 10615
ইবনে সিনা ডায়াগনোস্টিক এন্ড ইমেজিং সেন্টার
বাড়ি-৪৮, সড়ক-৯/এ, সাত মসজিদ রোড, ধানমন্ডি

11/06/2025

ইনশা আল্লাহ আগামী কাল থেকে চেম্বার চালু থাকবে।

25/04/2025

স্ট্রোক জনিত প্যারালাইসিসে অন্যতম চিকিৎসা ব্যায়াম ও ফিজিক্যাল থেরাপি। যা অধিকাংশ রোগী গুরুত্ব দেন না। দ্রুততম সময়ে রিহ্যাবিলিটেশন শুরু করা গেলে অধিকাংশ রোগীর পঙ্গুত্ব এড়ানো যায়। প্যারালাইসিস সমস্যায় ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিন।

25/04/2025

হাত, পা ভেঙ্গে গেলে অপারেশন/ প্লাস্টার পরবর্তী ব্যায়াম ও ফিজিক্যাল থেরাপি নিতে হবে। অন্যথা হাত পা পুরাপুরি কার্যক্ষম হবে না।

25/04/2025

বাত রোগীদের জীবন যাপনের যে সকল পরিবর্তন জরুরী :
১.স্বাস্থ্যকর খাবার খান।
২.দুশ্চিন্তা মুক্ত থাকুন।
৩. নিয়মিত ব্যায়াম করুন।
৪.গরম পানির সেক দিন।
৫.পর্যাপ্ত ঘুমান,বিশ্রাম নিন।

24/04/2025

বাত ব্যথা রাতে বাড়ে,সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয়। দিনের বেলা ব্যথা কিছুটা কম থাকে। বাত ব্যথা দীর্ঘ মেয়াদি থাকে। বাত চিকিৎসায় নিয়ন্ত্রণ যোগ্য।

24/04/2025

ঘাড় ব্যথা ,হাতের দিকে আসে। সাথে হাতে ঝিন ঝিন অবশ, হাতের শক্তি কমে আসা সারভাইকাল ডিস্ক প্রোলাপ্স এর লক্ষণ।(PCID)

24/04/2025

স্ট্রোকের রোগীর ঔষধ দেয়া হয়, যাতে আর স্ট্রোক না হয়।
কিন্তু যে প্যারালাইসিস হয়ে গিয়েছে , সেটার উন্নতি ব্যায়াম ও থেরাপি ছাড়া হবেনা।

ফিজিক্যাল মেডিসিন কি? কেন আপনি একজন ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিবেন?ব্রেইন, স্পাইনাল কর্ড , নার্ভ , হাড় , মাং...
23/04/2025

ফিজিক্যাল মেডিসিন কি? কেন আপনি একজন ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিবেন?

ব্রেইন, স্পাইনাল কর্ড , নার্ভ , হাড় , মাংশপেশি , জয়েন্ট, লিগামেন্ট এবং টেন্ডনের বিভিন্ন সমস্যা বা রোগের কারনে যেসব রোগীদের শারীরিক অক্ষমতা বা পঙ্গুত্ব দেখা দেয় তাদের সক্ষমতা বৃদ্ধি ও সংরক্ষণ করে জীবনের যাত্রার মান অক্ষুন্ন রাখে ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বা ফিজিয়াট্রি বা রিহ্যাবিলিটেশন মেডিসিন ।

যেসব ডাক্তাররা মেডিক্যাল সাইন্সের এই বিশেষায়িত শাখায় উচ্চতর ডিগ্রী বা পোস্ট-গ্রাজুয়েশন (যেমন: এমডি বা এফসিপিএস) করেন তারা হলেন ফিজিয়াট্রিস্ট বা ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ ।

একজন ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ বহিবিভাগ এবং অন্তবিভাগ সহ সব ধরনের ক্লিনিক্যাল সেটিং এ মাস্কুলোস্কেলেটাল, নিউরোলজিক্যাল , রিউম্যাটোলজিক্যাল ও কার্ডিও-ভাসকুলার সহ সব ধরনের রোগ ও তার রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করেন ।

একজন ফিজিয়াট্রিস্ট বা ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ অন্তবিভাগে যেসব রোগিদের বিশেষায়িত সেবা দেনঃ
১) স্পাইনাল কর্ড ইনজুরি
২) ব্রেইন ইনজুরি
৩) স্ট্রোক
৪) মাল্টিপল স্কেলেরোসিস
৫) পোলিও
৬) বার্ন কেয়ার
৭) মাস্কুলোস্কেলেটাল, নিউরোলজিক্যাল , রিউম্যাটোলজিক্যাল, পেডিয়াট্রিক, কার্ডিও-ভাসকুলার এবং পালমোনারি রিহ্যাবিলিটেশন

একজন ফিজিয়াট্রিস্ট বা ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ বহিঃবিভাগে যেসব রোগিদের বিশেষায়িত সেবা দেনঃ
১) অর্থোপেডিক ইনজুরি
২) স্পাইনের বিভিন্ন সমস্যা
৩) বাত-ব্যথা
৪) আর্থ্রাইটিস
৫) অস্টিওপোরোসিস
৬) পেশা সংক্রান্ত বিভিন্ন রোগ বা অকুপেশনাল ইনজুরি
৭) অপারেশনের পর হাত-পা শক্ত হয়ে যাওয়া
৮) দীর্ঘমেয়াদী ব্যথা
৯) হাড়, জয়েন্ট ও মাংশপেশির যে কোন রোগ

23/04/2025

শিশুদের পায়ের মাংশপেশীতে প্রচন্ড ব্যথা, রাতে ব্যথার মাত্রা বাড়ে, ঘুম ভেঙে যায় ব্যথার কারণে এগুলা গ্রোয়িং পেইন এর লক্ষণ।

Address

Dhaka
1205

Telephone

+8801671086620

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Zahid Hossain-Pain, Paralysis, Arthritis & Rehab Specialist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Zahid Hossain-Pain, Paralysis, Arthritis & Rehab Specialist:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category