
20/07/2025
#রক্তনালীর_ব্লক_সমস্যা
👉 রক্তনালীর বিশেষত ধমনীর প্রাচীরে দীর্ঘদিন ধরে জমে থাকা এথেরোস্কেলোটিক প্ল্যাক যখন দূরবর্তী অংশে রক্ত সরবরাহ বিঘ্নিত করে তখন তাকে বলে রক্তনালীর ব্লক সমস্যা বা পেরিফেরাল আর্টারি ডিজিজ। এর ফলে ধমনী সংকুচিত হয় এবং হাত- পায়ে রক্ত চলাচল কমে যায়। হাত বা সাধারণত পা, অপর্যাপ্ত রক্ত সরবরাহ পায়, যা হাঁটার সময় পায়ে ব্যথা এবং অন্যান্য উপসর্গ হতে পারে। পেরিফেরাল আর্টারি ডিজিজ এথেরোস্ক্লেরোসিস নামে পরিচিত ধমনীতে ফ্যাট বা চর্বি জমার ইঙ্গিত দেয়।
👉 লক্ষ্মণসমূহঃ
🔘 হাত-পা ঠান্ডা হয়ে যাওয়া
🔘 হাত-পা কালো হয়ে যাওয়া
🔘 নখ ভঙ্গুর হয়ে যাওয়া
🔘 ঘা বা পচন শুরু হওয়া
🔘 ব্যথাঃ প্রাথমিকভাবে দীর্ঘদিন ধরে ব্যথা,সাধারণত হাটাচলার সময় নির্দিষ্ট দূরত্ব পার করার পর পায়ে ব্যথা,যা বিশ্রামে কমে যায় পরবর্তীতে তীব্র ব্যথা যার ফলে রোগী ঘুমাতে পারে না এবং ব্যথানাশক ওষুধ প্রয়োগেও উপসম হয় না
➡️ চিকিৎসা সেবা নিতে যোগাযোগ করুন ⤵️
#ভাসকুলার_এন্ড_এন্ডোভাসকুলার_সার্জন
👨⚕️ডাঃ মঈনুল মাহমুদ (সানি)
এমবিবিএস (ঢাকা) এমএস (ভাসকুলার সার্জারী) - ( বিএসএমএমইউ )
ভাসকুলার এন্ড এন্ডোভাসকুলার সার্জন
সহকারী অধ্যাপক
ভাসকুলার সার্জারী বিভাগ
বিএমইউ ( এক্স বিএসএমএমইউ )
🏥চেম্বার - ১
আনোয়ার খান মর্ডান কার্ডিয়াক ও ভাসকুলার সেন্টার
বাড়ি-২০, লিফ্ট-৭ব্লক-এফ, রোড-৮ ধানমন্ডি, ঢাকা-১২০৫
⏱️রোগী দেখার সময়ঃ প্রতিদিন বিকাল ৪টা-৬টা (শুক্রবার বন্ধ)
🏥চেম্বার - ২
ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল লিমিটেড
পিকক স্কয়ার, মহাখালী, ঢাকা-১২১৫
⏱️রোগী দেখার সময়ঃ শনি, রবি , সোম ও বুধবার সন্ধ্যা ৬টা থেকে ৯টা
👉 প্রতি শুক্রবার থাকছি 🩺
🏥ডি. ডি. ল্যাব
স্পেশালাইজড ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার
🔘 শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, ফেনী।
🔘 প্রতি শুক্রবার (সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা)
📞যোগাযোগঃ - ০১৮৩২ - ৬১০৮৪৯
📞জরুরী প্রয়োজনেঃ ০১৭৪৪ - ২৮০২১৯
🔍 www.vascularsurgeonbd.com
➡️ আপনাদের জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা, লাইক, কমেন্ট, এবং শেয়ার করে আপনার বন্ধু মহলের দেখার এবং জানার সুযোগ করে দিবেন। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।