BDMMS Pharmacy

BDMMS Pharmacy স্বাস্থ্য বিষয়ক সকল টিপস্ জানতে সঙ্গে থাকুন।ঔষধের কাজ সম্পর্কে ও জানুন।

ব্রণ:ত্বকের গ্রন্থিগুলো যদি অতিরিক্ত সিবাম তৈরি করে, সেক্ষেত্রে ব্রণ বা ফুসকুড়ি হতে পারে। এ ছাড়াও দূষণ, কেমিক্যালজাতীয় ...
25/12/2023

ব্রণ:
ত্বকের গ্রন্থিগুলো যদি অতিরিক্ত সিবাম তৈরি করে, সেক্ষেত্রে ব্রণ বা ফুসকুড়ি হতে পারে। এ ছাড়াও দূষণ, কেমিক্যালজাতীয় প্রসাধনীর ব্যবহার, অস্বাস্থ্যকর জীবনযাপন, অনিয়মিত খাওয়াদাওয়া, বাইরের তেল-মশলাদার খাবারের প্রতি বেশি ঝোঁক, জল কম খাওয়া এবং সর্বোপরি ত্বকের পর্যাপ্ত যত্ন না নেওয়া— এমন কিছু কারণে ত্বকে ব্রণ হয়। বিশেষ করে ত্বক যদি তৈলাক্ত হয়, তা হলে ব্রণর পরিমাণ যেন আরও বেড়ে যায়।

ব্রণের কয়েকটি কারণ:

জিনগত:
বাবা অথবা মা যে কারও কৈশরে ব্রণের সমস্যা থাকলে সন্তানেরও ব্রণ দেখা দিতে পারে।

হরমোন জনিত সমস্যা:
বয়ঃসন্ধি পর্যায়ে শরীরে আন্ড্রোজেনের মাত্রা বৃদ্ধি পায়। এর ফলে শরীরে সিবামের মাত্রা বাড়ে এবং মুখ, পিঠ, বুক ইত্যাদিতে ব্রণ দেখা দেয়।

জীবনযাত্রার পরিবর্তন:
ধূমপান, অ্যালকোহল গ্রহণ এবং অনিয়মিত খাদ্যাভ্যাস, অপর্যাপ্ত ঘুম ইত্যাদি ব্রণ সৃষ্টির অন্যতম কারণ।

মানসিক চাপ:
ব্রণ হওয়ার অন্যতম কারণ হতে পারে মানসিক চাপ।

প্রসাধনী:
তৈলাক্ত প্রসাধনীর ব্যবহারে ত্বকে ব্রণ হতে পারে।

✒️পা ফাটা:✴️পায়ের গোড়ালি ফেটে যাওয়া একটি বিব্রতকর সমস্যা। শুষ্ক মৌসুম ও আর্দ্রতার ঘাটতিতে এ সমস্যা হয়। পা ফাটলে পায়ের গো...
16/11/2023

✒️পা ফাটা:

✴️পায়ের গোড়ালি ফেটে যাওয়া একটি বিব্রতকর সমস্যা। শুষ্ক মৌসুম ও আর্দ্রতার ঘাটতিতে এ সমস্যা হয়। পা ফাটলে পায়ের গোড়ালিতে যন্ত্রণা হতে থাকে। দীর্ঘদিন পা ফাটা থাকলে ইনফেকশন হতে পারে, পায়ে ব্যথা অনুভূত হয়, পা ফুলে যায় এবং দৈনন্দিন চলাফেরা ব্যাহত হয়।

👉পা ফাটা রোগের কারণঃ
✔️খালি পায়ে হাঁটা দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করা।
✔️শক্ত জুতা পরিধান করা।
✔️ধুলাবালিতে কাজ করা।
✔️ক্ষেতখামারে কাজ করা।
✔️পরিমিত পানি পান না করা।
✔️অতিরিক্ত পা ঘামানো।
✔️ভিটামিন এ, সি এবং ই এর অভাব।

✔️নতুন তথ্য পেতে পেজে ফলো দিন।

06/11/2023

প্রসাবের সেরা ঔষধ। সবার পছন্দের প্রিয় ঔষধ।

#সিরাপ

আমরা শোকাহত বাংলাদেশের স্বনামধন্য মেডিসিন বিশেষজ্ঞ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এর মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধা...
26/10/2023

আমরা শোকাহত

বাংলাদেশের স্বনামধন্য মেডিসিন বিশেষজ্ঞ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এর মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোঃ রিদওয়ানুর রহমান আমাদের মাঝে আর নেই।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

আজ ২৫ অক্টোবর ২০২৩, সকাল ৯:৩০ ঘটিকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

তিনি ছিলেন বাংলাদেশে মেডিসিন বিভাগে একজন কিংবদন্তী শিক্ষক এবং দেশবরেণ্য চিকিৎসক। ম্যালেরিয়া, ডেঙ্গুসহ বিভিন্ন সংক্রামক রোগ নিয়ে তাঁর গবেষণা চিকিৎসা বিজ্ঞানের সকল মহলে অনেক সমাদৃত হয়েছে৷ স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাঁর ১৬৭টি পাবলিকেশন এবং ৫২৮৪টি সাইটেশন রয়েছে৷

তাঁর মৃত্যু বাংলাদেশের স্বাস্থ্যখাতের জন্য অপূরণীয় ক্ষতি।

তিনি ১৯৫৮ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯৮২ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে কৃতিত্বের সাথে এমবিবিএস পাশ করেন। ১৯৮৩ সালে বিসিএস পঞ্চম ব্যাচের মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসে স্বাস্থ্য ক্যাডারে একজন নবীন মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন এবং ২০১৭ সালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এর মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে অধ্যাপক ডা. মোঃ রিদওয়ানুর রহমান সরকারি চাকুরি থেকে অবসর গ্রহণ করেন। অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও সততার সাথে তিনি তাঁর কর্মজীবন শেষ করেন৷

মৃত্যুকালে তিনি তাঁর স্ত্রী, দুই সন্তান এবং অসংখ্য গুণগ্রাহী ছাত্র ও চিকিৎসক সহকর্মীদের রেখে গিয়েছেন।

অধ্যাপক ডা. মো: রিদওয়ানুর রহমান'র মৃত্যুতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়সহ সকল স্তরের কর্মকর্তা কর্মচারিবৃন্দ শোকাভিভূত।

আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

স্বাস্থ্য অধিদপ্তর পরিবার।

এন্ডোসকপি কি? এন্ডোসকপির সাইড ইফেক্ট ও কখন করা হয়?======================================চিকিৎসাজনিত কারণে শরীরের ভেতরের ...
12/10/2023

এন্ডোসকপি কি? এন্ডোসকপির সাইড ইফেক্ট ও কখন করা হয়?
======================================
চিকিৎসাজনিত কারণে শরীরের ভেতরের কোন অঙ্গ বা গহ্বরকে বাইরে থেকে সরাসরি দেখার নাম এন্ডোসকপি। এটি একটি পরীক্ষা যা দ্বারা শরীরের খাদ্যনালির সাথে সম্পর্কিত বিভিন্ন অর্গান পর্যবেক্ষণ করা হয়। এটি দিয়ে শরীরের ফাঁপা অঙ্গগুলোর ভেতরে পরীক্ষা করা যায়।

এন্ডোসকপির মাধ্যমে খুব দ্রুত রোগ নির্ণয় করা যায়। এ যন্ত্রে দুটি নল থাকে। একটি দিয়ে বাইরে থেকে রোগীর শরীরের নির্দিষ্ট অঙ্গের ভেতরে তীব্র আলো ফেলা হয়। অর্থাৎ একটি ফ্লেক্সিবল টিউবের মাথায় লাইট ও ক্যামেরা লাগানো থাকে যা রোগীর শরীরের ভিতরে প্রবেশ করানো হয়। শরীরের ভেতরের অবস্থা বা ছবি ডাক্তাররা পর্যবেক্ষণ করে।

বিভিন্ন রোগের জন্য বিভিন্ন ধরণের এন্ডোসকপি করা হয়। এটি ব্যবহার করে ডাক্তাররা যেকোন ধরণের অস্বস্তিবোধ, ক্ষত, প্রদাহ এবং অস্বাভাবিক কোষ বৃদ্ধি পরীক্ষা করে থাকেন।

শরীরের যেসব অঙ্গে এন্ডোসকপি করা হয়
যে অঙ্গগুলো পরীক্ষা করার জন্য এ যন্ত্র ব্যবহার করা হয় সেগুলো হলো –
----------------------------------------------------------------------------

>খাদ্যনালী
>ফুসফুস ও বুকের কেন্দ্রীয় বিভাজন অংশ
>স্ত্রী প্রজনন অঙ্গ
>উদর ও পেলভিস
>নাক
>স্টোমাক
>শ্বসনতন্ত্র
>কান
>মূত্রনালীর অভ্যন্তর ভাগ
>জয়েন্ট
>তলপেট ইত্যাদি।

এন্ডোসকপি কখন করা হয়?
----------------------------------------------------------------------------
যেসব কারণে এন্ডোসকপি করা হয় তা সেগুলো হলো –

▪️পেটব্যথা
▪️আলসার
▪️গিলতে অসুবিধা
▪️খাদ্যনালীতে রক্তপাত
▪️পেটের অভ্যাসে পরিবর্তন আসা ইত্যাদি।

এন্ডোসকপি করার প্রস্তুতি
--------------------------------------------------------------------------
√৮-১০ ঘন্টা খালি পেটে থাকতে হবে
টেস্ট করার সময় চেতনানাশক স্প্রে বা ঔষধ খাওয়ানো হয়। আপনার কোন ঔষধে এলার্জি থাকলে ডাক্তারকে আগেই জানিয়ে নিন।
√ঢোলা কাপড় পড়ে আসতে হয় ইত্যাদি।

এন্ডোসকপির সাইড ইফেক্ট
---------------------------------------------------------------------------
~বমি বমি ভাব হতে পারে।
~পেটে অল্প সময়ের জন্য ব্যথা হতে পারে।
~ঘুম ঘুম লাগতে পারে।
~অল্প ব্লিডিং হতে পারে।
~মাইর ইনফেকশন হতে পারে ইত্যাদি।

~এটি করার সময় যেহেতু একটি নল সরাসরি ক্ষত স্থানে প্রবেশ করানো হয় তাই সেটি দিয়ে সেই ক্ষত স্থানের সেম্পল নিয়ে আসা সম্ভব। প্রয়োজনে এটি ব্যবহার করে কিছু কিছু সার্জারিও করা সম্ভব।

02/10/2023

প্রস্রাবের জ্বালা পোড়া কমাতে সাহায্যে করে।

স্টেথোস্কোপ আবিষ্কারক : ফরাসি চিকিৎসক রেনে লিনেক
30/09/2023

স্টেথোস্কোপ
আবিষ্কারক : ফরাসি চিকিৎসক রেনে লিনেক

16/09/2023

ডাব মানেই উপকারী নয়....ডাবেরও কিছু ঝুঁকি আছে...

০১। সিকেডি বা কিডনি ফেইল্যর রোগীদের জন্যে এটা একেবারেই নিষিদ্ধ।

০২।কোন কোন হার্টের রোগীদের ক্ষেত্রেও ডাব খাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে।

০৩। অনেকের ডাবে এলার্জি হয়...খেলেই হাচি শুরু হয়।

০৪. কারো কারো এসিডিটি বাড়ে ডাব খেলে।

০৫. কারো কারো ডায়রিয়া সৃষ্টি করে ডাব।

০৬. অতিরিক্ত খেলে ডাবের সোডিয়াম আপনার প্রেসার বাড়াতে পারে। বাড়াতে পারে ডায়াবেটিসও।

ডাব একটি উপকারী পানীয়....তবে জীবন রক্ষাকারী নয়....প্রয়োজনে খাওয়া যেতে পারে....তবে খেতেই হবে এমন কথা নেই।

এমনকি...ডেংগু রোগীর জন্যে ডাবের কোন বিশেষ ভূমিকাও নেই।

©️ ডা. সাকলায়েন রাসেল স্যার

06/09/2023

গ্যাস্টিকের জ্বালাপোড়া ১ টি ট্যাবলেট খেয়ে সেরে নিন।






02/09/2023

শরীরে যেকোন স্থানে আঁচিল / Warts কি ভাবে দূর করবেন।

#আঁচিল

03/08/2023

মেডিসিন সম্পর্কে জানুন।

Address

Hajaribagh
Dhaka
1209

Telephone

+8801705731993

Website

Alerts

Be the first to know and let us send you an email when BDMMS Pharmacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram