Healing With Rakib

Healing With Rakib healingwithrakib.blogspot.com

Diploma in Ayurvedic Medicine & Surgery - 2nd yr

-------------------
EC-Council Certified Cybersecurity Technician

আসুন জেনে নেই কাঁচা  #কাঁঠাল, পাকা কাঁঠাল ও কাঁঠালের বীজ (বিচি) এর  #আয়ুর্বেদিক  #দ্রব্যগুণ। আয়ুর্বেদিক পরিভাষাগুলো সহজ...
02/06/2025

আসুন জেনে নেই কাঁচা #কাঁঠাল, পাকা কাঁঠাল ও কাঁঠালের বীজ (বিচি) এর #আয়ুর্বেদিক #দ্রব্যগুণ।

আয়ুর্বেদিক পরিভাষাগুলো সহজভাবে নিচে কমেন্টস সেকশনে উল্লেখ করা হলো।

- - - - - - - - - - -

আমার #আয়ুর্বেদ জগৎ:
#ফেসবুক #প্রোফাইল: https://www.facebook.com/rakib.ibn.abdullah/
ফেসবুক #পেইজ: http://facebook.com/healingwithrakib
#ইউটিউব চ্যানেল: https://www.youtube.com/
#টিকটক প্রোফাইল: https://www.tiktok.com/
#লিঙ্কডইন প্রোফাইল: https://www.linkedin.com/in/rakibuzzaman47/
আয়ুর্বেদ নিয়ে #ব্লগ: https://healingwithrakib.blogspot.com/

#আয়ুর্বেদ

আসুন জেনে নেই  #জাম এর  #আয়ুর্বেদিক  #দ্রব্যগুণ। - - - - - - - - - - -আমার  #আয়ুর্বেদ জগৎ: #ফেসবুক  #প্রোফাইল: https://w...
30/05/2025

আসুন জেনে নেই #জাম এর #আয়ুর্বেদিক #দ্রব্যগুণ।

- - - - - - - - - - -

আমার #আয়ুর্বেদ জগৎ:
#ফেসবুক #প্রোফাইল: https://www.facebook.com/rakib.ibn.abdullah/
ফেসবুক #পেইজ: http://facebook.com/healingwithrakib
#ইউটিউব চ্যানেল: https://www.youtube.com/
#টিকটক প্রোফাইল: https://www.tiktok.com/
#লিঙ্কডইন প্রোফাইল: https://www.linkedin.com/in/rakibuzzaman47/
আয়ুর্বেদ নিয়ে #ব্লগ: https://healingwithrakib.blogspot.com/

#আয়ুর্বেদ

আয়ুর্বেদ অনুযায়ী, মাদকের অপব্যবহার শরীরের ভেতরের অগ্নিকে নিভিয়ে ফেলে, যা জীবনীশক্তির মূল উৎস। এর ফলে শরীর দ্রুত ক্ষয়...
30/05/2025

আয়ুর্বেদ অনুযায়ী, মাদকের অপব্যবহার শরীরের ভেতরের অগ্নিকে নিভিয়ে ফেলে, যা জীবনীশক্তির মূল উৎস। এর ফলে শরীর দ্রুত ক্ষয় হতে শুরু করে, বিভিন্ন মানসিক রোগ, অকালমৃত্যু পর্যন্ত ঘটতে পারে।

মাদক শুধু শারীরিক ও মানসিক রোগের জন্ম দেয় না, এটি আত্মাকে কলুষিত করে বিভিন্ন পাপকাজে জড়িয়ে ফেলে, যা ইহকাল ও পরকাল উভয়ের জন্যই ভয়াবহ পরিণতি ডেকে আনে।

মাদকের অন্ধকার চোরাবালিতে একবার পা দিলে, সেখান থেকে সুস্থ জীবনে ফেরা অত্যন্ত কঠিন। এই সর্বনাশা নেশা জীবনকে বেচে থাকতেই সেবনকারী ও পরিবারকে দিকে ঠেলে দেয়।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স তৈরি করা হোক। এমনেই আমরা মূর্খ, অহংকারী, আইলসা - ভাদাইম্মা জাতী। এর উপরে মাদকের ভয়াল থাবা সহ্য করার মত ক্যাপাসিটি আমাদের নেই।

আসুন জেনে নেই কচি  #আম, কাঁচা আম, পাকা আম ও গাছ পাকা আম এর  #আয়ুর্বেদিক  #দ্রব্যগুণ। - - - - - - - - - - -আমার  #আয়ুর্বে...
29/05/2025

আসুন জেনে নেই কচি #আম, কাঁচা আম, পাকা আম ও গাছ পাকা আম এর #আয়ুর্বেদিক #দ্রব্যগুণ।

- - - - - - - - - - -

আমার #আয়ুর্বেদ জগৎ:
#ফেসবুক #প্রোফাইল: https://www.facebook.com/rakib.ibn.abdullah/
ফেসবুক #পেইজ: http://facebook.com/healingwithrakib
#ইউটিউব চ্যানেল: https://www.youtube.com/
#টিকটক প্রোফাইল: https://www.tiktok.com/
#লিঙ্কডইন প্রোফাইল: https://www.linkedin.com/in/rakibuzzaman47/
আয়ুর্বেদ নিয়ে #ব্লগ: https://healingwithrakib.blogspot.com/

#আয়ুর্বেদ

23/05/2025

যখন পেশেন্টদের বলি বাসি খাবার খাবেন না, তখন অনেকেই বলেন আমরা ত রাতে রান্না করে দিনে খাই। এইটা কি বাসি খাবার?

উত্তর - খাবার রান্না করার ৩ ঘন্টা পর থেকেই তার প্রাণ শক্তি কমতে থাকে এবং ১২ ঘন্টার মধ্যে প্রায় প্রাণ শক্তি প্রায় শেষ হয়ে যায় (এই খাবারের পুষ্টিগুণ কমে যায়, যা শরীরের কোন উপকারে আসে না)।

রাতে রান্না করা খাবার ত সকাল হতে হতেই ১২ ঘন্টা পার হয়ে যায়। তাই রাতে রান্না করে রাখা খাবার দিনে খাওয়া কখনোই পুষ্টিকর না, বরং দিনে রান্না করা খাবার রাতে ৮ টার মধ্যে শেষ করতে পারলে পুষ্টিগুণ মোটামুটি পাওয়া যায়। সুতরাং রাতে রান্না করা খাবার দিনে না না, বরং দিনে রান্না করা খাবার দিনে খেতে হবে।

©আয়ুর্বেদাচার্য ও এপিজেনেটিক্স বিশারদ দেবজ্যোতি দত্ত

জেমিনি রে বললাম আয়ুর্বেদ, হোমিও ও এলোপ্যাথি এর পার্থক্য খুব সহজে বোঝা যায় এমনভাবে দেখাওতো। Output ছবিতে দেখুন।( বি.দ্রঃ...
22/05/2025

জেমিনি রে বললাম আয়ুর্বেদ, হোমিও ও এলোপ্যাথি এর পার্থক্য খুব সহজে বোঝা যায় এমনভাবে দেখাওতো। Output ছবিতে দেখুন।

( বি.দ্রঃ AI কি রিপ্লাই দেখালো শুধু তা দেখানোর জন্যে এই পোস্ট। সব তথ্য ১০০% #একুরেট_নয় এবং বোঝার কিছু বিষয় আছে, যেমনঃ ক্রনিক ডিজিজ (পুরাতন রোগ) একেবারে গোড়া থেকে নিরাময় হতে সময় বেশী লাগবেই। কারণ শুধু রোগের লক্ষণ/উপসর্গ দূর করা হচ্ছে না বরং রোগের কারণ মুল থেকে দূর করা হচ্ছে। )

চলুন ২য় এবং শেষ পর্বে দেখি     ( ) নিয়ে  #আয়ুর্বেদ_চিকিৎসা বিজ্ঞানে কি বলা হয়েছে। (আর  ্ব এর লিংকঃ https://www.facebook....
20/05/2025

চলুন ২য় এবং শেষ পর্বে দেখি ( ) নিয়ে #আয়ুর্বেদ_চিকিৎসা বিজ্ঞানে কি বলা হয়েছে।

(আর ্ব এর লিংকঃ https://www.facebook.com/share/p/19KDcMKjZr/ )

Postpartum Depression (PPD) #ডিপ্রেশন এর একটি প্রকার। আমি খুব সহজে ও সংক্ষেপে বর্ণনার চেস্টা করবো।

PPD এর #কারণঃ
* বাত দোষ ইমব্যালেন্স,
* রস ক্ষয় (Depletion of Vital Fluids),
* মনো দোষ,
* ধাতু ক্ষয় (Depletion of Essential Tissues)।

PPD এর #আয়ুর্বেদিক_ম্যানেজমেন্টঃ দোষের ব্যালেন্স করা, অগ্নি (হজমশক্তি) বৃদ্ধি, এবং নবজাতকের মায়ের পুষ্টিবর্ধন (খাবার ও লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে) এবং বিভিন্ন ঔষধি প্রয়োগ।

PPD এর চিকিৎসার মৌলিক কিছু #চিকিৎসাসূত্রঃ
* নিদান পরিবর্জন (রোগের কারণ বর্জন)ঃ যে কারণগুলো রোগীর রোগ(ডিপ্রেসন) বাড়িয়ে দেয় তা থাকে দূরে রাখা।
* মানস (মানসিক) রোগের চিকিৎসাঃ আয়ুর্বেদে মানসিক চিকিৎসা এর জন্যে এবং স্পিরিচুয়াল হিলিং এর জন্যে স্বতন্ত্র একটি শাখা রয়েছে যার নাম #ভূতবিদ্যাতন্ত্র(Psychiatry)।
* মনঃবহ স্রোতের দৃষ্টিজনিত সৃষ্ট বিকারের চিকিৎসা।
* তমোঃগুণ কমানোঃ মানবমনে সত্ত্বঃ, রজোঃ ও তমোঃ গুণ রয়েছে। এদের স্বাভাবিকের চাইতে কম-বেশী পরিমাণ হলে মানসিক সমস্যা ও রোগ তৈরি হয়। তমঃ গুণ বৃদ্ধির ফলে ডিপ্রেশন বাড়ে। তাই, এটি কমাতে হবে।
* কফ দোষের ব্যালেন্স করাঃ শরীরে কফ দোষ ইমব্যালেন্স হলে শরীরে ও মনে Depressive লক্ষণ প্রকাশ পেতে পারে তাই এটি ব্যালেন্স করা প্রয়োজন।
* #সত্ত্ববজায় চিকিৎসাঃ মনের শক্তি বৃদ্ধি, আত্মনিয়ন্ত্রণ এবং মানসিক চাপ মোকাবেলার ক্ষমতার বিকাশের উপর জোর দেয়। এতে #কাউন্সেলিং, ধ্যান, যোগা, ইতিবাচক চিন্তা ইত্যাদির মতো বিষয় অন্তর্ভুক্ত।
* #দৈবব্যাপাশ্রয় চিকিৎসাঃ ঔষধি ব্যাতিত ধর্মীয় বিধান মোতাবেক #ঝাড়ফুঁক, দান-সদকা, প্রার্থণা-দুআ, ক্ষমা চাওয়া, কুরবানী ইত্যাদি।
* মেধা রসায়নঃ এমন ঔষধি প্রয়োগ যা মস্তিষ্ক ও স্নায়ুকে শান্ত করে।
* গর্ভ পরবর্তী দিকনির্দেশনাঃ আয়ুর্বেদে ডেলেভারী পরবর্তী প্রসূতি ও শিশুর যত্নের ( and ) বিশদ বিবরণ রয়েছে, যা মা ও শিশুর শারীরিক ও মানসিক সুস্থতার উপর জোর দেয়। এটি PPD প্রতিরোধ ও ব্যবস্থাপনার জন্য গুরুত্বপূর্ণ।

আয়ুর্বেদ মতে ডেলিভারী পরবর্তী অবস্থায় যেসব #খাবার খাওয়া উচিৎঃ
মুগ ডালের খিচুড়ি - সহজে হজম হয় ও প্রোটিনে ভরপুর।
গরম ভাতের সাথে ঘি - হজমে সহায়তা করে ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে।
আজওয়ান জ্বাল দেওয়া পানি - গর্ভাশয় পরিষ্কার করে ও বুকের দুধ বৃদ্ধিতে সহায়তা করে।
শতমূলী যুক্ত দুধ - বুকের দুধ বৃদ্ধি করে।
খেজুর ও কাঠবাদাম - শরীরে আয়রন ও শক্তি যোগায়।

আয়ুর্বেদ মতে ডেলিভারী পরবর্তী অবস্থায় যেসব খাবার খাওয়া উচিৎ নাঃ
* ঠান্ডা ও কাঁচা খাবার - বাত দোষ বাড়ায় ও হজমকে ধীরগতি করে দেয়।
* অতিরিক্ত ঝাল খাবার - পিত্ত বাড়ায় এবং এসিডিটি তৈরি করে।
* ক্যাফেইনযুক্ত পানীয় - পানিশূন্যতার সৃষ্টি করে এবং ঘুমের ব্যাঘাত ঘটায়।

আয়ুর্বেদ মতে ডেলিভারী পরবর্তী অবস্থায় করণীয় কিছু #থেরাপীঃ
* অভয়াংগঃ ঔষধি তেলসহ শরীর ম্যাসাজ যা শরীরের ব্যাথা দূর করবে ও রিল্যাক্স হতে সাহায্য করবে।
* স্বেদনঃ সহজ ও স্বল্প কথায় স্টিম বাথ এর মতো। এটি বাত দোষকে ব্যালেন্স করে, শরীরের ব্যথা ও জড়তা দূর করে। এবং শরীর থেকে বিভিন্ন বিষ দূর করে।
* উদবর্তনঃ ঔষধি চূর্ণ দ্বারা ম্যাসাজ। ডেলিভারী পরবর্তী বাড়তি ওজন কমাতে ও শরীর থেকে দূষিত পদার্থ দূর করতে সাহায্য করে।
* বস্তিঃ বাদ দোষ ব্যালেন্স করে এবং হজমশক্তি বৃদ্ধি করে। কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং ডেলিভারী পরবর্তী পেট ফোলাভাব দূর করে।
* শিরোধারাঃ মাথায় অল্প পরিমাণে পড়বে এমন বিশেষ পাত্র থেকে ঔষধি তেলের ধারা। স্ট্রেস কমাতে ও ইমোশন ব্যালেন্স করতে সাহায্য করে।

আয়ুর্বেদ মতে আরো যা যা করা যেতে পারেঃ
* দৈনিক মেডিটেশন/ধ্যান, অভিজ্ঞ আয়ুর্বেদ চিকিৎসক এর পরামর্শ নিয়ে #প্রাণায়াম।
* পর্যাপ্ত পরিমাণ #বিশ্রাম নিশ্চিত করা।

( বি.দ্রঃ কার কার জন্যে কোন খাবার-লাইফস্টাইল-ইয়োগা-ওষুধ প্রযোজ্য তা একজন বিজ্ঞ আয়ুর্বেদ চিকিৎসক বলতে পারবেন। উপরের তথ্য গুলো জ্ঞান শেয়ার করার উদ্দেশ্যে উপস্থাপন করা। )

#তথ্যসূত্রঃ
* A study of postpartum depression in a fast developing country: prevalence and related factors - https://pubmed.ncbi.nlm.nih.gov/23094465/
* Postpartum depression symptoms in survey-based research: a structural equation analysis - https://bmcpublichealth.biomedcentral.com/articles/10.1186/s12889-020-09999-2
* Postpartum depression and associated factors among mothers who gave birth in the last twelve months in Ankesha district, Awi zone, North West Ethiopia - https://bmcpregnancychildbirth.biomedcentral.com/articles/10.1186/s12884-019-2594-y
* Dr Raghuram Y.S. MD (Ayu)
* Dr Manasa, B.A.M.S
* Dr. Shree Lakshmi
* Ahalia Ayurveda Medical College Hospital

Celebrating my 3rd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
18/05/2025

Celebrating my 3rd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

একজন  #ডাক্তার সাহেব পোস্ট দিয়েছেন যে Postpartum Psychosis (বাচ্চা ডেলিভারী পরবর্তী মানসিক সমস্যা) এর একজন রোগীকে ২দিন ধ...
18/05/2025

একজন #ডাক্তার সাহেব পোস্ট দিয়েছেন যে Postpartum Psychosis (বাচ্চা ডেলিভারী পরবর্তী মানসিক সমস্যা) এর একজন রোগীকে ২দিন ধরে অনেক ফকির-ওঝা দেখিয়ে কাজ হয়নি তাই হাসপাতালে এনেছে।

অপরদিকে একজন তথাকথিত আধুনিক মতবাদের রাক্বী পোস্ট দিয়েছেন যে প্রায় সেইম সমস্যা নিয়ে আট মাস পর্যন্ত এলোপ্যাথি ট্রিটমেন্ট এবং সাইক্রিয়াটিস্টের কাছে কাউন্সিলিং নিয়েও সুস্থ হয় নি। "অল্টারনেটিভ চিকিৎসা" নিয়ে সুস্থ হয়েছেন।

যদিও সকল ধরনের Spiritual Healing / আধ্যাত্মিক চিকিৎসা Alternative Treatment হিসাবে ধরা হয় তবুও, এখানে ডাক্তার সাহেব "অল্টারনেটিভ চিকিৎসা" নিয়ে কিছু বলেননি বরং মূলত ভন্ড/শাস্ত্রজ্ঞানহীন ওঝা-কবিরাজদের বিরুদ্ধে বলেছেন।

তবে যে যাই বলুক আসুন আমরা জানার চেস্টা করি যে সাধারণ রোগীরা এমতাবস্থায় কি করবেন?

কোনো কিছুতেই গোঁড়ামি ভালো না; ডাক্তারের কাছে যেয়ে যদি টেস্টে কিছু ধরা না পরে বা, ওষুধে কাজ না করে এমনকি অন্য ডাক্তারের কাছে যেয়েও কাজ না হয় তাহলে, রুকইয়াহ ডায়াগনোসিস/চেকিং করা উচিৎ। চেক করলে সিউর হওয়া যাবে যে রোগীর আসলেই কি জ্বিন-যাদু-বদনজর-বান ইত্যাদির সমস্যা আছে কি-না।

যদি এসব সমস্যা থাকে তাহলে তদবীর(আমল/ঝাড়ফুঁক/রুকইয়াহ) নিবে আর, এসব সমস্যা না থাকলে আরো ভালো ডাক্তার এর খোঁজ করবে। আর, উভয় ধরনের সমস্যা (আধ্যাত্মিক ও ডাক্তারী) থাকলে উভয় ধরনের চিকিৎসাই চালাতে হবে; রোগীর অবস্থা বুঝে আগে রুকইয়াহ শুরু করতে হবে অথবা, একসাথে ২ চিকিৎসা চালাতে হবে। তবে যেকোনো সময়ে রোগীর অবস্থা খারাপ হলে গোঁড়ামি না করে অবশ্যই ডাক্তার/হাসপাতালে যোগাযোগ করতে হবে।

---------

১ম পর্ব এখানেই সমাপ্ত। ২য় (শেষ) পর্বে আমরা দেখবো PPD নিয়ে রিসার্চ কি বলে এবং আয়ুর্বেদ এই নিয়ে কি বলে।

© পোস্টের লেখকঃ রাকিবুজ্জামান (D.A.M.S, 2nd year running, 23-24 Batch)

#ডিএএমএস #আয়ুর্বেদ #হোলিস্টিক #চিরায়ত_চিকিৎসা

এই রেটে পাবেন শুধু আজকে দুপুর ২ টা এর মধ্যে অর্ডার প্লেস করলে! #অর্ডার করতে Exotic Bees পেইজে মেসেজ দিন বা 01976-241050 ...
05/05/2025

এই রেটে পাবেন শুধু আজকে দুপুর ২ টা এর মধ্যে অর্ডার প্লেস করলে!

#অর্ডার করতে Exotic Bees পেইজে মেসেজ দিন বা 01976-241050 (WhatsApp)

প্রোডাক্ট বা ডেলিভারী নিয়ে যেকোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় যোগাযোগ করবেন।

- - - - - - - - - -
#ডেলিভারী_অপশনঃ
- - - - - - - - - -

১. মিরপুর ১২ এর বি, সি, ডি, ই ব্লক, কালশী রোড, কিংস্টন হাসপাতাল, স্বপ্ননগর আবাসিক পর্যন্ত ফ্রি ডেলিভারী। মিরপুর ১০, ১১, ১১.৫, ১২ বাস স্ট্যান্ড-এ ফ্রি ডেলিভারী।
২. ফ্রি সেলফ পিকআপ লোকেশনঃ ডি ব্লক ঈদগাহ মাঠ, মিরপুর ১২, ঢাকা।
৩. সারাদেশে কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে (কুরিয়ার ফি প্রযোজ্য)।

- - - - -

#আয়ুর্বেদ #প্রসাধনী #মাজন #কসমেটিক্স #কসমেটিকস #প্রাকৃতিক #ন্যাচারাল #আয়ুর্বেদ #আয়ুর্বেদিক #উপটান

Address

Mirpur
Dhaka
1216

Telephone

+8801976241050

Website

https://rakibuzzaman47.github.io/

Alerts

Be the first to know and let us send you an email when Healing With Rakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Healing With Rakib:

Share