11/10/2025
🔰 আপনি নিজ চোখেই দেখতে পারবেন কেউ যাদু করছে কিনা সকল তথ্য বিস্ময়কর জলন্ত কোরআনিক মোযেজা দ্বারা!
🕌 স্বয়ং মহান রবের হাবিব ( সা:) এর উপর
ইহুদিদের মিত্র বনু জুরাইকের লাবিদ বিন আসাম যাদু করেছেন।
ব্যবহৃত চিরুনী থেকে চুল সংগ্রহ করে ১১টি জাদুর ফুঁক দিয়ে ১১টি গিট দেয় ও তার মধ্যে ১১টি সুঁচ ঢুকিয়ে দেয়। অতঃপর চুল ও সুঁচ সমেত চিরুনীটি একটি খেজুরের শুকনা কাঁদির আবরণীর মধ্যে প্রবেশ করিয়ে যারওয়ান নামক কুপে পাথর দিয়ে চাপা দেয়।
☪আম্মাজান আয়েশা (রাঃ) বলেন, উক্ত জাদুর প্রভাবে আল্লাহর রাসূল (ছাঃ) মাঝে মধ্যে যে কাজ করেননি, তা করেছেন বলে মনে করতেন। একরাতে স্বপ্নে দু’জন ফেরেশতা এসে নিজেদের মধ্যে প্রশ্নোত্তরের মাধ্যমে তাঁকে জাদুর বিষয়ে অবহিত করেন এবং সেটি কোথায় আছে বলে দেন।
ফলে পরদিন আলী, যুবায়ের ও ‘আম্মার বিন ইয়াসিরসহ একদল ছাহাবী গিয়ে উক্ত কূয়া সেঁচে পাথরের নীচ থেকে খেজুরের কাঁদির খোসাসহ চিরুনীটি বের করে আনেন। ঐ সময় সূরা ফালাক্ব ও নাস নাযিল হয়। রাসূলুল্লাহ (ছাঃ) ঐ দুই সূরার ১১টি আয়াতের প্রতিটি পাঠ শেষে এক একটি গিরা খুলতে থাকেন। অবশেষে সব গিরা খুলে গেলে তিনি সুস্থ হন!
🕋বুখারী হা/৬৩৯১; আহমাদ হা/২৪৬৯৪; বায়হাক্বী দালায়েল হা/২৫১০; ইবনু কাছীর, তাফসীর সূরা নাস!
🔰 সৃষ্টি কুলে এমন কোন যাদুর শক্তি নেই যে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রান্ত করতে পারে তবে এটা আল্লাহর বান্দা ও উম্মতকে এই ভয়াবহ যাদুর প্রভাব থেকে মুক্ত হওয়ার পদ্ধতি অবলম্বন করার এক হাকিকি প্রক্রিয়া।
🌍 জ্বীন এবং যাদুর চিকিৎসার ক্ষেত্রে চলমান দুনিয়ার সব থেকে কার্যকর ও স্বায়ী চিকিৎসা করা হয় কোরআনিক বিস্ময়কর পদ্ধতি দ্বারা।
💞 নেক উদ্দেশ্যে বশ করে বিয়ে করার শরিয়া সম্মত পৃথিবীর শ্রেষ্ঠ শতভাগ কার্যকরী ইলমে তাসাউফ পদ্ধতি যার ফলাফল বিস্ময়কর নিশ্চিত ফলদায়ক
ইনশা আল্লাহ।
⚜হাফেজ মাওলানা মুফতি সাইফুল ইসলাম
⚜ উস্তাজুল আসাতিজা প্রসিদ্ধ মুহাক্কিক
⚜জ্বীন ও যাদুর উচ্চতর গবেষক
⚜আশ্ শিফা হিজামার প্রশিক্ষক
#সরাসরি_চেম্বারে_এসে_চিকিৎসা
#বিস্ময়কর_অলৌকিক_কোরআনিক_চিকিৎসা
#কোরআনিক_চিকিৎসা
ে_বিয়ে_করার_অত্যন্ত_প্রভাবশালী_কার্যকর_পদ্ধতি
#জিনের_রুগী
#লওহে_কালাম
#হাজিরা_দেখার_পৃথিবীর_শ্রেষ্ঠ_পদ্ধতি
#ইলমে_তাসাউফ
#মোরাকাবা
#মোশাহাদা