20/09/2024
𝗠𝗲𝗱𝗶𝗮𝗹 𝗧𝗶𝗯𝗶𝗮𝗹 𝗦𝘁𝗿𝗲𝘀𝘀 𝘀𝘆𝗻𝗱𝗿𝗼𝗺𝗲
𝗚𝗿𝗮𝗱𝗲-𝗹𝗹
গতবছর আগষ্ট মাসে আমাদের একাডেমীর একজন ক্রিকেটার এর Tibialis Stress Fracture হয়। Rehabilitation complete করে competitive cricket এ ব্যাক করেছে। তার ইনজুরির কারণ, আমরা কী ধরনের রিহ্যাব করেছি এবং Preventive measure কি নিয়েছিলাম তার সারসংক্ষেপ
কিভাবে ইনজুরি হয়েছিল?
-𝐬𝐮𝐫𝐟𝐚𝐜𝐞 অনুযায়ী তার সঠিক 𝐫𝐮𝐧𝐧𝐢𝐧𝐠 𝐬𝐡𝐨𝐞𝐬 ব্যবহার না করা 👟
-𝐓𝐫𝐚𝐢𝐧𝐢𝐧𝐠 এর পর পর্যাপ্ত 𝐫𝐞𝐜𝐨𝐯𝐞𝐫𝐲 না নেয়া বিশেষ করে 𝐧𝐮𝐭𝐫𝐢𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐬𝐢𝐭𝐞.
- 𝐑𝐞𝐩𝐞𝐭𝐢𝐭𝐢𝐯𝐞 𝐬𝐭𝐫𝐞𝐬𝐬
- 𝐏𝐫𝐨𝐠𝐫𝐞𝐬𝐬𝐢𝐯𝐞 𝐩𝐥𝐲𝐨𝐦𝐞𝐭𝐫𝐢𝐜 𝐭𝐫𝐚𝐢𝐧𝐢𝐧𝐠 না করা
- এবং 𝐑𝐮𝐧𝐧𝐢𝐧𝐠 বায়োমেকনিক্যাল 𝐟𝐚𝐮𝐥𝐭
👟
কিভাবে ডায়াগনোসিস করেছি?
তার ইনজুরি হিস্ট্রি শুনে এবং কিছু ফিজিক্যাল এক্সামিনেশন করে। যেমন:-
-𝐓𝐢𝐛𝐢𝐚𝐥 𝐒𝐭𝐫𝐞𝐬𝐬 𝐭𝐞𝐬𝐭 (+𝐯𝐞)
-𝐒𝐢𝐧𝐠𝐥𝐞 𝐇𝐨𝐩 𝐭𝐞𝐬𝐭 (+𝐯𝐞)
-𝐌𝐑𝐈 (𝐏𝐞𝐫𝐢𝐨𝐬𝐭𝐞𝐚𝐥 𝐄𝐝𝐞𝐦𝐚)
কতদিন রিহ্যাব করেছে এবং কী কী ?
সর্বমোট ১২ সপ্তাহ রিহ্যাব করেছে
ফেজ-১ (২ সপ্তাহ) ছিলো
Pain এবং swelling control সাথে টিস্যু হিলিং এর জন্য।
ফেজ-২ (৪ সপ্তাহ) ছিলো
Strength training and Balance training
ফেজ-৩ (৩সপ্তাহ) ছিলো খুবই গুরুতপূর্ণ কারণ এই ফেজে আমরা ( কোচ, ফিজিও, ট্রেইনার) একসাথে তার running technique & Training এর বায়োমেকানিকাল যে ভুল ছিলো সেগুলো নিয়ে কাজ করা লেগেছে।
ফেজ-৪ (৩সপ্তাহ) এই ফেজ এ আমরা স্পোর্টস স্পেসিফিক ট্রেনিং নিয়ে কাজ করেছি এবং উদ্দেশ্য ছিলো পরিপূর্ণ রূপে খেলায় ফেরাতে
আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি।
পরামর্শ:
Surface অনুযায়ী সঠিক জুতার ব্যবহার।
ট্রেনিং এবং রিকোভারির মধ্যে সামঞ্জস্য রাখা যেটা খুবই গুরুত্বপূর্ণ।
Strength training and plyometric training সঠিক অনুপাতে করা।
Running load এবং ট্রেনিং লোড মনিটরিং করা🏃