Zom Zom Hijama & Ruqyah Center

Zom Zom Hijama & Ruqyah Center Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Zom Zom Hijama & Ruqyah Center, Alternative & holistic health service, Road-6, House-263, Mohammadia Housing Society, Mohammadpur, Dhaka.

"Zom Zom Hijama & Ruqyah Center is a Dhaka-based Hijama Cupping therapy performed by experienced professionals guided by a ayurvedic medical doctor."

কুরআন ও সুন্নাহ ভিত্তিক প্রাচীন চিকিৎসা

মোবাইলঃ 01607005835 "Zom Zom Hijama & Ruqyah Center is a Dhaka-based Hijama Cupping therapy performed by experienced professionals guided by a ayurvedic medical doctor."

১০ বছরের অভিজ্ঞ হিজামা এক্সপার্ট ও আয়

ুর্বেদিক ডাক্তার দ্বারা পরিচালিত একটি হিজামা এবং রুকিয়া সেন্টার।

আমাদের হিজামা (Cupping) সেন্টারে বিশেষ সুবিধা সমুহ:

✓ হিজামা কাপিং থেরাপি বিষয়ে সার্টিফিকেট প্রাপ্ত হিজামা কাপিং এক্সপার্টের তত্বাবধানে চিকিৎসা প্রদান করা হয়।

✓ অভিজ্ঞ মহিলা এক্সপার্ট থেরাপিস্ট আছেন।

✓ মহিলাদের জন্য শরয়ী পর্দার সাথে আলাদা মহিলা এক্সপার্ট থেরাপিস্ট আছেন।

✓ নিরাপদ গাড়ি পার্কিং ব্যবস্থা।

✓ মনোরম কক্ষে চিকিৎসা প্রদান করা হয়।

সেন্টারের ঠিকানা:
মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি,
রোড নং- ০৬, বাড়ি নং - ২৬৩,
মোহাম্মদপুর,
ঢাকা-১২০৭

এ্যাপয়েন্টমেন্ট করতে ফোন করুনঃ
মোবাইলঃ 01676742488

কুমদিনী হাসপাতাল,মির্জাপুর,টাঙ্গাইল নিজের চোখে না দেখলে বিশ্বাস ই করতাম না...এইদিন আমি ও আমার  X-ray করাইতেগেছিলাম আর গি...
03/06/2025

কুমদিনী হাসপাতাল,মির্জাপুর,টাঙ্গাইল
নিজের চোখে না দেখলে বিশ্বাস ই করতাম না...এইদিন আমি ও আমার X-ray করাইতেগেছিলাম আর গিয়ে যা দেখলাম।

এই X-ray report টা একজন মধ্যবয়স্ক ব্যক্তির। যিনি হাসপাতালে আসেন শরীর ব্যাথা নিয়ে। আর তারপর তার X-ray করানোর পর X-ray report এ অনেকগুলা সুই দেখা যায়।

ব্যক্তিটির শরীরের আলাদা আলাদা যতগুলা অংশের X-ray করানো হয়েছিল সবগুলাতেই এরকম সুই পাওয়া গেছে। এমনকি শরীরের কিছু কিছু অংশ যেমন হাত, পা তে সুইগুলা হাত দিয়ে ছুয়ে অনুভব করা যায়।রোগীর স্কিন কোনোরকম কাটাকুটি, লাল হয়ে যাওয়া, ফুলে যাওয়া ইত্যাদি কিছুই ছিল না।

রোগীকে অনেকবার জিজ্ঞেস করা হয়েছে সে কিভাবে এগুলা শরীরে ঢুকিয়েছে। রোগী প্রত্যেকবারই উত্তর দিয়েছে আমি এগুলা ঢুকাইনি নিজের ইচ্ছাই। রোগীর বক্তব্য অনুসারে তার কোনো শত্রু নাকি কালো জাদু(Black magic) এর মাধ্যমে এই সুইগুলা তার শরীরে ঢুকিয়েছে। খুবই জগন‍্য একটা কাজ।

28/05/2025

ঈদের ছুটিতে ঢাকার ব্যস্ততা কিছুটা কম।
এটাই উপযুক্ত সময় নিজের শরীর ও স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার।
হিজামা (সুন্নাহ চিকিৎসা) নিতে এখনই বুক করুন
☎️ 01607005835

24/05/2025

হিজামা একটি ভূলে যাওয়া নববী চিকিৎসা
ঔষধের বিকল্প বিস্ময়কর ন্যাচারাল চিকিৎসা হচ্ছে হিজামা । হিজামা সত্যিকার অর্থে খুবই চমৎকার এবং ম্যাজিক এর কাজ করে। এটি নববী চিকিৎসা ব্যাবস্থা।

♦হিজামা কি?
হিজামা একটি বিজ্ঞান সম্মত সুন্নতি চিকিৎসা,
হিজামা আরব বিশ্বেসহ বিভিন্ন দেশে জনপ্রিয়। নির্দিষ্ট স্থান থেকে সূঁচের মাধ্যমে নেগেটিভ প্রেশার দিয়ে (টেনে/চুষে) নিস্তেজ প্রবাহহীন দূষিত রক্ত বের করে আনা হয়।
হিজামার মাধ্যমে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায় নার্ভগুলো একটিভ হয়,শরিরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় যার ফলে শরির হয় সুস্থ,সবল এবং শক্তিশালী।
ইহা আরামদায়ক,ঝামেলাহীন নিরাপদ ফলপ্রসূ চিকিৎসা।

♦ হিজামার দ্বারা যেসব রোগের চিকিৎসা করা হয়-
১। রক্ত দূষন।
২। দীর্ঘমেয়াদী সাধারন মাথাব্যাথা।
৩। মাইগ্রেন জনিত মাথাব্যাথা।
৪। অস্তি সন্ধির ব্যাথা / গেটেবাত।
৫। উচ্চ রক্তচাপ।
৬। কোমর ব্যাথা।
৭। হাটু ব্যাথা।
৮। মাংস পেশীর ব্যাথা।
৯। ঘাড়ে ব্যাথা।
১০। শরিল ব্যাথা।
১১। শরিলের জয়েন্টে ব্যাথা।
১২। পিঠে ব্যথা।
১৩। পিঠের মেরুদন্ড ব্যথা।
১৪। স্পোর্টস ইনজুরী।
১৫। রক্ত সঞ্চালন বৃদ্ধি।
১৬। শরীরের অর্গান সমুহের কার্যকারিতা বৃদ্ধি।
১৭। অনিদ্রা
১৮। থাইরয়েড গ্রন্থীর সমস্যা।
১৯। হাঁপানি।
২০। হৃদরোগ।(শুরু অবস্থায়)
২১। মুটিয়ে যাওয়া।
২২। রক্তসংবহন তন্ত্রের সংক্রমণ।
২৩। চর্মরোগ।
২৪। ডায়াবেটিস।
২৫। সাইনুসাইটিস।
২৬। চুল পড়া।
২৭। ব্রেইন ডিজেজ।
২৮। কোলেষ্টরেল।
২৯। ত্বকের নিম্নস্থিত বর্জ্য নিস্কাসন।
৩০। মানসিক সমস্যা।
৩১। পারকিনসন্স ডিজিজ।
৩২। কিডনির সমস্যা।(শুরু অবস্থায়)
৩৩। লিভার ডিজিজ।
৩৪। অনিয়মিত মাসিক ওমেয়েদের অন্যান্য
সমস্যা।
৩৫। মাদকাসক্তি।
৩৬। প্যরালাইসিস।
৩৭। মাথা ঘোরা।
৩৮। পাইলস/অর্শ/গেজ
৩৯। হাতে পায়ে জ্বালাপুরা
৪০।ব্রণ
এবং আরো অনেক রোগের উপকার হয়।

♦★মাথায় হিজামা লাগানোর দ্বারা বিশেষভাবে কিছু রোগের উপকার হয় সেটা আলাদাভাবে উল্লেখ করা হলঃ★♦
১। মাইগ্রেন জনিত দীর্ঘ মেয়াদী মাথাব্যথা এবং সাধারন মাথাব্যথা।
২। উচ্চ রক্তচাপ।
৩। রক্তদূষন।
৪। ঘুমের ব্যঘাত।
৫। স্মৃতি ভ্রষ্টতা।
৬। ঘাড়ে ব্যথা।
৭। হরমোনাল সমস্যা ।
৮। সাইনুসাইটিস।
৯। মানসিক সমস্যা।
১০। চুল পড়া।
১১। ব্রেইন ডিজিজ।
১২। প্যরালাইসিসের সমস্যা ইত্যাদি।

♦হিজামা সম্পর্কে কয়েকটা হাদিস:-

(১) রাসুল ( সা.) বলেছেন, “জিবরীল আমাকে জানিয়েছেন যে, মানুষ চিকিৎসার জন্য যতসব উপায় অবলম্বন করে, তম্মধ্যে হিজামাই হল সর্বোত্তম।” আল-হাকিম, হাদীছ নম্বর: ৭৪৭০

(২) রাসুল ( সা.) বলেছেন, “আমি মেরাজের রাতে ফেরেশতাদের মাঝে.. যাদের মাঝখান দিয়ে গিয়েছি, তাদের সবাই আমাকে বলেছে, হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে হিজামার আদেশ করবেন।” সুনানে তিরমিযী হাদীছ নম্বর: ২০৫৩

(৩) রাসুল ( সা.) বলেছেন, “নিশ্চয় হিজামায় শেফা রয়েছে।” সহীহ মুসলিম, হাদীছ নম্বর: ২২০৫

(৪) রাসূল সা. বলেছেন, “হিজামাকারী কতইনা উত্তম লোক। সে দূষিত রক্ত বের করে মেরুদন্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে।” সুনানে তিরমিযী, হাদীস নম্বর: ২০৫৩

♦হিজামা' করার দ্বারা বিশেষ কিছু উপকারিতা:★
(১) শরীরের জয়েন্টগুলোতে ব্যাথা,ঘাড়, হাটু এবং কোমর ব্যথা দূর করতে সাহায্য করে।
(২) মাথা ব্যথার জন্য বিশেষ উপকারী।
(৩) শরীর থেকে ক্ষতিকর বিষাক্ত পদার্থ/Toxin বের করে নিয়ে আসে,
(৪) শরীরের ব্যথা/ জ্বালাপোড়া হ্রাস করে,
(৫) ত্বক পরিষ্কার করে।
(৬) রক্ত সঞ্চালন বৃদ্ধি করে,
(৭) ঘুমের উন্নতি করে
(৮) শারীরিক শক্তি বৃদ্ধি করে,
(৯) কিডনি ও লিভারকে পরিস্কার করে,
(১০) হৃদ রোগের ঝুকি কমায় এবং হার্ট সুস্থ রাখে,
(১১) বৃদ্ধ মানুষের বাত/ব্যথা নিপীড়ন করে ,
(১২) গ্যাস্ট্রিক দূর করে।

♦📌বিঃদ্রঃ-- হিজামা চিকিৎসার কোন পার্শপ্রতিক্রিয়া নেই।
তাই হিজামা করুন, সুস্থ থাকুন,

Male or female both your health is our property ♥️🌹💪🩸
23/05/2025

Male or female both your health is our property ♥️🌹💪🩸

হিজামা করানোর সময় রোগীর শরীর থেকে একেবারেই কম রক্ত বের হলে অনেকে ভাবেন হিজামা করা ভালো হয়নি। তবে এটা রোগীর অনেক শারিরীক ...
18/05/2025

হিজামা করানোর সময় রোগীর শরীর থেকে একেবারেই কম রক্ত বের হলে অনেকে ভাবেন হিজামা করা ভালো হয়নি। তবে এটা রোগীর অনেক শারিরীক সমস্যার কারনেও হতে পারে।
যাদের এটা হতে পারে --------
✪হাপানি বা এ্যাজমা
✪স্থুলতা
✪লো প্রেশার
✪ফ্যাট লিভার
✪কোলেস্টরল
✪পানি শূন্যতা
✪ভয় পাওয়া
✪স্ট্রেস
✪ধূমপান
✪কিছু ঔষধের মাধ্যমে
✪পিরিয়ডের সময়।

তাই হিজামা করলেই যে কাপ ভরে রক্ত বের হতে হবে তা নয়। সঠিক ভাবে স্ক্র্যাচ করলে রক্ত যেমনি বের হোউক হিজামার সঠিক ভাবে সম্পন্ন হবে।

☎️ 01607005835

😰অদক্ষ হাতে হিজামা ও বাসায় কাপ সেট কিনে হিজামা করার ফলাফল।📌স্বস্তার তিন অবস্থা 🥰🥰যারা ফোন দিয়ে বলেন উমুকে কম রাখে আবার ব...
16/05/2025

😰অদক্ষ হাতে হিজামা ও বাসায় কাপ সেট কিনে হিজামা করার ফলাফল।
📌স্বস্তার তিন অবস্থা 🥰
🥰যারা ফোন দিয়ে বলেন উমুকে কম রাখে আবার বাসায় এসে করে দিবে। আপনি এত বেশি কেনো রাখেন।তারা সতর্ক হোন🙏🙏

📨এটা তো একটা খারাপ অবস্থা তুলে ধরলাম।এমন আরো সমস্যা হতে পারে। যারা ভাবছেন,, নিজে নিজে কাপ সেট কিনে হিজামা করে টাকা বাঁচিয়ে ফেলবেন।

🙏🙏তাই অভিজ্ঞতা সম্পন্ন হিজামা থেরাপিস্টের হাতে ও সেন্টার থেকে হিজামা নিন। ইনশাআল্লাহ,, কোন সাইড ইফেক্ট হবে না।

আমার ৭ বছরের হিজামা প্রাকটিসে কখনও এমন হয়নি। আলহামদুলিল্লাহ!
😭🙏😮‍💨

15/05/2025

আসসালামু আলাইকুম। কালকে থেকে শুরু হতে যাচ্ছে হিজামা ট্রিটমেন্ট করানো সুন্না ডেটসমূহ। মে মাসের সুননাহ ডেট সমূহ গুলো হল ১৬/১৮/২০|যারা এ মাসে সুন্নাহ ডেটে হিজামা ট্রিটমেন্ট নিতে চান। এখনই আপনার এপয়েন্টমেন্টই বুক করুন। হিজামা নিন সুস্থ থাকুন। যেকোনো সমস্যার জন্য হিজামা নিলে সাথে পাচ্ছেন ব্লাড নিডিলিং‌ ফেসিয়াল ফ্রী। যাতে করে আপনার ফেস এন্টি এজিংয়ের কাজ করবে ফেস ব্রাইটিং এর কাজ করবে ফেস লিফটিং এর কাজ করবে।কল ফর অ্যাপয়েন্টমেন্ট ☎️০১৬০৭০০ ৫৮৩৫

হিজামা কেন প্রয়োজন?হিজামা রোগের জন্য চিকিৎসা, সুস্থ ব্যাক্তির জন্য রোগ প্রতিরোধক। হিজামা এন্টি এইজিং ট্রিটমেন্ট অর্থাৎ ...
27/04/2025

হিজামা কেন প্রয়োজন?
হিজামা রোগের জন্য চিকিৎসা, সুস্থ ব্যাক্তির জন্য রোগ প্রতিরোধক। হিজামা এন্টি এইজিং ট্রিটমেন্ট অর্থাৎ সারা দুনিয়ায় মানুষ বয়সকে ধরে রাখতে এবং স্ট্যামিনা বাড়ানোর জন্য হিজামা পছন্দ করে থাকেন।
এইটা বিশ্বব্যাপী জনপ্রিয় চিকিৎসা ব্যবস্থা যা বিভিন্ন রোগের জন্য কার্যকরী এবং যেকোন সুস্থ রোগীর জন্য রোগ প্রতিরোধ হিসেবে ইফেক্টিভ চিকিৎসা ব্যবস্থা। উন্নত বিশ্বে এর ব্যাপক প্রচলন থাকলেও আমাদের দেশে এখন জনপ্রিয় হচ্ছে দিন দিন।

মাবন দেহে প্রতিনিয়ত মেটাবলিক বাই-প্রোডাক্ট তৈরি হচ্ছে। রোগ-জীবাণুর আক্রমণে বা ব্যাবহারের কারণে বিভিন্ন রক্তকণিকা ও টিস্যুর ক্ষতিসাধন হচ্ছে। মানুষের বয়স যত বাড়তে থাকে মানুষের শরীরের বিভিন্ন স্থানে মাসল ও টিস্যুর মধ্যে এই মেটাবলিক বাই প্রোডাক্ট ট্র্যাপ হচ্ছে। মানব দেহে ছোট ছোট রক্তনালী (ক্যাপিলারি ও ভেনিউলস) ও নার্ভ (নিউরন) জালিকার মত বিছিয়ে রয়েছে। বিভিন্ন জীবাণুর আক্রমণে বা বিভিন্ন শরীরবৃত্ত্বীয় প্রকৃয়ায় আমাদের রক্তকণিকা ক্ষতিগ্রস্থ হয়। এগুলো অনেক ক্ষেত্রেই এইসব ছোট ছোট রক্তনালীতে ট্র্যাপ হয়ে পড়ে এবং রক্ত প্রবাহে বাঁধার সৃষ্টি করে।

হিজামার মাধ্যমে দূষিত রক্ত (Toxin), ইউরিক এসিড, বদ-রক্ত, রোগের জন্য দায়ী জীবাণু প্লাজমা বা ফ্লুইডের সাথে বের করে নিয়ে আসা হয়। এতে একাধিক নিউরোট্রান্সমিটার মুক্ত হয়, নাইট্রিক অক্সাইড, হাইপারমিয়া বা হেমস্টোসিস প্রক্রিয়ায় কাজ করে। এতে শরীরের মাংসপেশী সমূহের রক্ত প্রবাহ দ্রুততর হয়। পেশী, চামড়া, ত্বক ও শরীরের ভিতরের অরগান সমূহের কার্যকারিতা বৃদ্ধি পায়। ফলে শরীর সতেজ ও শক্তিশালী হয়।

হিজামা এর আভিধানিক অর্থের প্রতি লক্ষ্য করে করলে জানা যায় যে , এর অর্থ হচ্ছে ‘ কমিয়ে আনা ’ বা ‘ মূল অবস্থায় ফিরিয়ে আনা । যদি কেউ ‘ হিজামা গ্রহণ করে , তাহলে সে রােগাক্রামণকে প্রতিহত করলাে । অর্থাৎ রােগাক্রান্ত হওয়া থেকে তার শরীরকে বাঁচিয়ে রাখলাে । আবার রােগাক্রান্ত লােক ‘ হিজামা গ্রহণ করলে সে যেন তার স্বাভাবিক স্বাস্থ্যে ফিরে আসলাে এবং নিজেকে সুস্থ্য রাখলাে ।

শরীরে রক্তের ধ্বংসপ্রাপ্ত কোষ ও অন্যান্য দূষিত পদার্থ নতুন নতুন কোষ উৎপাদন ব্যাহত করে এবং বিশ বছর বয়স থেকে এই সকল ধ্বংসাবশেষ শরীরের শান্ত অংশসমূহে যেমন দু ' কাঁধের মধ্যবর্তী অংশে জড়াে হতে থাকে ।পরবর্তীতে বয়স বাড়ার সাথে সাথে এই পুঞ্জিভূত ধ্বংসাবশেষ রক্ত সঞ্চালনে বাধা সৃষ্টি করে এবং পরিশেষে রক্তকণিকার কাজকে স্থবির করে দেয় । ফলে শরীর ধীরে ধীরে দুর্বল হতে থাকে এবং বিভিন্ন ধরনের রােগের আক্রমণ সহজতর হয় ।

তাই যখন কেউ ‘ হিজামা গ্রহণ করে , তখন রক্ত প্রবাহ হতে রক্তের ধ্বংসাবশেষসমূহ বিদূরীত হয়ে প্রবাহ সচল হয় এবং রক্ত স্বাভাবিক অবস্থায় ফিরে আসে । পাশাপাশি আরও একটি লক্ষণীয় বিষয় হলাে ,রক্তের প্লাজমা কমে যাওয়ায় রক্তচাপও কিছুটা কমে যায় । ফলে নবীন RBC গুলো দ্রুত খাদ্যসার কোষে কোষে পৌছাতে শুরু করে । সেই সাথে কোষে উৎপাদিত দূষিত পদার্থসমূহ কোষ থেকে দূরীভূত করে ।

হিজামার মাধ্যমে আপনার শরীরে নিম্নে বর্ণিত কাজগুলো হয়।
১। ব্লাড ডিটক্সিফিকেশন হয়
২। ইম্প্রুভড ব্লাড সার্কুলেশন
৩। নাইট্রিক অক্সাইড অধিক পরিমাণে বুষ্ট হয়, যার ফলে আপনার শরীরের ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি পায়।
এজন্যই তাে রাসুল সা . বলেছেন , “ হিজামা ’ হচ্ছে সর্বোত্তম চিকিৎসা !

তাই হিজামা গ্রহন, করুন সুস্থ থাকুন।
আমাদের এখানে রয়েছে অভিজ্ঞ
এল এম এফ, এমসি এইচ, কেয়ার গিভিং,
ফ্যামিলি কাউন্সিলিং, ফিটনেস ট্রেইনার, নবীবী লাইফ স্টাইলের ডায়েট প্লানার, ডিপ্লোমা ইন হিজামা এন্ড আকুপাংচার এক্সপার্ট , ফায়ার কাপিং এক্সপার্ট আলহামদুলিল্লাহ আমরা খুব সফলভাবে প্রতিটি পেশেন্টের কমমাইন্ডে ট্রিটমেন্ট করে যাচ্ছি।

যোগাযোগ,,,,
‌ মোহাম্মদপুর হাউসিং সোসাইটি ঢাকা
রোড নাম্বার ৬, বাড়ি নাম্বার ২৬৩

অ্যাপয়েন্টমেন্ট নিতে☎️ ০১৬০৭০০৫৮৩৫

゚viralfbreelsfypシ゚viral

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
16/04/2025

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

যারা দীর্ঘদিন থেকে ওষুধ খেতে খেতে এমন পর্যায়ে পৌঁছেছেন ওষুধ আর কাজ হয়না। অথবা ব্যথা বেদনার জন্য ওষুধ খেতে খেতে কিডনি বিক...
07/04/2025

যারা দীর্ঘদিন থেকে ওষুধ খেতে খেতে এমন পর্যায়ে পৌঁছেছেন ওষুধ আর কাজ হয়না। অথবা ব্যথা বেদনার জন্য ওষুধ খেতে খেতে কিডনি বিকল হওয়ার পথে, শুধুমাত্র আপনাকে বলছি #হিজামা রাসূল (সা:) এর সুন্নতি চিকিৎসা, আপনি একবারের জন্য হলেও হিজামা করে দেখুন, এতে নেই কোন পার্শপ্রতিক্রিয়া এবং দ্রুত রোগ থেকে নিরাময় পাবেন ইনশা'আল্লাহ।

হাঁটু ব্যথা, নিতম্বের ব্যথা, সায়াটিকা, গোড়ালি ব্যথা, পিঠে ব্যথা, ঘাড় ব্যথা, হার্নিয়েটেড ডিস্ক, বাতের ব্যথা জনিত রোগে ভুগে থাকলে অপারেশন, ওষুধ এবং পার্শ্ব প্রতিক্রিয়া বিহীন চিকিৎসার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

ব্যথা জনিত সমস্যায় হিজামা খুবই উপকারী আলহামদুলিল্লাহ প্রথম সেশানেই ৭০ থেকে ৯০% ব্যথা ভালো হয়ে যায়।
আমাদের সেন্টারে দেশ-বিদেশের অনেক গন্যমান্য ব্যক্তি থেকে শুরু করে, প্রতিদিনই অসংখ্য রোগী হিজামা / কাপিং থেরাপি নিয়ে উপকার পাচ্ছে আলহামদুলিল্লাহ।
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

আমাদের সেন্টারে রয়েছে হিজামা কাপিং থেরাপি বিষয়ে উচ্চ প্রশিক্ষিত হিজামা এক্সপার্ট। যিনি সরাসরি ডিপ্লোমা ইন হিজামা কাপিং ও আকুপাংচার এক্সপার্ট।
সিএম এইচ, এলএমএফ, ফিটনেস ট্রেনার, কাউন্সিলিং এর উপরে ট্রেনিংপ্রাপ্ত, মেনুপুলেশন মাসাজ থেরাপি এক্সপার্ট। যা একজন প্রেসেন্ট কে সুস্থ করতে কম্বাইন্ড এ ট্রিটমেন্ট দেওয়া হয়।
এছাড়া মহিলাদের জন্য পরিপূর্ণ শরয়ী পর্দার সাথে আলাদা রুমে অভিজ্ঞ মহিলা এক্সপার্ট দ্বারা হিজামা চিকিৎসা প্রদান করা হয়

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

যোগাযোগ #
হাফসা মুস্তাকিম

🔹হিজামা/কাপিং ও আকুপাংচার এক্সপার্ট।
🔹ডিপ্লোমা ইন হিজামা।
🔹সার্টিফিকেট কোর্স অন ফায়ার কাপিং।
🔹 আকুপাংচার চাইনিজ ট্রেডিশনাল চিকিৎসা পদ্ধতি এর উপর বিশেষভা প্রশিক্ষণপ্রাপ্ত
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

📍 আমাদের ঠিকানাঃ
রোড নং-৬ বাড়ি নাম্বার-২৬৩

☎️ অ্যাপয়েন্টমেন্ট নিতে আজই যোগাযোগ করুনঃ

01607005835
01676742488

প্রতিদিন (সকাল ৭টা- রাত ১০টা)

18/03/2025

হিজামা; সুন্নত ও বিজ্ঞান সম্মত চিকিৎসা পদ্ধতি।

এটি একই সাথে রোগীদের জন্য শিফা এবং সুস্থ ব্যক্তিদের জন্য রোগ প্রতিষেধক।

ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য হিজামা থেরাপি ব্যবহার করা যেতে পারে, তবে এটি কোনও ওষুধের বিকল্প নয়। এটি রক্তসঞ্চালন উন্নত ...
09/03/2025

ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য হিজামা থেরাপি ব্যবহার করা যেতে পারে, তবে এটি কোনও ওষুধের বিকল্প নয়। এটি রক্তসঞ্চালন উন্নত করে, ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে সাহায্য করতে পারে এবং শরীর থেকে টক্সিন বের করে দিতে পারে।

Address

Road-6, House-263, Mohammadia Housing Society, Mohammadpur
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Zom Zom Hijama & Ruqyah Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Zom Zom Hijama & Ruqyah Center:

Share