Govt. Unani and Ayurved Medical College and Hospital

Govt. Unani and Ayurved Medical College and Hospital Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Govt. Unani and Ayurved Medical College and Hospital, Health & Medical, Mirpur, Dhaka.

19/06/2023

বিসমিল্লাহির রাহমানির রাহিম। অনেকেই প্রশ্ন করে থাকেন এবং জানতে চান যে ইউনানী চিকিৎসা বিজ্ঞানে কোন্ কো্ন্ বিষয়ে শিক্ষার্থীদের পাঠদান করা হয়। নিম্নে বোর্ডের ০৪(চার) বছরের সিলেবাস বর্ষ অনুযায়ী সকলের জ্ঞাতার্থে উল্লেখ করা হলোঃ-

➡️১ম বর্ষঃ (৪টি বিষয়); তত্ত্বীয়-৪০০, ব্যবহারিক-২০০, সর্বমোট=৬০০ নম্বর ।

০১। সাধারণ বিজ্ঞান (General Science), তত্বীয়-১০০ নম্বর, ব্যবহারিক-১০০ নম্বর;
০২। তারীখে তিব্ব/ইউনানী চিকিৎসা বিজ্ঞানের ইতিহিাস/History of Unani Medical Science; তত্বীয়-১০০ নম্বর।
০৩। কুল্লিয়াতে তিব্ব/ইউনানী চিকিৎসা বিজ্ঞানের মূলনীতি/Basic Principles of Unani Medicine (১ম পর্ব), তত্বীয়-১০০ নম্বর, ব্যবহারিক-৫০ নম্বর;
০৪। কুল্লিয়াতে আদভিয়া/ইউনানী ভেষজ বিজ্ঞানের মূলনীতি/Principles of Pharmacology, তত্বীয়-১০০ নম্বর, ব্যবহারিক-৫০ নম্বর;

➡️২য় বর্ষঃ-(৫টি বিষয়); তত্ত্বীয়-৫০০, ব্যবহারিক-৪০০, সর্বমোট=৯০০ নম্বর ।

০১। এলমুত-তাশরীহ/Anatomy/শারীর রচনা বিদ্যা, তত্বীয়-১০০ নম্বর, ব্যবহারিক-১০০ নম্বর;
০২। মানাফিউল আ’যা/Physiology/শারীর ক্রিয়া বিদ্যা, তত্বীয়-১০০ নম্বর, ব্যবহারিক-১০০ নম্বর;
০৩। কুল্লিয়াতে তিব্ব/ইউনানী চিকিৎসা বিজ্ঞানের মূলনীতি/Basic Principles of Unani Medicine (২য় পর্ব), তত্বীয়-১০০ নম্বর, ব্যবহারিক-৫০ নম্বর;
০৪।এলমুল আদভিয়া/ভৈষজ্য তত্ত্ব/Pharmacology/Materia Medica, তত্বীয়-১০০ নম্বর, ব্যবহারিক-৫০ নম্বর;
০৫। এলমুছ ছায়দালা ও আদভিয়া মুরাক্কাবাহ/ঔষধ প্রস্তত বিদ্যা ও মিশ্র ঔষধ/Pharmaceutics and Compound drugs, তত্বীয়-১০০ নম্বর, ব্যবহারিক-১০০ নম্বর;

➡️৩য় বর্ষ (৬টি বিষয়); তত্ত্বীয়-৬০০, ব্যবহারিক-৪০০, সর্বমোট=১০০০ নম্বর ।

০১। কুল্লিয়াতে তিব্ব/ইউনানী চিকিৎসা বিজ্ঞানের মূলনীতি/Basic Principles of Unani Medicine (৩য় পর্ব), তত্বীয়-১০০ নম্বর, ব্যবহারিক-৫০ নম্বর;
০২। হিফজানে ছেহাত ও সমাজী তিব্ব/স্বাস্থ্য বিজ্ঞান ও সামাজিক চিকিৎসা/Hygiene and Community Medicine, তত্বীয়-১০০ নম্বর, ব্যবহারিক-১০০ নম্বর;
০৩। মাহিয়াতুল আমরাজ/রোগতত্ত্ব বিদ্যা/Pathology, তত্বীয়-১০০ নম্বর, ব্যবহারিক-১০০ নম্বর;
০৪। তিব্বুল কানুন ও এলমুস সমূম/ আইন বিজ্ঞান ও বিষ বিদ্যা/Forensic Medicine and Toxicology, তত্বীয়-১০০ নম্বর, ব্যবহারিক-৫০ নম্বর;

০৫। এলমুল কাবেলা ও আমরাজে আতফাল/ ধাত্রী বিদ্যা ও শিশু রোগ/Midwifery and Paediatrics, তত্বীয়-১০০ নম্বর, ব্যবহারিক-৫০ নম্বর;

০৬। মুআলাজাত-১/চিকিৎসা-১/Unani Medicine-1, তত্বীয়-১০০ নম্বর, ব্যবহারিক-৫০ নম্বর;

➡️৪র্থ বর্ষ (৬টি বিষয়); তত্ত্বীয়-৬০০, ব্যবহারিক-৪০০, সর্বমোট=১০০০ নম্বর ।

০১। মুআলাজাত-২/চিকিৎসা-২/Unani Medicine-2, তত্বীয়-১০০ নম্বর, ব্যবহারিক-৫০ নম্বর;

০২। মাতাব/ব্যবহারিক চিকিৎসা শিক্ষা/Clinics, তত্বীয়-১০০ নম্বর, ব্যবহারিক-১০০ নম্বর;

০৩। আমরাজে নিসওয়ান/স্ত্রী রোগ বিদ্যা/Gynecology, তত্বীয়-১০০ নম্বর, ব্যবহারিক-৫০ নম্বর;

০৪। এলমুত তাশখীছ/রোগ-নির্ণয় বিদ্যা/Diagnostics, তত্বীয়-১০০ নম্বর, ব্যবহারিক-৫০ নম্বর;

০৫। জারাহিয়াত/শল্যবিদ্যা/Surgery, তত্বীয়-১০০ নম্বর, ব্যবহারিক-১০০ নম্বর;

০৬। আমরাজে আইন-উযুন-আনফ-হালক/চক্ষু (চোখ), কর্ণ (কান), নাসিকা(নাক) ও হালক (গলা) রোগ/ Diseases of the Eye, Ear, Nose and Throat, তত্বীয়-১০০ নম্বর, ব্যবহারিক-৫০ নম্বর;

17/10/2022

আয়ুর্বেদে হেলেঞ্চাকে রক্তশোধক, পিত্তনাশক, ক্ষুধাবর্ধক, ব্যথানাশক, জীবাণুনাশক ও জ্বরনাশক হিসেবে চিহ্নিত করা হয়েছে।

কবিরাজরা চর্মরোগ নিরাময়ে এই শাক খাওয়ার পরামর্শ দেন।
এই শাক নিয়মিত খেলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ে। কোষ্ঠকাঠিন্য, হাঁপানি, ডায়রিয়া ও স্নায়ুরোগের ভেষজ চিকিৎসায় হেলেঞ্চা ব্যবহৃত হয়। দীর্ঘ জ্বরভোগের পর হেলেঞ্চা শাক দিয়ে মাছের ঝোল খেলে ক্ষুধা বাড়ে ও মুখে রুচি ফেরে। চর্ম রোগ, ঘামাচি, অরুচিতে, হাত-পায়ে জ্বলায়, ধবল, ব্রঙ্কাইটিস রোগেও হেলেঞ্চা বেশ উপকারী।

হেলেঞ্চা শাকে যথেষ্ট এন্টি-অক্সিডেন্ট থাকায় এর ক্যানসার প্রতিরোধী ভূমিকা রয়েছে। মাথার যন্ত্রণায় মাথায় এই শাক বেটে লাগালে যন্ত্রণা কমে। স্নায়ুরোগের ভেষজ চিকিৎসায় হেলেঞ্চা ব্যবহৃত হয়। হেলেঞ্চা শাক নিয়মিত খেলে ব্লাড সুগার কমে।

10/10/2022

বাতজ্বর হলো প্রদাহজনিত রোগ যা হৃৎপিন্ড, ত্বক, সন্ধি অথবা মস্তিষ্ক কে আক্রান্ত করতে পারে। এই রোগ সাধারণত গলায় সংক্রমণের দুই থেকে চার সপ্তাহ পরে শুরু হয়। লক্ষণের মধ্যে রয়েছে জ্বর, জয়েন্টে ব্যথা,কোরিয়া, ইরায়থেমা মারজিনেটাম। প্রায় অর্ধেক ক্ষেত্রে হৃৎপিণ্ড আক্রান্ত হয়। বাতজ্বরের জন্য দায়ী ব্যাক্টেরিয়া হলো স্ট্রেপটোকক্কাস পায়োজেনস।

বাতজ্বরের রোগীর সাধারণত নিম্নলিখিত উপসর্গসমূহ দেখা দেয়।

• জ্বর

• অস্থিসন্ধিতে মৃদু বা তীব্র ব্যথা যা প্রায়ই পায়ের গোড়ালি, হাঁটু, কনুই অথবা হাতের কবজি এবং কখনো কখনো কাঁধ, কোমর, হাত, পায়ের পাতায় হয়ে থাকে।

• ব্যথা সাধারণত এক অস্থিসন্ধি থেকে আরেক অস্থিসন্ধিতে ছড়িয়ে পড়ে যা মাইগ্রেটরি পলি-আর্থ্রাইটিস নামে পরিচিত।

• জয়েন্ট লাল,উষ্ণ ও ফোলা থাকে।

• ত্বকের নিচে ক্ষুদ্র ব্যথাহীন পিন্ড বা সাবকিউটেনিয়াস নডিউল থাকে।

• বুকে ব্যথা ও বুক ধড়ফড় করে,

• অল্পতে ক্লান্ত বা দুবর্ল বোধ হয়,

• শ্বাসকষ্ট হয় ইত্যাদি।

তুলসীঔষধিগুণ:শিশুদের সর্দি কাশির জন্য এটি একটি মহা ঔষধ হলেও যে কোন বয়সের মানুষই এ থেকে উপকার পেয়ে থাকে। তুলসী পাতার অন...
09/10/2022

তুলসী

ঔষধিগুণ:
শিশুদের সর্দি কাশির জন্য এটি একটি মহা ঔষধ হলেও যে কোন বয়সের মানুষই এ থেকে উপকার পেয়ে থাকে। তুলসী পাতার অনেক গুণ রয়েছে ৷
* জ্বর হলে জলের মধ্যে তুলসী পাতা, গোল মরিচ এবং মিশ্রী মিশিয়ে ভাল করে সেদ্ধ করুন ৷ অথবা তিনটে দ্রব্য মিশিয়ে বড়ি তৈরি করুন ৷ দিনের মধ্যে তিন-চার বার ঐ বড়িটা জলের সঙ্গে খান ৷ জ্বর খুব তাড়াতাড়ি সেরে যাবে।
* কাশি যদি না কমে সেই ক্ষেত্রে তুলসী পাতা এবং আদা পিষে মধুর সঙ্গে মিশিয়ে খান ৷ এতে উপকার পাবেন ৷
* পেট খারাপ হলে তুলসীর ১০ টা পাতা সামান্য জিরের সঙ্গে পিষে ৩-৪ বার খান ৷ পায়খানা একেবারে বন্ধ হয়ে যাবে, মানে পায়খানার ওই সমস্যাটা আর কি!
* মুখের দুর্গন্ধ দূর করতে দিনে ৪-৫ বার তুলসী পাতা চেবান ৷
* ঘা যদি দ্রুত কমাতে চান তাহলে তুলসী পাতা এবং ফিটকিরি একসঙ্গে পিষে ঘা এর স্থানে লাগান, কমে যাবে ৷
* শরীরের কোন অংশ যদি পুড়ে যায় তাহলে তুলসীর রস এবং নারকেলের তেল ফেটিয়ে লাগান, এতে জ্বালা কমবে ৷ পোড়া জায়গাটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে ৷ সেখানে কোন দাগ থাকবে না ৷
* ত্বকের চমক বাড়ানোর জন্য, এছাড়াও ত্বকের বলীরেখা এবং ব্রোন দূর করার জন্য তুলসী পাতা পিষে মুখে লাগান৷
* বুদ্ধি এবং স্মরণশক্তি বাড়ানোর জন্য প্রতিদিন ৫-৭ টা তুলসী পাতা চিবান ৷
* প্রস্রাবে জ্বালা হলে তুলসী পাতার রস ২৫০ গ্রাম দুধ এবং ১৫০ গ্রাম জলের মধ্যে মিশিয়ে পান করুন ৷ উপকার পাবেন ৷
* ত্বকের সমস্যা দূর করতে তিল তেলের মধ্যে তুলসী পাতা ফেলে হালকা গরম করে ত্বকে লাগান ৷

আমলকি:আমলকি নিয়ে প্রাথমিক গবেষণা সম্পন্ন হয়েছে। এতে দেখা গেছে যে, এটি ভাইরাস ও ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে। প্রাথমিক ...
09/10/2022

আমলকি:
আমলকি নিয়ে প্রাথমিক গবেষণা সম্পন্ন হয়েছে। এতে দেখা গেছে যে, এটি ভাইরাস ও ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে। প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে যে, রিউমেটয়েড আর্থ্রাইটিস এবং অস্টিওপোরোসিস রোগে আমলকির রস কিছু কাজ করে। কয়েক ধরনের ক্যান্সারের বিরুদ্ধেও এর কার্যকারিতার প্রমাণ পাওয়া গেছে। প্যানক্রিয়াটাইটিস রোগেও আমলকি কার্যকর বলে ইঁদুরের উপর চালিত গবেষণায় প্রমান মিলেছে। প্যানক্রিয়াটাইটিস রোগের পরে ক্ষতিগ্রস্ত প্যানক্রিয়াস (অগ্ন্যাশয়) -এর ক্ষত সারাতে আমলকি কার্যকর। আমলকির ফল, পাতা ও ছাল থেকে তৈরি পরীক্ষামূলক ওষুধে কিছু রোগ নিরাময়ের প্রমাণ পাওয়া গেছে যেমন- ডায়াবেটিস, ক্যান্সার, প্রদাহ এবং কিডনি-রোগ। আমলকি মানুষের রক্তের কোলেস্টেরল-মাত্রা হ্রাস করতে পারে বলে প্রমাণ রয়েছে ডায়াবেটিক ইঁদুরের উপর চালানো এক গবেষণায় দেখা গেছে, আমলকির রস রক্তের চিনির মাত্রা কমাতে পারে এবং লিভারের কর্মক্ষমতা পুনরোদ্ধারে সাহায্য করতে পারে।

Address

Mirpur
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Govt. Unani and Ayurved Medical College and Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share