Shifa Vac Therapy Services

Shifa Vac Therapy Services We provide advanced wound healing therapy that can be readily helped the patient wound heal. It’s also known as wound VAC THERAPY.

Vacuum-assisted closure of a wound is a type of therapy to help wounds heal.

08/05/2025
08/05/2025

Dr. Rabiul Karim Khan Papon
Associate Professor
National Institute of Burn and Plastic Surgery

04/09/2023
 #সতর্কবার্তা প্রসঙ্গ: খাবার স্যালাইন। সবাইকে মনোযোগ দিয়ে পড়ার অনুরোধ রইলো। "প্রচণ্ড গরম পড়েছে... পাশের সারির সিটে বসেছ...
25/04/2023

#সতর্কবার্তা

প্রসঙ্গ: খাবার স্যালাইন।

সবাইকে মনোযোগ দিয়ে পড়ার অনুরোধ রইলো।

"প্রচণ্ড গরম পড়েছে... পাশের সারির সিটে বসেছিল দুই ছেলে... দুজনই ছাত্র...

কৌতূহল নিয়ে দেখছি কী করে!!

হাফ লিটার (৫০০ মি.লি) পানির বোতলে প্রথমে এক প্যাকেট খাবার স্যালাইন ঢালল... একটু ঝাঁকি দিল... এরপর আরেক প্যাকেট স্যালাইন বের করল... সব মিলে দুই প্যাকেট স্যালাইন ঢালল ঐ হাফ লিটার পানির মধ্যেই...

জিজ্ঞাসা করলাম, ভাই দুই প্যাকেট কেন ঢাললেন?

- এক প্যাকেটে অত স্বাদ পাওয়া যায় না... তাছাড়া যে গরম পড়েছে, তাতে বেশি খাওয়াই ভালো।

এরকম ভুল প্রায় লোকই করে... সবাই ভাবে, স্যালাইনই তো... কী আর হবে!! কিন্তু এটা যে কত মারাত্মক ভুল, তা বেশিরভাগ লোকই জানে না... বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তো আরো বেশি বিপজ্জনক...

কয়েক মাস আগের কথা... ডায়রিয়া হওয়ার পর খিঁচুনি নিয়ে এক বাচ্চাকে হাসপাতালে নিয়ে এসেছে।

একটু সন্দেহ হলো... জিজ্ঞাসা করলাম, কী খাইয়েছেন বাবুকে?

- কেন? স্যালাইন।

- বানিয়েছেন কীভাবে?

- হাফ গ্লাসের মতো পানিতে এক প্যাকেট স্যালাইন গুলিয়েছি।

- নিয়ম তো হাফ লিটার বা আধা সের পানিতে স্যালাইন গুলানো। কিন্তু হাফ গ্লাস পানিতে কেন?

- ছোট বাচ্চা, অত আর স্যালাইন খেতে পারবে?

তাড়াতাড়ি বাচ্চাকে মেডিকেলে রেফার করে দিলাম। অল্প পানিতে স্যালাইন গুলানোর কারণে বেশি ঘনত্বের লবণ শরীরের ভেতরে গিয়ে লবণের পরিমাণ বাড়িয়ে দিয়েছে। এর ফলে খিচুনি শুরু হয়েছে, যা খুবই মারাত্মক... কিডনি নষ্ট হওয়া থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে।

এভাবে অনেক বাচ্চা মারা যায় ডায়রিয়ার কারণে নয়, ভুলভাবে স্যালাইন বানানোর কারণে।

মনে রাখা উচিত, খাবার স্যালাইন কোন সাধারণ পানীয় নয় যে ইচ্ছেমতো খাবেন। এটি ওষুধ... বমি, পাতলা পায়খানা বা গরমের ফলে প্রচণ্ডরকম ঘেমে শরীর থেকে যে পানি, লবণ বের হয়ে যায়, তা পূরণ করার জন্য এটি খাওয়া হয়।

এটি নির্দিষ্ট নিয়মেই গুলাতে হবে... ছোট-বড় সবার জন্য একই নিয়মে বানাতে হবে... আধা সের বা হাফ লিটার পানির মধ্যে পুরো এক প্যাকেট মিশিয়ে স্যালাইন দ্রবণ প্রস্তুত করতে হবে। তবেই তা শরীরে গিয়ে কাজ করবে।

এর কম পানিতে বানালে লবণের ঘনত্ব বেড়ে গিয়ে কিডনির ক্ষতি করবে... বেশি পানিতে বানালে লবণের ঘনত্ব কমে গিয়ে সঠিকভাবে ঘাটতি পূরণ হবে না।

একবার স্যালাইন বানালে, তা সর্বোচ্চ বারো ঘণ্টা পর্যন্ত রাখা যায়, তবে ছয় ঘণ্টা পর্যন্ত রাখতেও অনেকে পরামর্শ দেন।

কখনো হাফ প্যাকেট স্যালাইন, এক গ্লাস পানি- এভাবে বানাবেন না... কিংবা পরবর্তিতে বানানোর জন্য প্যাকেটে কিছু স্যালাইন রেখেও দিবেন না... এক প্যাকেট দিয়ে একসাথে হাফ লিটারই বানাবেন...

একবার বানানোর পর, বয়স ও প্রয়োজনভেদে যতটুকু দরকার, সেখান থেকে নিয়ে সেভাবে খাবেন। শেষ হয়ে গেলে আবার হাফ লিটার পানিতে এক প্যাকেট গুলিয়ে নতুন করে বানাবেন।

ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, কিডনি-রোগ কিংবা হার্টের রুগীর ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে স্যালাইন খাবেন।

আর হ্যাঁ, বাজারে "টেস্টি স্যালাইন" নামক যা পাওয়া যায়, সেগুলো অবশ্যই খাওয়া যাবে না.. এগুলোতে মাত্রার কোন ঠিক তো নেই-ই, এর পাশাপাশি ওষুধ প্রশাসনেরও কোনো অনুমোদন নেই। বরং ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনেক কোম্পানির টেস্টি স্যালাইনে স্যাকারিন ও কাপড়ের রং পর্যন্ত পাওয়া গেছে।

(সংগৃহীত)

25/03/2022

সংগ্রহ কৃত পোস্ট-

আমার অফিসের সামনে প্রতিদিন সকালে একটি ভ্যানে লিয়াকত ভাই গরম গরম পরোটা ভাজেন, পাশেই আরেকটি ভ্যানে জসিম ভাই বানান গরম চা। লোকজন দেখি লিয়াকত ভাই থেকে পরোটা কিনে তা জসিম ভাইয়ের চায়ে ডুবিয়ে আরাম করে খাচ্ছেন। একদিন লিয়াকত ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই, আপনি নিজে চা বানান না কেন? এতে বিক্রি বাড়তো না? চা এবং পরোটা দুটো আইটেম?

লিয়াকত ভাই উত্তর দিলেন, জসিম্মার হাতে চা হয় ভালো, আমি তার মতো বানাইতে পারতাম না। আমি বানাইলে পুরা চায়ের টাকাই মাটিত যাইবো। তাই হে চা বানাক, আমি পরোটা। তাতে দুইজনেরই লাভ, এইডা ভালা না?

এ ভালোটা বুঝে দুনিয়ার বড়ো বড়ো মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো অন্যের সাথে কোলাবোরেশান করতে বছরের পর বছর কাটিয়ে দেয়, আর আমাদের লিয়াকত আর জসিম ভাই আমাদের শহরের এক কোণায় পরোটা আর চায়ের কোলাবোরেশান করেছেন কত সহজে?
ব্যাপারটা শেখার মতো না?

আমিই একাই সব খাবো- এভাবে খেয়ে পেট পুরলেও তৃপ্তি আর সুখ আসেনা!

(মূলকথা- বাদল সৈয়দ। ইষ্যত সম্পাদিত, নাম পরিমার্জিত )

Address

Fulbaria

Opening Hours

Monday 08:00 - 21:00
Tuesday 08:00 - 21:00
Wednesday 08:00 - 21:00
Thursday 08:00 - 21:00
Saturday 08:00 - 21:00
Sunday 08:00 - 21:00

Telephone

+8801758110397

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shifa Vac Therapy Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Shifa Vac Therapy Services:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram