⚠️⚠️গ্রুপ রুলস⚠️⚠️
আসসালামু আলাইকুম।
Freedom Blood Donation Agency Of Bangladesh 💝পরিবারে আপনাকে স্বাগতম । নিচের গ্রুপ রুলসগুলো সবাই মেনে চলার চেষ্টা করবেন ।
😇১/ আমরা এখানে রক্তদান নিয়ে কাজ করার জন্য এসেছি । সুতরাং রক্তদান সম্পর্কিত টপিক ব্যাতীত অন্য কোন টপিকে কথা বলা যাবে না । কথা বলতে চাইলে সবার অনুমতি নিয়ে কথা বলবেন ।
😇২/ আমরা সবাই এখানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছি । তাই আমরা সবাই ভদ্রতা আ
র বিনয়ের সাথে সবার সাথে মিলেমিশে চলব । সবার সাথে সদ্ভাব বজায় রাখবেন ।
😇৩/ কেও কারো সাথে কোন ধরনের খারাপ আচরণ বা উদ্দেশ্য করে কথা বলবেন না । কারো সাথে কোন সমস্যা হলে এডমিন প্যানেলের সাথে যোগাযোগ করে সমাধান করার চেষ্টা করবেন ।
😇৪/ কেও ভুল করলে তাকে পার্সোনালি বলে দিবেন এবং সেটাকে নিয়ে কথা বাড়াবেন না
😇৫/ মেম্বার ইনভাইট দিয়ে অসহায় মানুষের সাহায্য করার জন্য পাশে দাঁড়ানো জন্য চেষ্টা করবেন।
😇৬/ গ্রুপের এডমিন, মডারেটর আর বয়সে সিনিয়রদের মেনে চলতে হবে ।
😇৭/ প্রয়োজন ছাড়া অন্য কোন গ্রুপের নাম, লিংক, আর শেয়ার পোস্ট ব্যাবহার করা যাবেনা ।
😇৮/ ব্লাড রিকুয়েস্ট আনার আগে অবশ্যই যাচাই-বাছাই করে আনতে হবে ।
😇৯/ শিওর না হয়ে কেউ গ্রুপ এ ব্লাড এর জন্য পোস্ট দিবেন না।
😇১০/ ব্লাড ম্যানেজ হবার পরে বলে দিবেন যে ব্লাড পেয়েছেন।
😇১১/ ডোনার এর যাতায়াতের ব্যবস্থা করতে না পারলে,
যাতায়াত খরচ দিয়ে দিবেন।যেহেতু সবাই এখানে স্টুডেন্ট।
😇১২/ ব্লাড দেওয়ার পরে ডোনার এর খোজ খবর নিয়ে উওম মন-মানসিকতার পরিচয় দিন।এতে পরবর্তীতে ব্লাড পেতে সুবিধা হবে ইনশাআল্লাহ।
😇১৩/ গ্রুপে মেয়েদের ব্লাড ডোনেটের ছবি দিয়ে পোষ্ট করলে স্টিকার/ ইমুজি ব্যবহার করতে হবে । অনুমতি থাকলে সরাসরি পোস্ট করে যেতে পারে ।
😇❣️🤲আমরা সবাই আমাদের মূল্যবান সময়, শ্রম দিয়ে একত্র হয়েছি মানুষের সেবায় কাজ করার লক্ষ্যে । সেই লক্ষ্য পূরণের জন্য আমরা আমাদের পক্ষ থেকে শতভাগ চেষ্টা করব । মানবতার সেবায় এগিয়ে আসায় সবাইকে জানাই শুভেচ্ছা আর অভিনন্দন।