19/09/2025
“The Singularity isn’t coming — it’s already here. To survive it, you must adapt, evolve, and collaborate with AI.”
এ.আই. — মানব সভ্যতার সর্বশেষ যুগান্তকারী আবিষ্কার। এটা আপনার জীবনকে কীভাবে বদলে দেবে সেটা যদি এখনো না বোঝেন, তবে টিকে থাকা কঠিন হবে। এই সিরিজ পোস্টে আমি সে বিষয়গুলো নিয়েই কথা বলব।
আমি ডাক্তার—তাই পোস্টগুলো মূলত স্বাস্থ্যসেবা কেন্দ্রিক হবে। তবে জীবনের অন্যান্য ক্ষেত্রেও এ.আই. কীভাবে পরিবর্তন আনবে, সেই ধারণাও শেয়ার করব। সব লেখা ১০০% অর্গানিক ও unedited থাকবে, কোনো AI-generated কন্টেন্ট নয়। ভুল থাকতে পারে—ভুলগুলোই এখন গুরুত্বপূর্ণ।
এ.আই. কী করতে পারে একজন ডাক্তারের জীবনে?
প্রথমে ভালো খবর।
আগামী তিন বছরের মধ্যে চেম্বারে আপনার পাশাপাশি কাজ করবে আপনার এসিস্ট্যান্ট ai. রোগী চেম্বারে ঢোকা মাত্র এই রোগীর হাঁটা চলা থেকে শুরু করে রোগীর প্রতিটা কথা শুনবে, দেখবে । প্রথম 15 সেকেন্ডের মধ্যে পুরাতন রোগীর ক্ষেত্রে আগের সব চিকিৎসা বিবরণ ইতিমধ্যে ai এসিস্ট্যান্ট দেখে মাত্র দুই লাইনে আপনার সামনে খোলা ল্যাপটপে আপনাকে জানাবে রোগীর পূর্বের সমস্যা কি ছিল, রিপোর্ট কি ছিল, বর্তমানে কি করা যেতে পারে ( ai summarize assistance)।
নতুন রোগীর কথা তার সাথে আসা রোগীর “ মাথা জ্বলে, গা বমি বমি করে ইত্যাদি এলোমেলো বর্ণনা শুনে কনটেক্সট বুঝে ডায়াগনোসিস এর জন্য কি কি প্রশ্ন করতে হবে সেগুলির লাইভ সাজেশন দিতে থাকবে ai ( leading Question assistance)
এসব উত্তর শুনে ঠিক একজন ডাক্তারের মতোই ডায়াগনোসিস কি হতে পারে সেটা আপনার খোলা ল্যাপটপ স্ক্রীনে অথবা চশমার কাঁচ এ ( Ray Ban - Meta Glasses) এক লাইনে দেখাতে থাকবে আপনার ai এসিস্ট্যান্ট। ( Diagnosis assistance)
আপনি কি পরীক্ষা দিবেন , পরীক্ষা দিলে সেগুলি কি বোঝায় এবং কি ওষুধ রোগীর জন্য সবচে ভাল হবে এগুলিও আপনাকে সাজেস্ট করবে ai এবং রিয়েলটাইম বা লাইভ (Diagnosis Confirmation assistance and Treatment suggestion assistance )
ভাবুন—আপনার চিকিৎসা সেবা কতটা উচ্চস্তরে পৌঁছাতে পারে।
মনে হচ্ছে মিথ্যে গল্প বলছি?
এই প্রযুক্তি ইতোমধ্যেই আছে; চাইলে আমি এটি আপনার চেম্বারে সেটআপ করে দিতে পারি। এখনো ব্যয়বহুল হলেও দুই বছরের মধ্যে দাম অনেক কমে আসবে। (বি. দ্র.: এই প্রযুক্তি বিক্রি করা আমার উদ্দেশ্য নয়।)
---
এবার খারাপ খবর
আগামী দশ বছরের ভেতরে GP প্র্যাকটিস শুধুমাত্র তারাই করতে পারবেন যারা এই টেকনোলজি এডাপ্ট করতে পারবেন।
টেকনোলজি এডপ্ট করার পরও রোগীর সংখ্যা দাঁড়াবে এখনকার তুলনায় ২০ শতাংশে। শতকরা আশি ভাগ রোগী সরাসরি ai এর চিকিৎসা নেবে। এছাড়া জুনিয়র ডাক্তার যারা আছেন তারা শতকরা তিন থেকে পাঁচ ভাগ রোগী পাবেন কি না সন্দেহ।
সার্জারির ক্ষেত্রে আরো ভয়াবহ অবস্থা, মানুষের চাইতে লক্ষগুন দক্ষ এবং সস্তা রোবোটিক সার্জন বেছে নিবে সাধারন মানুষ। রেডিওলজি এবং ইমেজিং পুরোটাই চলে যাবে ai এর হাতে।
সার্জারিতে মানুষ বেছে নেবে দক্ষ ও সাশ্রয়ী রোবোটিক সার্জন।
রেডিওলজি ও ইমেজিং সম্পূর্ণ এ.আই.-নির্ভর হয়ে যাবে।
ভাবছেন আইন করে ai ব্যবহার আটকে দিবেন ? আইন করে এ.আই.-এর ব্যবহার বন্ধ করা সম্ভব হবে না। শক্তিশালী বেসরকারি স্বাস্থ্যখাত এ বিষয়ে সর্বোচ্চ চাপ ও অর্থ বিনিয়োগ করবে। আর শক্তিশালী ai বিরোধী আইন তৈরি করার মত ঐক্য ডাক্তার সমাজ কোন কালেই অর্জন করতে পারবে না।
---
শেষ কথা
“The Singularity has arrived. This is not a future possibility — it is our present reality.”
সবচেয়ে খারাপ সময় শুরু হয়ে গেছে। দুঃস্বপ্নের মতো বাস্তবতা পেতে সময় লাগবে সর্বোচ্চ ১০–১৫ বছর। তাই শুরুতেই বলেছি— Adapt, Evolve and Collaborate.