Ophthalmologist- Eye Specialist: Glaucoma and Cataract (Phaco) Surgeon
সংক্ষিপ্ত পরিচয় এবং বিভিন্ন অর্জন:
ডা:বিপুল কুমার সরকার, বিশিষ্ট চক্ষু চিকিৎসক ও গ্লুকোমা বিশেষজ্ঞ, মানিকগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন| তিনি রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি এবং বাংলাদেশ কলেজ অফ ফিজিসিয়ান & সার্জন থেকে চক্ষু বিষয়ে উচ্চতর ডিগ্রি এফসিপিএস লাভ করেন। এর পরেও তিনি ইংল্যান্ড এর ইন্টারন্যাশনাল কলেজ অফ অপথালমোলজি থেকে এফআইসিও এবং ইংল্যান্ড এডিনবার্গ এর রয়েল কলেজ ওফ ফিজিসিয়ান এন্
ড সার্জন, থেকে এমআরসিএস ও এফআরসিএস ডিগ্রি লাভের গৌরব অর্জন করেন।
২০১০ সালে তিনি তার কর্মজীবন শুরু করেন বাংলাদেশের সর্ববৃহৎ চক্ষু হাসপাতাল, ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালে এবং বর্তমানেও তিনি একই প্রতিষ্ঠানে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন| তিনি এই সময়ে আমেরিকার নিউইয়র্ক আই ইনফার্মারী হাসপাতাল এবং ভারতের অরবিন্দ চক্ষু হাসপাতাল হতে চোখের গ্লুকোমা ও ফ্যাকো সার্জারী এর উপর উচ্চতর প্রশিক্ষণ ও ফেলোসীপ ডিগ্রী গ্রহন করেন।
তার এই দশ বছর চক্ষু চিকিৎসা জীবনে প্রায় ১০,০০০ চক্ষু রোগির সফল অপারেশন সম্পন্ন করেছেন।
ডা: সরকার একজন গবেষক হিসেবেও সুনাম অর্জন করেছেন।ইতিমধ্যে তার 16 টি জাতীয় ও 7 টি আন্তর্জাতিক গবেষণা কর্ম (ব্রিটিশ জার্নাল, ইউরোপীয় জার্নাল অফ অপথালমোলজি ও জার্মান মেডিকেল সায়েন্স) এ প্রকাশিত হয়েছে এবং তিনি স্পিংজার কর্তৃক প্রকাশিত "এডভান্স অফ ভিশন সায়েন্স " ভলিউম ২ নামক বইয়ের একজন লেখক।
ক্লিনিকাল কাজের সাথে সাথে এই প্রতিভাবান চক্ষু চিকিৎসক, শিক্ষক ও মেন্টর হিসেবে দেশ ও দেশের বাহিরে সুনাম অর্জন করেছেন।তিনি সূদুর আফ্রিকার নাইজেরিয়াতে কমনওয়েলথ চিকিৎসকদের গ্লুকোমা ও ক্যাটারেট সার্জারীর উপর প্রশিক্ষণ প্রদান করে এওয়ার্ড অফ এক্সিলেন্স এ ভূষিত হয়েছেন।তিনি এশিয়া প্যাসিফিক ক্যাটারেক্ট এন্ড রিফ্রাক্টিভ সোসাইটির একজন সদস্য এবং বাংলাদেশ গ্লুকোমা সোসাইটির একজন আজীবন সদস্য ও পাবলিকেশন সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সাথে তিনি বাংলাদেশ ইয়ং অফথালমোলজি সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবে কাজ করে যাচ্ছেন|
তিনি বাংলাদেশের চক্ষু চিকিৎসা গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ স্বর্ণপদক - এম এ মতিন গোল্ড মেডেল অর্জন করেছেন এবং যেটা বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতি কর্তৃক আয়োজিত ৪৭ তম বার্ষিক সম্মেলন ২০২০ এ প্রদান করা হয়।
26/08/2023
বিশ্ব গ্লুকোমা সম্মেলন’ ২০২৩।
এবার অনুষ্ঠিত হল ইটালি এর বিখ্যাত রোম শহরে।পৃথিবীর ১০০ এর অধিক দেশের প্রায় ৩০০০ গ্লুকোমা বিশেষজ্ঞ এতে অংশগ্রহণ করেন। এই ধরনের সম্মেলনে গ্লুকোমা বিষয়ে নতুন নতুন তথ্য, নতুন চিকিৎসা পদ্ধতি বা নতুন গবেষণা প্রকাশ করা হয়।
আমাদের দেশ থেকে অংশগ্রহণ কিছুটা কষ্টসাধ্য ও ব্যয়বহুল।আমার সৌভাগ্য হয়েছিল এবার সেখানে যাবার, নিজের প্রেজেন্ট্রেশন ও গবেষণা কর্ম প্রকাশ করার এবং নতুন অনেক কিছু শেখার।
প্রতিবার বিশ্বের ২০ জন গবেষককে এই সম্মলনে বিশেষ অ্যাওয়ার্ড এবং ফ্রি অংশগ্রহণের সুযোগ দেয়া হয় । আমি ছিলাম সেই সৌভাগ্যবানদের একজন । তাই ফ্রি অংশগ্রহণই শুধু নয়, যাতায়াত থাকাসহ সবই তারা স্পনসর করেছিল।
তাই এবারের বিশ্ব গ্লুকোমা সম্মেলন ছিলো একইসাথে জ্ঞানঅর্জন ও ইউরোপ ভ্রমণের এক বিশাল সুযোগ
Be the first to know and let us send you an email when গ্লুকোমার সঙ্গে জীবন-Dr. Bipul Kumer Sarker posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Contact The Practice
Send a message to গ্লুকোমার সঙ্গে জীবন-Dr. Bipul Kumer Sarker:
Dr. Bipul Kumer sarker: Ophthalmologist &Glaucoma Specialist
ডা:বিপুল কুমার সরকার,বিশিষ্ট চক্ষু চিকিৎসক ও গ্লুকোমা বিশেষজ্ঞ, মানিকগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন| তিনি রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি এবং বাংলাদেশ কলেজ অফ ফিজিসিয়ান & সার্জন থেকে চক্ষু বিষয়ে উচ্চতর ডিগ্রি এফসিপিএস লাভ করেন। এর পরে তিনি ইংল্যান্ড এর ইন্টারন্যাশনাল কলেজ অফ অপথালমোলজি থেকে এফআইসিও এবং ইংল্যান্ড এডিনবার্গ এর রয়েল কলেজ থেকে এমআরসিএস ডিগ্রি লাভের গৌরব অর্জন করেন।
২০১০ সালে তিনি তার কর্মজীবন শুরু করেন বাংলাদেশের সর্ববৃহৎ চক্ষু হাসপাতাল , ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালে এবং বর্তমানেও তিনি একই প্রতিষ্ঠানে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন| তিনি এই সময়ে আমেরিকার নিউইয়র্ক আই ইনফার্মারী হাসপাতাল এবং ভারতের অরবিন্দ চক্ষু হাসপাতাল হতে চোখের গ্লুকোমা ও ফ্যাকো সার্জারী এর উপর উচ্চতর প্রশিক্ষণ ও ফেলোসীপ ডিগ্রী গ্রহন করেন। তার এই দশ বছর চক্ষু চিকিৎসা জীবনে প্রায় ১০,০০০ চক্ষু রোগির সফল অপারেশন সম্পন্ন করেছেন।
ডা: সরকার একজন গবেষক হিসেবেও সুনাম অর্জন করেছেন।ইতিমধ্যে তার ১৪ টি জাতীয় ও ৫ টি আন্তর্জাতিক গবেষণা কর্ম (ইউরোপীয় জার্নাল অফ অপথালমোলজি ও জার্মান মেডিকেল সায়েন্স) এ প্রকাশিত হয়েছে এবং তিনি স্পিংজার কর্তৃক প্রকাশিত "এডভান্স অফ ভিশন সায়েন্স " ভলিউম ২ নামক বইয়ের একজন লেখক।
ক্লিনিকাল কাজের সাথে সাথে এই প্রতিভাবান চক্ষু চিকিৎসক শিক্ষক ও মেন্টর হিসেবে দেশ ও দেশের বাহিরে সুনাম অর্জন করেছেন।তিনি সূদুর আফ্রিকার নাইজেরিয়াতে কমনওয়েলথ চিকিৎসকদের গ্লুকোমা ও ক্যাটারেট সার্জারীর উপর প্রশিক্ষণ প্রদান করে এওয়ার্ড অফ এক্সিলেন্স এ ভূষিত হয়েছেন।
তিনি এই বছর বাংলাদেশের চক্ষু চিকিৎসা গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ স্বর্ণপদক - এম এ মতিন গোল্ড মেডেল অর্জন করেছেন এবং যেটা বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতি কর্তৃক আয়োজিত ৪৭ তম বার্ষিক সম্মেলন ২০২০ এ প্রদান করা হয়।
ডা: সরকার এশিয়া প্যাসিফিক ক্যাটারেক্ট এন্ড রিফ্রাক্টিভ সোসাইটির একজন সদস্য এবং বাংলাদেশ গ্লুকোমা সোসাইটির একজন আজীবন সদস্য ও পাবলিকেশন সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।