05/07/2025
আজকাল কিছু মানুষ নিজেদের ৫ ওয়াক্ত নামাজি, ধর্মভীরু ও নীতিবান প্রমাণ করতেই যেন উঠে-পড়ে লেগেছে। তারা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির ছোটখাটো ভুল বা পরীক্ষামূলক ধাপে থাকা উদ্যোগগুলো নিয়ে এমনভাবে সমালোচনা করে, যেন তারাই সমাজের একমাত্র সত্য বক্তা।
কিন্তু বাস্তবতা হচ্ছে —
এই ‘নীতি কথার ফেরিওয়ালাদের’ অনেকেই গোপনে অনলাইন মানি গেইম বা স্ক্যামিং প্রজেক্টের সাথে সরাসরি জড়িত। তারা পণ্য ভিত্তিক কোম্পানি গুলোকে বলে ওল মডেল, ডিজিটাল যোগ পণ্য বিক্রি করতে ভালো লাগে না, কেউ তো পণ্য নিয়ে ব্যবসা করতে বললে অজু করে মাথায় পানি দেয়।
নিজেরা সব কিছু জেনেও বহু মানুষকে "দ্রুত ইনকামের স্বপ্ন" দেখিয়ে ইনভেস্ট করিয়ে সর্বস্বান্ত করে দিচ্ছে।
কেউ চাকরি ছাড়ছে, কেউ ধারদেনা করে ঢুকছে — আর এদের নেতৃত্বে ধ্বংস হচ্ছে বিশ্বাস, পরিবার ও ভবিষ্যৎ।
তাদের এই ‘মুনাফিকতা’ কতটা ভয়ঙ্কর, সেটা সময়ই প্রমাণ করে দিচ্ছে। যেমন, UNI PAY TO YOU, SPC & MTFE সহ আর বহু স্ক্যামিং কোম্পানি। আজ একটা বন্ধ হলে নতুন বোতলে পুরোনো মদ নিয়ে হাজির হচ্ছে।
এদের আসল লক্ষ্য কারও উন্নয়ন নয় — নিজের লোভ - লালসা পূরণ করা।
আর নেটওয়ার্ক মার্কেটিং/এ্যাফিলিয়েট?
যারা বৈধ লাইসেন্স, ট্রান্সপারেন্সি ও পণ্যভিত্তিক বাস্তব ব্যবসার ওপর দাঁড়িয়ে, তারা সময় নিলেও টিকে থাকবে, গড়ে তুলবে সম্মানজনক ভবিষ্যৎ।
❝ সততা ও কষ্টের পথ ধীর হলেও শেষ হয় গর্বে, আর লোভের পথ ঝলমলে হলেও শেষ হয় শূন্যতায় ❞
"আমদানি নয় উৎপাদন করি, নিজের দেশ নিজেই গড়ি"
কপিঃ মোঃ শাহাদাৎ হোসেন ভাই এর লেখা থেকে