
10/07/2025
ভেরিকোসিলের সাধারণ উপসর্গ !
👉 ভেরিকোসিলের সাধারণ উপসর্গগুলো হলো:
✅ অণ্ডকোষে ভারী বা টানা টানা অনুভূতি
🔘 বিশেষ করে দীর্ঘসময় দাঁড়িয়ে থাকলে বা শারীরিক পরিশ্রমের পর।
✅ অণ্ডকোষে ব্যথা বা অস্বস্তি
🔘 ব্যথা সাধারণত মৃদু থেকে মাঝারি হতে পারে।
✅ অণ্ডকোষ ছোট হয়ে যেতে পারে (Testicular atrophy)
🔘 ভেরিকোসিলের কারণে রক্ত চলাচল ব্যাহত হলে কোষ সংকুচিত হয়ে যেতে পারে।
✅ স্পর্শ করলে শিরা গুলো মোটা ও ফোলাভাব অনুভব করা যায়
🔘 অনেক সময় ‘ব্যাগ অফ ওয়ার্মস’ বা কেঁচোর মতো অনুভব হয়।
✅ বন্ধ্যাত্বের সমস্যা
🔘 ভেরিকোসিল স্পার্মের গুণমান ও উৎপাদন কমিয়ে দিতে পারে।
✅ উষ্ণতা অনুভব
🔘 আক্রান্ত স্থানে তাপমাত্রা বেড়ে যেতে পারে, যা স্পার্ম উৎপাদনে প্রভাব ফেলে।
👉 চিকিৎসা সেবা নিতে যোগাযোগ করুন ⤵️
#ইউরোলজি_বিশেষজ্ঞ_ও_সার্জন
#ডাক্তার_মুন্সী_আকিদ_মোস্তফা
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমএস (ইউরোলজি)
কিডনী, মূত্রনালী, মূত্রথলি, প্রোস্টেট রোগ, পুরুষ বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ও সার্জন
এন্ডোস্কপিক, ল্যাপারোস্কপিক ও লেজার সার্জন
ইউরোলজি বিভাগ
জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট, শেরে বাংলা নগর, ঢাকা
🏥চেম্বার -১
ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতাল
১১ শহীদ তাজউদ্দিন আহমেদ স্বরণি,
মগবাজার, ঢাকা-১২১৭
🕐রোগী দেখার সময়ঃ শনিবার, সোমবার ও বুধবার ( বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা )
📞সিরিয়ালের জন্য- ০১৯৭৮-০৯৮০৮৮
🏥চেম্বারঃ-২
মনোয়ারা হসপিটাল (প্রাঃ) লিঃ
৫৪, সিদ্ধেশরী রোড, ঢাকা-১২১৭
🕐রোগী দেখার সময়ঃ রবিবার, মঙ্গলবার, ও বৃহস্পতিবার ( বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা)
📞সিরিয়ালের জন্য- ০১৭৮৯-৪৪৬২৪০, ০১৭৬৭-১৭৩১৯৫, ০১৩০১-৪৩৫৫৪৯
🌐Website: www.drmunshiakidmostofa.com
👉আপনাদের জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা, লাইক, কমেন্ট, এবং শেয়ার করে আপনার বন্ধু মহলের দেখার এবং জানার সুযোগ করে দিবেন। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
#ইউরোলজি_বিশেষজ্ঞ_ও_সার্জন #ডাক্তার_মুন্সী_আকিদ_মোস্তফা