22/02/2020
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি এবং বাঙালি জাতিস্বত্বার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবর্ষ -২০২০ উপলক্ষে তার স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদনের লক্ষ্যে আগামি ২৮শে ফেব্রুয়ারি-২০২০, রোজ শুক্রবার সারাদিন ব্যাপী
বাংলাদেশ নিউট্রিশন এন্ড ডায়টেটিকস ফোরাম (বিএনডিএফ) এবং শিবচর উপজেলা সমিতি এর যৌথ উদ্দোগে ফ্রী স্বাস্থ্য সেবা পরিচালিত হবে ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চীফ হুইফ, সেক্রেটারি, বাংলাদেশ আওয়ামীলীগের পার্লামেন্টারী পার্টি ও প্রধান উপদেষ্টা শিবচর জেলা সমিতি, জনাব, নূর-ই-আলম চৌধুরী এম পি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব শবনম জাহান এমপি।
উক্ত অনুষ্ঠানে সেবাদানকারি চিকিৎসকগণ হলেনঃ
- ডাঃ মীর আতিকুর রহমান
মেডিসিন বিশেষজ্ঞ ,
ইউনাইটেড হাসপাতাল, ঢাকা।
-সহকারী অধ্যাপক ডাঃ ইফতেখার আলম
হৃদরোগ, ডায়বেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ , জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা
-সহযোগী অধ্যাপক ডাঃ আমিরুল খসরু
হৃদরোগ, বাতজ্বর ও মেডিসিন বিশেষজ্ঞ , শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল,খুলনা।
- সহযোগী অধ্যাপক ডাঃ আফরোজা খানম,
প্রসূতি বিদ্যা, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ও সার্জন , খুলনা মেডিকেল কলেজ,
- অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম , শিশু ও বক্ষব্যাধি রোগ বিশেষজ্ঞ,ঢাকা শিশু হাসপাতাল
-ডাঃ এস এম ফায়সাল বারী
নাক, কান ও গলা বিশেষজ্ঞ , বিএসএমএমইউ ,ঢাকা
-ডাঃ শরিফুল ইসলাম
সার্জারী ও ডায়াবেটিস বিশেষজ্ঞ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।
-ডাঃ রীপন আলী
চক্ষু বিশেষজ্ঞ, বাংলাদেশ ইসলামিয়া চক্ষু হাসপাতাল, ঢাকা
-আক্তারা বেগম দুলি
চক্ষু পরীক্ষা , গ্রীন লাইফ হাসপাতাল । ঢাকা
- ডা এম হাদীঊজ্জামান
ডেন্টাল সার্জন , গনবিশ্ববিদ্যালয় ,সাভার ,ঢাকা
-ডা মোঃ শাহাদাত হোসেন
বাতজর বিশেষজ্ঞ , বি এস এম এম ইউ ,ঢাকা.
বাংলাদেশ নিউট্রিশন এন্ড ডায়টেটিকস ফোরাম (বিএনডিএফ) এর পক্ষ থেকে পুষ্টি পরামর্শ প্রদান করবেনঃ
- শামসুন্নাহার মহুয়া
প্রধান পুষ্টিবিদ ও বিভাগীয় প্রধান, বারডেম হাসপাতাল , ঢাকা
-তামান্না চৌধুরী
প্রধান পুষ্টিবিদ ও বিভাগীয় প্রধান,এপোলো হসপিটাল , ঢাকা
- সুফিয়া হেলেন
প্রধান পুষ্টিবিদ,আনোয়ার খান মর্ডান হাসপাতাল, ঢাকা
- সালমা পারভিন কলি
প্রধান পুষ্টিবিদ ও বিভাগীয় প্রধান ল্যাব এইড হাসপাতাল, ঢাকা
- শাহিদা করিম
সিনিয়র পুষ্টিবিদ,বারডেম হাসপাতাল, ঢাকা
- তৃপ্তি চৌধুরী,
সিনিয়র পুষ্টিবিদ,বি এস এম এম ইউ , ঢাকা
- চৌধুরী তাসনীম হাসিন
প্রধান পুষ্টিবিদ ও বিভাগীয় প্রধান,ইউনাইটেড হসপিটাল,ঢাকা
- মোঃ ইমদাদ হোসেন শপথ
পুষ্টিবিদ, থাইরওকেয়ার
- সৈয়াদা আফরিন এমি
সিনিয়র পুষ্টিবিদ,এপোলো হসপিটাল ঢাকা
- জান্নাতুল নাঈমা
পুষ্টি বিদ, এপোলো হসপিটাল , ঢাকা.