16/09/2025
গতকাল ১৫ই সেপ্টেম্বর ২০২৫ আমাদের জন্য ছিল এক স্মরণীয় দিন। কারণ সেদিন ফৌজিয়া আমাতুল্লাহ তার প্রথম জন্মদিন উদযাপন করতে এসেছিল আমার চেম্বারে। তার মা মাফিয়া আমাদের প্রিয় ট্রান্সপ্লান্ট যোদ্ধা, যিনি ২০১৭ সালে কিডনি প্রতিস্থাপন করেছিলেন। আল্লাহর অশেষ কৃপায় ও আমাদের তত্ত্বাবধানে ঠিক এক বছর আগে, এই বিশেষ দিনে, ফৌজিয়া জন্ম নিয়ে মাফিয়া দম্পতির জীবনে আলো ছড়িয়েছিল।
আমি ছোট্ট ফৌজিয়ার সুস্থ, সুন্দর ও দীর্ঘায়ু জীবন কামনা করি। একই সঙ্গে মাফিয়া ও তার স্বামীকে আন্তরিক ধন্যবাদ জানাই এমন চমৎকার একটি সারপ্রাইজ জন্মদিনের মুহূর্ত আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য।
আল্লাহুম্মা বারিক লাহু।
---
ডা. রেজওয়ানুর রহমান, এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), এমডি (নেফ্রোলজি), এফআরসিপি (এডিন)
অ্যাসোসিয়েট প্রফেসর ও প্রধান, নেফ্রোলজি বিভাগ
বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতাল