14/09/2022
চোখ উঠা সাধারণত ভাইরাস, ব্যাকটেরিয়া কিংবা এলার্জি জনিত কারণে হয়ে থাকে। তবে ভাইরাস জনিত চোখ উঠা অতি মাত্রায় সংক্রামক।
চোখ উঠার লক্ষ্মণঃ
১. চোখের সাদা অংশ লাল হয়ে যাওয়া
২. চোখের পাতা ফুলে যাওয়া,
৩. চোখে খচখচ করা বা চুলকানো।
৪. চোখের দুই পাতা একসাথে লেগে যাওয়া।
৫. চোখ দিয়ে পানি পড়া।
৬. চোখে জ্বালা পোড়া হওয়া।
৭. চোখে হলুদ বা সাদা রঙের ময়লা জমা।
৮. আলোতে কষ্ট হওয়া।
৯. চোখে দেখতে সমস্যা হওয়া।
উল্লেখ্যঃ ভাইরাস জনিত চোখ উঠায় পাতলা পানি নিঃসরণ ঘটে,ব্যাকটেরিয়া জনিত চোখ উঠার নিঃসরণ একটু ঘণ ও হলদেটে হয়।
প্রতিকারঃ
১. চোখে হাত না দেয়া।
২. পুকুর বা নদীতে গোসল না করা।
৩. চোখে কালো চশমা ব্যবহার করা।
৪. রুমালের পরিবর্তে চোখে নরম টিস্যু ব্যবহার করা।
৫. ধুলো বালি,আগুন ও রোদে কম যাওয়া।
৬. পরিবারের সবাই আলাদা তোয়ালে ব্যবহার করা।
৭. পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেয়া।
৮. ডাক্তারের পরামর্শ নেয়া।
৯. চোখে হালকা গরম সেক দেয়া।
১০. চোখে অতিরিক্ত পানি ব্যাবহার না করা।
১১. মোবাইল ও টিভি না দেখা।
আল্লাহ সবাইকে অসুস্থতা থেকে হেফাজত করুক। সুস্থ থাকার তাওফিক দিক।