Modern Healthy Food

Modern Healthy Food If you want to live a healthy life, you need healthy food.

বর্তমান সময়ে বয়স ৩০ এর কোটা পার হয়নি এমন মৃত্যুর খবর এখন প্রায়ই শুনি। দুর্ঘটনায় মৃত্যু নয়, ফুসফুস বা হার্টের সমস্যা, কি...
01/10/2025

বর্তমান সময়ে বয়স ৩০ এর কোটা পার হয়নি এমন মৃত্যুর খবর এখন প্রায়ই শুনি। দুর্ঘটনায় মৃত্যু নয়, ফুসফুস বা হার্টের সমস্যা, কিংবা স্ট্রোক।

আগেও কি এরকম শোনা যেত?
তরুণদের মধ্যে পিয়ার প্রেসার থেকে মানসিক চাপ বাড়ছে? তরুণদের মাঝে জনপ্রিয় খাবার হয়ে উঠছে ফ্রোজেন ফুড।

অলিতে গলিতে বেড়ে ওঠা অস্বাস্থ্যকর ফাস্টফুড খাবারের দোকান? অনিয়ন্ত্রিত জীবন যাপন এটা হতেও পারে। খাদ্য অভ্যাস পরিবর্তন করে সুস্বাস্থ্য গঠন করতে হবে।

29/09/2025
আপনি কি জানেন? প্রাকৃতিক ভাবে রক্তনালী পরিষ্কার করে হার্ট ব্লক প্রতিরোধ করা যায়?বেশ কিছুদিন পূর্বে সামাজিক গণমাধ্যমগুলো...
28/09/2025

আপনি কি জানেন?
প্রাকৃতিক ভাবে রক্তনালী পরিষ্কার করে হার্ট ব্লক প্রতিরোধ করা যায়?
বেশ কিছুদিন পূর্বে সামাজিক গণমাধ্যমগুলোতে সাড়া জাগানো একটি হারবাল রেমিডি সম্পন্ন প্রাকৃতিক ফর্মুলা প্রকাশ পায়। ফর্মুলাটির সবগুলো উপাদানই (রসুন,আদা,লেবু,আপেল সাইডার ভিনেগার,মধু) অসাধারণ ঔষধিগুন সমৃদ্ধ এক যুগ ধরে এগুলোর ওষধি কার্যকারিতা বিশ্বজুড়ে স্বীকৃত। গবেষণাটি প্রথম প্রকাশিত হয় আন্তর্জাতিক জার্নাল (ন্যাচারাল মেডিসিন জার্নাল)। BBC (I am doctor series 5) এই আপেল সাইডার ভিনেগার ওপর একটি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশ করেন। এরপর ভারত,পাকিস্তান,মালয়েশিয়া, আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে এই রেমিডি ছড়িয়ে পড়ে। ২০১৬ সালে (University of Karachi,Pakistan) এর উপর গবেষণা করে।
২০২১ সালে আমেরিকার (National library of medicine) একটি গবেষণায় রিপোর্ট প্রকাশ করে। ২০১৮ সালে মালয়েশিয়ার (Researchgate) এর একটি গবেষণার রিপোর্ট প্রকাশ করে। ২০২১ সালে মালয়েশিয়ায় (Isra medical journal) আরেকটা গবেষণায় রিপোর্ট প্রকাশ করে। বিশ্বের আরো অনেক স্বাস্থ্য বিষয়ক জার্নালে এই রেমিডির রেসিপি পাওয়া যায়।
এছাড়া বাংলাদেশের প্রথম শ্রেণীর অনেক পত্রিকায় স্বাস্থ্য বিষয়ক কলামে ও সরকারি ওয়েবসাইট (শিক্ষক বাতায়ন) এর উপর অনেক অভিজ্ঞজন কলাম লিখেছেন।
এর সূত্র ধরে আমরা রক্তনালী পরিষ্কার ও HDL কোলেস্টেরল বাড়াতে এবং হার্ট ব্লক থেকে সুরক্ষার জন্য আমাদের এই প্রচারণা। এই‌ রেমিডি যারা ব্যস্ত সময় পার করেন এবং অতিরিক্ত ওজন ও কোলেস্টেরল সমস্যায় আছেন তাদের জন্য আমাদের (Immune Boosting Tonic Remedy)।

বি দ্র: এটি ঔষধ নয় খাদ্য সম্পূরক।

বিস্তারিত জানতে ভিজিট করুন
modernhealthyfood.com



27/09/2025

লাইভ চলাকালীন সময়ে হার্ট অ্যাটাকে সাংবাদিকের মৃত্যু:- ডাকসু নির্বাচনের সরাসরি খবর প্রচার করার সময় সাংবাদিক হার্ট অ্যাটাক করে মারা যান। মৃত্যু অবধারিত মানুষের মৃত্যু কখন হবে মানুষ জানে না। তবুও মৃত্যুর কিছু কারণ আছে। কিছু মৃত্যু হয় মানুষের শরীরে রোগ সৃষ্টি হয়ে আস্তে আস্তে মানুষের শরীরকে নিস্তেজ করে দেয় এবং মৃত্যুর কোলে ঢলে পড়ে। হঠাৎ মৃত্যু মানে হার্ট অ্যাটাক এই মৃত্যুর কিছু লক্ষণ দেখা দেয়। মানুষ কখনো বুঝতে পেরেও এড়িয়ে যায়। এই এড়িয়ে যাওয়ার প্রবণতা আমাদের মধ্যে কমবেশি সবাইর আছে। মৃত্যু আমরা ঠেকাতে পারিনা। কিন্তু মৃত্যুর কারণগুলো থেকে আমরা সচেতন হতে পারি। আল্লাহ সর্ব রোগের শেফা দান করেছেন তার সৃষ্টির মধ্যে। পাঁচটি ওষুধি গুণ সমৃদ্ধ খাবার ও মসলা থেকে আমরা তৈরি করেছি:- Immune boosting tonic remedy যাহা সেবনে রক্তনালী পরিষ্কার করে হার্ট ব্লক থেকে সুরক্ষা রাখে।

26/09/2025

রেসিপিতে অন্তর্ভুক্ত প্রতিটি উদ্ভিদ তার নিজস্ব উপায়ে অনন্য এবং মূল্যবান। আদা,রসুন,মধু এবং লেবুর রাসায়নিক গঠন বিভিন্ন দিক থেকে ভিন্ন কিন্তু উপাদানগুলির ক্রিয়া একমুখী বা পারস্পরিক। রসুনের একটি অনন্য উপাদান হলো অ্যালিসিন একটি প্রাকৃতিক এন্টিবায়োটিক যা কোষে প্রবেশ করতে পারে। আদাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সক্রিয় উপাদান হলো Gingerol। এটি চর্বি বিপাককে প্রভাবিত করে, রক্ত পরিষ্কার করে। এছাড়াও রক্তনালীগুলো প্রসারিত করে এবং ব্যথা উপশম করতে সক্ষম। আঁদাতে থাকে ম্যাগনেসিয়াম,সোডিয়াম,পটাশিয়াম এর উচ্চ উপাদান । লেবু খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়। রক্তকে পাতলা করে এবং রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। চর্বি বিপাকে নিয়ন্ত্রণ করে‌। রক্তনালী গুলির ভঙ্গুরতা‌ কমায়। রক্ত প্রবাহ কে পরিষ্কার এবং প্রসারিত করতে সক্ষম হয়।
লেবু থাকা এন্টিঅক্সিডেন্ট উপাদান রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়াও লেবু ও রসুন রক্ত সঞ্চালন করে। যার ফলে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে লেবুর রসের মিশ্রণ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।

24/09/2025
24/09/2025
24/09/2025

Modern Herbal Hair Oil 🌿
✨ আপনার চুলের প্রাকৃতিক সুরক্ষা ✨

💆‍♀️ নিয়মিত ব্যবহারে—
✔️ চুল পড়া কমায়
✔️ নতুন চুল গজাতে সহায়তা করে
✔️ খুশকি দূর করে
✔️ চুল রাখে মজবুত, ঘন ও উজ্জ্বল

🌸 100% প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি
❌ কোনো ক্ষতিকর কেমিক্যাল নেই

👉 সুন্দর, লম্বা ও ঝলমলে চুলের জন্য আজই শুরু করুন Modern Herbal Hair Oil!

Modern Herbal Hair Oil 🌿
✨ আপনার চুলের প্রাকৃতিক সুরক্ষা ✨

💆‍♀️ নিয়মিত ব্যবহারে—
✔️ চুল পড়া কমায়
✔️ নতুন চুল গজাতে সহায়তা করে
✔️ খুশকি দূর করে
✔️ চুল রাখে মজবুত, ঘন ও উজ্জ্বল

🌸 100% প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি
❌ কোনো ক্ষতিকর কেমিক্যাল নেই

👉 সুন্দর, লম্বা ও ঝলমলে চুলের জন্য আজই ব্যবহার শুরু করুন Modern Herbal Hair Oil!

22/09/2025

21/09/2025

সতেজ ত্বক, প্রাকৃতিক সৌন্দর্যের ছোঁয়া – Modern Herbal Turmeric & Orange Soap ✨

কমলা ও হলুদের প্রাকৃতিক গুণে ত্বক হোক উজ্জ্বল ও স্বাস্থ্যকর 🍊💛
, প্রকৃতির ছোঁয়ায় ত্বকের যত্ন 🌿

ত্বক উজ্জ্বল, সতেজ আর মসৃণ রাখতে প্রতিদিন ব্যবহার করুন Modern Herbal-এর আস্থা

Inbox for order guys 😁
゚viralシfypシ゚viralシalシ

19/09/2025

Address

House No. 1, Road No. 1, Block-A, Nobodoy Housing Society, Mohammadpur
Dhaka
1207

Telephone

+8801553931049

Website

https://modernhealthyfood.com/products/spirulina-powder/

Alerts

Be the first to know and let us send you an email when Modern Healthy Food posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Modern Healthy Food:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram