Dr. Shajia Fatema Zafar-Infertility Specialist

Dr. Shajia Fatema Zafar-Infertility Specialist As an Infertility and IVF Specialist, I'm able to play a small role in the miraculous process of conception and early pregnancy.

নিঃসন্তান নারীদের ক্যান্সারের ঝুঁকি জানুন, সচেতন হোন!গবেষণায় দেখা গেছে নিঃসন্তান নারীদের স্তন ক্যান্সার ও ডিম্বাশয়ের ক্য...
21/10/2025

নিঃসন্তান নারীদের ক্যান্সারের ঝুঁকি জানুন, সচেতন হোন!

গবেষণায় দেখা গেছে
নিঃসন্তান নারীদের স্তন ক্যান্সার ও ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলকভাবে বেশি।
এটি মূলত শরীরে হরমোনের ভারসাম্যহীনতা ও প্রজননজনিত কারণের সঙ্গে সম্পর্কিত।

প্রজনন স্বাস্থ্য শুধু সন্তান ধারণের বিষয় নয়,
এটি নারীস্বাস্থ্যের সার্বিক ভারসাম্য রক্ষার গুরুত্বপূর্ণ অংশ।
তাই সময়মতো চিকিৎসা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সচেতনতা
এই তিনটিই হতে পারে প্রতিরোধের প্রথম ধাপ।

বন্ধ্যাত্ব ও আইভিএফ স্পেশালিষ্ট

👩‍⚕️ডা: সাজিয়া ফাতেমা জাফর
এমএস (গাইনী এন্ড অবস্)
এমসিপিএস (গাইনী এন্ড অবস্)
এমবিবিএস (এসএসএমসি)
এফআরএম (বন্ধ্যাত্বে ফেলোশিপ, ইন্ডিয়া)
সিনিয়র কনসালটেন্ট

🏨 নোভা আইভিএফ ফার্টিলিটি (বনানী, ঢাকা)
🩺 চেম্বার: প্রতিদিন (শুক্রবার বন্ধ)
⏰ সময়: সকাল ১১:৩০ টা -সন্ধ্যা ৬ টা
📌 ঠিকানা: ৫৭, কেবিপিডি কমপ্লেক্স-লেভেল ৩, রোড ১১, বনানী, ঢাকা-১২১৩
📞 এ্যাপয়েন্টমেন্ট: 01330-992820

🏨 প্রাভা হেলথ (বনানী, ঢাকা)
🩺 চেম্বার: প্রতিদিন (শুক্রবার বন্ধ)
⏰ সময়: সন্ধ্যা ৬:৩০ টা - রাত ৯ টা
📌 ঠিকানা: প্লট ৯, রোড ১৭, ব্লক সি, বনানী, ঢাকা
📞 এ্যাপয়েন্টমেন্ট: 01330-992820, 10648

20/10/2025

“বাচ্চা নেওয়ার আগে ভাবুন, ফার্টিলিটি চেকআপ কি করেছেন”?

মাতৃত্ব বা পিতৃত্বের যাত্রা শুরু করার আগে অনেকেই শুধু স্বপ্ন দেখেন, কিন্তু স্বাস্থ্যগত প্রস্তুতির দিকটা খেয়াল করেন না। অথচ ফার্টিলিটি চেকআপ আপনাকে দিতে পারে নিশ্চিন্ত ভবিষ্যতের আশ্বাস।

👉 ফার্টিলিটি চেকআপ করলে প্রজনন সক্ষমতা সম্পর্কে আগাম ধারণা পাওয়া যায়, হরমোন বা প্রজননজনিত কোনো সমস্যা থাকলে তা দ্রুত সমাধান করা যায়, গর্ভধারণে জটিলতা এড়ানো যায়, সুস্থ ও নিরাপদ মাতৃত্বের সম্ভাবনা বৃদ্ধি পায়।

আজকে আপনাদের জন্য আলোচনা করব-
বাচ্চা নেওয়ার আগে ফার্টিলিটি চেকআপ কেন জরুরী?

আশা করছি আপনারা সঠিক ধারণা পেয়ে যাবেন 🙂

বন্ধ্যাত্ব ও আইভিএফ স্পেশালিষ্ট-
👩‍⚕️ডা: সাজিয়া ফাতেমা জাফর

ডিম্বনালী কেন বন্ধ হয়ে যায়?সন্তান নেওয়ার পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ডিম্বনালী (Fallopian Tube)। এটি হলো সেই সেত...
19/10/2025

ডিম্বনালী কেন বন্ধ হয়ে যায়?

সন্তান নেওয়ার পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ডিম্বনালী (Fallopian Tube)। এটি হলো সেই সেতু, যার মাধ্যমে ডিম্বাণু ও শুক্রাণু মিলিত হয়ে নিষেক ঘটে। কিন্তু কোনো কারণে যদি এই নালী বন্ধ হয়ে যায়, তাহলে স্বাভাবিকভাবে গর্ভধারণ ব্যাহত হয়, সৃষ্টি হয় বন্ধ্যাত্বের সমস্যা।

ডিম্বনালী বন্ধ হওয়ার প্রধান কারণসমূহঃ

সংক্রমণ ও প্রদাহ (Pelvic Infection / PID):
দীর্ঘদিনের সংক্রমণ ডিম্বনালীতে প্রদাহ সৃষ্টি করে, যা পরে স্থায়ীভাবে নালী বন্ধ করে দিতে পারে।

এন্ডোমেট্রিওসিস (Endometriosis):
জরায়ুর টিস্যু যখন ভুল স্থানে, যেমন ডিম্বনালীর বাইরে বেড়ে ওঠে, তখন এটি নালীকে ব্লক বা ক্ষতিগ্রস্ত করতে পারে।

হরমোনের ভারসাম্যহীনতা (Hormonal Imbalance):
হরমোনের অসামঞ্জস্য ডিম্বাণুর স্বাভাবিক উৎপাদন ও ডিম্বনালীর কার্যক্রম ব্যাহত করে, যার ফলে ডিম্বাণু ও শুক্রাণুর মিলন ব্যর্থ হয়।

পলিসিস্টিক ওভারি সিনড্রোম (PCOS):
PCOS-এ অনিয়মিত মাসিক ও হরমোনজনিত জটিলতা ডিম্বাশয়ের কার্যক্রমে সমস্যা তৈরি করে, যা পরোক্ষভাবে নালীর স্বাভাবিক ফাংশনেও প্রভাব ফেলে।

জরায়ুর ফাইব্রয়েড (Uterine Fibroid):
জরায়ুর অভ্যন্তরে বড় ফাইব্রয়েড থাকলে তা নালী বা জরায়ুর মুখে চাপ সৃষ্টি করে, ফলে নালী বন্ধ বা বাঁকানো হয়ে যেতে পারে।

পূর্বের অপারেশন বা এক্সট্রা ইউটেরাইন প্রেগন্যান্সি:
আগের অস্ত্রোপচার বা টিউবে গর্ভধারণের ফলে নালীর অভ্যন্তরীণ ক্ষতি হতে পারে।

কিভাবে জানা যাবে নালী বন্ধ কিনা?

HSG (Hysterosalpingogram): এক্স-রে মাধ্যমে নালী খোলা বা বন্ধ তা নির্ণয় করা হয়।
ল্যাপারোস্কপি: ক্যামেরার সাহায্যে সরাসরি দেখা যায় ডিম্বনালীর অবস্থা।

চিকিৎসা ও সমাধানঃ

প্রাথমিক অবস্থায় ওষুধ ও সার্জারির মাধ্যমে অনেক সময় নালী খোলা সম্ভব।
সম্পূর্ণ ব্লক বা ক্ষতিগ্রস্ত নালী থাকলে IVF (Test Tube Baby) চিকিৎসাই সবচেয়ে নিরাপদ ও কার্যকর পদ্ধতি।

“ডিম্বনালী ব্লক মানেই গর্ভধারণের শেষ নয়। সময়মতো সঠিক পরীক্ষা, চিকিৎসা ও মানসিক দৃঢ়তা- এই তিনটি জিনিসই নতুন জীবনের আশাকে বাস্তবে রূপ দিতে পারে।”

বন্ধ্যাত্ব ও আইভিএফ স্পেশালিষ্ট
👩‍⚕️ডা: সাজিয়া ফাতেমা জাফর
এমএস (গাইনী এন্ড অবস্)
এমসিপিএস (গাইনী এন্ড অবস্)
এমবিবিএস (এসএসএমসি)
এফআরএম (বন্ধ্যাত্বে ফেলোশিপ, ইন্ডিয়া)
সিনিয়র কনসালটেন্ট

🏨 নোভা আইভিএফ ফার্টিলিটি (বনানী, ঢাকা)
🩺 চেম্বার: প্রতিদিন (শুক্রবার বন্ধ)
⏰ সময়: সকাল ১১:৩০ টা -সন্ধ্যা ৬ টা
📌 ঠিকানা: ৫৭, কেবিপিডি কমপ্লেক্স-লেভেল ৩, রোড ১১, বনানী, ঢাকা-১২১৩
📞 এ্যাপয়েন্টমেন্ট: 01330-992820

🏨 প্রাভা হেলথ (বনানী, ঢাকা)
🩺 চেম্বার: প্রতিদিন (শুক্রবার বন্ধ)
⏰ সময়: সন্ধ্যা ৬:৩০ টা - রাত ৯ টা
📌 ঠিকানা: প্লট ৯, রোড ১৭, ব্লক সি, বনানী, ঢাকা
📞 এ্যাপয়েন্টমেন্ট: 01330-992820, 10648

গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি...
18/10/2025

গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি...

বন্ধ্যাত্ব ও আইভিএফ স্পেশালিষ্ট-👩‍⚕️ডা: সাজিয়া ফাতেমা জাফরএমএস (গাইনী এন্ড অবস্)এমসিপিএস (গাইনী এন্ড অবস্)এমবিবিএস (এসএস...
18/10/2025

বন্ধ্যাত্ব ও আইভিএফ স্পেশালিষ্ট-
👩‍⚕️ডা: সাজিয়া ফাতেমা জাফর
এমএস (গাইনী এন্ড অবস্)
এমসিপিএস (গাইনী এন্ড অবস্)
এমবিবিএস (এসএসএমসি)
এফআরএম (বন্ধ্যাত্বে ফেলোশিপ, ইন্ডিয়া)
সিনিয়র কনসালটেন্ট

🏨 নোভা আইভিএফ ফার্টিলিটি (বনানী, ঢাকা)
🩺 চেম্বার: প্রতিদিন (শুক্রবার বন্ধ)
⏰ সময়: সকাল ১১:৩০ টা -সন্ধ্যা ৬ টা
📌 ঠিকানা: ৫৭, কেবিপিডি কমপ্লেক্স-লেভেল ৩, রোড ১১, বনানী, ঢাকা-১২১৩
📞 এ্যাপয়েন্টমেন্ট: 01330-992820

🏨 প্রাভা হেলথ (বনানী, ঢাকা)
🩺 চেম্বার: প্রতিদিন (শুক্রবার বন্ধ)
⏰ সময়: সন্ধ্যা ৬:৩০ টা - রাত ৯ টা
📌 ঠিকানা: প্লট ৯, রোড ১৭, ব্লক সি, বনানী, ঢাকা
📞 এ্যাপয়েন্টমেন্ট: 01330-992820, 10648

আলহামদুলিল্লাহ! ভালবাসাই ঘেরা কিছু সুন্দর মুহূর্ত। ❤বন্ধ্যাত্ব ও আইভিএফ স্পেশালিষ্ট👩‍⚕️ডা: সাজিয়া ফাতেমা জাফরএমএস (গাইনী...
17/10/2025

আলহামদুলিল্লাহ!
ভালবাসাই ঘেরা কিছু সুন্দর মুহূর্ত। ❤

বন্ধ্যাত্ব ও আইভিএফ স্পেশালিষ্ট
👩‍⚕️ডা: সাজিয়া ফাতেমা জাফর
এমএস (গাইনী এন্ড অবস্)
এমসিপিএস (গাইনী এন্ড অবস্)
এমবিবিএস (এসএসএমসি)
এফআরএম (বন্ধ্যাত্বে ফেলোশিপ, ইন্ডিয়া)
সিনিয়র কনসালটেন্ট

🏨 নোভা আইভিএফ ফার্টিলিটি (বনানী, ঢাকা)
🩺 চেম্বার: প্রতিদিন (শুক্রবার বন্ধ)
⏰ সময়: সকাল ১১:৩০ টা -সন্ধ্যা ৬ টা
📌 ঠিকানা: ৫৭, কেবিপিডি কমপ্লেক্স-লেভেল ৩, রোড ১১, বনানী, ঢাকা-১২১৩
📞 এ্যাপয়েন্টমেন্ট: 01330-992820

🏨 প্রাভা হেলথ (বনানী, ঢাকা)
🩺 চেম্বার: প্রতিদিন (শুক্রবার বন্ধ)
⏰ সময়: সন্ধ্যা ৬:৩০ টা - রাত ৯ টা
📌 ঠিকানা: প্লট ৯, রোড ১৭, ব্লক সি, বনানী, ঢাকা
📞 এ্যাপয়েন্টমেন্ট: 01330-992820, 10648

কিছু গল্প কখনো পূর্ণ হয় না,কিছু ভালোবাসা রয়ে যায় নিঃশব্দ স্মৃতিতে… আজকের দিনটি সেই সমস্ত ছোট্ট প্রাণদের জন্য,যারা পৃথিবী...
15/10/2025

কিছু গল্প কখনো পূর্ণ হয় না,
কিছু ভালোবাসা রয়ে যায় নিঃশব্দ স্মৃতিতে…

আজকের দিনটি সেই সমস্ত ছোট্ট প্রাণদের জন্য,
যারা পৃথিবীর আলো দেখার আগেই হয়ে গেছে আকাশের তারা।

তাদের প্রতিটি স্মৃতি এক অনন্ত ভালোবাসা,
প্রতিটি মায়ের হৃদয়ে জ্বলে এক মোমের আলো
আশা, শ্রদ্ধা ও অমলিন ভালোবাসার প্রতীক হয়ে।

Infertility at a young age can be caused by a variety of factors, including both medical and lifestyle-related issues. S...
14/10/2025

Infertility at a young age can be caused by a variety of factors, including both medical and lifestyle-related issues. Some common causes include:

▪ Hormonal Imbalances:
Conditions like polycystic o***y syndrome (PCOS) in women or low testosterone levels in men can disrupt normal reproductive functions.

▪ Ovulation Disorders:
Irregular or absent ovulation due to stress, eating disorders, or thyroid problems can lead to infertility.

▪ Tubal or Uterine Issues:
Blocked fallopian tubes, endometriosis, or uterine abnormalities can prevent fertilization or implantation.

▪ Male Factor Infertility:
Low s***m count, poor s***m motility, or structural problems (like varicocele or testicular injury) can affect fertility.

▪ Genetic Factors:
Certain inherited conditions may affect egg or s***m quality, or reproductive organ development.

▪ Lifestyle and Environmental Factors:
Smoking, alcohol, and drug use, Poor diet and obesity, Exposure to toxins or radiation, Excessive stress or lack of sleep

▪ Infections or STDs:
Untreated sexually transmitted infections (like chlamydia or gonorrhea) can damage reproductive organs.

▪ Early Menopause or Ovarian Failure:
Some women experience premature ovarian insufficiency, leading to early loss of fertility.

Infertility is not the end- with the right treatment and counseling in time, the happiness of the child can be achieved . ❤

Dr. Shajia Fatem Zafar
Infertility & IVF Specialist
Consultant
Nova IVF Fertility Bangladesh

13/10/2025

ডিম্বাণু ফ্রিজিং: আধুনিক নারীর স্মার্ট সিদ্ধান্ত।
Egg Freezing আপনাকে দেয়– ভবিষ্যতের মাতৃত্বের নিশ্চয়তা ও স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ।

টিউবাল ফ্যাক্টর কি মা হওয়ার পথে অদৃশ্য বাঁধার সৃষ্টি করে?📍 গবেষণায় দেখা গিয়েছে, এটি বন্ধ্যাত্বের অন্যতম সাধারণ কারণ, প...
12/10/2025

টিউবাল ফ্যাক্টর কি মা হওয়ার পথে অদৃশ্য বাঁধার সৃষ্টি করে?
📍 গবেষণায় দেখা গিয়েছে, এটি বন্ধ্যাত্বের অন্যতম সাধারণ কারণ, প্রায় ৩০–৪০% নারী বন্ধ্যাত্বের পেছনে এই কারণ কাজ করে।

নারীর ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হয়ে ফ্যালোপিয়ান টিউবের মধ্য দিয়ে শুক্রাণুর সাথে মিলিত হয়। যদি টিউব ব্লক বা ক্ষতিগ্রস্ত থাকে, তাহলে এই মিলনই সম্ভব হয় না ফলে গর্ভধারণে বাধা সৃষ্টি হয়।

➡️ পেলভিক ইনফেকশন, যক্ষ্মা, পূর্বের অস্ত্রোপচার, এন্ডোমেট্রিওসিস, একটোপিক প্রেগন্যান্সি প্রভৃতি টিউবাল ফ্যাক্টর বন্ধ্যাত্বের প্রধান কারণ হিসেবে চিহ্নিত।

🩺 নির্ণয় পদ্ধতি:
হিস্টেরোসালপিনগ্রাম (HSG):
একটি এক্স-রে পরীক্ষা, যেখানে জরায়ু ও ফ্যালোপিয়ান টিউবের মধ্যে একটি ডাই প্রবাহিত করে ব্লকেজ চিহ্নিত করা হয়।

ল্যাপারোস্কপি:
একটি ছোট অস্ত্রোপচার পদ্ধতি, যা টিউবের অবস্থা সরাসরি দেখতে সাহায্য করে।

সময়মতো পরীক্ষা ও সঠিক চিকিৎসাই হতে পারে আপনার মা হওয়ার যাত্রার প্রথম পদক্ষেপ।

বন্ধ্যাত্ব ও আইভিএফ স্পেশালিষ্ট
👩‍⚕️ডা: সাজিয়া ফাতেমা জাফর
এমএস (গাইনী এন্ড অবস্)
এমসিপিএস (গাইনী এন্ড অবস্)
এমবিবিএস (এসএসএমসি)
এফআরএম (বন্ধ্যাত্বে ফেলোশিপ, ইন্ডিয়া)
সিনিয়র কনসালটেন্ট

🏨 নোভা আইভিএফ ফার্টিলিটি (বনানী, ঢাকা)
🩺 চেম্বার: প্রতিদিন (শুক্রবার বন্ধ)
⏰ সময়: সকাল ১১:৩০ টা -সন্ধ্যা ৬ টা
📌 ঠিকানা: ৫৭, কেবিপিডি কমপ্লেক্স-লেভেল ৩, রোড ১১, বনানী, ঢাকা-১২১৩
📞 এ্যাপয়েন্টমেন্ট: 01330-992820

🏨 প্রাভা হেলথ (বনানী, ঢাকা)
🩺 চেম্বার: প্রতিদিন (শুক্রবার বন্ধ)
⏰ সময়: সন্ধ্যা ৬:৩০ টা - রাত ৯ টা
📌 ঠিকানা: প্লট ৯, রোড ১৭, ব্লক সি, বনানী, ঢাকা
📞 এ্যাপয়েন্টমেন্ট: 01330-992820, 10648

❤ IVF শুধু চিকিৎসা নয়, এটা হতে পারে আশার এক নতুন সূচনা।আমার এই পেশেন্ট একটি সন্তানের আশায় অনেকদিন ধরেই চেষ্টা করছিলেন। ...
10/10/2025

❤ IVF শুধু চিকিৎসা নয়, এটা হতে পারে আশার এক নতুন সূচনা।

আমার এই পেশেন্ট একটি সন্তানের আশায় অনেকদিন ধরেই চেষ্টা করছিলেন। ডাক্তারের পর ডাক্তার, অগণিত টেস্ট, অসংখ্য ওষুধ, সবকিছু করেও যখন কোনো ফল মিলছিল না,
তখন এক সময় মনে হয়েছিল… হয়তো আর সম্ভব না।

অবশেষে, শেষ আশ্রয় হিসেবে তিনি এলেন আমার চেম্বারে।
সমস্ত রিপোর্ট খুঁটিয়ে দেখার পর সিদ্ধান্ত নিলাম-
এবার IVF করা হবে।তারাও চেয়েছিল একবার শেষ চেষ্টা করতে।

১৫ দিন আগে ল্যাবে ডিম্বাণু ও শুক্রাণু মিশিয়ে ভ্রূণ তৈরি করা হয়। এবং সবচেয়ে ভালো মানের ভ্রূণটি IVF পদ্ধতিতে সফলভাবে তার জরায়ুতে প্রতিস্থাপন করা হয়।

আলহামদুলিল্লাহ!
আজ তারা হাতে পেয়েছে তাদের জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত রিপোর্ট...
β-hCG: Positive ✅

সেই ছোট্ট সংখ্যাটাই আজ আশার আলো হয়ে জ্বলে উঠেছে।
এক নতুন জীবনের সূচনায় দোয়া করবেন এই দম্পতি ও তাদের অনাগত সন্তানের জন্য।

বন্ধ্যাত্ব ও আইভিএফ স্পেশালিষ্ট
ডা: সাজিয়া ফাতেমা জাফর

প্রত্যেকটি হারানো শিশুর স্মৃতি হয়ে থাকে অমলিন,প্রত্যেকটি মা-বাবার বেদনা – অব্যক্ত কিন্তু গভীর।এই সপ্তাহে আমরা শ্রদ্ধা জা...
09/10/2025

প্রত্যেকটি হারানো শিশুর স্মৃতি হয়ে থাকে অমলিন,
প্রত্যেকটি মা-বাবার বেদনা – অব্যক্ত কিন্তু গভীর।

এই সপ্তাহে আমরা শ্রদ্ধা জানাই সেইসব পরিবারকে,
যারা তাদের সন্তানের শূন্যতা বুকে ধারণ করে এগিয়ে যাচ্ছেন জীবনের পথে।

আপনার এই যাত্রায় আপনি একা নন- আমরা আছি আপনার।

Address

Plot 9, Road 17, Block C, Banani
Dhaka
1213

Opening Hours

Monday 10:00 - 21:00
Tuesday 10:00 - 21:00
Wednesday 10:00 - 21:00
Thursday 10:00 - 21:00
Saturday 10:00 - 21:00
Sunday 10:00 - 21:00

Telephone

+8801330992820

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Shajia Fatema Zafar-Infertility Specialist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram