08/02/2024
আমার জীবনের সত্য ঘটনা শুনুন, আমি জানি এই সমস্যায় অনেকেই পড়েছেন। তাই সকলের সম্পূর্ণ পড়া উচিৎ।
আমার অবস্হা এমন হয়ে পড়েছিলো যে আমার স্ত্রী আমার কাছেই শুয়ে থাকতো বা সহবাস করার জন্য আহবান করতো, কিন্তু আমার লিংগ কোনমতেই দাড় করাতে পারতাম না। এমনকি সহবাস করার কোন ইচ্ছাই আমার মনে জাগতো না। অনেক্ষন পর যদিও দাঁড় করাতে পারতাম কিন্তু সহবাসের মধ্যেই লিংগ নিস্তেজ হয়ে পড়তো। তারপর আর সহবাস করতে পারতাম না।
যার কারনে আমার স্ত্রী তালাক নিয়ে চলেও গেছে। তারপর এমবিবিএস ডাক্টার দেখাইলাম, রক্ত পরিক্ষা করলো। তারপর ঔষধ দিলো সেগুলো খেলাম এবং খাওয়ার সময় ভালোই রেজাল্ট পাচ্ছিলাম আলহামদুলিল্লাহ। তারপর আরেকটা বিবাহ করি, ৪/৫ মাস ঔষধ খেয়ে অনেক টাকা খরচ করে ফেলি। তারপর ঔষধ খাওয়া বাদ দিলাম, বাদ দেয়ার ২ দিন পর থেকেই আবারো সেই সমস্যা।
আগ্রহ হারিয়ে গেলো, সহবাস করার ইচ্ছাই জাগতো না। জোর করে ইচ্ছা জাগানোর চেষ্টা করতাম কিন্তু লিংগ দাঁড় করাতে পারতাম না। আমি জীবনের আশা ছেড়েই দিয়েছিলাম। আমার স্ত্রীকে বলতেই চাচ্ছিলাম যে তুমি আমাকে তালাক দিয়ে চলে যাও কারন আমি তোমার চাহিদা পূরণ করতে পারতেছি না। এর মধ্যেই আমার বন্ধুরও সেম সমস্যা ছিলো। আমার সেই বন্ধু, হাতে তৈরী করা অর্গানিক সব উপাদান দিয়ে বানানো হালুয়া এবং মিক্স পাউডার খেয়ে ভালো হয়েছে। ওর পরামর্শে সেই ঔষধ আমিও সেবন করি। হয়তো বিশ্বাস করবেন না, আমি নিজেই বিশ্বাস করতে পারতেছিলাম না যে কিভাবে সম্ভব এতো তারাতারি আমি সুস্থ হচ্ছি।
১ মাস খেয়েই আমি এখন আমার স্ত্রীর কাছে বাঘ হয়েছি।
এখন স্ত্রী কাছে থাকলে আর নিজেকে কন্ট্রোলে রাখতে পারি না।
আমি জানি এই সমস্যায় অনেকেই পড়েছেন। আমার মতো এই সমস্যার জন্য অনেক টাকাও খরচ করেও কোন ভালো রেজাল্ট পাননি। আমি তাদের কে সাহায্য করার জন্যই এটা নিয়ে কাজ করে যাচ্ছি। কারন আমি জানি বাজারে যৌন ঔষধ নামে সব ওয়ানটাইম ঔষধ সরবরাহ করা হয়। যে গুলো খাওয়া বাদ দেয়ার ১ দিন পরেই কাজ করা বন্ধ করে দেয়। যারা এই সমস্যার মধ্যে আছেন, তাদের উদ্দেশ্যে আমার আহবান থাকলো, জীবনের শেষ চিকিৎসা হিসেবে হলেও এই ঔষধ আপনাদের খাওয়া উচিৎ।
আমার জীবনের কথা ১০০℅ সত্য, প্রমান করতে চাইলে নিচে নাম্বার দেয়া থাকবে। চলে আসুন আমার এলাকায়।এবং আমার আগের শশুরবাড়ির কাছে গিয়ে খোজ নিয়ে দেখুন তারা কেন আমার কাছ থেকে তার মেয়েকে তালাক দিয়ে নিয়ে গেছে।
যদি মিথ্যা বলে থাকি এবং প্রমান করতে পারেন তাহলে নগদ ৫০ হাজার টাকা জরিমানা দিবো ইনশাআল্লাহ। তারপরও, অসুখ আপনার, টাকাও আপনার। সিদ্ধান্ত আপনিই নিবেন।
যারা এই সমস্যার মধ্যে দিনযাপন করতেছেন তাদের কে আমি বলবো, জীবনের শেষ চিকিৎসা হিসেবে ১ মাস খেয়ে দেখুন।
যে কয়জন এই ঔষধ খেয়েছেন আলহামদুলিল্লাহ সকলেই ১ মাস খেয়েই ফলাফল পেয়ে গেছে এবং ফুল কোর্স ৩ মাসের ঔষধের অর্ডার করেছে।
কারো আবার ১ মাসেই কম্পলিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ৩ মাস খেতে হয়নি।
তবে সমস্যা অনুসারে কারো ৩ মাস খেতে হয়।
আমি কোন গ্যারান্টি দিবো না, কারন অসুখ ভালো করার মালিক আল্লাহ। তবে এই টুকু বলতে পারি, যারাই আমাদের কাছ থেকে ১ মাসের ঔষধ সেবন করেছেন তারাই ভালো রেজাল্ট পেয়েছে আলহামদুলিল্লাহ। মহান প্রভু যদি চান আমার ঔষধে আপনি ভালো হবেন ১০০% ইনশাআল্লাহ।
কতো টাকা জলে ফেলে দিছেন তার কুনো হিসেব নাই আমি জানি, কারন আমিও অনেক টাকা ফেলে দিছি এই চিকিৎসা করতে গিয়ে , আশা রাখি এই টাকা জলে যাবেনা জীবনের শেষ চিকিৎসা হিসেবে আল্লাহর উপর ভরসা রেখে খেতে পারেন।
কারন যতোগুলো মানুষ খেয়েছে কেও এই পরযন্ত হতাশ হয়নি। ইনশাআল্লাহ আপনিও হবেন না।