BD Pharma

BD Pharma প্রয়োজনীয় সব ওষুধ এক সাথে পেতে এখনি ইনবক্স করুন।
এক দিনেই ডেলিভারি দেওয়া হয়

19/03/2023

চলে এসেছে,
পবিত্র মাহে রমজান

পবিত্র রমজান মাস সবার জন্য
বয়ে আনুক শান্তি ও কল্যাণের বার্তা,

McLuhan এর পক্ষ থেকে সবাইকে
পবিত্র রমজান মাসের শুভেচ্ছা ।

এই সোনার বাংলাদেশের শহীদ মুক্তিদের এবং স্বাধীন নাগরিকদের৫১ বছর বিজয়ের শুভেচ্ছা এবং শুভ কামনা। আমরা আছি , আমরা থাকবো এবং ...
15/12/2022

এই সোনার বাংলাদেশের শহীদ মুক্তিদের এবং স্বাধীন নাগরিকদের

৫১ বছর বিজয়ের শুভেচ্ছা এবং শুভ কামনা।

আমরা আছি , আমরা থাকবো এবং আমরা চলবো আগামীর দুনিয়ায়।

ঘরে বসেই অর্ডার করুন আপনার প্রয়োজনীয় ওষুধ, কসমেটিকস, বেবি প্রোডাক্ট দিনে অর্ডার করে দিনেই ডেলিভারি পেতে ইনবক্স করুন Bu...
01/12/2022

ঘরে বসেই অর্ডার করুন আপনার প্রয়োজনীয় ওষুধ, কসমেটিকস, বেবি প্রোডাক্ট দিনে অর্ডার করে দিনেই ডেলিভারি পেতে
ইনবক্স করুন
Buy Medicine From Home, Stay safe.

ঘরে বসেই অর্ডার করুন আপনার প্রয়োজনীয় ওষুধ, কসমেটিকস, বেবি প্রোডাক্ট দিনে অর্ডার করে দিনেই ডেলিভারি পেতে ইনবক্স করুনBuy...
01/12/2022

ঘরে বসেই অর্ডার করুন আপনার প্রয়োজনীয় ওষুধ, কসমেটিকস, বেবি প্রোডাক্ট দিনে অর্ডার করে দিনেই ডেলিভারি পেতে
ইনবক্স করুন

Buy Medicine From Home, Stay safe.

প্রসংগ :  #ডাবের_পানি।আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ এটা কে ঐশ্বরিক কিছু মনে করে থাকেন।এটা যেন সর্ব রোগের মহৌষধ ।বমি করল...
01/12/2022

প্রসংগ : #ডাবের_পানি।

আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ এটা কে ঐশ্বরিক কিছু মনে করে থাকেন।এটা যেন সর্ব রোগের মহৌষধ ।
বমি করলে ডাবের পানি, পায়খানা করলে ডাবের পানি। ঘেমে গেলে ডাবের পানি। আবার অনেকে মনে করে এটা খেলে শৌর্য বীর্য বাড়ে।

মজার কথা হলো Coconut water is very much poor in Sodium. তবে সেটা potassium এ বেশ Fortified. আমরা যে খাবার Saline খাই সেখানে যে পরিমান Sodium থাকে সেটা Coconut water দিয়ে পূরন করতে গেলে ৪ টা ডাব খাওয়াতে হবে। এদিকে Sodium কারেক্ট করতে গিয়ে বডিতে potassium হয়ে যাবে ৪ গুণ। যেটা অবশ্যই ভাল কিছু হবে না আপনার হৃদয়ের জন্য।

এবার আসেন দামের কথায় আসি। একটা ডাবের দাম ঢাকায় এখন ১০০ টাকা যেটা সবচেয়ে ছোট। আর একটা Orsaline এর দাম ৫ টাকা। যেখানে সব রকমের লবন যেমন Sodium , Potassium মানুষের শরীরের সাপেক্ষে সমসত্ত্ব করে বানানো হইছে।

এখন চিন্তা করেন সারাদিন ঘেমে কিংবা বমি করে আপনি বেশ কিছু Sodium loss করে ফেলছেন বডি থেকে। এই Sodium এর ঘাটতি পূরন করতে আপনি ৫ টাকার স্যালাইন খেলেন। এই স্যালাইন আপনার সোডিয়াম যতটুকু কারেক্ট করবে, সেই পরিমান কারেক্ট ডাব খেয়ে করতে গেলে লাগবে ৪০০ টাকার ডাব। সাথে তো আছে Potassium বেড়ে যাবার ভয়। Heart এর রোগী কে ডাব খাওয়ায়ে মেরে ফেলার ইতিহাস ও চোখে দেখা।

তাই অতিরিক্ত ঘাম, বমি বা ডায়রিয়া হলে ৫ টাকার একটা স্যালাইন খান। ডাবের এই হাইপের জন্যই আজ ডাব ওয়ালাদের এই সিন্ডিকেট। এটা সত্যিকার অর্থেই স্যালাইনের থেকে কম কার্যকর এবং আলাদা কোন স্বাস্থ্য সুবিধা এতে নেই।আর ব্যাপার টা তো এমনো না ,যে চুমুকে চুমুকে বেহেস্তের খাবারের মতো স্বাদ পরিবর্তন হয়।

Vicks VapoRub 100G made in USA
30/11/2022

Vicks VapoRub 100G made in USA

Bangladesh Time Match Schedule Fifa world Cup 2022
25/11/2022

Bangladesh Time
Match Schedule Fifa world Cup 2022

25/10/2022

ফার্মেসি এখন আপনার হাতের মুঠোয়.....
নিশ্চিন্তে অর্ডার করে ফেলুন আপনার প্রয়োজনীয় ওষুধ। আর নির্দিষ্ট সময়ের মধ্যে ঝামেলাহীনভাবে পেয়ে যান আপনার কাঙ্ক্ষিত ওষুধটি।
অর্ডার করতে ইনবক্সে মেসেজ করুন
BD Pharma

21/10/2022

BD Pharma
জেনে রাখা ভালো

⚕️1) সকালের খাবার না খেলে পেট ভয় পায়।

⚕️(২) 24 ঘন্টায় 10 গ্লাস জল না খেলে কিডনি ভয় পায়।

⚕️[৩] গলব্লাডার ভয় পায় যখন আপনি রাত ১১টা পর্যন্ত ঘুমান না এবং সূর্যোদয়ের সময় জেগে উঠবেন না।

⚕️[৪] তৈলাক্ত, মেয়াদোত্তীর্ণ খাবার খেলে ক্ষুদ্রান্ত্র ভয় পায়।

⚕️[৫] ভাজা ও মশলাদার খাবার বেশি খেলে অন্ত্র ভয় পায়।

⚕️[৬] সিগারেট ও বিড়ির দূষিত ধোঁয়া, ময়লা পরিবেশে নিঃশ্বাস নিলে ফুসফুস ভয় পায়।

⚕️[৭] ভাজা ভাজা খাবার, জাঙ্ক এবং ফাস্ট ফুড খেলে লিভার ভয় পায়। ইয়েডো [ বেশি লবণ এবং কোলেস্টেরলযুক্ত খাবার খেলে হৃদয় ভয় পায়।

⚕️[9] দ্রুত এবং অবাধে পাওয়া যায় বলে বেশি চিনি খেলে অগ্ন্যাশয় ভয় পায়।

⚕️[ 10 ] আপনি যখন মোবাইলের স্ক্রিনের আলোতে এবং অন্ধকারে কম্পিউটারে কাজ করেন তখন চোখ ভয় পায় এবং

⚕️[ 11 ] নেতিবাচক চিন্তাভাবনা শুরু করলে মস্তিষ্ক ভয় পায়।

⚕️ (12) যতটা পারবেন ভোরে ঘুম থেকে উঠে শরীর চর্চা ব্যায়াম করুন এবং ক্যাপসুল থেকে দূরে থাকুন তাহলে আমাদের শরীরের সব রোগ ভয় পাবে।

প্রশ্ন আপনার শরীরের বিভিন্ন অংশের যত্ন নিন এবং তাদের ভয় পাবেন না। এই সমস্ত অঙ্গ বাজারে পাওয়া যায় না. উপলব্ধগুলি খুব ব্যয়বহুল এবং সম্ভবত আপনার শরীরে ফিট করতে পারে না৷ তাই আপনার অঙ্গগুলিকে সুস্থ রাখুন।

One A Day Prenatal Advance 30Tablets°✶   🛒𝗢𝗿𝗱𝗲𝗿 𝗡𝗼𝘄:𝗜𝗻𝗯𝗼𝘅   ✶°
21/10/2022

One A Day Prenatal Advance 30Tablets
°✶ 🛒𝗢𝗿𝗱𝗲𝗿 𝗡𝗼𝘄:𝗜𝗻𝗯𝗼𝘅 ✶°

ডায়াবেটিস মাপার মেশিনরক্তের গ্লুকোজ পরীক্ষা করা ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের জন্য জরুরি। এই জরুরি কাজটিই স্রেফ এক ফোঁটা র...
20/10/2022

ডায়াবেটিস মাপার মেশিন
রক্তের গ্লুকোজ পরীক্ষা করা ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের জন্য জরুরি। এই জরুরি কাজটিই স্রেফ এক ফোঁটা রক্ত ব্যবহারে জানা যায়। সে জন্য প্রয়োজন হয় গ্লুকোমিটার নামের যন্ত্রটি। গ্লুকোমিটার থাকলে সহজে ঘরে বসে নিজেই কাজটি করতে পারেন আক্রান্ত রোগী। যন্ত্রটি হাতের কাছে রাখা ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও জটিলতা প্রতিরোধে খুবই গুরুত্বপূর্ণ।
গ্লুকোমিটারের ব্যবহার
বাজারে নানা মানের ও ব্র্যান্ডের গ্লুকোমিটার পাওয়া যায়। গ্লুকোমিটার মানসম্মত না হলে সঠিক ফলাফল না-ও পেতে পারেন। আবার এর স্ট্রিপ (যেটিতে রক্ত ফেলা হয়) সহজলভ্য কি না, সেটা জেনে নিন। কোনোটির ব্যবহার একটু জটিল। আপনার জন্য কোনটা সহজ মনে হয়, তা-ও দেখে নিন। এ জন্য ব্যবহারকারীদের জন্য নির্দেশিকাটি ভালো করে পড়ুন।
আরও কিছু পরামর্শ
ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে শুকিয়ে নিন। অ্যালকোহল প্যাড বা জীবাণুনাশক দিয়ে আঙুল পরিষ্কার করে নিতে পারেন, তা পুরোপুরি শুকানো পর্যন্ত অপেক্ষা করুন।
গ্লুকোমিটারে একটি পরীক্ষার স্ট্রিপ প্রবেশ করান। গ্লুকোমিটারের মডেলভেদে স্ট্রিপ আলাদা হয়, তাই শুধু আপনার মিটারের জন্য নির্দিষ্ট স্ট্রিপ ব্যবহার করুন। নকল ও মেয়াদোত্তীর্ণ স্ট্রিপ ব্যবহার করবেন না। স্ট্রিপের কৌটা খোলার পর একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ব্যবহার করা যায়, এ
বিষয়ে নির্দেশিকায় লেখা তথ্য অনুসরণ করুন। আধুনিক গ্লুকোমিটারে স্ট্রিপ প্রবেশ করার পর স্বয়ংক্রিয়ভাবেই তা চালু হয়ে যায়।
সুই বা ল্যানসেট (যা একটি কলমের মধ্যে থাকে) দিয়ে আপনার হাতের আঙুলের অগ্রভাগ ফুটো করুন। প্রতিবার ভিন্ন ভিন্ন আঙুল ব্যবহার করুন। স্বতঃস্ফূর্তভাবে বের হয়ে আসা বড় এক ফোঁটাই যথেষ্ট।
রক্তের ফোঁটা পরীক্ষার স্ট্রিপের নির্দিষ্ট জায়গায় স্পর্শ করুন এবং ধরে রাখুন। প্রয়োজনীয় রক্তের পরিমাণ গ্লুকোমিটারভেদে ভিন্ন (০.৩ থেকে ১ মাইক্রো লিটার) হতে পারে। খুব কম বা ছোট রক্ত হলে এরর আসতে পারে।
আমাদের কাছে যে কোম্পানির মেশিন আছ!
1. Gluco Leader Red/Blue Meter
2. Sugar check Meter
3. Accu Check Activ Meter
4. Viva check ino Meter
5. Digital accu answer Meter
6. FiaBiomed Meter
7. Accu Test Elit Meter
8. On Call Plus Meter
9. Viva check Eco Meter
10. Bionime 700 Meter
আমাদের কাছে আরো পাবেন-
➡️প্রেশার মাপার মেশিন,
➡️ডায়াবেটিস মাপার সব মেশিনের স্ট্রিপ,
➡️এলকোহল পেড,
➡️ব্লাড লেনসেট,
➡️ভাপার মেশিন,
➡️ইলেক্ট্রিক হিটিং প্যাড,
➡️ইলেক্ট্রিক হট ওয়াটার ব্যাগ,
➡️টাইনর অর্থোপেডিক প্রোডাক্ট,
ইত্যাদি।
BD Pharma

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD Pharma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram