হাউস অফ রুকইয়াহ - House Of Ruqyah

হাউস অফ রুকইয়াহ - House Of Ruqyah وننزل من القران ما هو شفاء

27/07/2025

অধিকাংশ জ্বীন-জাদুতে আক্রান্তদেরকে অলস করে দেওয়া হয়-কাজ করা দরকার তবুও ইচ্ছে করেনা,একাকী ভালো লাগে,মানুষের সাথে মিশতে ইচ্ছে করেনা।

কোডিং জানা থাকলে কাজটা করে দিতাম 🥴
25/07/2025

কোডিং জানা থাকলে কাজটা করে দিতাম 🥴

20/07/2025

আশিক জিনের যাদু নষ্টের রুকইয়াহ চলছে
যাদের সমস্যা আছে তারা চাইলে শুনতে পারেন

19/07/2025
18/07/2025

📝 যদি পারেন:
✅ রুকইয়াহ ডায়েরি রাখুন — কবে কী শুনলেন/কী অনুভব করলেন লিখে রাখলে উন্নতি ট্র্যাক করা যায়।

17/07/2025

📿 পেটের জাদু? গিলানো/খাওয়ানো জাদুর কষ্টে ভুগছেন?

🔮 অনেক সময় জাদুকর খাবারের মাধ্যমে মানুষের পেটে জাদু ঢুকিয়ে দেয়। ফলে মানুষ বছরের পর বছর অসুস্থ থাকে —
পেট ব্যথা, অজানা রোগ, গ্যাস, বমি, ক্ষুধামন্দা, বা বারবার অপারেশন করেও সমস্যার সমাধান হয় না!

🛡 কিন্তু ভয় নয় — কুরআনের মধ্যেই রয়েছে শিফা।

🕋 পেটের জাদু নষ্ট করার জন্য করণীয় রুকিয়া আয়াতসমূহ:

✅ সূরা ফাতিহা – ৭ বার
✅ আয়াতুল কুরসি – ৩ বার
✅ সূরা বাকারা ১০২
✅ সূরা ইউনুস ৮১-৮২
✅ সূরা আরাফ ১১৭-১২২
✅ সূরা ইখলাস, ফালাক, নাস – ৩ বার করে

📌 পাঠের নিয়ম:

বিশুদ্ধ পানিতে উপরোক্ত আয়াতগুলো পড়ে ফুঁ দিন

প্রতিদিন সকালে ও রাতে পান করুন

কালোজিরা তেল বা অলিভ অয়েল-এ ফুঁ দিয়ে পেটে মালিশ করুন

🤲 এবং বেশি বেশি পড়ুন:
“ইয়া কাহ্‌হারু, ইয়া জাব্বারু, ইয়া কাদির”

🌿 মহান আল্লাহ বলেন:
"কুরআনের মাধ্যমে আমি যা অবতীর্ণ করি, তা মু’মিনদের জন্য শিফা ও রহমত।"
(সূরা বনি ইসরাঈল ১৭:৮২)

---

📩 পেটের জাদু, জিন, বদনজর বা যেকোনো রুহানী সমস্যার চিকিৎসা নিতে চাইলে যোগাযোগ করুন —
➡️ হাউস অফ রুকইয়া সেন্টার

অথবা যোগাযোগ করুন এই নাম্বারে
01835499768

🧿 জাদুর নরকীয় কষাঘাতছবিতে যা দেখছেন, এটা কোনও সাধারণ ন্যাপকিন নয় — বরং কৌশলে বানানো একটি জাদুর ফাঁদ! ❌কিছু কুচক্রী মান...
11/07/2025

🧿 জাদুর নরকীয় কষাঘাত
ছবিতে যা দেখছেন, এটা কোনও সাধারণ ন্যাপকিন নয় — বরং কৌশলে বানানো একটি জাদুর ফাঁদ! ❌
কিছু কুচক্রী মানুষ এ ধরনের রক্তমাখা কাপড় বা ন্যাপকিন ব্যবহার করে রুগীকে শারীরিক ও মানসিকভাবে কষ্ট দেওয়ার জন্য জিন-জাদু প্রয়োগ করে থাকে। এটি খুবই মারাত্মক ও শরিয়তসম্মতভাবে নিষিদ্ধ কাজ।

🔍 ঘরে বা রাস্তায় এমন কিছু দেখলে কখনোই স্পর্শ করবেন না বা নিজে কিছু করবেন না।

📿 দয়া করে এমন কিছু পেলে অভিজ্ঞ রুকিয়া চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ আমরা কুরআন-সুন্নাহর আলোকে এর সমাধান করব।

📅 আজকের তারিখে (১১ জুলাই, ২০২৫), এই ভয়ানক ঘটনার মুখোমুখি হয়ে আমরা একটি বড় অভিজ্ঞতা অর্জন করেছি।
আপনিও সতর্ক থাকুন — নিজে বাঁচুন, অন্যকেও বাঁচান।

📞 যোগাযোগ: [ নাম্বার 01835499768
হাউজ অফ রুকইয়াহ সেন্টার :
রোড-৮, বাসা-১৮ (লেক সিটি টাওয়ার) , এইচ ব্লক, গুদারাঘাট, মিরপুর -১, ঢাকা -১২১৬]

06/07/2025

হাউস অফ রুকইয়াহ এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ⬇️⬇️
https://youtube.com/?si=x4v7PlDCqStkU_h3
🔔সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
✅এখানে অনেক রুকইয়াহ তেলাওয়াত পাবেন ইনশাআল্লাহ।

04/07/2025

খাওয়ানোর মাধ্যমে করা যাদু—যাকে আরবি ভাষায় বলা হয় "السحر المأكول" (আল-সিহরুল মা'কুল)—তা হলো এমন এক ধরনের যাদু যা খাওয়ার জিনিসে (খাবার, পানি, ইত্যাদি) পড়া হয় এবং মানুষ তা খেয়ে ফেলে। এর প্রভাব শরীর, মন, অথবা জীবনের বিভিন্ন দিকের ওপর পড়ে: যেমন শারীরিক অসুস্থতা, মন-মেজাজ খারাপ, বিবাহ সমস্যা, প্রজনন সমস্যা, ইত্যাদি।
এটি সারাতে কুরআন ও সুন্নাহ অনুযায়ী রুকইয়াহ চিকিৎসা করা যায়। নিচে বিস্তারিত পদ্ধতি দেওয়া হলো।

🕋 খাওয়ানো যাদুর রুকইয়াহ চিকিৎসা (সুন্নাহভিত্তিক)
✅ ধাপ ১: তাওবা ও আকিদা ঠিক রাখা
নিজেকে গুনাহ থেকে দূরে রাখুন
তাওহীদ (আল্লাহর একত্ব) সম্পর্কে পরিপূর্ণ বিশ্বাস রাখুন
৫ ওয়াক্ত সালাত সময়মতো পড়া আবশ্যক

✅ ধাপ ২: রুকইয়াহ পড়া ও পানিতে ফুঁ দেওয়া
🧪 প্রয়োজনীয় জিনিস:
বিশুদ্ধ পানি (৩-৫ লিটার)
খেজুর, মধু, কালোজিরা তেল থাকলে ভালো
একটি খালি বোতল বা পাত্র
📖 পড়ার আয়াতসমূহ
এই আয়াতগুলো জোরে জোরে স্পষ্টভাবে পারলে নিজেই পড়ুন এবং পানিতে ফুঁ দিন (প্রতিটি আয়াত ৩, ৫ বা ৭ বার করে):
সূরা আল-ফাতিহা
আয়াতুল কুরসী (সূরা বাকারা ২:২৫৫)
সূরা আল-বাকারা ২:১০২ (হারূত-মারূত সংক্রান্ত আয়াত)
সূরা আল-আ’রাফ ৭:১১৭–১১৯
সূরা ইউনুস ১০:৭৯–৮۲
সূরা তোহা ২০:৬৮–৬৯
সূরা আল-ইখলাস, ফালাক, নাস (প্রতিটা ৩ বার)
এরপর পানি ফুঁ দিয়ে সেই পানি ৩–৭ দিন সকালে খালি পেটে ১ গ্লাস করে খান।

✅ ধাপ ৩: জাদু ভাঙার জন্য রুকইয়াহ গোসল
উক্ত রুকইয়াহ পানি দিয়ে গোসল করুন (সরাসরি মাথায় ঢালুন, শরীরে দিন, মুখে-মাথায় জোর দিন)
দিনে একবার বা দুই দিন পর পর ১ বার

✅ ধাপ ৪: অতিরিক্ত চিকিৎসা
প্রতিদিন সকালে খালি পেটে ৭টি আজওয়া খেজুর খাওয়া (হাদীসে আছে: এতে যাদুর প্রভাব থেকে নিরাপদ থাকা যায় – সহীহ বুখারী 5768)
কালোজিরা তেল ১ চামচ খালি পেটে
রুকইয়াহ শোনা https://youtu.be/mPKfegvoxCw?si=bjY2rMZeRI_-neL1

📌 লক্ষণ থাকলে বিশেষ সতর্কতা:
যদি রুকইয়াহ চলাকালে আপনি বমি, মাথাব্যথা, শরীরে ব্যথা, কান্না, গরম লাগা বা কাঁপুনি অনুভব করেন — তাহলে বুঝবেন: যাদুর প্রভাব রেসপন্স করছে। এটাই ভালো লক্ষণ।

04/07/2025

আজ পবিত্র জুমার দিন। এই বরকতময় দিনে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করুন।
সম্ভব হলে মাগরিবের আজানের আগে সূরা কাহাফ তেলাওয়াত করুন।

বিশেষ করে আসরের নামাজের পর থেকে মাগরিবের আজানের আগ পর্যন্ত সময়টি দোয়া কবুলের মুহূর্ত —
এই সময়ে অন্তর দিয়ে আল্লাহর কাছে দোয়া করুন এবং নিজেকে কষ্ট দেয়া, বিভ্রান্তকারী শয়তান থেকে রক্ষা পাওয়ার জন্য আশ্রয়
প্রার্থনা করুন।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমিন। 🌿
হাউস অফ রুকইয়াহ - House Of Ruqyah

পেসেন্টের নিজ গাছের আম😊
04/07/2025

পেসেন্টের নিজ গাছের আম😊

04/07/2025

🌙 মুহাররম মাস ও রোজার ফজিলত

মুহাররম ইসলামি হিজরি সনের প্রথম মাস। এটি আল্লাহর প্রিয় মাসগুলোর একটি। এ মাসে বিশেষ ফজিলত রয়েছে রোজা রাখার, বিশেষত আশুরার দিন (১০ মুহাররম)।
---

✅ মুহাররম মাসে রোজার ফজিলত

১️⃣ রমজানের পর সর্বোত্তম রোজা — মুহাররমের রোজা

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

> “রমজানের পর সর্বোত্তম রোজা হল মুহাররম মাসের রোজা।”
📚 সহীহ মুসলিম, হাদীস: ১১৬৩

➡️ অর্থাৎ, নফল রোজার মধ্যে মুহাররম মাসের রোজা সবচেয়ে ফজিলতপূর্ণ।
---
২️⃣ আশুরার (১০ মুহাররম) রোজা রাখলে এক বছরের গুনাহ মাফ

রাসূলুল্লাহ ﷺ বলেন:

> “আশা করি, আশুরার রোজা বিগত এক বছরের গুনাহ মাফ করে দেয়।”
📚 সহীহ মুসলিম, হাদীস: ১১৬২

➡️ এই রোজা একটি বিশেষ মর্যাদাপূর্ণ রোজা, যা গুনাহ মোচনের সুযোগ দেয়।
---
3️⃣ ৯ ও ১০ বা ১০ ও ১১ মুহাররম — এক সাথে রোজা রাখা সুন্নত

রাসূলুল্লাহ ﷺ বলেন:

> “তোমরা আশুরার রোজা রাখো এবং ইহুদিদের সঙ্গে মিল না রাখো, বরং এক দিন আগে বা পরে রোজা রাখো।”
📚 মুসনাদ আহমদ, হাদীস: ২১৫৪

➡️ তাই, শুধু ১০ তারিখ নয়, ৯ ও ১০ অথবা ১০ ও ১১ তারিখ একত্রে রোজা রাখা উত্তম।
---
📌 সংক্ষেপে:
📅 তারিখ 🌟 আমল 🕌 ফজিলত

৯ মুহাররম রোজা সুন্নত
১০ মুহাররম (আশুরা) রোজা ১ বছরের গুনাহ মাফ
১১ মুহাররম রোজা সুন্নত (ইহুদিদের বিরোধিতা হিসেবে)
পুরো মুহাররম নফল রোজা রমজানের পর শ্রেষ্ঠ রোজা
---
🤲 দোয়া:
> হে আল্লাহ! আমাদের মুহাররম মাসের বরকত দান করো, আশুরার রোজা রাখার তাওফিক দাও এবং আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দাও। আমিন।
হাউস অফ রুকইয়াহ - House Of Ruqyah

Address

Dhaka

Telephone

+8801946771626

Website

Alerts

Be the first to know and let us send you an email when হাউস অফ রুকইয়াহ - House Of Ruqyah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share