SWID Bangladesh

SWID Bangladesh Society for the Welfare of the Intellectually Disabled Bangladesh. Date of Establishment: 24.12.19

২৩ সেপ্টেম্বর ২০২৪ সোমবার বেলা ১০:৩০ টায় ৪ ইস্কাটন গার্ডেন, ঢাকায় সুইড রমনা শাখার উদ্যোগে পবিত্র ঈদ ই মিলাদুন্নবী (সাঃ) ...
23/09/2024

২৩ সেপ্টেম্বর ২০২৪ সোমবার বেলা ১০:৩০ টায় ৪ ইস্কাটন গার্ডেন, ঢাকায় সুইড রমনা শাখার উদ্যোগে পবিত্র ঈদ ই মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ নাত পরিবেশন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সুইড বাংলাদেশের মেন্টর জনাব জওয়াহেরুল ইসলাম মামুন ও মহাসচিব মোঃ মাহবুবুল মুনির আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সুইড রমনা শাখার নির্বাহী সচিব ও সুইড বাংলাদেশের সাংগঠনিক সচিব জনাব মাকসুদ আহমেদ সিকদার সকলকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা ভাষণ দেন। পবিত্র কোরআন তেলাওয়াত এবং মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন সুইড রত্নগর্ভা শহীদ জননী খুরশিদ আরা মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ সামিউল ইসলাম।

22/09/2024
17/09/2024

# #পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ ও নাতে রসুল (সাঃ) পরিবেশন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত # #
১৭ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার সকাল ১০:৩০ টায় সুইড রত্নগর্ভা শহীদ জননী খুরশিদ আরা মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ ) উপলক্ষে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ ও নাতে রসুল (সাঃ) পরিবেশন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সুইড বাংলাদেশের মেন্টর জওয়াহেরুল ইসলাম মামুন, সুইড বাংলাদেশ জাতীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি প্রিন্সিপ্যাল মুহাম্মদ শাহ আলম, মহাসচিব মোঃ মাহবুবুল মুনির, সাংস্কৃতিক সচিব রাশিদা জেসমিন রোজী ও সুইড বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
সুইড ভকেশনাল ট্রেনিং স্কুল, সুইড ল্যাবরেটরী মডেল স্কুল, সুইড রমনা শাখা, সুইড উইলস লিটল ফ্লাওয়ার শাখা ও সুইড মোহাম্মদপুর শাখার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ ও নাত পরিবেশন করেন।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন সুইড গেন্ডারিয়া শাখার প্রধান শিক্ষক ও সুইড মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক। তাকে সহযোগিতা করেন সুইড মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ সামিউল ইসলাম ও সুইড উইলস লিটল ফ্লাওয়ার শাখার প্রধান শিক্ষক ও সুইড মসজিদের মোয়াজ্জিন মাওলানা মোঃ ইয়াকুব আলী।

 # #সুইড বাংলাদেশ সেতাবগঞ্জ শাখার শিক্ষার্থী আশিক আলীকে মাননীয় প্রধানমন্ত্রী ১ লক্ষ টাকা উপহার প্রদান করেছেন # #সুইড বাং...
09/07/2024

# #সুইড বাংলাদেশ সেতাবগঞ্জ শাখার শিক্ষার্থী আশিক আলীকে মাননীয় প্রধানমন্ত্রী ১ লক্ষ টাকা উপহার প্রদান করেছেন # #
সুইড বাংলাদেশ সেতাবগঞ্জ শাখা পরিচালিত সেতাবগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিসটিক বিদ্যালয়ের শিক্ষার্থী আশিক আলীর ( পিতা: মোঃ সহিদুল ইসলাম, মাতা: মোছাঃ তছকিনা বেগম ) আঁকা চিত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার ‘বাংলা নববর্ষ ১৪৩১' শুভেচ্ছা কার্ডে ব্যবহার করেছেন এবং তাকে ১ লক্ষ টাকা উপহার প্রদান করেছেন। ৯ জুলাই ২০২৪ মঙ্গলবার বিকাল ৩:০০ টায় সুইড বাংলাদেশের মহাসচিব জনাব মো. মাহবুবুল মুনির উক্ত চেক বিকাশ চন্দ্র রায়ের হাতে তুলে দেন। এসময় সুইড বাংলাদেশের মেন্টর জনাব জওয়াহেরুল ইসলাম মামুন, অর্থ সচিব জনাব যোবায়েদুর রহমান মিলন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহপরি বেগম, সেতাবগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলুফার ইয়াসমীন ও আশিক আলীর পিতামাতা উপস্থিত ছিলেন । সুইড বাংলাদেশের পক্ষ থেকে আশিক আলীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ও তার সর্বাঙ্গীণ সুন্দর জীবন কামনা করছি। - বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ ভুইয়া, সভাপতি এবং মো. মাহবুবুল মুনির, মহাসচিব, সুইড বাংলাদেশ।

 #  and Opportunities for the Children with Down Syndrome in Bangladesh শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত # # ৮ জুলাই ২০২৪ সো...
08/07/2024

# and Opportunities for the Children with Down Syndrome in Bangladesh শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত # #
৮ জুলাই ২০২৪ সোমবার সকাল ১০:৩০টায় ঢাকার গুলশান-২ এ অবস্থিত সিক্স সিজনস হোটেলে CDD (Center for Disability in Development) ও Liliane Fonds, Netherlands এর যৌথ উদ্যোগে Challenges and Opportunities for the Children with Down Syndrome in Bangladesh শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস (ULAB) এর সহযোগী অধ্যাপক ড. আহমেদ আবিদ। স্বাগত ভাষণ প্রদানের মাধ্যমে সভার আনুষ্ঠানিক সূচনা করেন সিডিডির চেয়ারম্যান ও সুইড বাংলাদেশের মেন্টর জনাব জওয়াহেরুল ইসলাম মামুন। প্রধান অতিথির ভাষণ দেন নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ সরকারের যুগ্ম-সচিব জনাব মোঃ শাহ আলম। চাইল্ড এমপাওয়ারমেন্ট প্রোগ্রাম সম্পর্কে বক্তব্য রাখেন সিডিডির কর্মকর্তা এস. এম. আলী হাসনাইন ফাতমি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন Triangulum এর পরিচালক তনুভা হোসেন। আলোচনা করেন সুইড বাংলাদেশের মহাসচিব জনাব মাহবুবুল মুনির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ডিসঅর্ডার বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অধ্যাপক ড. হাকিম আরিফ, সিডিডির পরিচালক জনাব নাজমুল বারী, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ড. সরদার এ. নাঈম, ডাউন সিনড্রোম প্রতিবন্ধী এস. রাফান রাজ্জাক, দীপ শিখার নির্বাহী পরিচালক জগদিশ চন্দ্র রায়, ডাউন সিনড্রোম বাংলাদেশের চেয়ারম্যান সরদার এ. রাজ্জাক, সিবিএম গ্লোবাল বাংলাদেশের কান্ট্রি ডাইরেক্টর মোহাম্মদ জাহিদুর রহমান, হিউমেনিটি এন্ড ইনক্লুশন এর জনাব মোহাম্মদ মুসলিম, ডাউন সিনড্রোম সন্তানের পিতা মোঃ আরিফ মাহমুদ, ডাউন সিনড্রোম সন্তানের মাতা শাহনাজ পারভীন চৌধুরী (লুনা রাজ্জাক), সেভ দ্যা চিলড্রেন ইন বাংলাদেশ এর বিজন চৌধুরী, বাঁচতে শেখা সংগঠনের হিমেল সঞ্জীব কিশু, সাইড সেভার্স ইন্টারন্যাশনাল এর এডভোকেসী ও কমিউনিকেশন কোঅর্ডিনেটর খন্দকার সোহেল রানা, Liliane Fonds এর Oragnizational Development advisor Alodia Santos, Liliane Fonds এর Advisor, Rehabilitation and CRB Angelique Kester| অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিলেন ঢাকা ট্রিবিউন।

সুইড বাংলাদেশের সহযোগিতায় ও নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের উদ্যোগে ২৬ জুন ২০২৪ বুধবার সকাল ১০:০০ টায় স...
26/06/2024

সুইড বাংলাদেশের সহযোগিতায় ও নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের উদ্যোগে ২৬ জুন ২০২৪ বুধবার সকাল ১০:০০ টায় সুইড আলমগীর এম.এ কবির মিলনায়তন, ৪/এ ইস্কাটন গার্ডেন, ঢাকায় এনডিডি বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্টদের সমন্বয় এনডিডি শিক্ষা বিষয়ক ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: শাহ আলম, সুইড বাংলাদেশের মহাসচিব ও কেয়ারারস এ্যালায়েন্স বাংলাদেশের সভাপতি জনাব মো: মাহবুবুল মুনির, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পরিচালক (প্রতিষ্ঠান ও প্রতিবন্ধকতা) জনাব বিজয় কৃষ্ণ দেবনাথ (অতিরিক্ত সচিব) এবং প্রয়াস বিশেষ শিক্ষা স্কুলের প্রিন্সিপ্যাল আফরোজা হোসেন। সুইড বাংলাদেশের বিভিন্ন শাখার ৫০ জন সহ মোট ২০০ জন শিক্ষক উক্ত কর্মশালায় যোগদান করেন।

Address

4, 4/A Eskaton Garden
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when SWID Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share