Zom Zom Hijama & Ruqyah Center

Zom Zom Hijama & Ruqyah Center Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Zom Zom Hijama & Ruqyah Center, Alternative & holistic health service, Road-6, House-263, Mohammadia Housing Society, Mohammadpur, Dhaka.

"Zom Zom Hijama & Ruqyah Center is a Dhaka-based Hijama Cupping therapy performed by experienced professionals guided by a ayurvedic medical doctor."

কুরআন ও সুন্নাহ ভিত্তিক প্রাচীন চিকিৎসা

মোবাইলঃ 01607005835 "Zom Zom Hijama & Ruqyah Center is a Dhaka-based Hijama Cupping therapy performed by experienced professionals guided by a ayurvedic medical doctor."

১০ বছরের অভিজ্ঞ হিজামা এক্সপার্ট ও আয়ুর্বেদিক ডাক্তার দ্বারা পরিচালিত একটি হিজামা এবং রুকিয়া সেন্টার।

আমাদের হিজামা (Cupping) সেন্টারে বিশেষ সুবিধা সমুহ:

✓ হিজামা কাপিং থেরাপি বিষয়ে সার্টিফিকেট প্রাপ্ত হিজামা কাপিং এক্সপার্টের তত্বাবধানে চিকিৎসা প্রদান করা হয়।

✓ অভিজ্ঞ মহিলা এক্সপার্ট থেরাপিস্ট আছেন।

✓ মহিলাদের জন্য শরয়ী পর্দার সাথে আলাদা মহিলা এক্সপার্ট থেরাপিস্ট আছেন।

✓ নিরাপদ গাড়ি পার্কিং ব্যবস্থা।

✓ মনোরম কক্ষে চিকিৎসা প্রদান করা হয়।

সেন্টারের ঠিকানা:
মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি,
রোড নং- ০৬, বাড়ি নং - ২৬৩,
মোহাম্মদপুর,
ঢাকা-১২০৭

এ্যাপয়েন্টমেন্ট করতে ফোন করুনঃ
মোবাইলঃ 01676742488

🌿 রুকাইয়া – সুন্নাহ ভিত্তিক হেলিং থেরাপি✨ আল্লাহর কালামের মাধ্যমে শারীরিক ও মানসিক প্রশান্তি ✨🕌 আপনি কি নজর, জাদু, হাসাদ...
19/11/2025

🌿 রুকাইয়া – সুন্নাহ ভিত্তিক হেলিং থেরাপি

✨ আল্লাহর কালামের মাধ্যমে শারীরিক ও মানসিক প্রশান্তি ✨

🕌 আপনি কি নজর, জাদু, হাসাদ, জ্বিনের সমস্যায় ভুগছেন?
📖 কুরআন–সুন্নাহ অনুযায়ী নিরাপদ ও কার্যকর রুকাইয়া সেশন এখন মোহাম্মদপুরে।

💠 আমাদের রুকাইয়া সেবা সমূহ:
✔ নজর/হাসাদ দূরীকরণ
✔ জাদু ও জ্বিন সংক্রান্ত সমস্যা
✔ মানসিক চাপ, ভয় ও উদ্বেগ
✔ ঘুমের সমস্যা ও অসুস্থতায় রুকাইয়া
✔ সুন্নাহ অনুসারে সম্পূর্ণ হালাল ট্রিটমেন্ট

📞 অ্যাপয়েন্টমেন্ট: 01607005835
📍 Mohammadpur, Dhaka, Bangladesh
🕋 আল্লাহ শেফা দানকারী—আমরা শুধু সামান্য মাধ্যম।

হ্যাশট্যাগসমূহ:

18/11/2025

শরীর–মনের সুস্থতার জন্য আমরা দিচ্ছি সমন্বিত সুন্নাহ–ভিত্তিক চিকিৎসা সেবা।
বিশ্বস্ত থেরাপিস্ট ও প্রশিক্ষিত রুকাইয়া প্র্যাকটিশনারের মাধ্যমে প্রতিটি সেবা অত্যন্ত যত্ন ও নিরাপত্তা বিধি মেনে প্রদান করা হয়।

📌 আমাদের সার্ভিসসমূহঃ

1️⃣ সুন্নাহ ট্রিটমেন্ট (রুকাইয়া)
2️⃣ কাপিং হিজামা থেরাপি
3️⃣ আকুপাংচার (চাইনিজ থেরাপি)
4️⃣ ম্যানুপুলেশন মাসাজ থেরাপি
5️⃣ ব্লাড মিডিলিং ফেসিয়াল
6️⃣ সুন্নাহ নববি লাইফস্টাইল গাইড
7️⃣ ওয়েট লস প্রোগ্রাম
8️⃣ ফায়ার কাপিং
9️⃣ ফ্যামিলি কাউন্সেলিং

✨ শরীরের ব্যথা, মানসিক চাপ, এনার্জির ভারসাম্যহীনতা বা আধ্যাত্মিক সমস্যায় আমাদের সেবা নিন—
সুস্থ হোন, প্রশান্তি ফিরে পান।

🌿 Zom Zom Hijama & Ruqyah Center – Our Services

📞 অ্যাপয়েন্টমেন্টের জন্য 01607-005835 নাম্বারে ফোন করুন অথবা ইনবক্স করুন।

চুল পড়ার জন্য DHT হরমোন দায়ী....☘️এই হরমোনের জন্য Hair follicle দুর্বল হ‌য়ে যায় এবং blood circulation কমে যায়।🌳যদি Hair ...
15/11/2025

চুল পড়ার জন্য DHT হরমোন দায়ী....

☘️এই হরমোনের জন্য Hair follicle দুর্বল হ‌য়ে যায় এবং blood circulation কমে যায়।

🌳যদি Hair follicle এ blood circulation বাড়ানো যায়, আর বয়স যদি ৪০ এর কম হয়, তাহলে হেয়ারফলের পরিমান কমবে ৯৯% এবং নতুন চুল গজানোর সুযোগ থাকবে ইনশাআল্লাহ।

☘️য‌দি হেয়ার ফ‌লিক‌লে ব্লাড সার্কু‌লেশান বাড়া‌নো যায়। তাহলে, DHT হরমোনের পরিমান কমে যাবে এবং চুল পড়ার প‌রিমান কমাবে আর নতুন চুল গজা‌তে সহ‌যোগীতা ক‌র‌বে ইনশাআল্লাহ ( য‌দি বয়স ৪০ এর কম হয়)।

☘️আলহামদুলিল্লাহ "হিজামা‌তে" রক্তনালী প্রসা‌রিত হয় এবং ব্লাড সার্কু‌লেশানও বা‌ড়ে।

সুত‌রাং এই ক্ষে‌ত্রে হিজামা অ‌নেক ফলপ্রসূ হ‌বে ইনশাআল্লাহ।

হিজামা নিন, সুস্থ থাকুন
☎️01607005835

11/11/2025
হিজামা (Hijama / Cupping Therapy) থাইরয়েড (Thyroid) সমস্যার ক্ষেত্রে কীভাবে কাজ করে?🩸 হিজামা (Hijama) কীভাবে কাজ করেহিজ...
31/10/2025

হিজামা (Hijama / Cupping Therapy) থাইরয়েড (Thyroid) সমস্যার ক্ষেত্রে কীভাবে কাজ করে?

🩸 হিজামা (Hijama) কীভাবে কাজ করে

হিজামা বা কাপিং থেরাপি হলো এক ধরনের প্রাচীন চিকিৎসা পদ্ধতি, যেখানে শরীরের নির্দিষ্ট স্থানে কাপ (cup) বসিয়ে রক্ত টানা হয়।
এর ফলে —

বিষাক্ত পদার্থ (toxins) শরীর থেকে বের হয়

রক্ত সঞ্চালন (blood circulation) বৃদ্ধি পায়

নার্ভ ও হরমোন ব্যালান্স উন্নত হয়

🧠 থাইরয়েড গ্রন্থি ও তার সমস্যা

থাইরয়েড হলো ঘাড়ের সামনে অবস্থিত একটি গ্রন্থি যা শরীরের মেটাবলিজম নিয়ন্ত্রণ করে।
দুইটি প্রধান সমস্যা হয়:

1. Hypothyroidism — থাইরয়েড হরমোন কম উৎপন্ন হয়

2. Hyperthyroidism — থাইরয়েড হরমোন বেশি উৎপন্ন হয়

🌿 Hijama থাইরয়েডে কীভাবে সহায়তা করে

হিজামা সরাসরি থাইরয়েড সারায় না, তবে এটি সহায়ক চিকিৎসা (supportive therapy) হিসেবে কাজ করে।

এর কাজের ধরন:

1. 💨 রক্ত সঞ্চালন উন্নত করে — ঘাড়ের এলাকা ও থাইরয়েড অঞ্চলে রক্তপ্রবাহ বাড়ায়

2. ⚖️ হরমোন ব্যালান্সে সাহায্য করে — পিটুইটারি ও থাইরয়েড হরমোনের ভারসাম্য আনতে সহায়ক

3. 🧘‍♀️ স্ট্রেস ও টক্সিন কমায় — স্ট্রেস হরমোন (Cortisol) কমিয়ে থাইরয়েড ফাংশনকে স্বাভাবিক করতে সাহায্য করে

4. 💆‍♀️ ইমিউন সিস্টেম সক্রিয় করে — অটোইমিউন থাইরয়েড (যেমন Hashimoto’s disease) এর ক্ষেত্রে ইমিউন রেসপন্স ব্যালান্স করে। পাশাপাশি আপনাকে লাইফস্টাইল change করতে হবে।

Address

Road-6, House-263, Mohammadia Housing Society, Mohammadpur
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Zom Zom Hijama & Ruqyah Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Zom Zom Hijama & Ruqyah Center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram