08/07/2024
# and Opportunities for the Children with Down Syndrome in Bangladesh শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত # #
৮ জুলাই ২০২৪ সোমবার সকাল ১০:৩০টায় ঢাকার গুলশান-২ এ অবস্থিত সিক্স সিজনস হোটেলে CDD (Center for Disability in Development) ও Liliane Fonds, Netherlands এর যৌথ উদ্যোগে Challenges and Opportunities for the Children with Down Syndrome in Bangladesh শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস (ULAB) এর সহযোগী অধ্যাপক ড. আহমেদ আবিদ। স্বাগত ভাষণ প্রদানের মাধ্যমে সভার আনুষ্ঠানিক সূচনা করেন সিডিডির চেয়ারম্যান ও সুইড বাংলাদেশের মেন্টর জনাব জওয়াহেরুল ইসলাম মামুন। প্রধান অতিথির ভাষণ দেন নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ সরকারের যুগ্ম-সচিব জনাব মোঃ শাহ আলম। চাইল্ড এমপাওয়ারমেন্ট প্রোগ্রাম সম্পর্কে বক্তব্য রাখেন সিডিডির কর্মকর্তা এস. এম. আলী হাসনাইন ফাতমি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন Triangulum এর পরিচালক তনুভা হোসেন। আলোচনা করেন সুইড বাংলাদেশের মহাসচিব জনাব মাহবুবুল মুনির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ডিসঅর্ডার বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অধ্যাপক ড. হাকিম আরিফ, সিডিডির পরিচালক জনাব নাজমুল বারী, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ড. সরদার এ. নাঈম, ডাউন সিনড্রোম প্রতিবন্ধী এস. রাফান রাজ্জাক, দীপ শিখার নির্বাহী পরিচালক জগদিশ চন্দ্র রায়, ডাউন সিনড্রোম বাংলাদেশের চেয়ারম্যান সরদার এ. রাজ্জাক, সিবিএম গ্লোবাল বাংলাদেশের কান্ট্রি ডাইরেক্টর মোহাম্মদ জাহিদুর রহমান, হিউমেনিটি এন্ড ইনক্লুশন এর জনাব মোহাম্মদ মুসলিম, ডাউন সিনড্রোম সন্তানের পিতা মোঃ আরিফ মাহমুদ, ডাউন সিনড্রোম সন্তানের মাতা শাহনাজ পারভীন চৌধুরী (লুনা রাজ্জাক), সেভ দ্যা চিলড্রেন ইন বাংলাদেশ এর বিজন চৌধুরী, বাঁচতে শেখা সংগঠনের হিমেল সঞ্জীব কিশু, সাইড সেভার্স ইন্টারন্যাশনাল এর এডভোকেসী ও কমিউনিকেশন কোঅর্ডিনেটর খন্দকার সোহেল রানা, Liliane Fonds এর Oragnizational Development advisor Alodia Santos, Liliane Fonds এর Advisor, Rehabilitation and CRB Angelique Kester| অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিলেন ঢাকা ট্রিবিউন।