Physiofriend

Physiofriend arthritis, paralysis and autism patients treatment centre. bashabow general hospital, Dhaka

Busy working day.
12/05/2025

Busy working day.

15/08/2024

রাস্তায় কাজ করা এদের সাথে রাগ করবেন না। ভুল হতে পারে, তবে এরাই শিখবে।

It’s our new member
08/04/2024

It’s our new member

23/03/2024
শীতকালে বিভিন্ন  ধরনের মাংসপেশির ও জয়েন্ট ব্যাথা বাড়ে আর, ব্যাথার জন্য সবচাইতে ভালো মানের চিকিৎসা হলো ফিজিওথেরাপি চিকিৎ...
10/01/2023

শীতকালে বিভিন্ন ধরনের মাংসপেশির ও জয়েন্ট ব্যাথা বাড়ে আর, ব্যাথার জন্য সবচাইতে ভালো মানের চিকিৎসা হলো ফিজিওথেরাপি চিকিৎসা

আমরা যেসকল রোগের চিকিৎসা সেবা দিয়ে থাকিঃ - ব্রেন স্ট্রোক, বাত ব্যাথা, কোমর ব্যাথা, ঘাঁড় ব্যাথা, কাঁধ ব্যাথা, হাতের কব্জি ব্যাথা, হাত ও পা ঝিন-ঝিন বা অবস-অবস ভাব, খেলতে গিয়ে ইনজুরির ব্যাথা(স্পোর্টস ইনজুরি) , হাঁটু ব্যাথা, পিঠে ব্যথা, ডিস্ক প্রলাপ্স, আথ্রাইটিস, টেন্ডন ও লিগামেন্ট ইঞ্জুরি, মাংস পেশির ব্যাথা, বয়স্ক জনিত সমস্যা, প্যারালাইসিস ইত্যাদি।

আমাদের বিশেষ সেবাসমূহঃ -
ম্যানুয়াল ও ম্যানিপুলেশন, হিজামা বা কাপিং থেরাপি, ড্রাই নিডলিং বা আকুপাংচার থেরাপি, ইলেক্ট্রোথেরাপি।

- এম. এ. রহিম (ফিজিও)
বিএসপিটি (ঢাঃবিঃ), এমপিএইচ (সাব), এমএফআর(ইন্ডিয়া, সিএসপিআই (বিআইএসএস), ম্যানুয়াল থেরাপি (ডব্লিউসিওএমটি), এসপিএসসি (BKSP), সি.পি (CRP & NITOR)
আকুপাংচার স্পেশালিষ্ট ও সিনিয়র ফিজিওথেরাপিস্ট, মুগদা ৫০০ শয্যা মেডিকেল কলেজ ও হাসপাতাল।

উন্নত ও মানসম্মত ফিজিওথেরাপি চিকিৎসা নিতে যোগাযোগ করুন M A Rahim Physiotherapy Centre এ।

ঠিকানাঃ
সেন্ট্রাল বাসাবো জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।
১/এ, মধ্য বাসাবো, সবুজবাগ, ঢাকা - ১২১৪
বাসাবো সিনেমা হলের পশ্চিম পার্শ্বে (টেম্পু স্ট্যান্ড)

10/01/2023
আকুপাংচার এর মাধ্যমে প্যারালাইসিস, স্ট্রোক, নার্ভের সমস্যা, বিভিন্ন ধরনের ব্যথা ইত্যাদি রোগের চিকিৎসা সম্ভব। এছাড়া এমন ক...
08/01/2023

আকুপাংচার এর মাধ্যমে প্যারালাইসিস, স্ট্রোক, নার্ভের সমস্যা, বিভিন্ন ধরনের ব্যথা ইত্যাদি রোগের চিকিৎসা সম্ভব। এছাড়া এমন কিছু জটিল রোগের চিকিৎসা করা সম্ভব যা অন্য কোন চিকিৎসা পদ্ধতিতে সম্ভব নাও হতে পারে।

আকুপাংচার চিকিৎসা পদ্ধতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃত যা দেহের নিজস্ব রোগ নিরাময়ক ক্ষমতাকে উজ্জীবিত করার মাধ্যমে সুস্থতা ফিরিয়ে আনে। এই চিকিৎসার কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। ওষুধ সেবনের প্রয়োজন হয় না, তাই ওষুধজনিত পার্শ্বপ্রতিক্রিয়া থেকে মুক্ত থাকা যায়।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়ার কারণে রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা হ্রাস পায়।

- এম. এ. রহিম (ফিজিও)
বিএসপিটি (ঢাঃবিঃ), এমপিএইচ (সাব), এমএফআর(ইন্ডিয়া, সিএসপিআই (বিআইএসএস), ম্যানুয়াল থেরাপি (ডব্লিউসিওএমটি), এসপিএসসি (BKSP), সি.পি (CRP & NITOR)
আকুপাংচার স্পেশালিষ্ট ও সিনিয়র ফিজিওথেরাপিস্ট, মুগদা ৫০০ শয্যা মেডিকেল কলেজ ও হাসপাতাল।






























05/01/2023

এডভোকেট জিয়াউর রহমান তার হাটুর ব্যাথাজনিত কারনে এম. এ. রহিম ফিজিওথেরাপি সেন্টারে আসে। দীর্ঘ দুই বছর যাবৎ তিনি এ সমস্যায় ভুগছিলেন৷ তিনি মূলত " Both Knee Osteoarthritis" এ ভুগছিলেন এবং বাম হাটুতে Degeneration বেশি ছিল। তিনি একটানা বেশিক্ষন দাঁড়িয়ে থাকতে পারতেন না৷ সিড়ি দিয়ে উঠানামা করা কষ্টসাধ্য হয়ে উঠেছিল। এছাড়াও 'Daily activities' ঠিকমতো না করতে পারার কারনে তার 'Calf Muscle' এ 'Disuse Atrophy' হয়। এমতাবস্থায় তিনি আমাদের ফিজিওথেরাপি সেন্টারে আসার পর আমরা তাকে দীর্ঘ দুই মাস রিহ্যাবিলিটেশন করার পর এখন তিনি পুরোপুরি সুস্থ।

" আগে আমি ভাল করে হাটতে পারতাম না, দাঁড়িয়ে বেশিক্ষন শুনানি করতে পারতাম না, জায়নামাজে বসে নামাজ পড়তে পারতাম না এবং প্যান এ বসে বাথরুম করতে পারতাম না। এখন আমি জায়নামাজ এ নামাজ পড়তে পারি, প্যান এ বসতে পারি এবং অনেক্ষন দাঁড়িয়ে থাকতে পারি৷ এমনকি সকাল বেলা আমি হাটতে যাই, জিম এ যাই এবং ফুটবলও খেলি৷ আমি মনে করি যে, এটা সম্পূর্ণ একজন ফিজিওথেরাপিস্ট এর অবদান৷ "

- এডভোকেট জিয়াউর রহমান
সিভিল প্রাক্টিশনার, ঢাকা জজ কোর্ট।

M A Rahim Physiotherapy Centre
https://fb.watch/hSAXBKK4NJ/

28/12/2022

Padma bridge travelling

26/12/2022

Address

27
Dhaka
1214

Telephone

+8801717866614

Website

Alerts

Be the first to know and let us send you an email when Physiofriend posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram