Brothers Homeo Hall

Brothers Homeo Hall অনলাইন সেবায় ওরজিনিয়াল জার্মানি পাকিস্তান ইন্ডিয়া মালয়েশিয়া ও সুইজারল্যান্ড এর ওষুধ পাবেন এখানে।

সর্বাধুনিক গবেষণায় হোমিওপ্যাথিক ঔষধের সক্রিয়তা প্রমাণিত।প্রফেসর জর্জ ভিথুলকাসের একদল গবেষক হোমিওপ্যাথি ঔষধ অরাম মেটালিক...
12/07/2024

সর্বাধুনিক গবেষণায় হোমিওপ্যাথিক ঔষধের সক্রিয়তা প্রমাণিত।

প্রফেসর জর্জ ভিথুলকাসের একদল গবেষক হোমিওপ্যাথি ঔষধ অরাম মেটালিকাম এর বিভিন্ন পটেন্সির উপর উন্নত প্রযুক্তির সাহায্যে দীর্ঘদিন গবেষণা করে তা প্রমাণ করেন।

নিউজটি ছিল :১৩ এপ্রিল ২০২৪।
লেইট পোস্ট।

12/07/2024
হেমোপটিসিসঃ কাশির সাথে রক্ত বের হলে তাকে হেমোপটিসিস বলা হয়।প্রকারভেদঃ ১। স্পুরিয়াম_হেমোপটিসিসঃ স্বর‍যন্ত্র বা ল্যারিংসের...
14/06/2023

হেমোপটিসিসঃ কাশির সাথে রক্ত বের হলে তাকে হেমোপটিসিস বলা হয়।

প্রকারভেদঃ
১। স্পুরিয়াম_হেমোপটিসিসঃ স্বর‍যন্ত্র বা ল্যারিংসের উপরের অংশ হতে হতে যে রক্তক্ষরণ হয় তাকে স্পুরিয়াম হেমোপটিসিস বলা হয়।

২। ট্র_হেমোপটিসিসঃ স্বর‍যন্ত্র বা ল্যারিংসের নিচের অংশ হতে হতে যে রক্তক্ষরণ হয় তাকে ট্র-হেমোপটিসিস বলা হয়।

♦কারন সমূহঃ
উচ্চ রক্তচাপ
লোবার নিউমোনিয়া
ব্রংকাইটিস
ব্রংকাসের এডিনোমা
ফুসফুসের ক্যান্সার
ফুসফুসের ফোড়া
হুপিংকাশি
পালমোনারি টিউবারকুলার কুলোসিস
কনজেসটিভ হার্ট ফেলিওর
রক্তের পীড়া

♦কখন চিকিৎসকের কাছে যাওয়া জরুরী:
· যদি ১ সপ্তাহের বেশি শ্লেষ্মায় রক্ত দেখা যায়
· বুকে ব্যথা হয়
· ওজন কমে যায়
· রাতের বেলায় ঘাম হয়
· ১০১ ডিগ্রীর উপর জ্বর থাকে
· সাধারণ কাজ করার সময়ই যদি শ্বাস নিতে কষ্ট হয়।

♦প্রতিরোধের ব্যবস্থাঃ
বেশি ভালো গুণমানের জীবন এবং সুস্থ ফুসফুস পাওয়ার জন্য আপনাকে ধূমপান এড়িয়ে যেতে হবে যেহেতু এটা দীর্ঘকালের জন্য ফুসফুসকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করে।
আপনাকে ভালো গুণমানের খাবার খেতে হবে যেগুলিতে সংরক্ষণকারী কোনো বস্তু অথবা অন্যান্য বিষাক্ত বস্তু থাকে না।

❣️চিকিৎসাঃ
এই রোগের ক্ষেত্রে হোমিওপ্যাথি কার্যকরী চিকিৎসা রয়েছে, আপনি নিশ্চিন্তে, নির্ভয়ে চিকিৎসা সেবা নিয়ে সুস্থ জীবন লাভ করতে পারবেন,,

♦চিকিৎসা পেতে এই পেইজে ম্যাসেজ করুন,
আশা করি সঠিক সমাধান পাবেন,

ঔষধ পরিচিতি: Agrimonia Eupatoriaস্টিক ওয়ার্ট নামক উদ্ভিদ হতে তৈরি। প্রুভার :- ডাক্তার উইলিয়াম বোরিক। ক্রিয়াস্থল :- জন...
29/05/2023

ঔষধ পরিচিতি:
Agrimonia Eupatoria

স্টিক ওয়ার্ট নামক উদ্ভিদ হতে তৈরি।

প্রুভার :- ডাক্তার উইলিয়াম বোরিক।

ক্রিয়াস্থল :- জননযন্ত্র, মন, মূত্রযন্ত্র ।

*ঔষধের নিজস্ব কথা:-
* কষ্টে থাকা সত্ত্বেও রোগী বাহ্যিক দৃষ্টিতে হাসিখুশি থাকে।
* বাহ্যিকভাবে সে সাহসিক, আনন্দময় ও দুশ্চিন্তা মুক্ত আচরণ করে।
* সামান্য বিষয়কে নিয়ে অনেক বেশি ভাবে ।
*দুর্বল পরিপাক, যকৃতের পীড়া ও কিডনির রোগে ভোগার প্রবণতা ।

হোমিওপ্যাথি ফিজিশিয়ান
এইচ এম ইলিয়াস
=================
ডি.এইচ.এম.এস (হোমিও)
বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা।
এল এইচ এম পি (খুলনা)
বি,এ,(স্নাতক) এম,এ মাস্টার্স
ঢাকা বিশ্ববিদ্যালয়
(গভ: তিতুমির কলেজ ঢাকা। )

চেয়ারম্যান : ব্রাদার্স হোমিও হল।

জন্ডিস বিষয় উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত।
চর্ম ও যৌন বিষয় অধিক অবিজ্ঞ।

যোগাযোগঃ
০১৯২১৮৩৪৩৮০/০১৮৭২৯৪৮৩৯৪

জিব্বা দেখে রোগ নির্ণয়।
29/05/2023

জিব্বা দেখে রোগ নির্ণয়।

Address

Middle Badda
Dhaka
1212

Telephone

+8801872948394

Website

Alerts

Be the first to know and let us send you an email when Brothers Homeo Hall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Brothers Homeo Hall:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram