04/07/2025
খাওয়ানোর মাধ্যমে করা যাদু—যাকে আরবি ভাষায় বলা হয় "السحر المأكول" (আল-সিহরুল মা'কুল)—তা হলো এমন এক ধরনের যাদু যা খাওয়ার জিনিসে (খাবার, পানি, ইত্যাদি) পড়া হয় এবং মানুষ তা খেয়ে ফেলে। এর প্রভাব শরীর, মন, অথবা জীবনের বিভিন্ন দিকের ওপর পড়ে: যেমন শারীরিক অসুস্থতা, মন-মেজাজ খারাপ, বিবাহ সমস্যা, প্রজনন সমস্যা, ইত্যাদি।
এটি সারাতে কুরআন ও সুন্নাহ অনুযায়ী রুকইয়াহ চিকিৎসা করা যায়। নিচে বিস্তারিত পদ্ধতি দেওয়া হলো।
🕋 খাওয়ানো যাদুর রুকইয়াহ চিকিৎসা (সুন্নাহভিত্তিক)
✅ ধাপ ১: তাওবা ও আকিদা ঠিক রাখা
নিজেকে গুনাহ থেকে দূরে রাখুন
তাওহীদ (আল্লাহর একত্ব) সম্পর্কে পরিপূর্ণ বিশ্বাস রাখুন
৫ ওয়াক্ত সালাত সময়মতো পড়া আবশ্যক
✅ ধাপ ২: রুকইয়াহ পড়া ও পানিতে ফুঁ দেওয়া
🧪 প্রয়োজনীয় জিনিস:
বিশুদ্ধ পানি (৩-৫ লিটার)
খেজুর, মধু, কালোজিরা তেল থাকলে ভালো
একটি খালি বোতল বা পাত্র
📖 পড়ার আয়াতসমূহ
এই আয়াতগুলো জোরে জোরে স্পষ্টভাবে পারলে নিজেই পড়ুন এবং পানিতে ফুঁ দিন (প্রতিটি আয়াত ৩, ৫ বা ৭ বার করে):
সূরা আল-ফাতিহা
আয়াতুল কুরসী (সূরা বাকারা ২:২৫৫)
সূরা আল-বাকারা ২:১০২ (হারূত-মারূত সংক্রান্ত আয়াত)
সূরা আল-আ’রাফ ৭:১১৭–১১৯
সূরা ইউনুস ১০:৭৯–৮۲
সূরা তোহা ২০:৬৮–৬৯
সূরা আল-ইখলাস, ফালাক, নাস (প্রতিটা ৩ বার)
এরপর পানি ফুঁ দিয়ে সেই পানি ৩–৭ দিন সকালে খালি পেটে ১ গ্লাস করে খান।
✅ ধাপ ৩: জাদু ভাঙার জন্য রুকইয়াহ গোসল
উক্ত রুকইয়াহ পানি দিয়ে গোসল করুন (সরাসরি মাথায় ঢালুন, শরীরে দিন, মুখে-মাথায় জোর দিন)
দিনে একবার বা দুই দিন পর পর ১ বার
✅ ধাপ ৪: অতিরিক্ত চিকিৎসা
প্রতিদিন সকালে খালি পেটে ৭টি আজওয়া খেজুর খাওয়া (হাদীসে আছে: এতে যাদুর প্রভাব থেকে নিরাপদ থাকা যায় – সহীহ বুখারী 5768)
কালোজিরা তেল ১ চামচ খালি পেটে
রুকইয়াহ শোনা https://youtu.be/mPKfegvoxCw?si=bjY2rMZeRI_-neL1
📌 লক্ষণ থাকলে বিশেষ সতর্কতা:
যদি রুকইয়াহ চলাকালে আপনি বমি, মাথাব্যথা, শরীরে ব্যথা, কান্না, গরম লাগা বা কাঁপুনি অনুভব করেন — তাহলে বুঝবেন: যাদুর প্রভাব রেসপন্স করছে। এটাই ভালো লক্ষণ।