28/10/2025
বাংলাদেশে এইচআইভি বা এইডস ছড়িয়ে পড়েছে।
সিরাজগঞ্জে দুই শতাধিক রোগী HIV positive!!!
যত্রতত্র গড়ে ওঠা ব্লাড ব্যাংকগুলোতে রক্ত স্ক্রিনিং হয়না। এসব রক্ত অপারেশন, ট্রমার রোগীকে দেয়া হচ্ছে। যার ফলে ছড়িয়ে পড়ছে এইডস!
এছাড়াও একই সিরিঞ্জ দিয়ে ড্রাগ নেওয়া, অনিরাপদ যৌ'ন সম্পর্কও এইডস ছড়ায়!
মায়ের বুকের দুধ,,সেলুনে ব্যবহৃত ব্লেড বা ক্ষুর,, অপারেশনের যন্ত্রপাতি ঠিকমত জীবাণু মুক্ত না করা,, এসব কারণেও এইডস ছড়ায়!
মোদ্দাকথা,,এইডস ছড়ায়,,তিনটি তরলের মাধ্যমে
১/ রক্ত
২/বীর্য
৩/ মায়ের বুকের দুধ।
এই তিন তরল এইডস এ আক্রান্ত কোন মানুষ থেকে আপনার শরীরে যেভাবেই যাক না কেন আপনার এইডস ছড়াবেই!
সো এখনি সতর্ক না হলে ভয়াবহ দিন অপেক্ষা করছে আমাদের জন্য!