06/07/2025
জানতে হবে সবার আগে,তারপর সেই অনুযায়ী প্রোডাক্ট বেছে নিতে হবে,
skin type বোঝার সহজ কিছু টিপসঃ
💥Oily Skin:
👉সকালে ঘুম থেকে উঠে যদি দেখো যে, পুরো face এ oil ভাব, তাহলে সেটা Oily skin.
💥Dry Skin:
👉সকালে ঘুম থেকে উঠে যদি দেখো যে, পুরো face এ টানটান ভাব, তাহলে সেটা Dry Skin.
💥Combination Skin:
👉সকালে ঘুম থেকে উঠে যদি দেখো যে, শুধুমাত্র T-zone area (ফোরহেড, নাক,থুতনি) যদি oily থাকে আর গালসহ অন্যান্য যায়গা normal, তাহলে সেটা Combination Skin.
💥Normal Skin:
👉সকালে ঘুম থেকে উঠে যদি দেখো যে, face এ কোন oil নেই, টানটান ভাব নেই এবং T-zone area ও normal, তাহলে সেটা Normal Skin.
(এভাবে ছাড়াও আরও ডিটেলসে স্কিনটাইপ আইডেন্টিফাই করা হয়)
সুমাইয়া আহমেদ জেরিন
Kainat Creation এর স্বত্বাধিকারী