MRSA SHOP BD

MRSA SHOP BD Your money is precious – our products too. So, Believe us, Buy Products and be Happy.

দালাই লামার উক্তি, “যদি তুমি অন্যকে সুখী দেখতে চাও তাহলে সমমর্মী হও। নিজেকে সুখী দেখতে চাইলেও তুমি সমমর্মী হও”। মমতার পা...
09/06/2023

দালাই লামার উক্তি, “যদি তুমি অন্যকে সুখী দেখতে চাও তাহলে সমমর্মী হও। নিজেকে সুখী দেখতে চাইলেও তুমি সমমর্মী হও”। মমতার পাশাপাশি নিজেকে প্রশান্ত রাখা, রাগ ক্ষোভ থেকে মুক্ত রাখা, ক্ষমা করা, ছোট খাটো বিষয় থেকে আনন্দ খুঁজে নেয়া ইত্যাদিও জরুরি। অর্থাৎ নিজের মনটাকে নিজের নিয়ন্ত্রণে রাখা খুব দরকার।


Ramadan Mubarak
23/03/2023

Ramadan Mubarak

“রমজান হল ধৈর্যের মাস, আর ধৈর্যের বিনিময় হলো জান্নাত” MRSA SHOP BD এর পক্ষ থেকে সবাইকে অগ্রিম রমজানের শুভেচ্ছা ।       ...
20/03/2023

“রমজান হল ধৈর্যের মাস, আর ধৈর্যের বিনিময় হলো জান্নাত”
MRSA SHOP BD এর পক্ষ থেকে সবাইকে অগ্রিম রমজানের শুভেচ্ছা ।

   কাস্টমার প্রোডাক্ট পেয়ে যতটা খুশি হয়, আমরাও ঠিক ততটাই আনন্দিত হয় সুন্দরভাবে তাদের কাছে প্রোডাক্ট পৌঁছাতে পেরে। আল্...
11/03/2023




কাস্টমার প্রোডাক্ট পেয়ে যতটা খুশি হয়, আমরাও ঠিক
ততটাই আনন্দিত হয় সুন্দরভাবে তাদের কাছে প্রোডাক্ট পৌঁছাতে পেরে। আল্লাহর প্রতি অশেষ শুকরিয়া, আলহামদুলিল্লাহ।

ধন্যবাদ, আপু।
অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

MRSA SHOP BD
Believe| Buy| Happy 😊

  বেঁচে থাকুক ভাষা শহীদরা সকল বাঙ্গালীর মনে। সবাইকে একুশে ফেব্রুয়ারি শুভেচ্ছা।
21/02/2023



বেঁচে থাকুক ভাষা শহীদরা সকল বাঙ্গালীর মনে। সবাইকে একুশে ফেব্রুয়ারি শুভেচ্ছা।

🔴 COOL EYES 🔴দীর্ঘক্ষণ ধরে পড়াশুনা, টেলিভিশন, স্মার্টফোন বা কম্পিউটারের স্ক্রীন ক্রমাগত দেখার ফলে বা অতিরিক্ত চাপ এবং ক...
30/01/2023

🔴 COOL EYES 🔴

দীর্ঘক্ষণ ধরে পড়াশুনা, টেলিভিশন, স্মার্টফোন বা কম্পিউটারের স্ক্রীন ক্রমাগত দেখার ফলে বা অতিরিক্ত চাপ এবং কখনও কখনও দূষণ বা ধুলোর কারণে চোখে প্রচন্ড ব্যাথা হয়। মাঝে মাঝে চোখ থেকে ব্যাথা ধীরে ধীরে মাথায় ছড়িয়ে পরে এবং মাথা ব্যথা শুরু হয় ।অত্যধিক কম্পিউটার কাজ, কম ঘুম ইত্যাদির কারণেও ফোলা দেখা দিতে পারে । চোখ মানবদেহের সবচেয়ে সংবেদনশীল এবং দরকারী অঙ্গগুলির মধ্যে একটি এবং এর যত্ন নেওয়া প্রয়োজন। ফ্ল্যামিঙ্গো কুল আইজ হল বিপ্লবী পণ্যগুলির মধ্যে একটি যা চোখের আরামদায়ক স্বস্তি প্রদান করতে সাহায্য করে। যারা চোখের সমস্যায় ভোগেন তাদের জন্য এটি স্বস্তির নিঃশ্বাস নিয়ে আসে। এটি একটি নিখুঁত পণ্য যা চাপ এবং চোখের স্ট্রেস থেকে ত্রাণ প্রদান করে কোনো প্রকার ব্যাথার বাম বা মলম ব্যবহার ছাড়াই ।

💴 Cash on Delivery সমগ্র বাংলাদেশ।

📢📢 বিকাশ অথবা নগদ - এ প্রিপেইড পেমেন্ট করলে ৫% ছাড় ।

📞অর্ডার করতে আমাদের মেসেজ করুন অথবা What's App করুন: ০১৫৭১-২৩৩০৬৪
বিঃদ্রঃ আমরা পাইকারি দামে পণ্য দিয়ে থাকি।

🔴Biosol Shampoo 🔴🛑 যাদের চুল অনেক বেশি পড়ে অতিরিক্ত খুশকি কোন শ্যাম্পুতেই কাজ হয়না তাদের জন্য বেস্ট একটা শ্যাম্পু।খুশক...
29/01/2023

🔴Biosol Shampoo 🔴

🛑 যাদের চুল অনেক বেশি পড়ে অতিরিক্ত খুশকি কোন শ্যাম্পুতেই কাজ হয়না তাদের জন্য বেস্ট একটা শ্যাম্পু।খুশকি ও চুলপড়া ১০০% দূর করে।
🛑 প্রাকৃতিক উপাদান দিয়ে প্রস্তুত এই শ্যাম্পু চুলের গোড়া মজবুত করে,খুশকি ও চুল ঝড়ে পরা থেকে রক্ষা করে। যারা ক্ষতিকর কেমিকেল মুক্ত শ্যাম্পু ব্যবহার করতে পছন্দ করেন তাদের জন্য এই শ্যাম্পুটি খুবই ভালো হবে।
🛑 যাদের এলার্জি বা চুলকানি জনিত সমস্যার কারনে চুল পড়ে, মাথায় অতিরিক্ত চুলকানি তারা এই স্যাম্পু ব্যবহার করে দেখুন। ইনশাআল্লাহ উপকৃত হবেন।

উপকারিতাঃ
♦️চুলের খুশকী দূর করে।
♦️চুল পড়া বন্ধ করে।
♦️চুল সফট, সুন্দর করে।
♦️এর সাথে কোন কন্ডিশনারও ইউজ করা লাগেনা,কোন সাইড ইফেক্ট নেই।
♦️চুল নেচারালি সোজা করে।
♦️মাথা থেকে অতিরিক্ত তৈল দূর করে।
♦️সকল ধরনের ধুলো-বালি এবং ময়লা দূর করে।
♦️মাথার ত্বক পরিস্কার রাখে যার কারনে নতুন করে খুশকী আসতে পারেনা।
♦️চুলের উজ্জ্বলতা বাড়ায়।

🔴ব্যবহারবিধিঃ ব্যবহারবিধি : সপ্তাহে ২-৩ বার Active-B Shampoo ব্যবহার করতে হবে।প্রথমে আপনি আপনার চুল ভিজিয়ে পরিমান মতো শ্যাম্পু মাথায় দিয়ে হালকা ১ মিনিট ম্যাসেজ করে ৫ মিনিট রেখে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলবেন।

💴 Cash on Delivery সমগ্র বাংলাদেশ।
🚚 Home Delivery চার্জ:
🌎 ঢাকার ভিতরে ৩০ টাকা।
✈️ ঢাকার বাহিরে ৫০ টাকা।

📢📢 বিকাশ অথবা নগদ - এ প্রিপেইড পেমেন্ট করলে ৫% ছাড় ।

📞অর্ডার করতে আমাদের মেসেজ করুন অথবা What's App করুন: ০১৫৭১-২৩৩০৬৪
বিঃদ্রঃ আমরা পাইকারি দামে পণ্য দিয়ে থাকি।

Hairee ShampooImported From China🛑 চুলের গোড়া মজবুত করে, চুলের বৃদ্ধিকে উৎসাহিত করে, চুল পড়া রোধ করে, খুশকি পরিষ্কার ক...
29/01/2023

Hairee Shampoo
Imported From China

🛑 চুলের গোড়া মজবুত করে, চুলের বৃদ্ধিকে উৎসাহিত করে, চুল পড়া রোধ করে, খুশকি পরিষ্কার করে, লম্বা ও গাঢ় চুলের বৃদ্ধি, চকচকে ও ঔজ্জ্বল্য, নরম ও সিল্কি চুল।
🛑 ক্ষতিগ্রস্ত চুলের গোড়া থেকে আগা পর্যন্ত গভীরভাবে পুষ্টি যোগায়।
🛑 প্রাকৃতিক বাউন্স এবং দীপ্তি দেয়, চুলের গোড়াকে ডিটক্সিফাই করে, আর্দ্রতার ভারসাম্য পুনরুদ্ধার করে, ময়লা এবং তেল থেকে কার্যকরভাবে চুল পরিষ্কার করে।

🛑 চুলের গঠন উন্নত করে এবং মাথার ত্বক নিরাময় করে।

💴 Cash on Delivery সমগ্র বাংলাদেশ।
🚚 Home Delivery চার্জ:
🌎 ঢাকার ভিতরে ৩০ টাকা।
✈️ ঢাকার বাহিরে ৫০ টাকা।

📢📢 বিকাশ অথবা নগদ - এ প্রিপেইড পেমেন্ট করলে ৫% ছাড় ।

📞অর্ডার করতে আমাদের মেসেজ করুন অথবা What's App করুন: ০১৫৭১-২৩৩০৬৪
বিঃদ্রঃ আমরা পাইকারি দামে পণ্য দিয়ে থাকি।

ব্রণ এবং ব্রণের দাগ দূর করে এবং ত্বকের সেনসিটিভিটি দূর করে।হাইজিয়া জিনসিয়াওজন : ১০০ মি লিMade by CroatiaImported from Ch...
26/01/2023

ব্রণ এবং ব্রণের দাগ দূর করে এবং ত্বকের সেনসিটিভিটি দূর করে।

হাইজিয়া জিনসিয়া
ওজন : ১০০ মি লি
Made by Croatia
Imported from China

🛑 আপনার ত্বক কি ব্রন প্রবণ, ব্রন আক্রান্ত ?
🛑 ব্রন উঠে ক্ষতিগ্রস্ত আপনার মুখের সৌন্দর্য ?
🛑 ত্বকে চুলকানি, লাল হওয়া, জ্বালা পোড়া করা সমস্যা খুব বেশি হয় ?

তাহলে HGIEIA ZINCIA আপনার জন্য Perfect একটি Facial wash.

🔴 কার্যকারিতা :

১। ত্বকের ব্রন দূর করে এবং ব্রন প্রবণতা রোধ করে।
২। ব্রণের কারনে ক্ষতিগ্রস্ত ত্বককে নিরাময় করে , ত্বক হয় শিশুর ত্বকের মত মসৃণ, কোমল ।
৩। ত্বকে চুলকানি, লাল হওয়া, জ্বালা পোড়া থেকে দেয় মুক্তি।

🔴 ব্যাবহার বিধি : ২/৩ মিঃ HYGIEIA ZINCIA liquied facial cream ফেস ওয়াসের মত মুখে লাগিয়ে পানি দিয়ে ধুয়ে ফেলুন দিনে ৩/৪ বার।
নিয়মিত ব্যাবহারে আপনি হবেন আরও সুন্দর এবং আকর্ষণীয় ।

💴 Cash on Delivery সমগ্র বাংলাদেশ।
🚚 Home Delivery চার্জ:
🌎 ঢাকার ভিতরে ৩০ টাকা।
✈️ ঢাকার বাহিরে ৫০ টাকা।

📢📢 বিকাশ অথবা নগদ - এ প্রিপেইড পেমেন্ট করলে ৫% ছাড় ।

📞অর্ডার করতে আমাদের মেসেজ করুন অথবা What's App করুন: ০১৫৭১-২৩৩০৬৪
বিঃদ্রঃ আমরা পাইকারি দামে পণ্য দিয়ে থাকি।

𝗦𝘂𝗻𝗽𝗿𝗼𝟱𝟬+ 𝗦𝗣𝗙𝗠𝗮𝗱𝗲 𝗶𝗻 𝗖𝗿𝗼𝗮𝘁𝗶𝗮𝗜𝗺𝗽𝗼𝗿𝘁𝗲𝗱 𝗙𝗿𝗼𝗺 𝗖𝗵𝗶𝗻𝗮🛑 Sunpro Lotion SPF 50 প্রাকৃতিক উপাদানের সাথে আধুনিক বিজ্ঞানের সমন্বয় ক...
25/01/2023

𝗦𝘂𝗻𝗽𝗿𝗼𝟱𝟬+ 𝗦𝗣𝗙
𝗠𝗮𝗱𝗲 𝗶𝗻 𝗖𝗿𝗼𝗮𝘁𝗶𝗮
𝗜𝗺𝗽𝗼𝗿𝘁𝗲𝗱 𝗙𝗿𝗼𝗺 𝗖𝗵𝗶𝗻𝗮

🛑 Sunpro Lotion SPF 50 প্রাকৃতিক উপাদানের সাথে আধুনিক বিজ্ঞানের সমন্বয় করে ত্বকের সুরক্ষা প্রদান করে। এই কার্যকরী সানস্ক্রিন ত্বককে প্রশান্তি দেয়, ময়শ্চারাইজ করে, তৈলাক্তকরণ‌, সূর্যালোক এবং বাতাস থেকে রক্ষা করতে সহায়তা করে। 50+ এর এসপিএফ সহ, সানপ্রো লোশন UVA এবং UVB উভয় রশ্মিকে ব্লক করে, অন্যদিকে বিশুদ্ধ স্থিতিশীল অ্যালোভেরা জেল, অ্যান্টিঅক্সিডেন্ট, সমৃদ্ধ ময়েশ্চারাইজার এবং হিউমেক্ট্যান্ট দিয়ে তৈরি এই সিল্কি, মসৃণ লোশন ত্বকের প্রাকৃতিক আর্দ্রতার ভারসাম্য বজায় রাখে। দাগ প্রবণ ত্বকের জন্য আদর্শ। আপনার মুখ এবং শরীরে ব্যবহারের জন্য প্রণীত।

🛑 সূর্য সুরক্ষার জন্য উচ্চ এসপিএফ, খনিজ ভিত্তিক UVA/UVB বলি এবং বাদামী দাগের বিরুদ্ধে সুরক্ষা দেয়।
🛑 শক্তিশালী জলরোধী সূত্র যা জল কার্যকলাপের সময় 50 মিনিট পর্যন্ত তার SPF ধরে রাখে।
🛑 আপনার Tan( ত্বক তামাটে হ‌ওয়া) দীর্ঘায়িত করতে ত্বককে ময়শ্চারাইজ করে।

💴 Cash on Delivery সমগ্র বাংলাদেশ।
🚚 Home Delivery চার্জ:
🌎 ঢাকার ভিতরে ৩০ টাকা।
✈️ ঢাকার বাহিরে ৫০ টাকা।

📢📢 বিকাশ অথবা নগদ - এ প্রিপেইড পেমেন্ট করলে ৫% ছাড় ।

📞অর্ডার করতে আমাদের মেসেজ করুন অথবা What's App করুন: ০১৫৭১-২৩৩০৬৪
বিঃদ্রঃ আমরা পাইকারি দামে পণ্য দিয়ে থাকি।

𝗔𝗰𝘁𝗶𝘃𝗲 -𝗕 𝗦𝗵𝗮𝗺𝗽𝗼𝗼𝗠𝗮𝗱𝗲 𝗶𝗻 𝗖𝗵𝗶𝗻𝗮বর্তমান সময়ে আবহাওয়া ও পানির বৈরিতার কারনে Scalp (মাথার ত্বক) এর বিভিন্ন সমস্যা দেখা দিচ...
25/01/2023

𝗔𝗰𝘁𝗶𝘃𝗲 -𝗕 𝗦𝗵𝗮𝗺𝗽𝗼𝗼
𝗠𝗮𝗱𝗲 𝗶𝗻 𝗖𝗵𝗶𝗻𝗮

বর্তমান সময়ে আবহাওয়া ও পানির বৈরিতার কারনে Scalp (মাথার ত্বক) এর বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। যার ফলে অনেকে চুল পড়ে যাওয়া বন্ধ করতে পারছেন না। নারী ও পুরুষ অনেকেই এই সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে। যেমনঃ
১. Scalp সোরিয়াসিস,
২. ড্রাই এন্ড গ্রিজি সেবোরিয়া,
৩. অতিরিক্ত খুশকি,
৪. অতিরিক্ত চুল পড়া, ইত্যাদি।
এসব সমস্যা সমাধানের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে Active -B Shampoo.
🔴এর প্রধান উপাদানগুলো হলোঃ
✓ কেটোকোনাজোল
✓ জিংক পাইরিথিওন
✓ এন্টি ফাংগাল & এন্টি ব্যাকটেরিয়াল ইফেক্ট।
যা কিনা Scalp সোরিয়াসিস, ড্রাই এন্ড গ্রিজি সেবোরিয়া, অতিরিক্ত খুশকি, অতিরিক্ত চুল পড়া কমাতে সাহায্য করে। এছাড়াও Active -B Shampoo তবে রয়েছে অ্যালোভেরা যা চুলকে ময়েশ্চারাইজ করে। তাই স্যাম্পু ব্যবহারের পরে কোনো ধরনের ময়েশ্চারাইজার বা কন্ডিশনার ব্যবহার করার প্রয়োজন নেই।

🔴ব্যবহারবিধিঃ ব্যবহারবিধি : সপ্তাহে ২-৩ বার Active-B Shampoo ব্যবহার করতে হবে।প্রথমে আপনি আপনার চুল ভিজিয়ে পরিমান মতো শ্যাম্পু মাথায় দিয়ে হালকা ১ মিনিট ম্যাসেজ করে ৫ মিনিট রেখে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলবেন।

💴 Cash on Delivery সমগ্র বাংলাদেশ।
🚚 Home Delivery চার্জ:
🌎 ঢাকার ভিতরে ৩০ টাকা।
✈️ ঢাকার বাহিরে ৫০ টাকা।

📢📢 বিকাশ অথবা নগদ - এ প্রিপেইড পেমেন্ট করলে ৫% ছাড় ।

📞অর্ডার করতে আমাদের মেসেজ করুন অথবা What's App করুন: ০১৫৭১-২৩৩০৬৪
বিঃদ্রঃ আমরা পাইকারি দামে পণ্য দিয়ে থাকি।

🔶ভালো কাজ অপুরষ্কৃত থাকে না 🔶দরিদ্র ছেলেটা লেখাপড়ার খরচ যোগাতে মানুষের দ্বারে দ্বারে গিয়ে হকারি করত। একবার প্রচুর খিদে...
23/01/2023

🔶ভালো কাজ অপুরষ্কৃত থাকে না 🔶

দরিদ্র ছেলেটা লেখাপড়ার খরচ যোগাতে মানুষের দ্বারে দ্বারে গিয়ে হকারি করত। একবার প্রচুর খিদে নিয়ে সে এক রমণীর দরজায় গেলেও লজ্জায় খিদের কথা না বলে এক গ্লাস পানি চাইল।

রমণী বুঝতে পেরে তার জন্য এক গ্লাস পানির বদলে এক গ্লাস দুধ নিয়ে এল। ছেলেটা তার দাম দিতে চাইলে রমণী তা নিতে অসম্মতি জানালেন। ঐদিন ঐ ছেলে শুধুমাত্র ভরপেটেই ঐ বাড়ী থেকে বের হয়নি বরং বেরিয়েছে অনেক অনুপ্রেরণা এবং শ্রদ্ধা নিয়ে।

অনেক বছর পর, বড় শহরের, বিরাট এক ডাক্তার হাওয়ার্ড কেলি এক মৃতপ্রায় রোগীর চিকিৎসায় নিয়োজিত হলেন। রোগীর গ্রামের নাম শুনে তিনি তার শৈশবে সেই গ্রামের এক রমণীর থেকে পাওয়া অসীম স্নেহের কথা স্মরণ করে আবেগে আপ্লুত হয়ে গেলেন এবং সাথে সাথে তিনি রোগীকেও চিনে ফেললেন, আরেহ! এতো সেই রমণী!

কেলি তাঁর সর্বোচ্চ চেষ্টা দিয়ে সেই রমণীকে সুস্থ করে তুললেন। কিন্তু, রমণীর হাসপাতালের খরচ দেবার মত সামর্থ্য ছিল না। তিনি কাউন্টারে গিয়ে দেখলেন, ডা. কেলি ইতোমধ্যে তার হাসপাতালের দেনা চুকিয়ে দিয়েছেন এবং তার বিলের কাগজে লিখে দিয়ে গেছেন, “Paid in full with a glass of milk”

আমরা জীবনে যাই করি না কেন, সবকিছুরই প্রতিদান আমাদের জন্য অপেক্ষা করছে। হোক না একটু দেরি! এই রমণী কি কখনো ভেবেছিলেন যে সে এভাবে এত বছর পর তার প্রতিদান পাবেন?

Address

40/B, Indira-Road, Tejgaon
Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when MRSA SHOP BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram