Be Fab With Afroja

Be Fab With Afroja 🎀Afroja Yesmin. Nutritionist Consultant.

MNFS(Nutrition & Food Science From UniSA)
Join us for get Customised Diet Plan and Weightloss Mentorship & guidelines.🧡
Health fitness and wellness.❤️

খুব বিষন্নতায় ভুগছিলাম।🥹তাই কমেডি শো দেখতে বসছি।এখন একটু ভালো লাগছে।🙃
01/12/2025

খুব বিষন্নতায় ভুগছিলাম।🥹

তাই কমেডি শো দেখতে বসছি।এখন একটু ভালো লাগছে।🙃

নভেম্বর ডিসেম্বরে যে হারে বিয়ে হয়,তাতে মনে হয় পাত্র পাত্রী'তে ৫০% ডিস্কাউন্ট চলছে।🤣
01/12/2025

নভেম্বর ডিসেম্বরে যে হারে বিয়ে হয়,তাতে মনে হয় পাত্র পাত্রী'তে ৫০% ডিস্কাউন্ট চলছে।🤣

01/12/2025

অভিশাপ কি সবসময় মুখে দিতে হয়?🙃
আল্লহ বান্দার হৃদয়ের ছোট্ট একটা মোচড় এরও হিসেব রাখেন।🙂

🌷💚🌷যারা ডিসেম্বর ওয়েট লস চ্যালেঞ্জ এ রেজিষ্ট্রেশন মিস করেছেন তারা আজকে রাত ৮ টার মধ্যে ফি জমা দিয়ে জয়েন করতে পারবেন।🥰🪺৩৫...
01/12/2025

🌷💚🌷যারা ডিসেম্বর ওয়েট লস চ্যালেঞ্জ এ রেজিষ্ট্রেশন মিস করেছেন তারা আজকে রাত ৮ টার মধ্যে ফি জমা দিয়ে জয়েন করতে পারবেন।🥰

🪺৩৫ দিনের ওয়েট লস কোর্স ফি ৬৫০ টাকা।

𝑰𝒕'𝒔 𝒎𝒖𝒄𝒉 𝒎𝒐𝒓𝒆 𝒃𝒆𝒂𝒖𝒕𝒊𝒇𝒖𝒍 𝒕𝒉𝒂𝒏 𝑰 𝒕𝒉𝒐𝒖𝒈𝒉𝒕. 𝑻𝒉𝒂𝒏𝒌 𝒚𝒐𝒖 𝒔𝒐 𝒎𝒖𝒄𝒉 𝒇𝒐𝒓 𝒈𝒊𝒇𝒕𝒊𝒏𝒈 𝒎𝒆 𝒂 𝒄𝒖𝒕𝒆 𝒌𝒆𝒚 𝒓𝒊𝒏𝒈.❤️Bag and AirPod covers fromCr...
01/12/2025

𝑰𝒕'𝒔 𝒎𝒖𝒄𝒉 𝒎𝒐𝒓𝒆 𝒃𝒆𝒂𝒖𝒕𝒊𝒇𝒖𝒍 𝒕𝒉𝒂𝒏 𝑰 𝒕𝒉𝒐𝒖𝒈𝒉𝒕. 𝑻𝒉𝒂𝒏𝒌 𝒚𝒐𝒖 𝒔𝒐 𝒎𝒖𝒄𝒉 𝒇𝒐𝒓 𝒈𝒊𝒇𝒕𝒊𝒏𝒈 𝒎𝒆 𝒂 𝒄𝒖𝒕𝒆 𝒌𝒆𝒚 𝒓𝒊𝒏𝒈.❤️

Bag and AirPod covers from
Craft with Crochet.❤️

🌷🪺 "𝙉𝙚𝙬 𝙔𝙚𝙖𝙧 𝙁𝙚𝙨𝙩𝙞𝙫𝙖𝙡 2026 𝘿𝙞𝙨𝙘𝙤𝙪𝙣𝙩 𝙊𝙣 𝙑𝙄𝙋 & 𝙋𝙚𝙧𝙨𝙤𝙣𝙖𝙡 𝘾𝙤𝙪𝙧𝙨𝙚"🥰আজ ১লা ডিসেম্বর।আজ ডিসেম্বর ওয়েট লস চ্যালেঞ্জ-৩৫ দিন এর প্...
01/12/2025

🌷🪺 "𝙉𝙚𝙬 𝙔𝙚𝙖𝙧 𝙁𝙚𝙨𝙩𝙞𝙫𝙖𝙡 2026 𝘿𝙞𝙨𝙘𝙤𝙪𝙣𝙩 𝙊𝙣 𝙑𝙄𝙋 & 𝙋𝙚𝙧𝙨𝙤𝙣𝙖𝙡 𝘾𝙤𝙪𝙧𝙨𝙚"🥰

আজ ১লা ডিসেম্বর।
আজ ডিসেম্বর ওয়েট লস চ্যালেঞ্জ-৩৫ দিন এর প্রথম দিন।

প্রতিবারের মত এবারো চলছে আমাদের উইন্টার ওয়েট লস চ্যালেঞ্জ।💗💗💗

💛বিস্তারিত জানতে ইনবক্স করুন আমাদের পেইজে।

সবাইকে শুভ শীতকাল।❄️🌷❄️🌷❄️আজ ১লা ডিসেম্বর।আজ ডিসেম্বর ওয়েট লস চ্যালেঞ্জ-৩৫ দিন এর প্রথম দিন।প্রতিবারের মত এবারো চলছে আমা...
01/12/2025

সবাইকে শুভ শীতকাল।❄️🌷❄️🌷❄️
আজ ১লা ডিসেম্বর।
আজ ডিসেম্বর ওয়েট লস চ্যালেঞ্জ-৩৫ দিন এর প্রথম দিন।

প্রতিবারের মত এবারো চলছে আমাদের উইন্টার ওয়েট লস চ্যালেঞ্জ।💗💗💗

সাথে থাকছে "𝙉𝙚𝙬 𝙔𝙚𝙖𝙧 𝙁𝙚𝙨𝙩𝙞𝙫𝙖𝙡 2026 𝘿𝙞𝙨𝙘𝙤𝙪𝙣𝙩 𝙊𝙣 𝙑𝙄𝙋 & 𝙋𝙚𝙧𝙨𝙤𝙣𝙖𝙡 𝘾𝙤𝙪𝙧𝙨𝙚"🥰

💛বিস্তারিত জানতে ইনবক্স করুন আমাদের পেইজে।

🔥আর মাত্র ১ ঘন্টা বাকি।🌷ডিসেম্বর ওয়েট লস চ্যালেঞ্জ ৩৫ দিনের ওয়েট লস কোর্স ফি মাত্র ৬৫০ টাকা।🌀রেজিষ্ট্রেশন এর শেষ সময় আজ ...
30/11/2025

🔥আর মাত্র ১ ঘন্টা বাকি।
🌷ডিসেম্বর ওয়েট লস চ্যালেঞ্জ ৩৫ দিনের ওয়েট লস কোর্স ফি মাত্র ৬৫০ টাকা।
🌀রেজিষ্ট্রেশন এর শেষ সময় আজ রাত ১২ টা।

❌আর মাত্র ৪ ঘন্টা বাকি।❌🪺ডিসেম্বর ওয়েট লস চ্যালেঞ্জে রেজিস্ট্রেশন শেষ হতে আর মাত্র ৪ ঘন্টা বাকি।🪺🌹৩৫ দিনের চ্যালেঞ্জ ফি ...
30/11/2025

❌আর মাত্র ৪ ঘন্টা বাকি।❌
🪺ডিসেম্বর ওয়েট লস চ্যালেঞ্জে রেজিস্ট্রেশন শেষ হতে আর মাত্র ৪ ঘন্টা বাকি।🪺
🌹৩৫ দিনের চ্যালেঞ্জ ফি মাত্র ৬৫০ টাকা।🥰
🔥জয়েন করতে এবং বিস্তারিত জানতে ইনবক্স করুন আমাদের পেইজে।
🪷ও'জন কমিয়ে নিজেকে করুন আরো বেশি আত্মবিশ্বাসী।

🪺ডিসেম্বর ওয়েট লস চ্যালেঞ্জে রেজিস্ট্রেশন শেষ হতে আর মাত্র ৯ ঘন্টা বাকি।🪺🌹৩৫ দিনের চ্যালেঞ্জ ফি মাত্র ৬৫০ টাকা।🥰🔥জয়েন কর...
30/11/2025

🪺ডিসেম্বর ওয়েট লস চ্যালেঞ্জে রেজিস্ট্রেশন শেষ হতে আর মাত্র ৯ ঘন্টা বাকি।🪺
🌹৩৫ দিনের চ্যালেঞ্জ ফি মাত্র ৬৫০ টাকা।🥰
🔥জয়েন করতে এবং বিস্তারিত জানতে ইনবক্স করুন আমাদের পেইজে।
🪷ও'জন কমিয়ে নিজেকে করুন আরো বেশি আত্মবিশ্বাসী।

আব্বু আম্মুর মধ্যে ভীষণ ঝগড়া। প্রায় ২৪ ঘন্টা কথা বন্ধ। হঠাৎ দেখি আম্মু ফেসবুকে পোস্ট করছে, ‘আমি ভালো আছি, তুমি কেমন আছো?...
30/11/2025

আব্বু আম্মুর মধ্যে ভীষণ ঝগড়া। প্রায় ২৪ ঘন্টা কথা বন্ধ। হঠাৎ দেখি আম্মু ফেসবুকে পোস্ট করছে, ‘আমি ভালো আছি, তুমি কেমন আছো?’

আমি গিয়ে সেই পোস্টে কমেন্ট করছি, ‘আমি ভালো আছি আম্মু, তুমি কেমন আছো?’

আম্মু রিপ্লাই দিছে, ‘তোরে বলি নাই।’

ফোনটা রেখে আম্মুর রুমে গিয়ে বললাম, ‘পাব্লিকলি পোস্ট করছো আবার বলো তোরে বলি নাই।’

আম্মু বললো, ‘তুই চুপ থাক, যে বোঝার সে বুঝছে।’

বললাম, ‘যে বোঝার সে তো তোমার পোস্টে রিএক্ট করে নাই, কমেন্টও করে নাই।’

আম্মু কতক্ষণ কী যেন ভাবলো। কিছুক্ষণ পর দেখি আগের পোস্টটা ডিলিট করে নতুন আরেকটা পোস্ট করছে, ‘আমি কারো রিএক্টের ধার ধারি না।’

আব্বু গিয়ে সেখানে কমেন্ট করছে, ‘আমি ভালো আছি, তুমি কেমন আছো?’

আম্মু আমার ছোটবোনকে মেনশন দিয়ে রিপ্লাই দিছে, ‘বলে দে, এক পোস্টের কমেন্ট যেন আরেক পোস্টে না করে।’

আমার ছোট বোন আমাকে মেনশন দিয়ে রিপ্লাই দিছে, ‘দে আরও ফেসবুক আইডি খুলে দে।’ 😕

©copypost

💛আর মাত্র ১৩ ঘন্টা বাকি।💛🌷💚🌷💚🌷৬৫০ টা ফি ডিসেম্বর ওয়েট লস চ্যালেঞ্জ।৩৫ দিনের ওজন কমানোর কোর্স।🔥আজকে রাত ১২:০০ টা জয়েন করা...
30/11/2025

💛আর মাত্র ১৩ ঘন্টা বাকি।💛
🌷💚🌷💚🌷
৬৫০ টা ফি ডিসেম্বর ওয়েট লস চ্যালেঞ্জ।
৩৫ দিনের ওজন কমানোর কোর্স।
🔥আজকে রাত ১২:০০ টা জয়েন করার শেষ সময়।
💚🌷💚🌷💚

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Be Fab With Afroja posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category