
02/08/2025
"চিকনগুনিয়া জ্বর চিকিৎসা ও জটিলতা কমাতে আয়ুর্বেদ অণন্য"
ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় চিকনগুনিয়া মহামারী আকার ধারণ করেছে। চিকনগুনিয়া একটি মশা বাহিত ভাইরাল জ্বর। এবারের চিকনগুনিয়া জ্বরের প্রধান লক্ষণ হলো হাই টেম্পারেচারের সাথে প্রচন্ড রকমের শরীর ও জয়েন্ট ব্যথা। ২ দিনের মধ্যে জ্বর কমে গেলেও ব্যথা মারাত্বক আকার ধারন করে। সে সাথে দুর্বলতা এবং কারো কারো ক্ষেত্রে শরীরের রেশ ও চুলকানি শুরু হয়। রােগ সেরে গেলেও কারো কারাে স্থায়ী ভাবে আর্থ্রাইটিস বা বাত-ব্যথা সৃষ্টি হতে পারে। যেহেতু এটি ভাইরাল ফিভার তাই এ রোগে এন্টিবায়ােটিকের কোন ব্যবহার প্রয়ােজন নেই। শুধুমাত্র জ্বরনাশক ঔষধ ও প্রচুর তরল খাবার খেতে হয়। এক্ষেত্রে নিম্নোক্ত আয়ুর্বেদিক ঔষধ সেবন করে ভালাে ফলাফল পাওয়া যায়।
✅ জ্বরের জন্য: অমৃতারিষ্ট (টিনোকর)
✅ ভাইরাল ইনফেকশনের জন্য: একিনাসি (ইসপেক)
✅ অতিরিক্ত ব্যথার জন্য (ডেংগু হলে দেয়া যাবে না): নগেন্দ্রবটি (আর্থ্রোনিল)
✅ জ্বর পরবর্তী দুর্বলতা কমানোর জন্য: বলারিষ্ট (এবি বলারিষ্ট)
🩺 রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মােতাবেক চলুন, ভালাে থাকুন, সুস্থ থাকুন।
জনসচেতনায়ঃ
এবি ল্যাবরেটরীজ (আয়ু)