Kainat Creation

Kainat Creation We sell Dress, skin care product ,colour cosmetic ETC

আসসালামু আলাইকুম!"Kainat Creation" পেইজে আপনাদের সবাইকে স্বাগতম!বিভিন্ন ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট ও উন্নত মানের ড্রেসগুলো স্বল্প দামে পেতে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন।

পৃথিবীতে পরিশ্রম ছাড়া কোন কাজেই সাফল্য পাওয়া সম্ভব নয়।যদিওবা ভাগ্যগুণে কিছু সাফল্য আসে, তাও পরিশ্রম ছাড়া টিকিয়ে রাখা সম্...
11/07/2025

পৃথিবীতে পরিশ্রম ছাড়া কোন কাজেই সাফল্য পাওয়া সম্ভব নয়।
যদিওবা ভাগ্যগুণে কিছু সাফল্য আসে, তাও পরিশ্রম ছাড়া টিকিয়ে রাখা সম্ভব নয়।

আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।
শুভ সকাল❤️❤️❤️

সুমাইয়া আহমেদ জেরিন
Kainat Creation এর স্বত্বাধিকারী

দেখতে দেখতে আমার ছোট একটা পেজ আজকে ৪ বছর হয়ে গেল। ছবিটা আমার আরেক কর্মস্থল BH Business Club মেলার যেখানে আমার পেজ Kainat...
10/07/2025

দেখতে দেখতে আমার ছোট একটা পেজ আজকে ৪ বছর হয়ে গেল।

ছবিটা আমার আরেক কর্মস্থল BH Business Club মেলার যেখানে আমার পেজ Kainat Creation স্পন্সর ছিল।সেই স্পন্সরশিপ এর সার্টিফিকেট আর ক্রেস্ট আমার হাতে তুলে দিচ্ছিলেন চ্যালেন 24 এর Nadia Ahamed আপু। আপু এখানে ক্রেস্ট টাকে আমার মাথার ক্রাউন বানিয়ে দিয়েছিলেন। আমার এই ছোট একটা পেজ আমাকে নিজের পরিচয়ে পরিচিত হওয়ার একটা মাধ্যম, যেটা কিনা আসলেই আমার মাথার ক্রাউন, আমার সম্মানের জায়গা আলহামদুলিল্লাহ সব কিছু র জন্য।

10/07/2025

Celebrating my 4th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

জানতে হবে সবার আগে,তারপর সেই অনুযায়ী প্রোডাক্ট বেছে নিতে হবে,skin type বোঝার সহজ কিছু টিপসঃ💥Oily Skin: 👉সকালে ঘুম থেকে ...
06/07/2025

জানতে হবে সবার আগে,তারপর সেই অনুযায়ী প্রোডাক্ট বেছে নিতে হবে,
skin type বোঝার সহজ কিছু টিপসঃ

💥Oily Skin:
👉সকালে ঘুম থেকে উঠে যদি দেখো যে, পুরো face এ oil ভাব, তাহলে সেটা Oily skin.

💥Dry Skin:
👉সকালে ঘুম থেকে উঠে যদি দেখো যে, পুরো face এ টানটান ভাব, তাহলে সেটা Dry Skin.

💥Combination Skin:
👉সকালে ঘুম থেকে উঠে যদি দেখো যে, শুধুমাত্র T-zone area (ফোরহেড, নাক,থুতনি) যদি oily থাকে আর গালসহ অন্যান্য যায়গা normal, তাহলে সেটা Combination Skin.

💥Normal Skin:
👉সকালে ঘুম থেকে উঠে যদি দেখো যে, face এ কোন oil নেই, টানটান ভাব নেই এবং T-zone area ও normal, তাহলে সেটা Normal Skin.
(এভাবে ছাড়াও আরও ডিটেলসে স্কিনটাইপ আইডেন্টিফাই করা হয়)

সুমাইয়া আহমেদ জেরিন
Kainat Creation এর স্বত্বাধিকারী

প্রিমিয়াম জামদানি শাড়ি 🔥১২ হাত  📩 অর্ডার করতে ইনবক্স করুন।
06/07/2025

প্রিমিয়াম জামদানি শাড়ি 🔥
১২ হাত
📩 অর্ডার করতে ইনবক্স করুন।

ভালো থাকতে চান?তো সবার আগে নিজের আশপাশের সবার উপর এক্সপেক্টেশন বন্ধ করুন। কেউ আপনার লড়াই লড়তে আসবেনা। এ লড়াই যে আপনার জী...
06/07/2025

ভালো থাকতে চান?
তো সবার আগে নিজের আশপাশের সবার উপর এক্সপেক্টেশন বন্ধ করুন।

কেউ আপনার লড়াই লড়তে আসবেনা। এ লড়াই যে আপনার জীবনের।

শুভ সকাল
সুমাইয়া আহমেদ জেরিন

Kainat Creation এর স্বত্বাধিকারী

🌺 ত্বকের উজ্জলতা. এবার হাতের মুঠোয়!✨ Baby Bright AHA & Gluta Facial Foam – স্কিনের পুরনো কোষ তুলেই এনে দিচ্ছে নিখুঁত উজ...
01/07/2025

🌺 ত্বকের উজ্জলতা. এবার হাতের মুঠোয়!
✨ Baby Bright AHA & Gluta Facial Foam – স্কিনের পুরনো কোষ তুলেই এনে দিচ্ছে নিখুঁত উজ্জ্বলতা।

🌟 বিশেষত্ব:

✅ AHA + Glutathione – ত্বক করে এক্সফোলিয়েট ও হোয়াইট

✅ Pearl Extract + Vitamin C – দেয় দীপ্তি আর ফর্সাভাব

✅ Tranexamic Acid + Niacinamide – দাগ ও কালচে ভাব হালকা করে

✅ ডেইলি ইউজে ক্লিন, স্মুথ আর গ্লোয়িং লুক

✅ ত্বক ফ্রেশ আর ব্রাইট রাখতে চাইলে – এটা হতে পারে বেস্ট চয়েস!

"নারী উদ্যোক্তা মানেই অলস গৃহিণী না"❗নারী উদ্যোক্তা মানেই—এক হাতে সংসার, আরেক হাতে স্বপ্নের খাতা!আমরা ঘরে থাকি বলে চুপ থ...
30/06/2025

"নারী উদ্যোক্তা মানেই অলস গৃহিণী না"❗

নারী উদ্যোক্তা মানেই—এক হাতে সংসার, আরেক হাতে স্বপ্নের খাতা!
আমরা ঘরে থাকি বলে চুপ থাকি না,
আমরা ঘরে থাকি বলে কাজ কম করি না।
আমরা ঘরে বসেই সময় আর শ্রম দিয়ে ইতিহাস লিখি!

আর আপনারা যখন আমাদের শুধু 'ঘরের মানুষ' ভাবেন—
তখন নিজেরাই নিজেদের দৃষ্টিভঙ্গির ঘরেই আটকে থাকে।
আমার মতো নারীরা প্রতিদিন প্রমাণ করছেন—
নিজের ঘরই হোক কিংবা অনলাইন জগৎ,
পরিশ্রম আর প্রভাব—জায়গা দেখে হয় না, মানসিকতা দেখে হয়।

আপনি যদি নারী উদ্যোক্তা হন,
তাহলে মাথা উঁচু করে বলুন—

"আমি ঘরে বসেই পৃথিবীকে কাজের মানে শেখাই!"

সুমাইয়া আহমেদ জেরিন
Kainat Creation এর স্বত্বাধিকারী।

কিছু ঘটনা আমাদের বার বার প্রমান করে দেয় আমাদের জীবন কতোটা তুচ্ছ্য আর সেই ছোট্ট জীবনে টাকা পয়সা , নাম, যশ, খ্যাতি কোনটাই ...
29/06/2025

কিছু ঘটনা আমাদের বার বার প্রমান করে দেয় আমাদের জীবন কতোটা তুচ্ছ্য আর সেই ছোট্ট জীবনে টাকা পয়সা , নাম, যশ, খ্যাতি কোনটাই অন্তিম মুহূর্তের সেই নিঃশ্বাস টাকে ফিরিয়ে দিতে পারেনা। আমার মতে
জীবনে চলতে ঠিক ততটুকু দরকার যতোটুকু হলে এই ছোট্ট সময়কালটাকে উপভোগ করা যায়।

ততোটকুকু ও দরকার নাই যেটা হওয়ার পরে মনে হবে আমার মৃত্যুর পরে এতোবড় সাম্রাজ্য কে দেখবে !! সব পড়ে থাকে শুধূ আমরা থাকিনা। তাই মনের শান্তি, আত্মার যত্ন আর সম্পর্কের নিবীড় পরিচর্যা এই অনিশ্চিত জীবনে সবচাইতে বেশী দরকার।

সুমাইয়া আহমেদ জেরিন
Kainat Creation এর স্বত্বাধিকারী।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Kainat Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Kainat Creation:

Share