19/10/2025
ডিম্বনালী কেন বন্ধ হয়ে যায়?
সন্তান নেওয়ার পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ডিম্বনালী (Fallopian Tube)। এটি হলো সেই সেতু, যার মাধ্যমে ডিম্বাণু ও শুক্রাণু মিলিত হয়ে নিষেক ঘটে। কিন্তু কোনো কারণে যদি এই নালী বন্ধ হয়ে যায়, তাহলে স্বাভাবিকভাবে গর্ভধারণ ব্যাহত হয়, সৃষ্টি হয় বন্ধ্যাত্বের সমস্যা।
ডিম্বনালী বন্ধ হওয়ার প্রধান কারণসমূহঃ
সংক্রমণ ও প্রদাহ (Pelvic Infection / PID):
দীর্ঘদিনের সংক্রমণ ডিম্বনালীতে প্রদাহ সৃষ্টি করে, যা পরে স্থায়ীভাবে নালী বন্ধ করে দিতে পারে।
এন্ডোমেট্রিওসিস (Endometriosis):
জরায়ুর টিস্যু যখন ভুল স্থানে, যেমন ডিম্বনালীর বাইরে বেড়ে ওঠে, তখন এটি নালীকে ব্লক বা ক্ষতিগ্রস্ত করতে পারে।
হরমোনের ভারসাম্যহীনতা (Hormonal Imbalance):
হরমোনের অসামঞ্জস্য ডিম্বাণুর স্বাভাবিক উৎপাদন ও ডিম্বনালীর কার্যক্রম ব্যাহত করে, যার ফলে ডিম্বাণু ও শুক্রাণুর মিলন ব্যর্থ হয়।
পলিসিস্টিক ওভারি সিনড্রোম (PCOS):
PCOS-এ অনিয়মিত মাসিক ও হরমোনজনিত জটিলতা ডিম্বাশয়ের কার্যক্রমে সমস্যা তৈরি করে, যা পরোক্ষভাবে নালীর স্বাভাবিক ফাংশনেও প্রভাব ফেলে।
জরায়ুর ফাইব্রয়েড (Uterine Fibroid):
জরায়ুর অভ্যন্তরে বড় ফাইব্রয়েড থাকলে তা নালী বা জরায়ুর মুখে চাপ সৃষ্টি করে, ফলে নালী বন্ধ বা বাঁকানো হয়ে যেতে পারে।
পূর্বের অপারেশন বা এক্সট্রা ইউটেরাইন প্রেগন্যান্সি:
আগের অস্ত্রোপচার বা টিউবে গর্ভধারণের ফলে নালীর অভ্যন্তরীণ ক্ষতি হতে পারে।
কিভাবে জানা যাবে নালী বন্ধ কিনা?
HSG (Hysterosalpingogram): এক্স-রে মাধ্যমে নালী খোলা বা বন্ধ তা নির্ণয় করা হয়।
ল্যাপারোস্কপি: ক্যামেরার সাহায্যে সরাসরি দেখা যায় ডিম্বনালীর অবস্থা।
চিকিৎসা ও সমাধানঃ
প্রাথমিক অবস্থায় ওষুধ ও সার্জারির মাধ্যমে অনেক সময় নালী খোলা সম্ভব।
সম্পূর্ণ ব্লক বা ক্ষতিগ্রস্ত নালী থাকলে IVF (Test Tube Baby) চিকিৎসাই সবচেয়ে নিরাপদ ও কার্যকর পদ্ধতি।
“ডিম্বনালী ব্লক মানেই গর্ভধারণের শেষ নয়। সময়মতো সঠিক পরীক্ষা, চিকিৎসা ও মানসিক দৃঢ়তা- এই তিনটি জিনিসই নতুন জীবনের আশাকে বাস্তবে রূপ দিতে পারে।”
বন্ধ্যাত্ব ও আইভিএফ স্পেশালিষ্ট
👩⚕️ডা: সাজিয়া ফাতেমা জাফর
এমএস (গাইনী এন্ড অবস্)
এমসিপিএস (গাইনী এন্ড অবস্)
এমবিবিএস (এসএসএমসি)
এফআরএম (বন্ধ্যাত্বে ফেলোশিপ, ইন্ডিয়া)
সিনিয়র কনসালটেন্ট
🏨 নোভা আইভিএফ ফার্টিলিটি (বনানী, ঢাকা)
🩺 চেম্বার: প্রতিদিন (শুক্রবার বন্ধ)
⏰ সময়: সকাল ১১:৩০ টা -সন্ধ্যা ৬ টা
📌 ঠিকানা: ৫৭, কেবিপিডি কমপ্লেক্স-লেভেল ৩, রোড ১১, বনানী, ঢাকা-১২১৩
📞 এ্যাপয়েন্টমেন্ট: 01330-992820
🏨 প্রাভা হেলথ (বনানী, ঢাকা)
🩺 চেম্বার: প্রতিদিন (শুক্রবার বন্ধ)
⏰ সময়: সন্ধ্যা ৬:৩০ টা - রাত ৯ টা
📌 ঠিকানা: প্লট ৯, রোড ১৭, ব্লক সি, বনানী, ঢাকা
📞 এ্যাপয়েন্টমেন্ট: 01330-992820, 10648