01/12/2025
পায়ের আঙুল বা গোড়ালিতে ঝিনঝিন/অসাড় ভাব কারণ কি ?
👉 এটি সাধারণত স্নায়ু বা রক্ত সঞ্চালনজনিত সমস্যার কারণে হয়। যদি বারবার এমন অনুভূতি হয়, তাহলে এটি নিম্নোক্ত সমস্যার নির্দেশ দিতে পারে—
🔍 সম্ভাব্য কারণঃ
🔹 রক্ত সঞ্চালন সমস্যা (Peripheral Artery Disease)
🔹ভেরিকোস ভেইন বা শিরার সমস্যা
🔹 নিচের অংশে দীর্ঘক্ষণ চাপ পড়া বা বসে থাকা
🔹 মেরুদণ্ডের ডিস্ক সমস্যা
🔹 ভিটামিন B12–এর ঘাটতি
🔹 থাইরয়েড বা কিডনি সমস্যা
⚠️ কখন গুরুত্ব সহকারে দেখবেন?
🔹 ঝিনঝিনি নিয়মিত হয়
🔹 ব্যথা বা জ্বালাপোড়া সঙ্গে থাকে
🔹 পা ঠান্ডা হয়ে যায়
🔹 হাঁটতে অসুবিধা হয়
🔹 ক্ষত শুকাতে দেরি হয়
👉 করণীয়ঃ
🔹 দ্রুত ভাসকুলার সার্জন এর পরামর্শ নিন
🔹 ডায়াবেটিস থাকলে নিয়ন্ত্রণে রাখুন
🔹 নিয়মিত হাঁটা ও হালকা ব্যায়াম করুন
🔹 হঠাৎ ঠান্ডা/গরম পানি এড়িয়ে চলুন
#ভাসকুলার_এন্ড_এন্ডোভাসকুলার_সার্জন
👨⚕️ডাঃ মঈনুল মাহমুদ (সানি)
এমবিবিএস (ঢাকা) এমএস (ভাসকুলার সার্জারী) - ( বিএসএমএমইউ )
ভাসকুলার এন্ড এন্ডোভাসকুলার সার্জন
সহকারী অধ্যাপক
ভাসকুলার সার্জারী বিভাগ
বিএমইউ ( এক্স বিএসএমএমইউ )
➡️ চিকিৎসা সেবা নিতে যোগাযোগ করুন ⤵️
🏥চেম্বার - ১
আনোয়ার খান মর্ডান কার্ডিয়াক ও ভাসকুলার সেন্টার
বাড়ি-২০, লিফ্ট-৭ব্লক-এফ, রোড-৮ ধানমন্ডি, ঢাকা-১২০৫
⏱️রোগী দেখার সময়ঃ প্রতিদিন বিকাল ৪টা-৬টা (শুক্রবার বন্ধ)
🏥চেম্বার - ২
ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল লিমিটেড
পিকক স্কয়ার, মহাখালী, ঢাকা-১২১৫
⏱️রোগী দেখার সময়ঃ শনি, রবি , সোম ও বুধবার সন্ধ্যা ৬টা থেকে ৯টা
👉 প্রতি শুক্রবার থাকছি 🩺
🏥ডি. ডি. ল্যাব
স্পেশালাইজড ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার
🔘 শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, ফেনী।
🔘 প্রতি শুক্রবার (সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা)
📞যোগাযোগঃ - ০১৮৩২ - ৬১০৮৪৯
📞জরুরী প্রয়োজনেঃ ০১৭৪৪ - ২৮০২১৯
🔍 www.vascularsurgeonbd.com
➡️ আপনাদের জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা, লাইক, কমেন্ট, এবং শেয়ার করে আপনার বন্ধু মহলের দেখার এবং জানার সুযোগ করে দিবেন। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।