28/09/2025
আপনি কি জানেন?
প্রাকৃতিক ভাবে রক্তনালী পরিষ্কার করে হার্ট ব্লক প্রতিরোধ করা যায়?
বেশ কিছুদিন পূর্বে সামাজিক গণমাধ্যমগুলোতে সাড়া জাগানো একটি হারবাল রেমিডি সম্পন্ন প্রাকৃতিক ফর্মুলা প্রকাশ পায়। ফর্মুলাটির সবগুলো উপাদানই (রসুন,আদা,লেবু,আপেল সাইডার ভিনেগার,মধু) অসাধারণ ঔষধিগুন সমৃদ্ধ এক যুগ ধরে এগুলোর ওষধি কার্যকারিতা বিশ্বজুড়ে স্বীকৃত। গবেষণাটি প্রথম প্রকাশিত হয় আন্তর্জাতিক জার্নাল (ন্যাচারাল মেডিসিন জার্নাল)। BBC (I am doctor series 5) এই আপেল সাইডার ভিনেগার ওপর একটি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশ করেন। এরপর ভারত,পাকিস্তান,মালয়েশিয়া, আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে এই রেমিডি ছড়িয়ে পড়ে। ২০১৬ সালে (University of Karachi,Pakistan) এর উপর গবেষণা করে।
২০২১ সালে আমেরিকার (National library of medicine) একটি গবেষণায় রিপোর্ট প্রকাশ করে। ২০১৮ সালে মালয়েশিয়ার (Researchgate) এর একটি গবেষণার রিপোর্ট প্রকাশ করে। ২০২১ সালে মালয়েশিয়ায় (Isra medical journal) আরেকটা গবেষণায় রিপোর্ট প্রকাশ করে। বিশ্বের আরো অনেক স্বাস্থ্য বিষয়ক জার্নালে এই রেমিডির রেসিপি পাওয়া যায়।
এছাড়া বাংলাদেশের প্রথম শ্রেণীর অনেক পত্রিকায় স্বাস্থ্য বিষয়ক কলামে ও সরকারি ওয়েবসাইট (শিক্ষক বাতায়ন) এর উপর অনেক অভিজ্ঞজন কলাম লিখেছেন।
এর সূত্র ধরে আমরা রক্তনালী পরিষ্কার ও HDL কোলেস্টেরল বাড়াতে এবং হার্ট ব্লক থেকে সুরক্ষার জন্য আমাদের এই প্রচারণা। এই রেমিডি যারা ব্যস্ত সময় পার করেন এবং অতিরিক্ত ওজন ও কোলেস্টেরল সমস্যায় আছেন তাদের জন্য আমাদের (Immune Boosting Tonic Remedy)।
বি দ্র: এটি ঔষধ নয় খাদ্য সম্পূরক।
বিস্তারিত জানতে ভিজিট করুন
modernhealthyfood.com