19/12/2025
💞আস্সালামু আলাইকুম।
💞প্রিয় আল্লাহর বান্দাগন আজ আপনাদের মাজে তুলে ধরবো জ্বীন ও যাদুর চিকিৎসা ক্ষেত্রে সহিহ পদ্ধতি অডিও রুকইয়াহ সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যা আপনার যানা অতিব জরুরী।
💞জ্বীন ও যাদু প্রয়োগ করে নিজ সার্থ হাসিল ক্ষমতা সিংহাসন শত্রু যুদ্ধ গোত্র সাম্রাজ্য লাভ এমন সব আশ্চর্য শয়তানি পদ্ধতি অবলম্বন করে আসছে হাজার বছর ধরে যার ফলে আল্লাহর বান্দাগন ক্ষতির সম্মুখীন হচ্ছে
এই যাদুর জন্য অর্থনৈতিক পারিবারিক মানসিক সর্বশেষ মৃত্যু দিকে ধাবিত হচ্ছে।
💞এই অদৃশ্য শক্তির খারাপ ধংসাত্বক ক্রিয়া থেকে বাচতে মানুষ নানান পন্থা অবলম্বন করে থাকে।
তার মধ্যে সুন্নাহ পদ্ধতি হলো রুকইয়াহ শারইয়াহ পদ্ধতি দ্বারা ঝাড়ফু।
💞কিন্তু এই পদ্ধতি সঠিক ও অভিজ্ঞ মোহাক্কিক কোরআনিক চিকিৎসা ছাড়া নিজে নিজে ব্যবহার করার ফলে বিশ্বের লাখো মানুষ অপুরনীয়
ক্ষতির সম্মুখীন হচ্ছে।
💞যেমনঃ আমরা যানি দুধ খেলে খনিজ ক্যালসিয়াম, ফসফরাস পটাশিয়াম ম্যাগনেসিয়াম সোডিয়াম থাকে যদি এক সাথে ৫ কেজি খেয়ে নেই তাহলে স্ট্রোক হাটএট্যাক হতে পারে।
যেমন ফার্মেসিতে শত শত ভিটামিন ঔষধ থাকে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া নিজে কিনে অতিরিক্ত খেলে আপনার বড় সমস্যা হতে পারে।
💞প্রিয় আল্লাহর বান্দাগন।
পশ্চিমা কিছু শায়েখের কোরআন তিলাওয়াতের রুকইয়াহ YouTube জনপ্রিয় হয়ে উঠে কিন্তু এই তিলাওয়াত শুনার পর সমস্যা আরো প্রকট হচ্ছে পরে গবেষণা করে দেখা যায় এর ভেতরে সুক্ষ্ম কিছু যাদুর শক্তি রয়েছে।
💞আমরা চিকিৎসা নেয়ার ক্ষেত্রে হাসপাতাল ও ডাক্তারের MBBS BMDC FRCP FICS দেখে ওনার থেকে চিকিৎসা গ্রহণ করি।
তাহলে জ্বীন যাদুর চিকিৎসা গ্রহণ করার ক্ষেত্রে আপনার উচিত সেই চিকিৎসকের শিক্ষা ও অভিজ্ঞ কিনা।
💞একজন অভিজ্ঞ মোহাক্কিক কোরআনিক চিকিৎসা ছাড়া নিজ ও সাধারণ চিকিৎসকের পরামর্শে অডিও ডাইগোনোসিস ও সেশন গ্রহণ করে হাজার রুগী সমস্যা সমাধান হওয়ার চাইতে চিরতরে অসুস্থ হয়ে পড়ছে হাজারো মানুষ জ্বীন যাদুর ভয়াল কালো থাবা অদৃশ্য নেকেটিভ শক্তি উৎপন্ন হওয়ার ফলে জীবনটা ধংস হয়ে গিয়েছে।
💞প্রিয় আল্লাহর বান্দাগন
শরিয়াহ প্রত্যেক বিষয় রয়েছে সঠিক নিয়ম নির্দেশনা নামাজ ওয়াক্ত সেজদায় ৩ বার ৫ বার ৭ বার পড়ার নির্দেশনা এই গানিতিক সংখ্যা যার ভেতর রয়েছে গুপ্ত মহাশক্তিশালী কোড ও রহস্য যা ভেদ ও জ্ঞান ইলমে তাসাউফ বেলায়েতের ইলহাম প্রাপ্তগন জানতে পারেন রয়েছে এক উচ্চ গবেষণার বিষয়।
সূরা ইয়াসিন (৩৬:৪০)সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রকে ধরা, আর রজনীর পক্ষে সম্ভব নয় দিবসকে অতিক্রম করা; আর প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে সাঁতার কেটে চলছে।"
💞এই আয়াতে বলা হয়েছে মহাবিশ্বের প্রতিটি বস্তু, যেমন - সূর্য, চন্দ্র, রাত, দিন, প্রত্যেকের জন্য একটি নির্দিষ্ট পথ (কক্ষপথ) রয়েছে, যেখানে তারা বিচরণ করছে এবং তাদের নির্দিষ্ট নিয়মে চলছে।
💞প্রিয় আল্লাহর বান্দাগন।
কোরআন হলো সৃষ্টি জগতের জন্য রহমত এই কোরআন কিন্তু সরাসরি আমাদের কাছে আসেনি
প্রথমে লাওহে মাহফুজে পরে বাইতুল ইজ্জত-এ অবতীর্ণ হয়
সর্বশেষ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়।
এতে এক ঐশ্বরিক শক্তি রয়েছে যার ফলে শয়তানের কুমন্ত্রণা ও শকল কোফরী শক্তি রহিত হয় যার ফলে এই ঐশ্বরিক শক্তি সঠিক নিয়ম অনুযায়ী গ্রহণ করতে হবে।
এবং অভিজ্ঞ আলেম দ্বারা পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে।
💞আল্লাহুম্মা রাব্বান নাস, আযহিবিল বাস, ইশফি আনতাশ শাফি, লা শিফায়া ইল্লা শিফাউক, শিফাআন লা ইউগাদিরু সাকামা।" এর অর্থ: "হে আল্লাহ! মানুষের প্রভু, কষ্ট দূর করুন, সুস্থতা দিন, আপনিই সুস্থতা দানকারী। আপনার সুস্থতা ছাড়া আর কোনো সুস্থতা নেই, এমন সুস্থতা দিন যেন কোনো রোগ অবশিষ্ট না থাকে।
⚜হাফেজ মাওলানা মুফতি সাইফুল ইসলাম
⚜ উস্তাজুল আসাতিজা প্রসিদ্ধ মুহাক্কিক
⚜জ্বীন ও যাদুর উচ্চতর গবেষক
⚜আশ্ শিফা হিজামার প্রশিক্ষক