20/04/2025
২০১৩ সালে, রানী বেগম হিপ জয়েন্টে তীব্র ব্যাথা নিয়ে আসছিলেন কুষ্টিয়া থেকে, তারপর হিপ জয়েন্টের MRI করার পর ধরা পড়ল AVN (Stage 1), সাথে সাথে আমরা decompression of muscle pedicle bone-graft সার্জারী করার সিন্ধান্ত নেই। রোগী সার্জারী করতে রাজী হন, আলহামদুলিল্লাহ সার্জারী সফল হয়।
আজ ১২বছর পর ফলো আপ এ আসে রোগী, এক্স-রে করে দেখার পর দেখলাম উনি ভালো আছেন। মুলত এই সার্জারীর করার ৪/৫ বছর পরই Total Hip Replacedment সার্জারী করতে হয় বেশীর ভাগ রোগীদের।
আলহামদুলিল্লাহ, উনি অনেক ভালো আছেন।