Dr.Mainul Mahmud Suny

Dr.Mainul Mahmud Suny সহকারী অধ্যাপক , ভাসকুলার সার্জারি বিভাগ , বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় {সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (ex পিজি হাস)}

পায়ের  আঙুল  বা গোড়ালিতে  ঝিনঝিন/অসাড়  ভাব কারণ  কি ?👉 এটি সাধারণত স্নায়ু বা রক্ত সঞ্চালনজনিত সমস্যার কারণে হয়। যদি বারব...
01/12/2025

পায়ের আঙুল বা গোড়ালিতে ঝিনঝিন/অসাড় ভাব কারণ কি ?

👉 এটি সাধারণত স্নায়ু বা রক্ত সঞ্চালনজনিত সমস্যার কারণে হয়। যদি বারবার এমন অনুভূতি হয়, তাহলে এটি নিম্নোক্ত সমস্যার নির্দেশ দিতে পারে—

🔍 সম্ভাব্য কারণঃ
🔹 রক্ত সঞ্চালন সমস্যা (Peripheral Artery Disease)
🔹ভেরিকোস ভেইন বা শিরার সমস্যা
🔹 নিচের অংশে দীর্ঘক্ষণ চাপ পড়া বা বসে থাকা
🔹 মেরুদণ্ডের ডিস্ক সমস্যা
🔹 ভিটামিন B12–এর ঘাটতি
🔹 থাইরয়েড বা কিডনি সমস্যা

⚠️ কখন গুরুত্ব সহকারে দেখবেন?
🔹 ঝিনঝিনি নিয়মিত হয়
🔹 ব্যথা বা জ্বালাপোড়া সঙ্গে থাকে
🔹 পা ঠান্ডা হয়ে যায়
🔹 হাঁটতে অসুবিধা হয়
🔹 ক্ষত শুকাতে দেরি হয়

👉 করণীয়ঃ
🔹 দ্রুত ভাসকুলার সার্জন এর পরামর্শ নিন
🔹 ডায়াবেটিস থাকলে নিয়ন্ত্রণে রাখুন
🔹 নিয়মিত হাঁটা ও হালকা ব্যায়াম করুন
🔹 হঠাৎ ঠান্ডা/গরম পানি এড়িয়ে চলুন

#ভাসকুলার_এন্ড_এন্ডোভাসকুলার_সার্জন

👨‍⚕️ডাঃ মঈনুল মাহমুদ (সানি)
এমবিবিএস (ঢাকা) এমএস (ভাসকুলার সার্জারী) - ( বিএসএমএমইউ )
ভাসকুলার এন্ড এন্ডোভাসকুলার সার্জন
সহকারী অধ্যাপক
ভাসকুলার সার্জারী বিভাগ
বিএমইউ ( এক্স বিএসএমএমইউ )

➡️ চিকিৎসা সেবা নিতে যোগাযোগ করুন ⤵️

🏥চেম্বার - ১
আনোয়ার খান মর্ডান কার্ডিয়াক ও ভাসকুলার সেন্টার
বাড়ি-২০, লিফ্ট-৭ব্লক-এফ, রোড-৮ ধানমন্ডি, ঢাকা-১২০৫
⏱️রোগী দেখার সময়ঃ প্রতিদিন বিকাল ৪টা-৬টা (শুক্রবার বন্ধ)

🏥চেম্বার - ২
ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল লিমিটেড
পিকক স্কয়ার, মহাখালী, ঢাকা-১২১৫
⏱️রোগী দেখার সময়ঃ শনি, রবি , সোম ও বুধবার সন্ধ্যা ৬টা থেকে ৯টা

👉 প্রতি শুক্রবার থাকছি 🩺
🏥ডি. ডি. ল্যাব
স্পেশালাইজড ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার
🔘 শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, ফেনী।
🔘 প্রতি শুক্রবার (সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা)

📞যোগাযোগঃ - ০১৮৩২ - ৬১০৮৪৯
📞জরুরী প্রয়োজনেঃ ০১৭৪৪ - ২৮০২১৯

🔍 www.vascularsurgeonbd.com

➡️ আপনাদের জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা, লাইক, কমেন্ট, এবং শেয়ার করে আপনার বন্ধু মহলের দেখার এবং জানার সুযোগ করে দিবেন। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

30/11/2025
🟣 পায়ে হঠাৎ নীল–জাম কালচে দাগ — স্পাইডার ভেইন কি?       👉 স্পাইডার ভেইন হলো পায়ের চামড়ার উপরের দিকে অবস্থিত ক্ষুদ্র শিরা...
24/11/2025

🟣 পায়ে হঠাৎ নীল–জাম কালচে দাগ — স্পাইডার ভেইন কি?

👉 স্পাইডার ভেইন হলো পায়ের চামড়ার উপরের দিকে অবস্থিত ক্ষুদ্র শিরাগুলো (tiny veins) যখন ফুলে উঠে জালের মতো দেখা যায়।
এগুলো দেখতে অনেকটা—
🕸️ মাকড়সার জাল
পাতলা ছড়িয়ে থাকা নীল/লাল দাগ এর মতো। এটি সাধারণত বড় কোনো রোগ নয়, তবে এটি হতে পারে ভেরিকোজ ভেইন বা রক্ত চলাচলের সমস্যা শুরুর প্রথম সংকেত।

⚠️ কেন হয়?

স্পাইডার ভেইন হওয়ার প্রধান কারণগুলো হলো—

♦️দীর্ঘসময় দাঁড়িয়ে বা বসে থাকা
♦️ভেরিকোজ ভেইন বা পরিবারের ইতিহাস
♦️বয়স বৃদ্ধি
♦️গর্ভাবস্থা
♦️হরমোন পরিবর্তন
♦️পায়ের রক্ত চলাচল কমে যাওয়া
♦️স্থূলতা

🔎 কোন লক্ষণগুলো দেখা যায়?

♦️পায়ের ত্বকে নীল/বেগুনি/লাল রেখা
♦️হালকা জ্বালা বা চুলকানি
♦️দাঁড়িয়ে থাকলে পা ভারী লাগা
♦️মাঝে মাঝে হালকা ব্যথা

#ভাসকুলার_এন্ড_এন্ডোভাসকুলার_সার্জন

👨‍⚕️ডাঃ মঈনুল মাহমুদ (সানি)
এমবিবিএস (ঢাকা) এমএস (ভাসকুলার সার্জারী) - ( বিএসএমএমইউ )
ভাসকুলার এন্ড এন্ডোভাসকুলার সার্জন
সহকারী অধ্যাপক
ভাসকুলার সার্জারী বিভাগ
বিএমইউ ( এক্স বিএসএমএমইউ )

➡️ চিকিৎসা সেবা নিতে যোগাযোগ করুন ⤵️

🏥চেম্বার - ১
আনোয়ার খান মর্ডান কার্ডিয়াক ও ভাসকুলার সেন্টার
বাড়ি-২০, লিফ্ট-৭ব্লক-এফ, রোড-৮ ধানমন্ডি, ঢাকা-১২০৫
⏱️রোগী দেখার সময়ঃ প্রতিদিন বিকাল ৪টা-৬টা (শুক্রবার বন্ধ)

🏥চেম্বার - ২
ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল লিমিটেড
পিকক স্কয়ার, মহাখালী, ঢাকা-১২১৫
⏱️রোগী দেখার সময়ঃ শনি, রবি , সোম ও বুধবার সন্ধ্যা ৬টা থেকে ৯টা

👉 প্রতি শুক্রবার থাকছি 🩺
🏥ডি. ডি. ল্যাব
স্পেশালাইজড ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার
🔘 শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, ফেনী।
🔘 প্রতি শুক্রবার (সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা)

📞যোগাযোগঃ - ০১৮৩২ - ৬১০৮৪৯
📞জরুরী প্রয়োজনেঃ ০১৭৪৪ - ২৮০২১৯

🔍 www.vascularsurgeonbd.com

➡️ আপনাদের জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা, লাইক, কমেন্ট, এবং শেয়ার করে আপনার বন্ধু মহলের দেখার এবং জানার সুযোগ করে দিবেন। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

বন্ধ হয়ে যাওয়া রক্তনালী কাটাছেঁড়া বিহীন চালু করা....
23/11/2025

বন্ধ হয়ে যাওয়া রক্তনালী কাটাছেঁড়া বিহীন চালু করা....

https://www.dailyjanakantha.com/health/news/878304?fbclid=IwQ0xDSwOOYElleHRuA2FlbQIxMQBzcnRjBmFwcF9pZAo2NjI4NTY4Mzc5AAEe...
22/11/2025

https://www.dailyjanakantha.com/health/news/878304?fbclid=IwQ0xDSwOOYElleHRuA2FlbQIxMQBzcnRjBmFwcF9pZAo2NjI4NTY4Mzc5AAEeQ5-VQPwr64vuUy4B7UgWL1Wz8Saii043ZLSQmy1WPk97ihgz8I3L5l5M2tM_aem_EkJlQuujD3JvL_jUrYVSfA

পায়ের ধমনীতে রক্তবাহিত নালিগুলোর সংকোচন বা অবরোধকে বলা হয় পেরিফেরাল আর্টারি ডিজিজ (PAD)। সাম্প্রতিক বছরে এই রোগে...

❄️ শীতকাল ও DVT — কেন ঝুঁকি বাড়ে?👉 শীতকালে শুধু ঠান্ডা নয়—রক্তনালিতেও ঘটে কিছু পরিবর্তন, যা DVT (Deep Vein Thrombosis) ব...
19/11/2025

❄️ শীতকাল ও DVT — কেন ঝুঁকি বাড়ে?

👉 শীতকালে শুধু ঠান্ডা নয়—রক্তনালিতেও ঘটে কিছু পরিবর্তন, যা DVT (Deep Vein Thrombosis) বা রক্ত জমাট বাঁধার ঝুঁকি বাড়িয়ে দেয়। বিশেষ করে যাদের বয়স বেশি, চলাফেরা কম, ডায়াবেটিস বা ভেরিকোজ ভেইন আছে—তাদের জন্য শীতকাল বেশি সংবেদনশীল।

🔹 ১) ঠান্ডায় রক্তনালি সংকুচিত হয়:

শরীর ঠান্ডা পেলে ধমনীগুলো সঙ্কুচিত (vasoconstriction) হয়। রক্তের প্রবাহ ধীর হয়ে পড়ে এবং ভেইনে রক্ত জমে থাকার প্রবণতা বাড়ে। এই জমে থাকা রক্ত থেকেই তৈরি হয় clot।

🔹 ২) পানি কম পান করা → রক্ত ঘন হয়ে যায়:

শীতে অনেকেই পানি কম পান করেন। এতে রক্ত ঘন হয়ে যায়, যা রক্ত জমাট বাঁধার ঝুঁকি বাড়ায়।

🔹 ৩) কম চলাফেরা ও বেশি সময় শুয়ে/বসে থাকা:

শীতকালে ঘরে থাকা বেশি হয়, ব্যায়াম কম হয়। দীর্ঘ সময় বসে থাকা বা হাঁটাচলা না করলে পায়ের গভীর শিরায় রক্ত আটকে থাকে—এটাই DVT-এর প্রধান কারণ।

🔹 ৪) মোটা কাপড় পরে হাঁটু বাঁকা হয়ে থাকে:

অনেকেই ভারী পোশাক পরে সঠিকভাবে হাঁটাচলা করেন না। এতে পায়ের রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়।

🔹 ৫) কিছু রোগ ও ওষুধের প্রভাব শীতে বাড়তে পারে
যাদের-

♦️ভেরিকোজ ভেইন
♦️হার্ট ডিজিজ
♦️ডায়াবেটিস
♦️স্থূলতা
♦️ধূমপায়ীরা
তারা শীতে আরও ঝুঁকিতে থাকেন।

⚠️ DVT-এর জরুরি লক্ষণ (Red Flags):

👉 পায়ের পেশিতে হঠাৎ ব্যথা
পা ফুলে যাওয়া (একটি পা বিশেষ করে)
👉 পায়ের নিচের অংশ গরম লাগা
👉 নীলচে/লালচে রঙ
👉 হাঁটতে ব্যথা বা ভারী লাগা

✅ এই লক্ষণগুলো থাকলে দেরি না করে দ্রুত ভাসকুলার সার্জনের পরামর্শ নিন।

#ভাসকুলার_এন্ড_এন্ডোভাসকুলার_সার্জন

👨‍⚕️ডাঃ মঈনুল মাহমুদ (সানি)
এমবিবিএস (ঢাকা) এমএস (ভাসকুলার সার্জারী) - ( বিএসএমএমইউ )
ভাসকুলার এন্ড এন্ডোভাসকুলার সার্জন
সহকারী অধ্যাপক
ভাসকুলার সার্জারী বিভাগ
বিএমইউ ( এক্স বিএসএমএমইউ )

➡️ চিকিৎসা সেবা নিতে যোগাযোগ করুন ⤵️

🏥চেম্বার - ১
আনোয়ার খান মর্ডান কার্ডিয়াক ও ভাসকুলার সেন্টার
বাড়ি-২০, লিফ্ট-৭ব্লক-এফ, রোড-৮ ধানমন্ডি, ঢাকা-১২০৫
⏱️রোগী দেখার সময়ঃ প্রতিদিন বিকাল ৪টা-৬টা (শুক্রবার বন্ধ)

🏥চেম্বার - ২
ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল লিমিটেড
পিকক স্কয়ার, মহাখালী, ঢাকা-১২১৫
⏱️রোগী দেখার সময়ঃ শনি, রবি , সোম ও বুধবার সন্ধ্যা ৬টা থেকে ৯টা

👉 প্রতি শুক্রবার থাকছি 🩺
🏥ডি. ডি. ল্যাব
স্পেশালাইজড ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার
🔘 শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, ফেনী।
🔘 প্রতি শুক্রবার (সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা)

📞যোগাযোগঃ - ০১৮৩২ - ৬১০৮৪৯
📞জরুরী প্রয়োজনেঃ ০১৭৪৪ - ২৮০২১৯

🔍 www.vascularsurgeonbd.com

➡️ আপনাদের জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা, লাইক, কমেন্ট, এবং শেয়ার করে আপনার বন্ধু মহলের দেখার এবং জানার সুযোগ করে দিবেন। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

পা  ঝিনঝিনি  বা  অবশ  লাগা - এটা  কি  রক্তনালীর  সমস্যা ?👉 পায়ের হঠাৎ ঝিনঝিনি, অবশ ভাব, বা চিমটি লাগার মতো অনুভূতি—অনেকে...
16/11/2025

পা ঝিনঝিনি বা অবশ লাগা - এটা কি রক্তনালীর সমস্যা ?

👉 পায়ের হঠাৎ ঝিনঝিনি, অবশ ভাব, বা চিমটি লাগার মতো অনুভূতি—অনেকেই এটাকে দুর্বলতা মনে করেন।
কিন্তু বারবার হলে এটি আপনার রক্তনালীর (Vascular) সমস্যার ইঙ্গিত হতে পারে।

🩸 কেন ভাসকুলার সমস্যায় ঝিনঝিনি হয়?
রক্তনালী সরু বা ব্লক হলে পায়ে পর্যাপ্ত রক্ত ও অক্সিজেন পৌঁছায় না।
ফলে স্নায়ু ঠিকমতো কাজ করতে পারে না → তাই ঝিনঝিনি বা অবশ লাগে।

🔍 যে ভাসকুলার রোগে ঝিনঝিনি দেখা দিতে পারে:

🔹 Peripheral Arterial Disease (PAD)
রক্তনালী সংকুচিত হয়ে রক্ত প্রবাহ কমে যায়।
➡️ লক্ষণ: হাঁটলে ব্যথা, পা ঠান্ডা, রঙ ফ্যাকাশে।

🔹 Varicose Vein
শিরায় রক্ত জমে থাকার কারণে ভারীভাব ও ঝিনঝিনি হতে পারে।

🔹 Diabetic Vascular Problem
ডায়াবেটিসে স্নায়ুর ক্ষতি + রক্ত সঞ্চালন কম → পায়ে অবশ ভাব।

🔹 Deep Vein Thrombosis (DVT)
রক্ত জমাট বাঁধলে পা ব্যথা, ফোলা, টান ও অবশ ভাব হয়।
➡️ এটি জরুরি অবস্থা।

⚠️ কখন এটিকে গুরুত্ব দেবেন?
👉 ঝিনঝিনি প্রতিদিন হয়
👉 এক পা বেশি অবশ, আরেকটা স্বাভাবিক
👉 পা ঠান্ডা, ফ্যাকাশে বা নীলচে
👉 হাঁটলে বা সিঁড়ি উঠলে ব্যথা বাড়ে
👉 ক্ষত শুকাতে দেরি হয়

➡️ এগুলো হলে এটি শুধুই “ক্লান্তি” নয়—ভাসকুলার রোগের সংকেত হতে পারে।

#ভাসকুলার_এন্ড_এন্ডোভাসকুলার_সার্জন

👨‍⚕️ডাঃ মঈনুল মাহমুদ (সানি)
এমবিবিএস (ঢাকা) এমএস (ভাসকুলার সার্জারী) - ( বিএসএমএমইউ )
ভাসকুলার এন্ড এন্ডোভাসকুলার সার্জন
সহকারী অধ্যাপক
ভাসকুলার সার্জারী বিভাগ
বিএমইউ ( এক্স বিএসএমএমইউ )

➡️ চিকিৎসা সেবা নিতে যোগাযোগ করুন ⤵️

🏥চেম্বার - ১
আনোয়ার খান মর্ডান কার্ডিয়াক ও ভাসকুলার সেন্টার
বাড়ি-২০, লিফ্ট-৭ব্লক-এফ, রোড-৮ ধানমন্ডি, ঢাকা-১২০৫
⏱️রোগী দেখার সময়ঃ প্রতিদিন বিকাল ৪টা-৬টা (শুক্রবার বন্ধ)

🏥চেম্বার - ২
ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল লিমিটেড
পিকক স্কয়ার, মহাখালী, ঢাকা-১২১৫
⏱️রোগী দেখার সময়ঃ শনি, রবি , সোম ও বুধবার সন্ধ্যা ৬টা থেকে ৯টা

👉 প্রতি শুক্রবার থাকছি 🩺
🏥ডি. ডি. ল্যাব
স্পেশালাইজড ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার
🔘 শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, ফেনী।
🔘 প্রতি শুক্রবার (সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা)

📞যোগাযোগঃ - ০১৮৩২ - ৬১০৮৪৯
📞জরুরী প্রয়োজনেঃ ০১৭৪৪ - ২৮০২১৯

🔍 www.vascularsurgeonbd.com

➡️ আপনাদের জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা, লাইক, কমেন্ট, এবং শেয়ার করে আপনার বন্ধু মহলের দেখার এবং জানার সুযোগ করে দিবেন। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৫ 👉 ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য প্রতিবছর ১৪ নভেম্বর বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব ড...
14/11/2025

বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৫

👉 ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য প্রতিবছর ১৪ নভেম্বর বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব ডায়াবেটিস দিবস।

ডায়াবেটিস প্রতিরোধ আপনার হাতেই— সচেতন হোন, সুস্থ থাকুন।

ডায়াবেটিস প্রতিরোধে করণীয় (Prevention Tips)

✔ সুষম খাদ্যাভ্যাস
– চিনিযুক্ত খাবার ও অতিরিক্ত ভাজাপোড়া কমান
– প্রতিদিন পর্যাপ্ত সবজি, ফল, হোল-গ্রেইন খান

✔ নিয়মিত ব্যায়াম
– সপ্তাহে অন্তত ১৫০ মিনিট হাঁটা/জগিং/ব্যায়াম
– নিয়মিত থাকলে ওজন নিয়ন্ত্রণে থাকে

✔ ওজন ও কোমর নিয়ন্ত্রণ
– অতিরিক্ত ওজন ডায়াবেটিস ঝুঁকি দ্বিগুণ করে
– টার্গেট BMI ও কোমর পরিমাপ বজায় রাখুন

✔ চাপ কমান (Stress Management)
– স্ট্রেস বাড়লে শরীরে হরমোনের পরিবর্তন হয়
– মেডিটেশন, ভালো ঘুম, বিশ্রাম—অত্যন্ত গুরুত্বপূর্ণ

✔ পর্যাপ্ত পানি পান
– সফট ড্রিংক, জুসের বদলে পানি বেছে নিন

✔ ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলুন
– এগুলো ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়িয়ে দেয়

✔ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা
– বছরে অন্তত একবার রক্তে শর্করা পরীক্ষা
– পরিবারে কারো ডায়াবেটিস থাকলে আরও সতর্ক থাকুন

শিরা ফোলার সমস্যা কি মারাত্মক? জেনে নিন সত্যিটা👉 শরীরের নিচের অংশে — বিশেষ করে পায়ের শিরাগুলো যদি ফুলে যায়, মোচড় খায় বা ...
12/11/2025

শিরা ফোলার সমস্যা কি মারাত্মক? জেনে নিন সত্যিটা

👉 শরীরের নিচের অংশে — বিশেষ করে পায়ের শিরাগুলো যদি ফুলে যায়, মোচড় খায় বা নীলচে হয়ে ওঠে, সেটাই হলো Varicose Vein।
প্রথমে এটি শুধু দৃষ্টিগত বা সৌন্দর্যের সমস্যা মনে হতে পারে, কিন্তু সময়ের সাথে সাথে এটি গুরুতর ভাসকুলার জটিলতা তৈরি করতে পারে।

⚠️ কেন এটি অবহেলা করা উচিত নয়?

🔹 রক্ত সঞ্চালনে বাধা তৈরি করে
→ ফলে পা ভারী লাগে, জ্বালা-পোড়া হয়, ফোলা বা ব্যথা অনুভূত হয়।

🔹 ত্বকে আলসার (wound/ulcer) তৈরি হতে পারে
→ দীর্ঘদিন চিকিৎসা না নিলে ক্ষত শুকায় না এবং সংক্রমণ ছড়িয়ে যেতে পারে।

🔹 রক্ত জমাট বাঁধার ঝুঁকি বাড়ায় (Thrombophlebitis)
→ এটি Deep Vein Thrombosis (DVT)-এর দিকে গড়ালে মারাত্মক হতে পারে।

🔹 ত্বকের রঙ পরিবর্তন ও প্রদাহ হয়
→ chronic venous insufficiency নামে দীর্ঘস্থায়ী রোগে রূপ নেয়।

💡 ভালো খবর হলো —
আজকাল Varicose Vein-এর চিকিৎসা আগের মতো জটিল নয়।
✅ Laser Therapy, Radiofrequency Ablation (RFA) বা Minimally Invasive Surgery দিয়ে
অল্প সময়েই নিরাপদভাবে সমাধান সম্ভব।

🩺 কখন ডাক্তার দেখাবেন?
🔴 পায়ে দীর্ঘস্থায়ী ব্যথা বা ভারী লাগা
🔴 শিরা ফুলে ওঠা বা নীলচে দাগ
🔴 পা ফোলা, জ্বালা বা আলসার দেখা দেওয়া
🔴 রাতে পায়ে টান ধরা

#ভাসকুলার_এন্ড_এন্ডোভাসকুলার_সার্জন

👨‍⚕️ডাঃ মঈনুল মাহমুদ (সানি)
এমবিবিএস (ঢাকা) এমএস (ভাসকুলার সার্জারী) - ( বিএসএমএমইউ )
ভাসকুলার এন্ড এন্ডোভাসকুলার সার্জন
সহকারী অধ্যাপক
ভাসকুলার সার্জারী বিভাগ
বিএমইউ ( এক্স বিএসএমএমইউ )

➡️ চিকিৎসা সেবা নিতে যোগাযোগ করুন ⤵️

🏥চেম্বার - ১
আনোয়ার খান মর্ডান কার্ডিয়াক ও ভাসকুলার সেন্টার
বাড়ি-২০, লিফ্ট-৭ব্লক-এফ, রোড-৮ ধানমন্ডি, ঢাকা-১২০৫
⏱️রোগী দেখার সময়ঃ প্রতিদিন বিকাল ৪টা-৬টা (শুক্রবার বন্ধ)

🏥চেম্বার - ২
ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল লিমিটেড
পিকক স্কয়ার, মহাখালী, ঢাকা-১২১৫
⏱️রোগী দেখার সময়ঃ শনি, রবি , সোম ও বুধবার সন্ধ্যা ৬টা থেকে ৯টা

👉 প্রতি শুক্রবার থাকছি 🩺
🏥ডি. ডি. ল্যাব
স্পেশালাইজড ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার
🔘 শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, ফেনী।
🔘 প্রতি শুক্রবার (সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা)

📞যোগাযোগঃ - ০১৮৩২ - ৬১০৮৪৯
📞জরুরী প্রয়োজনেঃ ০১৭৪৪ - ২৮০২১৯

🔍 www.vascularsurgeonbd.com

➡️ আপনাদের জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা, লাইক, কমেন্ট, এবং শেয়ার করে আপনার বন্ধু মহলের দেখার এবং জানার সুযোগ করে দিবেন। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

অ্যাওর্টিক অ্যানিউরিজম: নীরব ঘাতক – কেন, কাদের হয় এবং কী করবেন?👉 শরীরের সবচেয়ে বড় রক্তনালীটির নাম Aorta – যা হৃদয় থেকে শ...
10/11/2025

অ্যাওর্টিক অ্যানিউরিজম: নীরব ঘাতক – কেন, কাদের হয় এবং কী করবেন?

👉 শরীরের সবচেয়ে বড় রক্তনালীটির নাম Aorta – যা হৃদয় থেকে শরীরের প্রতিটি অঙ্গে রক্ত বহন করে।
এই Aorta যখন দুর্বল হয়ে ফুলে যায় বা বেলুনের মতো ফেঁপে ওঠে, তখনই সেটাকে বলা হয় Aortic Aneurysm।

সমস্যা হলো —
👉 এটি বেশিরভাগ সময় নীরবে বাড়তে থাকে, কোনো উপসর্গ ছাড়াই।
👉 কিন্তু একবার যদি এটি ফেটে যায় (rupture), তখন সেটি জীবননাশের ঝুঁকি তৈরি করে — কয়েক মিনিটেই রক্তক্ষরণে মৃত্যুও হতে পারে।

⚠️ কারা বেশি ঝুঁকিতে থাকেন?
🔹 বয়স ৬০ বছরের বেশি
🔹 ধূমপানকারী পুরুষ
🔹 উচ্চ রক্তচাপ বা কোলেস্টেরল সমস্যা আছে যাদের
🔹 পরিবারের কারও Aneurysm এর ইতিহাস আছে
🔹 যাদের Peripheral Artery Disease বা Atherosclerosis আছে

🔴 কেন এটি বিপজ্জনক?
👉 এটি ধীরে ধীরে বাড়লেও বোঝা যায় না
👉 ফেটে গেলে জরুরি সার্জারি ছাড়া জীবন রক্ষা প্রায় অসম্ভব
👉 অনেক সময় হঠাৎ পেট বা পিঠে প্রচণ্ড ব্যথা দিয়েই শুরু হয়

🩺 স্ক্রিনিং কেন জরুরি?
যাদের ঝুঁকি আছে, তাদের জন্য আল্ট্রাসাউন্ড স্ক্রিনিং অনেক জীবন বাঁচাতে পারে।
একটি সহজ, ব্যথাহীন, ৫ মিনিটের টেস্ট দিয়েই ধরা যায় এই “নীরব ঘাতক”।
সময়মতো ধরা গেলে চিকিৎসা ও সার্জারির মাধ্যমে সম্পূর্ণ নিরাপদ জীবন সম্ভব।

✅ স্মরণে রাখুনঃ
🔸 সময়মতো স্ক্রিনিং = জীবন বাঁচানোর সুযোগ
🔸 উপসর্গ না থাকলেও ঝুঁকিপূর্ণদের চেকআপ জরুরি
🔸 সচেতনতা মানেই সুরক্ষা

#ভাসকুলার_এন্ড_এন্ডোভাসকুলার_সার্জন

👨‍⚕️ডাঃ মঈনুল মাহমুদ (সানি)
এমবিবিএস (ঢাকা) এমএস (ভাসকুলার সার্জারী) - ( বিএসএমএমইউ )
ভাসকুলার এন্ড এন্ডোভাসকুলার সার্জন
সহকারী অধ্যাপক
ভাসকুলার সার্জারী বিভাগ
বিএমইউ ( এক্স বিএসএমএমইউ )

➡️ চিকিৎসা সেবা নিতে যোগাযোগ করুন ⤵️

🏥চেম্বার - ১
আনোয়ার খান মর্ডান কার্ডিয়াক ও ভাসকুলার সেন্টার
বাড়ি-২০, লিফ্ট-৭ব্লক-এফ, রোড-৮ ধানমন্ডি, ঢাকা-১২০৫
⏱️রোগী দেখার সময়ঃ প্রতিদিন বিকাল ৪টা-৬টা (শুক্রবার বন্ধ)

🏥চেম্বার - ২
ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল লিমিটেড
পিকক স্কয়ার, মহাখালী, ঢাকা-১২১৫
⏱️রোগী দেখার সময়ঃ শনি, রবি , সোম ও বুধবার সন্ধ্যা ৬টা থেকে ৯টা

👉 প্রতি শুক্রবার থাকছি 🩺
🏥ডি. ডি. ল্যাব
স্পেশালাইজড ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার
🔘 শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, ফেনী।
🔘 প্রতি শুক্রবার (সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা)

📞যোগাযোগঃ - ০১৮৩২ - ৬১০৮৪৯
📞জরুরী প্রয়োজনেঃ ০১৭৪৪ - ২৮০২১৯

🔍 www.vascularsurgeonbd.com

➡️ আপনাদের জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা, লাইক, কমেন্ট, এবং শেয়ার করে আপনার বন্ধু মহলের দেখার এবং জানার সুযোগ করে দিবেন। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Address

Mirpur Road
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Mainul Mahmud Suny posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Mainul Mahmud Suny:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram