19/06/2023
বিসমিল্লাহির রাহমানির রাহিম। অনেকেই প্রশ্ন করে থাকেন এবং জানতে চান যে ইউনানী চিকিৎসা বিজ্ঞানে কোন্ কো্ন্ বিষয়ে শিক্ষার্থীদের পাঠদান করা হয়। নিম্নে বোর্ডের ০৪(চার) বছরের সিলেবাস বর্ষ অনুযায়ী সকলের জ্ঞাতার্থে উল্লেখ করা হলোঃ-
➡️১ম বর্ষঃ (৪টি বিষয়); তত্ত্বীয়-৪০০, ব্যবহারিক-২০০, সর্বমোট=৬০০ নম্বর ।
০১। সাধারণ বিজ্ঞান (General Science), তত্বীয়-১০০ নম্বর, ব্যবহারিক-১০০ নম্বর;
০২। তারীখে তিব্ব/ইউনানী চিকিৎসা বিজ্ঞানের ইতিহিাস/History of Unani Medical Science; তত্বীয়-১০০ নম্বর।
০৩। কুল্লিয়াতে তিব্ব/ইউনানী চিকিৎসা বিজ্ঞানের মূলনীতি/Basic Principles of Unani Medicine (১ম পর্ব), তত্বীয়-১০০ নম্বর, ব্যবহারিক-৫০ নম্বর;
০৪। কুল্লিয়াতে আদভিয়া/ইউনানী ভেষজ বিজ্ঞানের মূলনীতি/Principles of Pharmacology, তত্বীয়-১০০ নম্বর, ব্যবহারিক-৫০ নম্বর;
➡️২য় বর্ষঃ-(৫টি বিষয়); তত্ত্বীয়-৫০০, ব্যবহারিক-৪০০, সর্বমোট=৯০০ নম্বর ।
০১। এলমুত-তাশরীহ/Anatomy/শারীর রচনা বিদ্যা, তত্বীয়-১০০ নম্বর, ব্যবহারিক-১০০ নম্বর;
০২। মানাফিউল আ’যা/Physiology/শারীর ক্রিয়া বিদ্যা, তত্বীয়-১০০ নম্বর, ব্যবহারিক-১০০ নম্বর;
০৩। কুল্লিয়াতে তিব্ব/ইউনানী চিকিৎসা বিজ্ঞানের মূলনীতি/Basic Principles of Unani Medicine (২য় পর্ব), তত্বীয়-১০০ নম্বর, ব্যবহারিক-৫০ নম্বর;
০৪।এলমুল আদভিয়া/ভৈষজ্য তত্ত্ব/Pharmacology/Materia Medica, তত্বীয়-১০০ নম্বর, ব্যবহারিক-৫০ নম্বর;
০৫। এলমুছ ছায়দালা ও আদভিয়া মুরাক্কাবাহ/ঔষধ প্রস্তত বিদ্যা ও মিশ্র ঔষধ/Pharmaceutics and Compound drugs, তত্বীয়-১০০ নম্বর, ব্যবহারিক-১০০ নম্বর;
➡️৩য় বর্ষ (৬টি বিষয়); তত্ত্বীয়-৬০০, ব্যবহারিক-৪০০, সর্বমোট=১০০০ নম্বর ।
০১। কুল্লিয়াতে তিব্ব/ইউনানী চিকিৎসা বিজ্ঞানের মূলনীতি/Basic Principles of Unani Medicine (৩য় পর্ব), তত্বীয়-১০০ নম্বর, ব্যবহারিক-৫০ নম্বর;
০২। হিফজানে ছেহাত ও সমাজী তিব্ব/স্বাস্থ্য বিজ্ঞান ও সামাজিক চিকিৎসা/Hygiene and Community Medicine, তত্বীয়-১০০ নম্বর, ব্যবহারিক-১০০ নম্বর;
০৩। মাহিয়াতুল আমরাজ/রোগতত্ত্ব বিদ্যা/Pathology, তত্বীয়-১০০ নম্বর, ব্যবহারিক-১০০ নম্বর;
০৪। তিব্বুল কানুন ও এলমুস সমূম/ আইন বিজ্ঞান ও বিষ বিদ্যা/Forensic Medicine and Toxicology, তত্বীয়-১০০ নম্বর, ব্যবহারিক-৫০ নম্বর;
০৫। এলমুল কাবেলা ও আমরাজে আতফাল/ ধাত্রী বিদ্যা ও শিশু রোগ/Midwifery and Paediatrics, তত্বীয়-১০০ নম্বর, ব্যবহারিক-৫০ নম্বর;
০৬। মুআলাজাত-১/চিকিৎসা-১/Unani Medicine-1, তত্বীয়-১০০ নম্বর, ব্যবহারিক-৫০ নম্বর;
➡️৪র্থ বর্ষ (৬টি বিষয়); তত্ত্বীয়-৬০০, ব্যবহারিক-৪০০, সর্বমোট=১০০০ নম্বর ।
০১। মুআলাজাত-২/চিকিৎসা-২/Unani Medicine-2, তত্বীয়-১০০ নম্বর, ব্যবহারিক-৫০ নম্বর;
০২। মাতাব/ব্যবহারিক চিকিৎসা শিক্ষা/Clinics, তত্বীয়-১০০ নম্বর, ব্যবহারিক-১০০ নম্বর;
০৩। আমরাজে নিসওয়ান/স্ত্রী রোগ বিদ্যা/Gynecology, তত্বীয়-১০০ নম্বর, ব্যবহারিক-৫০ নম্বর;
০৪। এলমুত তাশখীছ/রোগ-নির্ণয় বিদ্যা/Diagnostics, তত্বীয়-১০০ নম্বর, ব্যবহারিক-৫০ নম্বর;
০৫। জারাহিয়াত/শল্যবিদ্যা/Surgery, তত্বীয়-১০০ নম্বর, ব্যবহারিক-১০০ নম্বর;
০৬। আমরাজে আইন-উযুন-আনফ-হালক/চক্ষু (চোখ), কর্ণ (কান), নাসিকা(নাক) ও হালক (গলা) রোগ/ Diseases of the Eye, Ear, Nose and Throat, তত্বীয়-১০০ নম্বর, ব্যবহারিক-৫০ নম্বর;