
01/07/2025
🍂"সিজার করে মা হওয়া তো সহজ।"
✏️এ আর এমন কি?মা হওয়ার কি ব্যাথা তা তো শুধু নরমাল ডেলিভারি হওয়া মা'রা জানে।তোমরা তো মা হওয়ার আসল ব্যাথাই বুঝোনা।🙃
কি! কথা গুলো খুব পরিচিত মনে হচ্ছে তাই না!🙂
হ্যা আমাদের সমাজের কিছু মানুষ এর কমন বক্তব্য।তারা ভাবে সিজার তো টাকা দিয়ে করা সহজ মাতৃত্ব ব্যবস্থা।
সবাই বলে সিজার সহজ,ব্যাথা হয়না,অবশ করেই তো কা'টা হয় পেট, এ আর এমন কি?
কিন্তু এটা একটা মেয়েকে কেউ বলেনা,স্পাইনাল ইঞ্জেকশন এর সেই অবশ করার পরে অসার দেহের সেই অস্বস্তির কথা,কেউ বলেনা এই ছোট্ট একটা ইঞ্জেকশন এর জন্য সারাজীবন ভুগতে হবে কোমড় ব্যা'থায়।অবশ ছেড়ে যাওয়ার পরে শুরু হয় অসহ্য ব্যাথা।পেটের ৭ টা পর্দা কাটার সে কি য'ন্ত্রনা।💔
কেউ বলে না সিজারের পরে ১ ফোটা পানির জন্য মায়ের সে কি আর্তনাদ।১ ফোটা পানির জন্য কতোই না কাকুতি মিনতি।বুক ফেটে যায়,গলা শুকিয়ে যায় কিন্তু টানা ১৫-১৬ ঘন্টা পানির জন্য ছটফটানি,তবুও মেলে না ১ ফোটা পানি।💔
কেউ বলেনা,কষ্টের ধন নিজের সন্তানকে প্রান ভরে কোলে নেয়া যায়না ব্যাথার তীব্রতায়।সোজা হয়ে দাড়ানো যায়না,তবুও পেটের বিশাল কা'টা জায়গায় যন্ত্রণা নিয়ে দাড়াতে হয়,বিছানা থেকে উঠে বসার জন্য লাগে অন্যের সাহায্য।পরিনত হতে হয় এক জড় বস্তুতে।এই অসহ্য ব্যাথার য'ন্ত্রনার ৬ ঘন্টার মধ্যেই উঠে দাড়াতে হয় মাকে নিতে হয় সদ্য জন্মানো ছোট্ট প্রানের সকল দ্বায়িত্ব।বুকের দুধ তৈরি হওয়ার কারণে জরায়ুতে শুরু হয় তীব্র ব্যথার মতো সংকোচন, যা হয় অক্সিটোসিন হরমোনের কারণে।
হ্যা তোমরা ঠিকি বলেছো সিজার করে মা হওয়া সহজ।💔
খুব সাহসী না হলে একজন নারী পারেনা নিজের শরীরের এতো বড় ক্ষত তৈরি করে একটা বাচ্চা জন্ম দিতে।একজন সিজারিয়ান মা একজন যোদ্ধা।❤️