01/05/2022
FCPS Medicine Crash Course
এফসিপিএস, মেডিসিন (জুলাই, ২০২২ ইং) এ ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক পরীক্ষার্থীদের জন্যঃ
এফসিপিএস, মেডিসিন পরীক্ষায় ভাল করার জন্য মূল বই 📙 ভাল ভাবে পড়ার সাথে সাথে পরীক্ষা দেওয়া অত্যন্ত জরুরি ⛑️⛑️। এতে নিজের দুর্বলাগুলো প্রকাশ পাই এবং সেভাবে নিজেকে তৈরি করা যায়। এছাড়াও পরীক্ষা হলের ভীতি অনেকাংশে কমে আসে এতে। তাই আপনাদের জন্য দুই মাসের সল্প সময়ের ⏰ মধ্যে নিচেকে সঠিক ভাবে যাচাই ও প্রস্তুতির জন্য FCPS Medicine Crash Course কোর্সটি ডিজাইন করা হয়েছে 🖌️ ।
যা যা রয়েছে কোর্সটিতেঃ
• মোট ২৩ টি এক্সাম
• ৩ টি টার্ম এক্সাম
• ১ * ৩ টি ফাইনাল মোক টেষ্ট
• ২৫ টি SBA, ২৫ টি TRUE/ FALSE প্রশ্ন (১০০ মার্কের পরীক্ষা )
• প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর 📖📖
আমাদের পরীক্ষার কোর্সসমূহে কেন ভর্তি হবেনঃ
• ভুল-নির্ভুলের এডভ্যান্স এন্যালাইসিস (যাতে আপনি আপনার দুর্বল দিকগুলো বুজতে পারেন)
• শুধুমাত্র পরীক্ষার জন্য বানানো সাইটে পরীক্ষা নেওয়া (কোন গুগল ফর্ম ব্যবহার করা হয় না)
• নির্ভূল প্রশ্ন ও ব্যাখ্যাসহ প্রশ্নের উত্তরের ব্যবস্থা (মেন্টরের মাধ্যমে প্রশ্নের উত্তর যাচাই করা হয়)
• প্রত্যেক পরীক্ষা ট্রাকিংয়ের ব্যবস্থা
আমাদের পরীক্ষার কোর্সসমূহে যেভাবে ভর্তি হবেন-
• প্রথমে আপনাকে আমাদের সাইটে (https://medionexam.com/) একাউন্ট খুলতে হবে।
• এরজন্য সাইন আপ পেজে গিয়ে প্রয়োজনীয় তথ্যাদি পূরণ করে অথবা আপনার ফেসবুক বা জিমেইল আইডি দিয়ে একাউন্ট খুলতে পারবেন।
• আর যদি আগে থেকেই একাউন্ট খুলা থাকে তবে লগইন করতে হবে।
• লগইন করার পর আপনি কোর্সেস লিকংটি ক্লিক করে কোর্সেস পেজে যাবেন।
• এর পর পছন্দনীয় কোর্সে এনরোল বাটনে ক্লিক করবেন।
• কোর্সেটি ফ্রি হলে অটোমেটিক এনরোলমেন্ট সম্পন্ন হবে। পেইড কোর্স হলে আপনাকে পেমেন্ট প্রসেস অনুসরণ করতে হবে।
• কোর্স এনরোলমেন্ট সম্পন্ন হলে আপনি এক্সাম পেজে গিয়ে এক্সাম দিতে পারবেন।
*** আপনাকে পেমেন্ট প্রসেস সম্পর্কে https://medionexam/help পেজের ‘Payement Process’ সেকশনটিতে বিস্তারিত দেওয়া আছে ***
যেকোন প্রয়োজনেঃ ০১৫২১৫০০৬৪২, ০১৬৪১৬২২৫৪১।
আপনার যেকোন প্রশ্ন ও তথ্যের প্রয়োজন ফেসবুক মেন্সেঞ্জারে লিখে পাঠাতে পারবেন।
ইমেইলঃ contact@medionexam.com