L S Trade International

L S Trade International Importer and supplier all kinds of medical Goods,Furniture,surgical,pathological,Reagent &chemical Goods.

Syringe destroyer (Electronic)
03/02/2024

Syringe destroyer (Electronic)

Dolphin Infrared Body Massager*Strong and powerful hammer attacks and massage function*Significant physiotherapy effects...
11/01/2024

Dolphin Infrared Body Massager
*Strong and powerful hammer attacks and massage function
*Significant physiotherapy effects
*Unique design
*The key location of the massage: head, shoulder, neck, back, stomach, chest, buttocks, legs, feet.
*Price: ৳ 750
Contact for more details :01648878245

URight Blood Glucose Monitoring Machine TD-426710 years Replacement Grantees.Contact for Details:01946-602019(WhatsApp)
09/01/2024

URight Blood Glucose Monitoring Machine TD-4267
10 years Replacement Grantees.
Contact for Details:01946-602019(WhatsApp)

Heating Pad (Tynor).🔹Very safe.🔹 Appealing aesthetics.🔹 Soft and flexible.🔹 Washable pad.🔹3 Modes of temperature.🔸Price ...
09/01/2024

Heating Pad (Tynor).
🔹Very safe.
🔹 Appealing aesthetics.
🔹 Soft and flexible.
🔹 Washable pad.
🔹3 Modes of temperature.
🔸Price -2000 TK
🔸Delivery - in Dhaka 60 TK out Dhaka 120 TK.
🔸Contact For more details -01946602019 (WhatsApp).
🔸Made in India.

Hijama 12 pcs & 32 cup set available Please Contact for more details : 01946602019
09/01/2024

Hijama 12 pcs & 32 cup set available
Please Contact for more details : 01946602019

23/07/2022
0১।অন্তঃসত্ত্বা অবস্থায় উচ্চ রক্তচাপ মা ও গর্ভস্থ শিশুর জন্য খুবই বিপজ্জনক হয়ে উঠতে পারে।০২।কিছু কিছু ক্ষেত্রে মায়েদের ক...
11/07/2022

0১।অন্তঃসত্ত্বা অবস্থায় উচ্চ রক্তচাপ মা ও গর্ভস্থ শিশুর জন্য খুবই বিপজ্জনক হয়ে উঠতে পারে।
০২।কিছু কিছু ক্ষেত্রে মায়েদের ক্রনিক ব্লাড প্রেসারের সমস্যা থাকে। আবার কিছু ক্ষেত্রে গর্ভধারণের পরই ব্লাড প্রেসারের সমস্যা বাড়ে। তাকে বলে জেসটেশনাল হাইপারটেনশন।
0৩।গর্ভধারণের ২০ সপ্তাহের পর যদি উচ্চ রক্তচাপের সমস্যা ও প্রস্রাবের সঙ্গে প্রোটিন নিঃসরণ হয়, তখনই প্রি-এক্লাম্পসিয়া র রোগী বলা হয়ে থাকে।
0৪।প্রি-এক্লাম্পসিয়া নির্ণয় করতে ব্লাড প্রেসার মনিটর করা অত্যন্ত জরুরি
0৫।যদি ঠিক সময়ে চিকিৎসা না করা হয়, এর ফলে খিঁচুনি দেখা যেতে পারে হতে পারে প্রাণ সংশয়ও ।

01.অন্তঃসত্ত্বা অবস্থায় উচ্চ রক্তচাপ মা ও গর্ভস্থ শিশুর জন্য খুবই বিপজ্জনক হয়ে উঠতে পারে।০2.কিছু কিছু ক্ষেত্রে মায়েদের ক...
11/07/2022

01.অন্তঃসত্ত্বা অবস্থায় উচ্চ রক্তচাপ মা ও গর্ভস্থ শিশুর জন্য খুবই বিপজ্জনক হয়ে উঠতে পারে।
০2.কিছু কিছু ক্ষেত্রে মায়েদের ক্রনিক ব্লাড প্রেসারের সমস্যা থাকে। আবার কিছু ক্ষেত্রে গর্ভধারণের পরই ব্লাড প্রেসারের সমস্যা বাড়ে। তাকে বলে জেসটেশনাল হাইপারটেনশন।
03.গর্ভধারণের ২০ সপ্তাহের পর যদি উচ্চ রক্তচাপের সমস্যা ও প্রস্রাবের সঙ্গে প্রোটিন নিঃসরণ হয়, তখনই প্রি-এক্লাম্পসিয়া র রোগী বলা হয়ে থাকে।
04.প্রি-এক্লাম্পসিয়া নির্ণয় করতে ব্লাড প্রেসার মনিটর করা অত্যন্ত জরুরি
05.যদি ঠিক সময়ে চিকিৎসা না করা হয়, এর ফলে খিঁচুনি দেখা যেতে পারে হতে পারে প্রাণ সংশয়ও ।

https://lstradeinternational.com/product/automatic-digital-blood-pressure-monitor-alpk-2-kf-65b/

https://lstradeinternational.com/product/vivaguard-automatic-digital-blood-pressure-monitor/VivaGuard automatic Digital ...
29/06/2022

https://lstradeinternational.com/product/vivaguard-automatic-digital-blood-pressure-monitor/

VivaGuard automatic Digital Blood Pressure Monitor
WHO indicator
3 Three Years Guarantee
Fully automatic inflation and deflation
Body movement detection
One-touch operation 60 mesurement memories
Large screen (46×59mm)
Automatic power off
Indicateur OMS
Gonflage et dégonflage entièrement automatique
Detection des mouvements du corps
Fonctionnement en une seule touche
60 mesures enregistrées
Ecran large (46×59mm)
• S’éteint automatiquement

06/06/2022
Blood Pressure কাকে বলে?Definition (1):Blood Pressure বা রক্ত চাপ হলো রক্তনালীগুলির দেওয়ালে রক্ত ​​সঞ্চালনের চাপ। এই চা...
06/06/2022

Blood Pressure কাকে বলে?
Definition (1):

Blood Pressure বা রক্ত চাপ হলো রক্তনালীগুলির দেওয়ালে রক্ত ​​সঞ্চালনের চাপ। এই চাপের বেশির ভাগই হয় রক্তসংবহনতন্ত্রের মাধ্যমে রক্ত ​​পাম্প করে হৃৎপিণ্ডের দ্বারা কাজ করার কারণে।

Definition (2):

রক্তচাপ হ'ল ধমনীর মধ্যে রক্তের চাপ। এটি প্রাথমিকভাবে হৃৎপিণ্ডের পেশীগুলির সংকোচন দ্বারা উত্পাদিত হয়। এটির পরিমাপ দুটি সংখ্যায় নির্ণয় করা হয়। প্রথম (সিস্টোলিক চাপ) হৃৎপিণ্ডের সংকোচনের পরে পরিমাপ করা হয় এবং এটি সর্বোচ্চ। দ্বিতীয় (ডায়াস্টলিক চাপ) হৃৎপিণ্ডের সংকোচনের পূর্বে পরিমাপ করা হয় এবং এটি সর্বনিম্ন। একটি রক্তচাপ কাফ্ বাহুর চারপাশে লাগিয়ে চাপটি পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়। রক্তচাপের উত্থানকে "হাইপারটেনশন" বলা হয়।
উচ্চ রক্ত চাপের কারণ

বিভিন্ন কারণে দেখা দিতে পারে উচ্চ রক্তচাপ। অধিকাংশ রোগীর ক্ষেত্রে উচ্চ রক্তচাপের তেমন কোনো নিদিষ্ট কারণ জানা যায় না। অনেক সময় স্বাভাবিকভাবে উচ্চরক্ত চাপ বাড়ে। উচ্চ রক্তচাপের সম্ভাবনা বাড়ার কারণগেুলো নিম্নরূপ-

বংশানুক্রমিক

উচ্চ রক্তচাপের বংশগত ধারাবাহিকতা আছে, যদি বাবা-মায়ের উচ্চ রক্তচাপ থাকে তবে সন্তানেরও উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা থাকে। এমনকি নিকটাত্মীয়ের উচ্চ রক্তচাপ থাকলেও অন্যদের রক্তচাপের ঝুঁকি থাকে।

ধূমপান

ধূমপায়ীদের শরীরে তামাকের নানা রকম বিষাক্ত পদার্থের প্রতিক্রিয়ায় উচ্চ রক্তচাপসহ ধমনী, শিরার নানা রকম রোগ ও হৃদরোগ দেখা দিতে পারে।

অতিরিক্ত লবণ গ্রহণ

খাবার লবণে সোডিয়াম থাকে যা রক্তের জলীয় অংশ বাড়িয়ে দেয়। ফলে রক্তের আয়তন বেড়ে যায় এবং রক্ত চাপও বেড়ে যায়।

অধিক ওজন এবং অলস জীবনযাত্রা

যথেষ্ঠ পরিমাণে ব্যায়াম ও শারীরিক পরিশ্রম না করলে শরীরে ওজন বেড়ে যেতে পারে। এতে হৃদযন্ত্রকে অতিরিক্ত পরিশ্রম করতে হয় এবং এর ফলে অধিক ওজন সম্পন্ন লোকদের উচ্চ রক্তচাপ হয়ে থাকে।

অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস

অতিরিক্ত চর্বিজাতীয় খাবার, যেমন- মাংস, মাখন এবং ডুবা তেলে ভাজা খাবার খেলে ওজন বাড়বে। ডিমের হলুদ অংশ, কলিজা, মগজ এসব খেলে রক্তে কোলেস্টেরল বেড়ে যায়। রক্তে অতিরিক্ত কোলেস্টেরল হলে রক্তনালীর দেয়াল মোটা ও শক্ত হয়ে যায়। এর ফলে রক্তচাপ বেড়ে যেতে পারে।

অতিরিক্ত মদ্যপান

যারা নিয়মিত অত্যাধিক পরিমাণে মদ্যপান করে, তাদের উচ্চ রক্তচাপ বেশি হয়। অ্যালকোহলে অতিরিক্ত ক্যালরি থাকে, এর ফলে ওজন বেড়ে যায় এবং এতে রক্তচাপ বেড়ে যায়।

ডায়াবেটিস

ডায়াবেটিস রোগীদের অ্যাথারোস্ক্লেরোসিস বেশি হয়। ফলে বয়সের সাথে সাথে ডায়াবেটিস রোগীদের উচ্চ রক্তচাপ দেখা দেয়। এছাড়া তাদের অন্ধত্ব ও কিডনির নানা রকম রোগ হতে পারে।

অতিরিক্ত উৎকণ্ঠা

অতিরিক্ত রাগ, উত্তেজনা, ভীতি এবং মানসিক চাপের কারণেও রক্তচাপ সাময়িকভাবে বেড়ে যেতে পারে। যদি এই মানসিক চাপ অব্যাহত থাকে এবং রোগী ক্রমবর্ধমান মানসিক চাপের সঙ্গে খাপ খাওয়াতে না পারেন, তবে এই উচ্চ রক্তচাপ স্থায়ী রূপ নিতে পারে।



উচ্চ রক্ত চাপ নিয়ন্ত্রণে করণীয়:

জীবন-যাত্রার পরিবর্তন এনে উচ্চ রক্তচাপের ঝুঁকি কমানো সম্ভব। বংশগতভাবে উচ্চ রক্তচাপ থাকলে তা কমানো সম্ভব না। তবে এরকম ক্ষেত্রে যে সব উপাদান নিয়ন্ত্রণ করা যায়, সেগুলোর ব্যাপারে বেশি মনোযোগী হওয়া উচিত। যেমন-

অতিরিক্ত ওজন কমাতে হবে

খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করতে হবে ও নিয়মিত ব্যায়াম করতে হবে। একবার লক্ষ্য অনুযায়ী ওজনে পৌঁছালে সীমিত আহার করা উচিত এবং ব্যায়াম অব্যাহত রাখতে হবে। ওষুধ খেয়ে ওজন কমানো বিপজ্জনক। ডাক্তারের পরামর্শ ছাড়া ওজন কমানোর ওষুধ না খাওয়াই ভালো।

খাদ্য গ্রহণের ক্ষেত্রে সতর্কতা

কম চর্বি ও কম কোলেস্টেরল যুক্ত খাবার গ্রহণ করতে হবে। যেমন- খাশি বা গরুর গোস্ত, কলিজা, মগজ, গিলা, গুর্দা, ডিম কম খেতে হবে। কম তেলে রান্না করা খাবার এবং ননী তোলা দুধ, অসম্পৃক্ত চর্বি যেমন সয়াবিন, ক্যানোলা, ভুট্টার তেল অথবা সূর্য্যমুখীর তেল খাওয়া যাবে। বেশি আঁশযুক্ত খাবার গ্রহণ করা ভালো আটার রুটি এবং সুজি জাতীয় খাবার পরিমাণ মতো খাওয়া ভাল।

লবণ নিয়ন্ত্রণ

তরকারিতে প্রয়োজনীয় লবণের বাইরে অতিরিক্ত লবণ পরিহার করতে হবে।

মদ্যপান

অতিরিক্ত মদ্যপান পরিহার করতে হবে।

নিয়মিত ব্যায়াম

সকাল-সন্ধ্যা হাঁটাচলা, সম্ভব হলে দৌঁড়ানো, হালকা ব্যায়াম, লিফটে না চড়ে সিঁড়ি ব্যবহার ইত্যাদি।

ধূমপান বর্জন

ধূমপান অবশ্যই বর্জনীয়। ধূমপায়ীর সংস্পর্শ থেকে দুরে থাকুন। তামাক পাতা, জর্দ্দা, গুল লাগানো ইত্যাদিও পরিহার করতে হবে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণ

যাদের ডায়াবেটিস আছে, তা অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে।

মানসিক ও শারীরিক চাপ সামলাতে হবে

নিয়মিত বিশ্রাম, সময় মতো ঘুমানো, শরীরকে অতিরিক্ত ক্লান্তি থেকে বিশ্রাম দিতে হবে। নিজের শখের কাজ করা, নিজ ধর্মের চর্চা করা ইত্যাদির মাধ্যমে মানসিক শান্তি বেশি হবে।

রক্তচাপ নিয়মিত পরীক্ষা

নিয়মিত চিকিৎসকের কাছে গিয়ে রক্তচাপ পরীক্ষা করানো উচিত। যত আগে উচ্চ রক্তচাপ ধরা পড়ে, তত আগে নিয়ন্ত্রণ করা যায় এবং জটিল রোগ বা প্রতিক্রিয়া হতে রক্ষা পাওয়া যায়।

লেখক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের সাবেক ডিন।

https://lstradeinternational.com/product/omron-automatic-digital-blood-pressure-monitor-jpn-500/

06/06/2022

Surgery তে সুতা use করা হয় 4 টি
1. Cutgut
2. Vicryl
3. proline
4.silk

এদের মধ্যে ২ টা Absorbable ( মানে সেলাই করলে সুতা কাটতে হবে না)

যা cosmetic সেলাই এ use করা হয়

আর ২ টা হল Non- Absorbable ( যা দিয়ে সেলাই করলে সুতা remove বা কাটতে হয়)

এখন কথা হলো আমারা এই 4 টা সুতা নিয়েই মাঝে মধ্যে confusion এ পরে যাই যে কোন 2 টা সুতা Absorbable আর কোন 2 টা সুতা Non- Absorbable সুতা,,,

এই confusion দূর করতেই surgery word এ স্যার Absorbable & Non- Absorbable সুতা গুলো মনে রাখার সহজ সূত্র ~(A B C)
A~ Absorbable
B~ vicryl
C~ catgut

তারমানে Absorbable সুতা ২ টি

Vicryl & Catgut

আর বাকি ২ টা Non- Absorbable

Silk & Proline

এবার আশা করি Absorbable & Non- Absorbable সুতা নিয়ে আর কোন Confusion থাকবে না।
Collected

ডায়াবেটিস কী? বহুমূত্র রোগ, মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস একটি হরমোন সংশ্লিষ্ট রোগ। দেহযন্ত্র অগ্ন্যাশয় যদি যথেষ্ট ইনসুল...
31/05/2022

ডায়াবেটিস কী?

বহুমূত্র রোগ, মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস একটি হরমোন সংশ্লিষ্ট রোগ। দেহযন্ত্র অগ্ন্যাশয় যদি যথেষ্ট ইনসুলিন তৈরি করতে না পারে অথবা শরীর যদি উৎপন্ন ইনসুলিন ব্যবহারে ব্যর্থ হয়, তাহলে যে রোগ হয় তা হলো 'ডায়াবেটিস' বা 'বহুমূত্র রোগ'। তখন রক্তে চিনি বা শকর্রার উপস্থিতিজনিত অসামঞ্জস্য দেখা দেয়। ইনসুলিনের ঘাটতিই হল এ রোগের মূল কথা। অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হরমোন ইনসুলিন, যার সহায়তায় দেহের কোষগুলো রক্ত থেকে গ্লুকোজকে নিতে সমর্থ হয় এবং একে শক্তির জন্য ব্যবহার করতে পারে। ইনসুলিন উৎপাদন বা ইনসুলিনের কাজ করার ক্ষমতা-এর যেকোনো একটি বা দুটোই যদি না হয়, তাহলে রক্তে বাড়তে থাকে গ্লুকোজ। আর একে নিয়ন্ত্রণ না করা গেলে ঘটে নানা রকম জটিলতা, দেহের টিস্যু ও যন্ত্র বিকল হতে থাকে।

কেনো হয়?

আমরা যখন খাবার খাই, তখন আমাদের প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নিঃসৃত হয়। ইনসুলিনের কাজ হলো, যে খাবার খাচ্ছি, সেটার অতিরিক্ত গ্লুকোজ কমিয়ে দেওয়া। যখন ইনসুলিনের উৎপাদন কমে যায় বা ইনসুলিন উৎপাদন হওয়ার পরও যখন কাজ করতে পারে না, তখন শরীরে অতিরিক্ত গ্লুকোজ থাকে। সেই অবস্থাকে আমরা ডায়াবেটিস বলছি। খালি পেটে যদি গ্লুকোজের মাত্রা ৭-এর বেশি থাকে আর খাওয়ার পর যদি ১১-এর বেশি থাকে, তখন সেই অবস্থাকে ডায়াবেটিস বলে

বাংলাদেশে ডায়াবেটিসের পরিসংখ্যান?

বাংলাদেশে যেমন ডায়াবেটিস রোগীর সংখ্যা বেশি, তেমনি ডায়াবেটিস বৃদ্ধির হারও বেশি। ২০১৯ সালে বাংলাদেশের স্থান শীর্ষ ১০ ডায়াবেটিস সংখ্যাধিক্য দেশের মধ্যে দশম। কিন্তু আরও ভয়াবহ তথ্য হলো, ২০৩০ ও ২০৪৫ সালে বাংলাদেশ নবম অবস্থানে থাকবে।
আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের হিসাব মতে, ২০১৯ সালে প্রতি ১১ জন প্রাপ্তবয়স্ক মানুষের একজন ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন, যাঁর মোট পরিমাণ ৪২৫ মিলিয়ন।

ডায়াবেটিসের প্রতিকার?

১.প্রতিদিন এক ঘণ্টা হাঁটুন
২.জীবনধারা পাল্টে দিন
৩.ধূমপান ও মদ্যপান ছেড়ে দিন
৪. মিষ্টি পরিহার করুন
৫.রক্তে চিনির মাত্রার ওপর নজর রাখুন

ডায়াবেটিস কত হলে মানুষ মারা যায়?

ডায়াবেটিস কত হলে মানুষ মারা যায় সেটা নির্দিষ্ট করে কিছু বলা যায় না। তবে ডায়াবেটিস এর মাত্রা বেড়ে গেলে মানুষের স্ট্রোক, হার্ট এর সমস্যা, কিডনি সমস্যা হয়ে মারা যায়।

Address

Dhaka
<<NOT-APPLICABLE>>

Alerts

Be the first to know and let us send you an email when L S Trade International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to L S Trade International:

Share