Ahmad Organic Herbs

  • Home
  • Ahmad Organic Herbs

Ahmad Organic Herbs সবচেয়ে নিরাপদ,নির্ভেজাল ভেষজ/ঔষধি গাছপালার চূর্ণ সরবরাহ করা হবে (করব), ইনশাআল্লাহ।

17/01/2025

কেন পেয়ারা খাবেন! পেয়ারার খোসা ও পাতা কি কি উপকারে আসে? Apple vs Guava | পেয়ারা নাকি আপেল?

পেয়ারা এবং আপেল নিয়ে আমরা বেশ দ্বিধায় থাকি। ভিডিওতে আমি নিজের মতো করে পেয়ারার গুরুত্ব বুঝানোর চেষ্টা করেছি।

Dr. Sujan Ahmed

#পেয়ারা
#আপেল




17/06/2024

تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ
ঈদ মুবারাক!
সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা।

تقبل الله منا ومنكم عيد مبارك علينا وعليكم.ঈদ মোবারক...
21/04/2023

تقبل الله منا ومنكم عيد مبارك علينا وعليكم.

ঈদ মোবারক...

শীতের বিশেষ অফার!!!তুরস্কের এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ১ লিটার অথবা হাফ লিটার কিনলেই পাচ্ছেন মুলতানি মাটি ও কস্তুরী হলু...
24/11/2022

শীতের বিশেষ অফার!!!
তুরস্কের এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ১ লিটার অথবা হাফ লিটার কিনলেই পাচ্ছেন মুলতানি মাটি ও কস্তুরী হলুদ ফ্রী।

বিস্তারিত:
তুরস্কের এই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল সম্পর্কে আমাদের আর নতুন করে বলার কিছু নেই, মোটামুটি সবাই এই তেলটি সম্পর্কে যথেষ্ট অবগত আছেন। এটি খাওয়া যায় এবং গায়েও মাখা যাই।

★★★
আগামী ১০ দিন তুরস্ক থেকে আমদানিকৃত এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের প্রি অর্ডার নিচ্ছি। ১ লিটার এবং হাফ লিটার।
★১ লিটার এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এর সাথে পাচ্ছেন ১৫০ গ্রাম মুলতানি মাটি ও ৫০ গ্রাম কস্তুরী হলুদ একদম ফ্রি।
★হাফ লিটার এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এর সাথে পাচ্ছেন ৫০ গ্রাম মুলতানি মাটি ও ৫০ গ্রাম কস্তুরি হলুদ একদম ফ্রি।
যারা প্রি অর্ডার করবেন তাদের জন্য এই অফারটি প্রযোজ্য।

প্রি অর্ডারের জন্য ৩০০ টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে। 01763582438 (বিকাশ এবং নগদ পার্সোনাল)। টাকা পাঠানোর পর শেষের চারটি ডিজিট আমাদেরকে জানিয়ে আপনার অর্ডার কনফার্ম করবেন। নাম ঠিকানা বিস্তারিত জানাবেন।

অর্ডার করতে আমাদের পেইজে ইনবক্স করুন অথবা আমাদের মোবাইল নাম্বারে সরাসরি যোগাযোগ করুন।
01763-582438 চাইলে হোয়াটসঅ্যাপেও অর্ডার করতে পারেন।

বাংলাদেশের যে কোন জেলা থেকে সংগ্রহ করতে পারবেন, তবে সেক্ষেত্রে কুরিয়ার চার্জ ক্রেতা বহন করবে।

বিস্তারিত জানতে ইনবক্সে নক করুন।

আমাদের চেম্বারের ঠিকানা, কন্টাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার,যে যে বিষয়গুলো নিয়ে কাজ করি সেগুলোর ফেইসবুক পেইজ ও গ্র...
12/08/2022

আমাদের চেম্বারের ঠিকানা, কন্টাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার,যে যে বিষয়গুলো নিয়ে কাজ করি সেগুলোর ফেইসবুক পেইজ ও গ্রুপ গুলোর লিংক, ইউটিউব চ্যানেলের লিংক ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো এই একটি পোস্টে দিয়ে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ।

যদি কেউ আমাদের সম্পর্কে অথবা আমাদের কাজগুলো সম্পর্কে জানতে চান এবং আমাদের মাধ্যমে কোন সেবা নিতে চান তাহলে তাঁদের জন্য খুব সহজ হবে ইনশাআল্লাহ।
নোট: সবকিছুই যে এখানে প্রকাশ করছি তাকে কিন্তু নয়, যেগুলো বেশি প্রয়োজনে আসতে পারে সেগুলোকেই এখানে এড করা হয়েছে। আর হ্যা, অবশ্যই কিছু ব্যক্তিগত বিষয় এই পোষ্টের বাহিরে থাকবে।

খাস দোয়া, আন্তরিক ভালোবাসা ও সুপরামর্শ কাম্য।

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
আমাদের চেম্বারের নাম: 'আরোগ্যকানন'
▪️ফেইসবুক পেইজ লিংক -
https://www.facebook.com/aroggokanon/
▪️চেম্বারের সময়সূচী:
https://www.facebook.com/594125041095656/posts/1395891074252378/
▪️চেম্বারের ঠিকানা - https://www.facebook.com/100940978968697/posts/139655788430549/
▪️অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন +880 1763 582438
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
'হিজামা ও রুকইয়াহ শারইয়্যাহ' বিষয়ক ফেইসবুক পেইজ -
▪️যেখানে হিজামা ও রুকইয়াহ সম্পর্কে প্রচুর তথ্য দেওয়া আছে এবং ভবিষ্যতেও আরো নতুন নতুন অনেক তথ্য দেওয়া হবে ইনশাআল্লাহ। পেইজ লিংক -
https://www.facebook.com/AhmadHijamaCare/
▪️রুকইয়াহ ও হিজামা সম্পর্কে যে কোন বিষয় জানতে, জানাতে অথবা সহযোগিতা নিতে এই গ্রুপটি ফলো করতে পারেন এবং চাইলে পোস্টও করতে পারেন - গ্রুপ লিংকঃ https://www.facebook.com/groups/812926986078770/?ref=share_group_link
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
▪️অর্গানিক হার্বস তথা বিভিন্ন রকম ওষুধি গাছ-গাছড়ার চূর্ণ পাবেন আমাদের এই পেইজে - https://www.facebook.com/A.O.herbs/
▪️বিভিন্ন ভেষজ সম্পর্কে যে কোন বিষয় জানতে, জানাতে অথবা সহযোগিতা নিতে এই গ্রুপটি ফলো করতে পারেন এবং চাইলে পোস্টও করতে পারেন - গ্রুপ লিংকঃ
https://www.facebook.com/groups/290540015668968/?ref=share
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
▪️ডিভাইস কসমেটিক খৎনা সংক্রান্ত ফেইসবুক পেইজ - https://www.facebook.com/DeviceCosmeticCircumcisionCenterBrahmanbaria
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
▪️আমার ব্যক্তিগত ফেইসবুক পেইজের লিংক; চাইলে ফলো করতে পারেন- https://www.facebook.com/Dr.SujanAhmed

▪️আমার ফেইসবুক প্রোফাইল লিংক: https://www.facebook.com/sujan.joy.31

▪️ইন্সট্রাগ্রাম একাউন্টের লিংক -
https://www.instagram.com/sujanahmad_/

▪️ইউটিউব চ্যানেলের লিংক : https://youtube.com/channel/UCHA2AnOyYQaS5DWLb3gTKBg

▪️হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চাইলে এই লিংকে ক্লিক করুন - https://wa.me/message/CQ6U72WH2MB6I1
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

এই পোস্টের যে কোন তথ্যের পরিবর্তন পরিবর্ধন পরিমার্জন তথা এডিট হতে পারে। কষ্ট করে এতটুকু পড়ার জন্য অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহুখায়রান।

18/04/2022
28/07/2021

আলকুশি বীজ কুলায় ঝাড়া ও বাছাই চলছে।
আমাদের সবচেয়ে বেশি বিক্রিত একটি পণ্য আলকুশি বীজ। যা চূর্ণ/গুঁড়া করে আমরা সরবরাহ করে থাকি।কোন ভেষজ চূর্ণ করার ক্ষেত্রে আমাদের কয়েকটি ধাপ অতিক্রম করতে হয়, যেমন- চালা,ঝাড়া,বাছাই করা,ধোয়া,রোদে শুকানো ইত্যাদি। সবগুলো ধাপ-ই ম্যানুয়ালি অতিক্রম করে তারপর মেশিনে ভাঙ্গানো হয়।

আমাদের প্রোডাক্টের গুণগত মান আপনাদের চাহিদা পূরণ করতে পারছে বলেই বিশ্বাস করি, যার জন্য এতো ভালো ফিডব্যাক ও অর্ডার আসছে আলহামদুলিল্লাহ।

অনেকদিন যাবৎ আপনাদের বহু রিকুয়েষ্টের পরও আলকুশি বীজ আস্ত/গুঁড়া দিতে পারিনি, যার জন্য আন্তরিক ভাবে দুঃখিত। অরিজিনাল আলকুশি বীজ এতোদিন এভেইলেভল না থাকাতে দিতে পারি নি। যাদের প্রয়োজন এখন যোগাযোগ করলে দেওয়া যাবে ইনশাআল্লাহ।

আলকুশি বীজ সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন- https://www.facebook.com/111970593538287/posts/417815716287105/

Ahmad Organic Herbs
+88 01763 582438

নতুন চ্যাম্বারের কাজ চলছে, আশাকরি কিছুদিনের মধ্যেই ওপেন করতে পারব। লকডাউনের জন্য স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত...
23/07/2021

নতুন চ্যাম্বারের কাজ চলছে, আশাকরি কিছুদিনের মধ্যেই ওপেন করতে পারব। লকডাউনের জন্য স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
আর কিছু কাজ বাকি,লকডাউন শেষ হলে কয়েকদিন লাগবে মাত্র (ইনশাআল্লাহ)।

যেখানে সম্পূর্ণ অল্টারনেটিভ মেডিসিনের মাধ্যমে চিকিৎসা করা হবে, যেমন:
★হোমিওপ্যাথি
★ইউনানি,আয়ুর্বেদিক,হারবাল,অর্গানিক হার্বস/ভেষজ
★হিজামা ও অন্যান্য অল্টারনেটিভ ট্রিটমেন্ট'স বা রেজিমেন্টাল থেরাপি সমূহ।

বরাবরের মতোই সকলের ভালোবাসা ও দোয়া কাম্য।

নতুন চ্যাম্বারের লোকেশান: কান্দিপাড়া জামে মসজিদ মার্কেট, পাওয়ার হাউস রোড, কান্দি পাড়া, সদর ব্রাহ্মণবাড়িয়া।
যাতায়াত: দেশের যে কোন জায়গা থেকে ব্রাহ্মণবাড়িয়া সদরে আসবেন, তারপর কালিবাড়ি মোড় ➡️ কালিবাড়ি মোড় থেকে একটু পূর্ব দিকে হাঁটলেই চোখে পড়বে কান্দিপাড়া জামে মসজিদ, মসজিদ সংলগ্ন মার্কেটেই নতুন চ্যাম্বার। (ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে ১০ মিনিটের হাটার রাস্তা)

কোরবানির গোশত খাওয়ার পরবর্তী কিছু জটিলতা ও পরামর্শ:হয়তোবা অনেকেরই পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য, বদহজম,পেট ব্যাথা,পাতলা পায়খান...
22/07/2021

কোরবানির গোশত খাওয়ার পরবর্তী কিছু জটিলতা ও পরামর্শ:

হয়তোবা অনেকেরই পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য, বদহজম,পেট ব্যাথা,পাতলা পায়খানা,বুক জ্বালা পোড়া,
বিশেষ করে যাঁদের পাইলস - এনাল ফিশার আছে তাদের পায়খানার রাস্তা দিয়ে রক্ত যাওয়া বা ব্যাথা করার মতো বিভিন্ন উপসর্গ প্রকাশ পেয়েছে।

কোরবানির সময় আমরা অনিয়ন্ত্রিত ভাবে খাই। অতিরিক্ত তৈলাক্ত বা চর্বিযুক্ত খাবারের ফলে আমাদের অনেকেরই হজমে সমস্যা হয়। বেশি খাওয়ার ফলে পেট ফাঁপা, জ্বালাপোড়া করা, ব্যথা করা, বারবার পায়খানা ইত্যাদি সমস্যা হতে পারে। পর্যাপ্ত পানি পান না করার কারণে অনেকে কোষ্ঠকাঠিন্যে ভোগেন। যাঁদের এনাল ফিশার ও পাইলস-জাতীয় রোগ আছে, তাঁদের পায়ুপথে জ্বালাপোড়া, ব্যথা ইত্যাদি বাড়তে পারে, এমনকি পায়ুপথে রক্তক্ষরণও হতে পারে।

যাঁরা উচ্চরক্তচাপ, হৃদরোগ, ডায়বেটিসের মতো রোগে ভোগছেন তাদের অবশ্যই সতর্কতার সাথে গোশত খাওয়া উচিত। যাঁরা কিডনির সমস্যায় ভোগেন, যেমন ক্রনিক রেনাল ফেইলিউর, তাঁদের প্রোটিন-জাতীয় খাদ্য কম খেতে বলা হয়।
গরু, মহিষ, খাসির মাংসে থাকা উচ্চমাত্রার প্রোটিন ও ফ্যাট এসব রোগীদের স্বাস্থ্য ঝুঁকি আরও বেশি বাড়িয়ে দেয়। বুঝে শুনে একটু আকটু খেলে তেমন সমস্যা হওয়ার সম্ভাবনা নাই।কোরবানিতে আমরা একটু বেশিই খেয়ে থাকি তারপরও সতর্কতার সহিত রয়েসয়ে গোশত খেতে হবে।

যা যা করা প্রয়োজন:
পরিমিত গোশত খেতে হবে।
প্রচুর পরিমাণে পানি পান করতে হবে।
প্রচুর সবজি যেমন কাঁচা পেপে,শশা,মূলা ইত্যাদি বেশি খেতে হবে।
কিছুটা হাটাহাটি ও ব্যায়াম করা প্রয়োজন,এতে শরীরে জমে থাকা অতিরিক্ত ক্যালরি কমে যাবে।
পায়খানা কষা হলে প্রয়োজনে ইসবগুলের ভুসি খাওয়া যেতে পারে।
পায়খানা বেশি কঠিন হলে প্রয়োজনে সোনাপাতা খাওয়া যেতে পারে (এ ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মোতাবেক খাবেন)।
ফলের রস (বিশেষ করে বেলের শরবত), ও অন্যান্য তরল খাবার বেশি খাওয়া উচিত।
প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।

Dr. Sujan Ahmed
DHMS - BHMB (Dhaka)
DUMS (S) - THC (Dhaka)
Certified Hijama therapist
Certified Alisclamp Device Cosmetic Circumcision
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
প্রয়োজনে: ☎ 01763 582438

13/05/2021

তাক্বাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।

আলহামদুলিল্লাহ পুরো রমজান মাস ব্যাপী আমাদের সকল পণ্যে ১০% মূল্য ছাড় চলছিল যা আজ চাঁদ দেখা যাওয়ার মাধ্যমে সমাপ্ত হলো।
আমাদের অনেক ক্রেতাই ১০% ছাড় পেয়েছেন আলহামদুলিল্লাহ।

সকলের সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করছি...

Address

Power House Road

KANDIPARA,BRAHMANBARIA–3400,

Telephone

+8801763582438

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ahmad Organic Herbs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram