Freedom Blood Donation Agency Of Bangladesh

Freedom Blood Donation Agency Of Bangladesh আসসালামু আলাইকুম।
Follow Me Shaiful Islam Shawon Khan

⚠️⚠️গ্রুপ রুলস⚠️⚠️

আসসালামু আলাইকুম।
Freedom Blood Donation Agency Of Bangladesh 💝পরিবারে আপনাকে স্বাগতম । নিচের গ্রুপ রুলসগুলো সবাই মেনে চলার চেষ্টা করবেন ।

😇১/ আমরা এখানে রক্তদান নিয়ে কাজ করার জন্য এসেছি । সুতরাং রক্তদান সম্পর্কিত টপিক ব্যাতীত অন্য কোন টপিকে কথা বলা যাবে না । কথা বলতে চাইলে সবার অনুমতি নিয়ে কথা বলবেন ।

😇২/ আমরা সবাই এখানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছি । তাই আমরা সবাই ভদ্রতা আর বিনয়ের সাথে সবার সাথে মিলেমিশে চলব । সবার সাথে সদ্ভাব বজায় রাখবেন ।

😇৩/ কেও কারো সাথে কোন ধরনের খারাপ আচরণ বা উদ্দেশ্য করে কথা বলবেন না । কারো সাথে কোন সমস্যা হলে এডমিন প্যানেলের সাথে যোগাযোগ করে সমাধান করার চেষ্টা করবেন ।

😇৪/ কেও ভুল করলে তাকে পার্সোনালি বলে দিবেন এবং সেটাকে নিয়ে কথা বাড়াবেন না

😇৫/ মেম্বার ইনভাইট দিয়ে অসহায় মানুষের সাহায্য করার জন্য পাশে দাঁড়ানো জন্য চেষ্টা করবেন।

😇৬/ গ্রুপের এডমিন, মডারেটর আর বয়সে সিনিয়রদের মেনে চলতে হবে ।

😇৭/ প্রয়োজন ছাড়া অন্য কোন গ্রুপের নাম, লিংক, আর শেয়ার পোস্ট ব্যাবহার করা যাবেনা ।

😇৮/ ব্লাড রিকুয়েস্ট আনার আগে অবশ্যই যাচাই-বাছাই করে আনতে হবে ।

😇৯/ শিওর না হয়ে কেউ গ্রুপ এ ব্লাড এর জন্য পোস্ট দিবেন না।

😇১০/ ব্লাড ম্যানেজ হবার পরে বলে দিবেন যে ব্লাড পেয়েছেন।

😇১১/ ডোনার এর যাতায়াতের ব্যবস্থা করতে না পারলে,
যাতায়াত খরচ দিয়ে দিবেন।যেহেতু সবাই এখানে স্টুডেন্ট।

😇১২/ ব্লাড দেওয়ার পরে ডোনার এর খোজ খবর নিয়ে উওম মন-মানসিকতার পরিচয় দিন।এতে পরবর্তীতে ব্লাড পেতে সুবিধা হবে ইনশাআল্লাহ।

😇১৩/ গ্রুপে মেয়েদের ব্লাড ডোনেটের ছবি দিয়ে পোষ্ট করলে স্টিকার/ ইমুজি ব্যবহার করতে হবে । অনুমতি থাকলে সরাসরি পোস্ট করে যেতে পারে ।

😇❣️🤲আমরা সবাই আমাদের মূল্যবান সময়, শ্রম দিয়ে একত্র হয়েছি মানুষের সেবায় কাজ করার লক্ষ্যে । সেই লক্ষ্য পূরণের জন্য আমরা আমাদের পক্ষ থেকে শতভাগ চেষ্টা করব । মানবতার সেবায় এগিয়ে আসায় সবাইকে জানাই শুভেচ্ছা আর অভিনন্দন।

Address

Dhaka
Dhaka
1236

Alerts

Be the first to know and let us send you an email when Freedom Blood Donation Agency Of Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Freedom Blood Donation Agency Of Bangladesh:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category